?

খবরটা

১,৯৯৯ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “?”

  1. রেজা শাওন (০১-০৭)

    খুবই খারাপ লাগলো। আবার একজন মাকে বাঁচানোর এই সম্মিলিত আকুতি দেখে ভালও লাগলো।

    যেভাবে পারি, যতটুকু পারি সাহায্য করবো। মা ভাল হয়ে উঠবেন খুব তাড়াতাড়ি...শুভ কামনা...

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    একজন মায়ের পাশে দাঁড়িয়েছ দেখে ভালো লাগলো। তোমাদের চেষ্টা-উদ্যোগ সফল হোক। সিসিবির সবাই আশা করি সাধ্যমতো করবে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. শোভন (২০০২-২০০৮)

    হাসান দারুন একটা কাজ করেছিস । ক্যাডেট মায়ের জন্য ক্যাডেটরা এগিয়ে আসবেই ।
    আমি লিঙ্কটা যেখানে যেখানে পারি দিয়ে দিচ্ছি । ইনশাআল্লাহ আমাদের মা সুস্থ হয়ে যাবেন ।

    জবাব দিন
  4. হায়দার (৯৮ - ০৪)

    একজন ডাক্তার হিসেবে আমার ব্যক্তিগত পছন্দ সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল। পাকস্থলীর ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আরোগ্য সম্ভব। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাস্পাতালে আছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রচুর এক্স ক্যাডেট আছে। তোমরা সেখানে যোগাযোগ কর। বেসরকারী হাসপাতালের এত খরচ টানার কোনো মানে হয়না। সরকারীতে এলে লাখ খানেক টাকায় চিকিৎসা হয়ে যাবার কথা ( কেবল কেমোর ওষুধের দাম ও সামান্য অন্যান্য খরচ)।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।