বাফটা ২০০৯

যা আশা করা হয়েছিল, ব্রিটিশ সিনেমা স্লামডগ মিলিওনেয়ার জিতেছে ৭টি পুরস্কার। বলাবাহুল্য ব্রিটিশ সিনেমার জয় জয়কার। মানতে পারলাম না বেশীরভাগ। টেকনিক্যাল সব পুরস্কার জেতা উচিত ছিল কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন এর। আমি প্রধান ক্যাটাগরী গুলো নিয়ে লিখলাম।

Best film
The Curious Case of Benjamin Button
Frost/Nixon
Milk
The Reader
Slumdog Millionaire
আমার কাছে সেরা সিনেমা মনে হয়েছে দি রিডার। বেঞ্জামিন বাটনের কথা মনে রেখেই বলছি। বেঞ্জামিন বেশী ভাল লাগে নাই তাই প্রিপারেশন সত্বেও এই সিনেমা নিয়ে রিভিঊ লিখি নাই।

Leading actor
Frank Langella – Frost/Nixon
Dev Patel – Slumdog Millionaire
Sean Penn – Milk
Brad Pitt – The Curious Case of Benjamin Button
Mickey Rourke – The Wrestler

রেসলার এখনো দেখি নাই। সব পেপারে রিভিউগুলা মিকি রুর্কের প্রশংসা করছে। কিন্তু ব্রাড পিট খুব ভাল করেছে বেঞ্জামিন হিসাবে।

Leading actress
Angelina Jolie – Changeling
Kristen Scott Thomas – I’ve Loved You So Long
Meryl Streep – Doubt
Kate Winslet – Revolutionary Road
Kate Winslet – The Reader
.
নিজের সাথে নিজের প্রতিদন্দ্বিতায় জিতেছে কেট উইন্সলেট। পুরোটাই একমত। এপ্রিল আর হানা স্মিডট দুটোই অসাধারন!!!

Supporting actor
Robert Downey Jr – Tropic Thunder
Brendan Gleeson – In Bruges
Heath Ledger – The Dark Knight
Brad Pitt – Burn After Reading
Philip Seymour Hoffman – Doubt

হিথ লেজার ছাড়া বাকিগুলা ভুয়া যদিও ব্রাড পিট OK ছিল। আমি কেনো যেনো এই ব্যাটারে(ব্রাড পিট) দেখতে পারি না। কিন্তু ব্যাটার অনেক সিনেমা দেখা হয়।

Supporting actress
Amy Adams – Doubt
Penelope Cruz – Vicky Cristina Barcelona
Freida Pinto – Slumdog Millionaire
Tilda Swinton – Burn After Reading
Marisa Tomei – The Wrestler
এখন দেখবো ভিকি ক্রিস্টিনা আর বার্সেলোনা। যদিও উডি এলেন এর আমি ভক্ত না কিন্তু স্কারলেট আর পেনেলোপ ক্রুয আছে। সিনেমা ভুয়া হইলেও প্রব্লেম নাই।
Director
Danny Boyle – Slumdog Milllionaire
Stephen Daldry – The Reader
Clint Eastwood – Changeling
David Fincher – The Curious Case Of Benjamin Button
Ron Howard – Frost/Nixon
একজনকেও খুব ভাল বলতে পারছি না। পক্ষপাত হয়ে যাবার ভয়ে ক্লিন্ট স্টুদের নাম বলতে পারছি না। বেঞ্জামিন এর ন্যারাশন পছন্দ হয় নাই। ফরেস্ট গাম্প এর মত। তাই আমার পছন্দ ছিল তারে জমিন পার এর আমিরখান অথবা রেভুলুশ্যনারী রোড এর স্যাম ম্যান্ডেস।

Original screenplay
Burn After Reading – Joel Coen, Ethan Coen
In Bruges – Martin McDonagh
I’ve Loved You So Long – Philippe Claudel
Milk – Dustin Lance Black
Changeling – J Michael Straczynski

ঠিক বলতে পারছি না। বার্ন আফটার রিডিংটা ভাল লেগেছে। কিন্তু সব সিনেমা দেখি নাই।

Adapted screenplay
The Curious case of Benjamin Button – Eric Roth
Frost/Nixon – Peter Morgan
The Reader – David Hare
Revolutionary Road – Justin Haythe
Slumdog Millionaire – Simon Beaufoy
কিছুই বলার নাই। স্লামডগ এর সব ভুয়া।

Animated film
Persepolis
Wall-E
Waltz With Bashir

আমার ভাল লেগেছে কুংফু পান্ডা আর Waltz With Bashir। Wall-E দেখি নাই

Music
The Curious Case of Benjamin Button – Alexandre Desplat
The Dark Knight – Hans Zimmer, James Newton Howard
Mamma Mia! – Benny Andersson, Bjorn Ulvaeus
Slumdog Millionaire – AR Rahman
Wall-E – Thomas Newman

ভারতীয় গান। তাই ভাল লেগেছে। অন্যগুলোতো খেয়ালই করি নাই।

Cinematography
Changeling – Tom Stern
The Curious Case of Benjamin Button – Claudio Miranda
The Dark Knight – Wally Pfister
The Reader – Chris Menges, Roger Deakins
Slumdog Millionaire – Anthony Dod Mantle
প্রতিটা সিনেমার সিনেমাটোগ্রাফী ভাল লেগেছে।

Production design
Changeling – James J Murakami, Gary Fettis
The Curious Case of Benjamin Button – Donald Graham Burt, Victor J Zolfo
The Dark Knight – Nathan Crowley, Peter Lando
Revolutionary Road – Kristi Zea, Debra Schutt
Slumdog Millionaire – Mark Digby, Michelle Day

টেকনিক্যাল সব পুরস্কার বেঞ্জামিন বাটন এর পাওয়া উচিত।

Costume design
Changeling – Deborah Hopper
The Curious Case of Benjamin Button – Jacqueline West
The Dark Knight – Lindy Hemming
The Duchess – Michael O’Connor
Revolutionary Road – Albert Wolsky

এই ধরনের সিনেমা ব্রিটিশরা ভাল বানায়। বিবিসি মার্কা সেট আর কস্টিউম। ইতিহাস মার্কা সিনেমার কস্টিউমে ব্রিটিশরা বেশ ভালো

Sound
Changeling – Walt Martin, Alan Robert Murray, John Reitz, Gregg Rudloff
The Dark Knight – Lora Hirschberg, Richard King, Ed Novick, Gary Rizzo
Quantum Of Solace – Eddy Joseph, Chris Munro, Mike Prestwood Smith, Mark Taylor
Slumdog Millionaire – Glenn Freemantle, Resul Pookutty, Richard Pryke, Tom Sayers, Ian Tapp
Wall E – Ben Burtt, Tom Myers, Michael Semanick, Matthew Wood

Special visual effects
The Curious Case of Benjamin Button – Eric Barba, Craig Barron, Nathan McGuinness, Edson Williams
The Dark Knight – Chris Corbould, Nick Davis, Paul Franklin, Tim Webber
Indiana Jones and the Kingdom of the Crystal Skull – Pablo Helman
Iron Man – Shane Patrick Mahan, John Nelson, Ben Snow
Quantum Of Solace – Chris Corbould, Kevin Tod Haug

Make-up and hair
The Curious Case of Benjamin Button – Jean Black, Colleen Callaghan
The Dark Knight – Peter Robb-King
The Duchess – Daniel Phillips, Jan Archibald
Frost/Nixon – Edouard Henriques, Kim Santantonio
Milk – Steven E Anderson, Michael White
চাচি ৪২০ এর আবার কোন সিনেমার মেক আপ খেয়াল করলাম। নিতান্তই যথার্থ পুরস্কার। কিন্তু জোকারের(হিথ লেজার) মেক আপ ও দারুন লেগেছে।

১,৮৮৬ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “বাফটা ২০০৯”

  1. কামরুলতপু (৯৬-০২)

    পুরাই মাথার উপর দিয়া গেল। কিছুই বুঝতে পারলাম না। সিনেমা সম্বন্ধে অজ্ঞতার ফল। ভাবতেছি নেট ঘেটে ঘেটে সিনেমার নামগুলা অন্তত মুখস্ত করে ফেলব। তাইলে অন্তত আলোচনায় যোগ দিতে পারতাম। আমাদের এক বন্ধু কলেজে গাড়ির নাম মুখস্ত করে এসে এয়সা পার্ট নিছিল অমুক গাড়ির এইটা ভাল ঐটা খারাপ।

    জবাব দিন
  2. শার্লী (১৯৯৯-২০০৫)

    ভাই আমাকে কেউ কি বুঝাবেন দেভ পাটেল কি করে নমিনেশন পায়? আর হিথ লেজার কিভাবে পার্শ্ব অভিনেতা হয়? যাই হোক, Wall E আমার মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ animation মুভি। হিথ লেজার নমিনেশন না পেলে মিকি রর্কই শ্রেষ্ঠ পছন্দ প্রধান অভিনেতা ক্যাটাগরির জন্য। আমার Revolutionary Road এর কস্টিউম বেশি পছন্দ হয়েছে, Duchess দেখি নাই বলে বোধহয়।

    জবাব দিন
  3. মুহাম্মদ (৯৯-০৫)

    একমাত্র স্লামডগ ছাড়া বাকি সবই তো ভাল লাগল। গুড চয়েস। শুধু স্লামডগকে এতগুলো দেয়া উচিত হয়নি। বিশেষত সেরা ছবি আর সেরা পরিচালক স্লামডগকে দেয়া ঠিক হয়নি। দ্য রিডার বা ইউরিয়াস কেইসকে দিতে পারত।

    জবাব দিন
  4. যে যাই বলুক, আমার কাছে গত বছরের সেরা অভিনেতা হিথ লেজার।
    শুধু সিরিয়াস চরিত্রে অভিনয় করলেই সেরা অভিনেতার পুরষ্কার দিতে হবে এমন আমি মনে করি না। হিথ লেজার ভিলেন চরিত্রটাকে একটা নতুন ডাইমেনশন এনে দিয়েছেন 'দ্য ডার্ক নাইটে'।

    স্লামডগ আমার কাছে ভালো ছবি মনে হয়েছে, কিন্তু ধুমাইয়া পুরষ্কার পাওয়ার মতো না। এটলিস্ট ৭টা ক্যাটাগরিতে তো নয়ই।

    আমার কাছে গতবছরের সেরা অভিনেত্রী কেট উইন্সলেট এবং সেরা ছবি দ্য রিডার।

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।