হাসান দারুন একটা কাজ করেছিস । ক্যাডেট মায়ের জন্য ক্যাডেটরা এগিয়ে আসবেই ।
আমি লিঙ্কটা যেখানে যেখানে পারি দিয়ে দিচ্ছি । ইনশাআল্লাহ আমাদের মা সুস্থ হয়ে যাবেন ।
একজন ডাক্তার হিসেবে আমার ব্যক্তিগত পছন্দ সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল। পাকস্থলীর ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আরোগ্য সম্ভব। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাস্পাতালে আছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রচুর এক্স ক্যাডেট আছে। তোমরা সেখানে যোগাযোগ কর। বেসরকারী হাসপাতালের এত খরচ টানার কোনো মানে হয়না। সরকারীতে এলে লাখ খানেক টাকায় চিকিৎসা হয়ে যাবার কথা ( কেবল কেমোর ওষুধের দাম ও সামান্য অন্যান্য খরচ)।
ধন্যবাদ ভাইয়া । আসলে ওদের ঢাকায় কেউ নাই । যে কারণে থাকার সমস্যা আছে । তবে
এটাও ঠিক বেসরকারী তে প্রচুর ব্যয় হয়ে যায় । যাই হোক আপনি যদি আপনার সাথে
যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা দেন তবে খুব উপকৃত হতাম । আপনার কাছ
থেকে বিস্তারিত কিছু আইডিয়া পাওয়া যেত ।
খুবই খারাপ লাগলো। আবার একজন মাকে বাঁচানোর এই সম্মিলিত আকুতি দেখে ভালও লাগলো।
যেভাবে পারি, যতটুকু পারি সাহায্য করবো। মা ভাল হয়ে উঠবেন খুব তাড়াতাড়ি...শুভ কামনা...
একটা পেপ্যাল লিংক দাও। বা পেপ্যাল লিংকের ব্যবস্থা কর। তোমার মেইল এড্রেস কি?
ভাইয়া পেপাল লিঙ্ক এর ব্যবস্থা করছি। আপনাকে আমি জানাব। আমার মেইল এড্রেস এ যোগাযোগ করতে পারেন
mehedii@ymail.com
শুভ কামনা
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
একজন মায়ের পাশে দাঁড়িয়েছ দেখে ভালো লাগলো। তোমাদের চেষ্টা-উদ্যোগ সফল হোক। সিসিবির সবাই আশা করি সাধ্যমতো করবে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হাসান দারুন একটা কাজ করেছিস । ক্যাডেট মায়ের জন্য ক্যাডেটরা এগিয়ে আসবেই ।
আমি লিঙ্কটা যেখানে যেখানে পারি দিয়ে দিচ্ছি । ইনশাআল্লাহ আমাদের মা সুস্থ হয়ে যাবেন ।
ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে
আমরা পাশে আছি।
ইউকে তে যেসব ভাইয়ারা আছেন তাদের কাছ থেকে দেখি কোনো টাকা ম্যানেজ করা যায় কিনা
পাশে আছি, শুভকামনা রইলো।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সবকিছু ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ্
শামীম মুরাদ
একজন ডাক্তার হিসেবে আমার ব্যক্তিগত পছন্দ সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল। পাকস্থলীর ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আরোগ্য সম্ভব। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাস্পাতালে আছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রচুর এক্স ক্যাডেট আছে। তোমরা সেখানে যোগাযোগ কর। বেসরকারী হাসপাতালের এত খরচ টানার কোনো মানে হয়না। সরকারীতে এলে লাখ খানেক টাকায় চিকিৎসা হয়ে যাবার কথা ( কেবল কেমোর ওষুধের দাম ও সামান্য অন্যান্য খরচ)।
ধন্যবাদ ভাইয়া । আসলে ওদের ঢাকায় কেউ নাই । যে কারণে থাকার সমস্যা আছে । তবে
এটাও ঠিক বেসরকারী তে প্রচুর ব্যয় হয়ে যায় । যাই হোক আপনি যদি আপনার সাথে
যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা দেন তবে খুব উপকৃত হতাম । আপনার কাছ
থেকে বিস্তারিত কিছু আইডিয়া পাওয়া যেত ।
01674287997