খুবই হাসি পাচ্ছে!সারাদিনই মোটামুটি পড়াশোনা নিয়ে ছোটাছুটি, তবুও আমার জানের জান কম্পুটার সামনে বসলেই মা সে কি রাগ, সে কি বিরক্ত! ১৫ মিনিট না হতেই বলে “উঠো, অনেক্ষণ হলো!” বেচারা লেখাগুলো কান্নাকাটি করে মরছে! ভেবেছিলাম তাও যদি আমার এই শৈল্পিক বিকাশে(!)তার একটু মন গলে! নাহ, কিছুতেই কাজ হচ্ছেনা। কি যে করি, বুঝতে পারছিনা। সারাদিন বই এ মুখ গুঁজে পড়ে থাকলে নিশ্চিত আমার মৃত্যু হবে! রাসায়নিক সাম্যাবস্থা পড়তে বসে নিজের সাম্যাবস্থাই বেসামামাল হয়ে উঠেছে!৪৫ মিনিট বইয়ের পাতা উল্টিয়ে গেলাম, তারপর ব্যার্থ হয়েই বই বন্ধ করলাম।আচ্ছা এস.এস.সি র পর কি সবাই এমন গা ভাসানো টাইপের হয়ে যায়? আগে এ প্লাস না পেলে কি যে গায়ে লাগতো! আর এখন?? বাবা! পাশ করলে বাঁচি! কিন্তু এটাকে কিভাবে ঠিক করা?ইন্টারমিডিয়েট নিয়েও তো খুব চিন্তা হয়! এভাবে তো জীবনেও ভালো করবোনা। চোখের পানিতে ভেসে যাবে বুয়েট, আই.বি.এ ইত্যাদি ইত্যাদি…।আর ভাল্লাগেনা, সহজ কোনো ফাঁকিবাজির সিস্টেম শিখতে চাই। কিন্তু মনেহয় মা ঠিক ধরে ফেলবে! আমার মা আবার বেশীই সচেতন!! কি করবো??
৩৮ টি মন্তব্য : “ছন্নছাড়া কথাবার্তা!”
মন্তব্য করুন
😀
না রেজওয়ান ভাই,আমি ১ম........ 😀 ..
বোন রে,বাইরের দুনিয়া হেভী টাফ 🙁 ,টক্কর দিয়ে চলতে হবে।কষ্ট করে একটু পড় :-B একটা সময় ভাল লাগবে,ফাঁকি বাজি শিখে নিজেরেই ফাঁকি দিও না :no:
🙁 আমি ভুক্তভোগী-ইন্টারে পড়ালেখা না করার ফলে ক্যাডেট সমাজের কুলাঙ্গার হইয়া নসু থিকা পাস করছি-ডু নট ফলো মাই ফুট স্টেপ্স আপু!
বস,নসু থেকে পাস করলেই কি কেউ কুলাঙ্গার হয়??নশুতে ত অনেক ভাল ভাল পোলা পড়তেছে,নশুর সাথে বাইরের দেশগুলার কানেকশন ভাল,আপ্নার এত চিন্তা কেন,পাস করসেন তো,!!!
নসু নিয়া আমার বিশেষ একটা আক্ষেপ নাই, কিছু কিছু দিক দিয়া ইন ফ্যাক্ট সুবিধাই হইছে-তাড়াতাড়ি বিছিএছ দিতে পার্ছি-তয় ব্র্যান্ড নেম ইজ সামথিং।আমরা যেমন সবাই ক্যাডেট নিয়া সারাজীবন পার্ট লই-বুয়েট বা আইবিএর পোলাপাইন এইরকম সারাজীবন কওয়ার মত একটা জিনিস অর্জন করে ভর্তি পরীক্ষায় সাফল্যের মাধ্যমে।নসু ইজ গুড,বাট ইফ ইউ ক্যান এ্যাচিভ দোজ-ইটস বেটার 🙂
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
:salute:
চলো বহুদুর.........
টার্গেট নিয়ে লেখাপড়া করলে মনে হয় ব্যাপারটা একটু সহজ হয়ে যায়, অন্তত আমার জন্যে হয়েছিলো। টার্গেট নাও যে প্রতিটা পেপারে গড়ে ৫/১০ নম্বর বেশী পেতে হবে আগামি টার্মে। এখন বাংলা বা ইংরেজিতে ৫/১০ নম্বর বাড়ানো অংক বা পদার্থ বিজ্ঞান বা রসায়নে ৫/১০ নম্বর বাড়ানোর চাইতে কষ্ট ...... তাই অংক বা পদার্থ বিজ্ঞান বা রসায়নে একটু বেশি বাড়ানোর টার্গেট করো ...... অল্প অল্প করে আগানোর চেষ্টা করলে ভালো ফল পাওয়া যায়। তোমার তো এখনো এক বছরের মতন সময় আছে ...... ইনশাল্লাহ সমস্যা হবে না ...
অনেক থ্যাংকু ভাইয়া!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
আমার কিছু কওনের নাই 🙁
এস.এস.সি আর এইচ.এস.সি এর রেজাল্ট কোন কামে লাগল না :((
বি.এ পাস (সেকেন্ড ক্লাস) :bash: :bash: :bash:
পড়াশুনা নিয়া কাউরে কোন উপদেশ দেয়ার যোগ্যতা আমার কোন কালেই ছিল না। আমি বরং তোমাকে 'থ্রি ইডিয়টস' দেখতে বলতে পারি। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup: থ্রী ইডিয়টস :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
আজকে ক্যান্টনমেন্টে আইসাই ডাউনলোড দিসি......কালকেই দেইখা ফালামু 😀
এই পিচ্চিটার লেখা দিন-দিন এত্ত ছোট হচ্ছে কেন? x-( x-(
চ্যারিটি বিগিনস এট হোম
আবার বড় হবে! আর ভাইয়া থ্রি ইডিয়টস দেখছি মা সহ!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
=)) =)) =))
ইচ্ছামতো ফাঁকিমারও। কোনও অসুবিধা নাই, আমি সহিসালামতে পাস কইরা আসতে পারছি, তুমারও কিছু হইয়া যাবে।
জনাব রায়হান আবীর (বিএসসি অনার্স,পিএইচডি) এর উপদেশ সাধারণ মানুষের জন্যে প্রযোজ্য নয়।আপু,ওর উপদেশ নিলে নিজ দায়িত্বে নিও কিন্তু 😀
:khekz:
বাংলা ইংলিশ তো বানাইয়া বানাইয়া লেখা যাবে...
খালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর একটু একটু অপশনাল সাবজেক্ট পরলেই তো হবে।
আর পরিক্ষায় কি কি আসবে সেটা মোটামুটি অনুমান করা যায়(সিনিয়রদের কাছ থেকে সাজেশন+ নিজের 'ঝরে বক মারা')।
so....
তোর এই উপদেশটা আমার আসন্ন পরিক্ষাতেও কাজে লাগবে-থেঙ্কু 🙂
গুরু,কি যে বলেন?!আমার উপদেশ আপনার কাজে লাগবে?
:grr: আমার উপদেশ না,অনুরোধটাই তো রাখলেন না :((
কতবার কইলাম ঐ সব :just: frnd ছাইড়া দেন
যাই হোক...এখন কিন্তু আবার পাঙ্গাইয়েন না।নতাহলে কিন্তু ধারাল bull-fish'র ছবি দিমু না :))
:shy: আমার ইমেল এড্রেস জানা আছে তো? অতিসত্বর চিত্র পাঠাই দে :shy:
:thumbdown:
ইয়ে আঁধার বৌদি,মেহেদীদাকেও পাঠাই? :shy: 😛
কিপাঠাইতেচাস...
bull-fish ম্যাডামের চিত্র :shy:
পড়ার আসল টাইম তো হলো এডমিশন টেস্ট এর আগের মাস গুলা।এস এস সি,এইচ এস সি তে তো ভং চং দিয়েই এ+ পাওয়া যাই,তাই আরাম আয়েশ করে পড় এখন,ব্যপার না!আমি এই জীবনে সত্যিকার অর্থে নিজ দায়িত্বে পড়ছি মনে হয় শুধু এডমিশন টেস্টের আগের ৩ মাস।চিন্তার কিছুই নাই বেহেনা 😉
পড়ার আসল টাইম তো হলো টেস্ট এর পরের মাস গুলা।তবে এখন থেকেই প্রস্তুতি নাও; চাইলে তানভীর ভাইয়ের কাছ থেকে সাজেশন নিতে পারো। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব ভাইয়ের সাথে এক্মত।আমি ssc দিয়া আইলাম,পরছি খালি test এর পরের কয়দিন।যদিও বুঝি hsc এর syllabus অনেক long তবুও মনে হয় ক্যাদেত যখন হইস তখন ব্যাপারনা,ইনশাল্লাহ ভাল রেসাল্ট হবে।so tension বাদ দিয়া :guitar: :guitar: বাজাইতে থাক.......।
চলো বহুদুর.........
রকিব ভাইয়ের সাথে একমত।আমি ssc দিয়া আইলাম,পরছি খালি test এর পরের কয়দিন।যদিও বুঝি hsc এর syllabus অনেক long তবুও মনে হয় ক্যাদেত যখন হইস তখন ব্যাপারনা,ইনশাল্লাহ ভাল রেসাল্ট হবে।so tension বাদ দিয়া :guitar: :guitar: বাজাইতে থাক.......।
চলো বহুদুর.........
আরে ব্যাপার না...সময় হলেই দেখবা সব হয়ে গেছে...এখন যত খুশি ফাঁকি মারো...
কইতে এখন আর লজ্জা নাই যে আমি রসায়ন ২য় পত্রে কোনরকমে পাশ করছি। ৩ ইডিয়টস দেখার অনেক আগেই বুঝছিলাম যে যারে যেইডা স্যুট করে তার সেই লাইনেই যাওয়া উচিত।
অফ টপিকঃ সাইন্স নিয়ে পড়া ছিল আমার জীবনের চরম বোকামীগুলোর মধ্যে একটা।
চ্যারিটি বিগিনস এট হোম
:(( রসায়ন সেকেন্ড পেপারে আমার অবস্থা আর্টস পার্টির জেনারেল ম্যাথের চেয়েও খারাপ ছিল :((
" পড়ার আসল টাইম তো হলো টেস্ট এর পরের মাস গুলা " :boss: :boss:
এইটাই আসল কথা.......আমি নিজেও এই কাম করছি 🙂 🙂
so no tension..........খালি এক্টু chemistry 2nd এর দিকে খেয়াল রাখতে হবে।
পইড়া কি হবে মামু । আসল জিনিস হইল জানতে পারা । পড়ে তো অনেকেই । কিন্তু সৃষ্টি করতে পারে কয়জন ? চেষ্টা কর নতুন কিছু করার।
Moontasir Hossain
Rangpur Cadet College (2005-11)
থ্যাঙ্কু মামা!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
কি হবে বুজতে পারছি না