যুক্তিবাদী মানুষ যখন প্রলাপ বকতে থাকে
আনাড়ি লোক তুলি হাতে মনেরই ভাব আঁকে
বেসুরো সেইছেলেটা আজ প্রাণ ঢেলে দেয় গানে
সুর তাল নেই, তবুও আজ কি খুশি তার প্রানে!
আকাশ, বাতাস, নদী, ধরা, গাছের কচি ডাল
সবচে’ বেশি লাল মনেহয় সুর্যাস্তের লাল!
সবকিছু আজ চমক ভরা,নতুন নতুন লাগে
গাংচিল সব ডাক দিয়ে যায়, উড়তেও সাধ জাগে
অযুক্তিকর কথাগুলোই বেশী লাগে ভালো
অন্ধ ঘরেও হৃদয় কেমন ছড়ায় চঁআদের আলো
আবোল তাবোল বকতে থাকে শান্ত যে যন ছিল
চঞ্চলা আজ চুপটি বেজায় কে জানে কি হলো?
নিরস মানুষ আজ দেখা যায় পড়ছে উপন্যাস
আজকে তার অ ভালই লাগে বক সাদা ওই কাশ
বৃথাই ক’জন কাব্য লেখে,ছন্দের নেই ঠিক
চেনা পথেই পথচারী পায়না খুঁজে দিক
সব মনে আজ ঋতুর নাচন, ফাগুনের এই বেলা
সবই সবার মনের মাঝে,নিত্য করে খেলা।
১৩.১২.০৯
😀
ঐ সেইদিন না কলেজে গেলা!! এতো তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো???
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নাহ এই মেয়েকে সিসিবির অফিসিয়াল কবিনীর উপাধি দেয়া দরকার। 🙂
অফিসিয়াল কবিনী আপু, কিছু টাইপো আছে, ঠিক করে দিও। নাইলে কবিতাটা নতুন টাইপোর হাওয়ায় হারাইয়া যাইতেছে
সংসারে প্রবল বৈরাগ্য!
সৌন্দর্য্য হয়েছে... 😀
🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বৃথাই ক’জন কাব্য লেখে,ছন্দের নেই ঠিক
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
কার জন্যে লেখা... বুঝলোই না!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
পিচ্চিটাতো ভালই লেখে :boss:
চ্যারিটি বিগিনস এট হোম
😮