একটা গান চাই, গান।
সংগ্রামের কথা বলার গান,
বন্ধুর পথে চলার গান,
ক্ষুদিরামের মত মরার গান,
সমাজ জীবন থেকে সরার গান,
শক্ত শেকড় থেকে নড়ার গান,
মুক্তির আরোহণে চড়ার গান।
একটা গান চাই, গান।
সকল প্রেমকে মিছে বলার গান,
অনুভূতিদের পিষে ফেলার গান,
সত্যি ভালোবাসার খরার গান,
নষ্ট পিশাচদের মরার গান,
গরীব মানুষদের জরার গান,
মনুষ্যত্বের ঝরে পড়ার গান।
একটা গান চাই, গান।
না বলা অনুভূতিকে বলার গান,
হতাশাকে ভুলে নব-চলার গান,
নিভু নিভু আগুনের জ্বলার গান,
সত্য নিষ্ঠ এক গলার গান,
ভেঙে পড়া তরুণের জাগার গান,
অভাগীর মনে ভালো লাগার গান।
একটা গান চাই, গান।
শক্ত শেকড় থেকে নড়ার গান,
মুক্তির আরোহণে চড়ার গান।
😀
আমি গান ওয়ালা । কি গান লাগবে ভাই খালি আওয়াজ দেন... :)) :)) তবে ভাই লেখাটা দারুঞ্জ হইসে । :boss: :boss:
এক জীবনে কতটা আর নষ্ট হবে?
ধন্যবাদ, ফরহাদ