শুধু তোকে নিয়ে লেখা

তুই আর আমি,
যত বাঁদরামী
চিরকাল দুজন একসাথে,
যা হবে হোক
তোর আমার ঝোঁক
দুষ্টামী হাত রেখে হাতে।

আমি আর তুই
একসাথে রই
সারাদিন এখানে ওখানে
পরীক্ষার হল
কি বা মাঠে কোলাহল
সবকিছু শুধু কাছে আনে।

শাস্তি কি বকা
তবু নাই নিরবতা
সারাদিন করি বকবক
দিন কি বা রাতে
যদি হই একসাথে
দুনিয়াটা করে ঝকমক!

কান্না কি হাসি
তোকে তবু ভালবাসি
সবকিছু তোকে বলা যায়
আর যদি হয়
কোন মজার বিষয়
কে আর আমাদের পায়?

মাঝে মাঝে তবু
সাধ জাগে কভু
ঢেলে দেই যত আছে দুখ
কত কথা বলি
কেঁদে কেটে ফেলি
তবু একসাথে হলে পাই সুখ।

তুই আর আমি
জানি সব জানি
একে অন্যের কি যে চাই
যদি থাকি দূরে
তবু মন দুটো উড়ে
একসাথে হয়ে যাবে তাই!

তোকে কেন যেন
মনে পড়েনা কখনও
ভাবিনা,কতদিন হয়ে গেল!
কারন তুই তো
আমারই মতো
মিশে থাকা, মন বুঝি বন্ধু পেল।

তোকেই রাগাই
তোকেই ক্ষ্যাপাই
তোর সাথে যত রাগারাগি
তবু প্রিয় ফুল
তুই বুঝিসনা ভুল
সবই তোর সাথে ভাগাভাগি।

১৮।১০।০৯

১,১৬৬ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “শুধু তোকে নিয়ে লেখা”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    অসাধারণ!
    তোমার বয়সী যখন ছিলাম, তখন বুঝতে ভুল হতোনা যে
    এটা বেস্ট ফ্রেণ্ডকে নিয়েই লেখা।
    আজ একবার মনে হলো মনের মানুষকে নিয়ে লিখেছো,
    আরেকবার মনে হলো তোমার শিশুকে নিয়ে।
    'প্রিয়তা'র পার্সপেক্টিভ' এভাবেই বুঝি পাল্টায়।
    প্রিয় বন্ধুর মতো এসব প্রিয় বিষয়গুলোকে নিয়েও তুমি
    একদিন এমন-ই সুন্দর করে লিখবে নিশ্চয়ই।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।