আমার মিডটার্ম শেষের দিকে তাই এটাকে কাজে লাগানোর চেষ্টা করি……..
ঘটনাটা আমাদের ইলেভেনের সেভেন-ডেইস এর পরপর।আমরা সবাই তখন কে কেমন ছবি তুলছে ,কারটা কত ভালো আসছে এইটা নিয়েই বিজি।তো আমি আর ফয়েজ(তানভির-আই.ইউ.টি) তখন সবসময় একসাথেই থাকি,অল্প অল্প দুস্টামী করি,অনেক পোলাপাইনদের মদন বানানোর ধান্দায় থাকি।তো হঠাৎ ফয়েজের মাথায় দুস্টামী একটা চলে আসছে।ও রিফাতকে ডাকলো “দোস্ত শোন,তোর খুব সুন্দর একটা ছবি আমার কাছে আছে..দেখবি??রিফাত তো খুব খুশি…আসছে ফয়েজের কাছে,পাশের ডেস্কে আমি বসে আছি।ফয়েজ তখন বায়োলোজি বই খুলে ঝুলন্ত একটা বাদরের ছবি দেখায়া রিফাতকে বলতেসে ,”দ্যাখ তো পোজটা খুব সুন্দর হইসে না??” বেচারা রিফাত মুখটা কালো করে চলে গেলো।কিন্তু আমি আর ফয়েজ তো মজা পেয়ে গেলাম।আমি আমার পাশের কয়েক জনকে এমন করে বোকা বানালাম,ফয়েজও আরও কয়েকজন কে বোকা বানালো।এইবার ফয়েজ আমাকে বলতেছে যাই দোস্ত A ফরমে যাই।আমিও গেলাম ওর পিছে পিছে।
ও তখন ইশতিয়াককে ডেকে বলতেছে দোস্ত তোর সেভেন ডেইসের খুব সুন্দর একটা ছবি আছে আমার কাছে,আয় দেখে যা।ইশতিয়াক তখন আমার দিকে তাকিয়ে হাসতেছে ,আমিও হাসতেছি…ফয়েজ বলতেসে কিরে দেখবি না??ইশতিয়াক তখন বলতেসে……”দোস্ত আমি তো সেভেন ডেইসে যাই ই নাই……..।” বেচারা ফয়েজ।। 😛
হাহাহা... বড়ই মজা পাইলাম।
ইশতিয়াক সেভেন ডেইস এ যায় নাই কেন?
সেভেন ডেইজে যায় নাই ক্যান!!উনিও তো কম বেচারা না!
এইটা আরেক কাহিনী..ওর নাকি শখ হইসিলো সি.এম.এইচ এর খাবার খাওয়া তাই....
চিজ বারি হ্যায় মাস্ত...
হায় হায় সেভেন ডেইজে যায় নাই কেন?
সেভেন ডেইজ় মানে কি? এক্সকারশানের কথা বলতেছ? ঐটারে তোমরা সেভেন ডেইজ বলতা নাকি?
seven days e jay nai ! Jibon to sesh hoiya galo.