বলাই বাহুল্য আমার ক্যাডেট কলেজ খুবই ভাল লাগে!তবুও বাসা…অন্যরকম ভাব আছে না! এবার আমি মরেই যাচ্ছি! নিয়মানুযায়ী ইলেভেন হিসাবে আমার রেজাল্ট ভয়ংকর!!!
আম্মা তাই দুনিয়ার যত পড়াশোনার ব্যাবস্থা আছে সব খুঁজে বের করে ফেলছে! দিন রাত… কোনো ব্রেক নাই! তাই সিসিবি তে ও কম বসা হয়। কলেজে বসে অনেক কবিতা, গল্প লেখা হলেও বাসায় এসে তা দেয়া হচ্ছে না। আমি প্রহর গুনছি…আমার রেজাল্ট কবে আম্মার পছন্দ হবে! তারপর একটু ছাড় পাব!কলেজে এবার অনেক ব্যাস্ত সময় কাটল,পরীক্ষা,স্পোর্টস ইয়ার ফাংশন নিয়ে পাগলপ্রায়।আমাদের সদাচার হাউস আবার! চ্যাম্পিয়ান! পাশাপাশি ২ বছর,তাই আনন্দের আমেজটা একটু বেশী!১০ টি ট্রফি নিয়ে (একাডেমিকস, স্পোর্টস সহ!) আমরা দারুন হইচই করলাম সারাদিন, বিশাল ব্যানার বানিয়ে সেটা নিয়ে মাঠে ছোটাছুটি……খুব ভাল লাগল! এবার সবার কাছে দোয়াপ্রার্থী আমি, যাতে আমাদের গৌরব ধরে রাখতে পারি।
ছুটির শেষে এবার জাতীয় বিতর্ক, আরো নানা কম্পিটিশন, আমাদের টিম এর জন্যে সবাই দোয়া করবেন।
৯৭ টি মন্তব্য : “ছুটির শুরুঃ কিছু কথা”
মন্তব্য করুন
😀
২য়
চ্যারিটি বিগিনস এট হোম
:thumbup: :thumbup: হাউস কালার কি?
ইটা
চ্যারিটি বিগিনস এট হোম
হাউস কালার জানলে তো পালাইবি জাহিদ :grr: :grr:
😀 😀 খিকয খিকয
কেন ? পালামু কেন? লাল নাকি?
নীল
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
:awesome: আমি ছিলাম ওম্র ফারুক হাউজে। :awesome: আমার হাউজ কালার নীল। :awesome:
চ্যারিটি বিগিনস এট হোম
আমিও ওমর ফারুক হাউসে ভাইয়া... এবার হাউস থার্ড... :((
Nahian
:bash: :chup:
চ্যারিটি বিগিনস এট হোম
@ nahian,
২০০৬-এর রিইউনিয়নে কি আমাদের দেখা হয়েছিল?
চ্যারিটি বিগিনস এট হোম
আবার জিগায়... 😀
Nahian
ওমর ফারুক হাউস কি চ্যাম্পিয়ন ছিল কখনও? মনে পড়ছে না।
এক সময় ওমর ফারুক হাউজের পর-পর আট বছর চ্যাম্পিয়ন হবার রেকর্ড ছিল। :hatsoff: :salute: :gulli: :gulli2:
চ্যারিটি বিগিনস এট হোম
২০০৫ ও ২০০৬ এ আমরা ই চ্যাম্পিয়ন ছিলাম... 😛 আবার হব 😛
Nahian
:thumbup: :thumbup: :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
আম্মুকে কি অনেক ভয় পাও? :khekz:
ফাকি মারা শিখ নাই? :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
এইটা না কর্তে পারলে প্রপার ক্যাডেট হৈতে পারো নাই :thumbdown: :thumbdown:
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
:thumbup:
আহমদ ভাইয়া মনে হয় এক্সপার্ট ফাকিবাজ ছিলেন?? 😉
বলা যাবে না। 😮
ওস্তাদের নিষেধ আছে। :duel:
চ্যারিটি বিগিনস এট হোম
জেরিনাপ্পু, ক্যাডেট সবাইকেই এক্সপার্ট ফাকিঁবাজ হৈতে হয়। তয় সবার লেভেল তো আর সমান হয় না। 😛
:clap: :thumbup:
Nahian
স্যালুট টু ফাকিবাজি :salute:
😡
চ্যারিটি বিগিনস এট হোম
১১ তে প্রাইভেট পড়তে গিয়া মেলা কাহিনী করছি :grr: :grr:
প্রাইভেট কাহিনীডা একটু শুনতে চাই...
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ঝাতি ঝান্তে চায় :-B
চ্যারিটি বিগিনস এট হোম
৩ নম্বর বারের মত ৩য় হয়াও এইবার আমি ৩ হাউজ কাপাইসি......চিল্লায়া!সাবাশ নীল!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
বকক'র নীল হা্উস 😡 :gulli2: :gulli: :gulti: :duel: :chup:
ভাই , আছি কিন্তু ... ... বরিশালে "নীল" ছাড়া আর কারও ভাত নাই ... ...
বককতে হাউস এক্টাই সেইটা হইল লাল :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ক্যাসপার হালারপুত, বাকি ২ হাউস কি খায়া ফেললি নাকি? x-( x-(
ভাত না থাকলে প্রবস নাই, বার্গার আছে B-)
:thumbup:
Nahian
ইস স্পোর্টসের ইনভাইটেশন কার্ড ছিলো বাসায়। যাওয়ার টাইম পাইলাম না
:khekz:
ব্যাপার না...পরের বার!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আরে অই শাহরিয়ার
তোমার "কৈশোর" এর খবর কি
শাহরিয়ার এখন "বার্ধক্যে" উপনীত হয়েছে। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀 😀 😀 😀
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
সত্য হাউস আবার ডাব্বা খাইল নাকি? 😕 😕
আবার জিগায়!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
:grr:
😕 :-/
চ্যারিটি বিগিনস এট হোম
😀
Life is Mad.
আর টুশকি নাই কেন? :-/
চ্যারিটি বিগিনস এট হোম
আমি এইবার সিলেট ক্যাডেট কলেজের অ্যাথলেটিক্স এর ফাইনাল ডে তে গিয়েছিলাম... ইশশ...পুরা নস্টালজিক হয়ে গিয়েছিলাম...।
ফাকি দেওয়া শিখতে মোসাদ্দেক ভাইয়ের সাহায্য নেওয়া যায়। শিখতে পারলে জীবনেও ধরা খাবে না কেউ। :awesome:
@ আহসান :dreamy:
চ্যারিটি বিগিনস এট হোম
"আমাদের সদাচার হাউস আবার! চ্যাম্পিয়ান! "
দারুন!!!I
three cheers for our house!!!hip hip hurray!!!!!!!!!!
আমিও!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
ইশশিরে (কপিরাইটঃ ফয়েজ ভাই), ~x(
এদের হাউজ ফিলিংসের জালায় তো আর পারা গেল না। 😡
চ্যারিটি বিগিনস এট হোম
রেড রেড আপ আপ!
:chup:
নীল নীল আপ আপ :goragori:
চ্যারিটি বিগিনস এট হোম
:thumbup:
রেড রেড আপ আপ! 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
রেড রেড আপ আপ! 😀 😀
গ্রীন গ্রীন আপ আপ :thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
গ্রীন গ্রীন আপ আপ :thumbup: :thumbup:
লাল লাল :thumbup: :thumbup:
মানে কি হাউস প্রিফেক্ট হইতেছিস ???
Nahian
:khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
=)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
শালা! না হইলে কি ফেল করব নাকি??
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
শালা??? 😮 :-/ :no:
নাকি দেবর? :khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
:gulti:
নাহীয়ান আমার দেবর?? 😮 😮 😮 গাধাটা আমার ছোট ভাই হবে হইলে!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
হাউসের প্রতি যথেষ্ট রকম ফিলিংস। ফাকি মারতে না পারলে ক্যাডেটশীপে কিছুটা ঘাটতি রয়ে গেলো বলে মনে হয়। তবে বোইন একটা কথা কই ফাকির পরিমাণ বেশি হইলে কিন্তু আবার নিজেই ফাকে পইরা যাইবা।
:duel:
চ্যারিটি বিগিনস এট হোম
:clap:
সবুজ এর কথা কেউ একবার ও কইলেন না... :((
ক ক ক তে আমার হাউস তিতাস ( সবুজ) টানা ৮ বছর চ্যাম্পিয়ন। :awesome: :awesome:
কই শুনলেন??
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
এই পোলা কয় কী? তিতাস আবার চ্যাম্পিয়ান হইতে জানে নাকি? =))
রেড রেড, আপ আপ। 😀
www.tareqnurulhasan.com
সবুজের কথা আসলে বলা লাগে না। ক্যাডেট কলেজ সৃষ্টির পর থেকেই সবুজ সর্বত্তম।
এই লাল আর কি জানি,. :dreamy: :dreamy: .....ও মনে পড়ছে, নীল...এরা আসলে ২য় পজিশনের জন্য কাইজ্জা করতাছে। ওখানে আমরা ঢুকুম কেন?
:hatsoff: :hatsoff:
আমি সদাচারে ছিলাম। তখনও সদাচারের যুগ ছিল।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
Haydar vai, ami green house...green green up up
আমরা হাউস নিয়া মাতামাতি করি না,কারণ হাউসের চাইতে ফর্ম বড় 😀
এ ফর্ম টাইগার্স-আপ! আপ!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
কও কী? তোমাদের ফর্ম কয় তলা? 😉
www.tareqnurulhasan.com
ফর্মের চাইতে ব্যাচ বড়, ব্যাচের চাইতে কলেজ বড়...........কলেজের চাইতে দেশ বড়, দেশের চাইতে মহাদেশ বড়, মহাদেশের চাইতে দুনিয়া বড়...........আসেন আমরা দুনিয়া ফিলিংস লয়া এলিয়েনগো লগে ক্যাচাল লাগাই... :duel: :duel:
=)) =)) =))
:just: :pira:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
রাহাত ভাই, আপনার এই কমেন্ট পইরা আমি আর কিসু কমু না,আমি বেটার :frontroll: দিয়া শুরু করি
😡
:pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: দারুন আইডিয়া ভাই! আসেন বাধাই!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
নীলের উপ্রে হাউস আছে নাকি? ঝানতাম না তো B-)
হাউস কি তিন তলারটা আছিলো? তাইলে ঠিকাছে ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :))
একটা কথা মনে পড়ছে। আমি আছিলাম বি ফরমে। ফাটাফাটি ছিল ক্লাস এইট-বি। মানে আমরা যখন এইটে তখনকার কথা আরকি। পুরা একডেমিক ব্লক প্রেপ টাইমে চুপচাপ। খালি এইট-বি ফাটায়া চিল্লা-চিল্লি কইরা যাইতেসে। ফলাফল আইলো টার্ম ফাইনাল পরীক্ষার পরে। রেজাল্টে এ-ফরমের সবাই ১ থেকে ২৫-এর মদ্ধে। আর ব-ফরমের স্থান শুরু হইছে ২৬ থেকে। ফরম মাস্টারের চেহারাটা দেখার মত হইছিল। (অঃটঃ আমাদের ব্যাচে ছিলাম ৫০ জন :khekz: )
চ্যারিটি বিগিনস এট হোম
:khekz: এরপরে আমাদের গনহারে ফরম চেঞ্জ কইরা দিসিল। :khekz: সে আরেক কাহিনী :khekz: কইতে গেলে ইতিহাস হইয়া যাইব :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
আরেকটা কথা মনে পড়ছে। এইটে (অথবা নাইনেও হইতে পারে) একবার সবাই মিল্যা আমারে জোর কইরা এসিস্টান্ট ফরম লিডার বানাইসিল। পুলাপাইন আমার নামেই প্রেপে ডিস্টার্বের কম্পলেন করসিল। :khekz: তারপর থিক্কা আমারে আর কস্ট কইরা ফরম লিডার হইতে হয় নাই।
অঃটঃ আমাদের কোন ফরমে গন্ডগোল হইলে ফরম লিডারের উপর দিয়া কলেজ অথরিটি ঝড় তুইল্লা দিত। আমি সেই দিক থিক্কা পরে বাইচা গেসিলাম। 😀
চ্যারিটি বিগিনস এট হোম
আমি ফর্ম লীডার থাকার সময় সেকেন্ড প্রেপে আমাগো একজনে এমুন ঘুমটাই দিছে যে কখন নীচে ভাসায়া দিছে, তাও খবর পায় নাই, পুরা বেড়াছেড়া অবস্থা, ওই একই পাবলিকেই আরেকদিন ঘুমাবার টাইমে এডু আইসা শেকাপ দিছে, হ্যাতে ঘুম অবস্থাই এডুরে যে কেনুডা দিলো...তারপরে কি হইলো বুইঝা লন।
সব জায়গায়ই একই অবস্থা 🙁
mcc te ei year e red champ with record lead! B-)