হাসি
জানালার গ্রীলে তরুণী লাল-সবুজ
বিভাবসু শিরে লোহিত শিরস্ত্রাণ;
বিকেলের শ্যেন সুড়সুড়ি লিবিডোতে
রক্তাভ নীল আকাশে মেঘ-সোপান।
দোতলা হতে কে ছুড়লো লেসার গান
আমাকে লক্ষ্য করে? এ অবিশ্বাস্য;
ইরম্মদ রূপে ধরা পানে ধায়
অন্তরীক্ষ হতে যেন সেই লাস্য।
শক্তের ভক্ত নরমের যম
সর্টশার্ট নেমে এসে গালে মারে চড়
গাল ছোয় হাতে ঘামে ভেজা রিক্সা;
নীতিবোধে টইটুম্বুর পথচারী
বলে দিন জোড়ে কষে দিন আরেকটা।
শোক পালন
হেসে বলে অবশেষে কেশে ছোকড়া
এই ব্যাটা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ লোক;
দূষিত শব্দগুলো মাইক করে বমি
পালিত যে হয় এক মজাদার শোক।
পুণ্যচিন্তা
স্যাঁত স্যাঁতে কাছাছুল আমবিয়া হাতে
মাতামহীর এ সুমহান গাইগুই;
নে পড়, লভিবি পুণ্য আর বিনোদন
এক গুলীতেই বাবা পক্ষী মরবে দুই।
'লিবিডো' কি কোন ফ্রয়েডীয় টার্ম? সিগমন্ড ফ্রয়েডে পড়েছিলাম মনে হচ্ছে। 'যৌন বিকার' জাতীয় কিছু একটা, তাই না?
'ইরম্মদ' শব্দটার মানে খুঁজে পাচ্ছি না। সব মিলিয়ে প্রথম কবিতাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে।
২ নাম্বারটা ভালো হয়েছে।
৩, ৪ রীতিমতো দারুণ।
স্যাতস্যাতে না, 'স্যাঁত স্যাঁতে' হবে।
ইংল্যান্ড ফিরে গেছো? কবে? তোমার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লেগেছিলো।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যাব্দ কামরুল ভাই। আপনার সাথে আড্ডা দিয়েও ভালো লেগেছিলো। হ্যা, ইংল্যান্ডে ফিরে এসেছি।
স্যাঁত স্যাঁতে ঠিক করে দিচ্ছি। খেয়াল করার জন্য ধন্যবাদ। দুঃখ প্রকাশ করছি।
হ্যা লিবিডো একটি ফ্রেয়েডিয় টার্ম যার অর্থ "সেক্স ড্রাইভ"; যৌন বিকার নয়। ফ্রয়েড আর্গু করেছিলো এবং প্রমান উপস্থাপন করেছিলো যে, এই সেক্স ড্রাইভই মূলত যে কোন সৃষ্টিশীল, উপকারী, সর্বোপরি পজিটিভিটির চালিকাশক্তি। লিবিডো শব্দটিকে পজিটিভ মনে করা যায়। লিবিডোর বিপরীত শব্দ বলা হয় থ্যানাটোকে। এটা নেগেটিভিটি যেমন ধ্বংস্বাত্নক, হতাশাব্যাঞ্জক ইত্যাদি যে কোন নেগেটিভিটির চালিকাশক্তি। ফলে, লিবিডো শব্দটির অর্থ এখন আর কেবল সেক্সড্রাইভের মধ্যে সীমাবদ্ধ নয়। (অ.ট- আমি হ্যাম্পস্টেডে ফ্রয়েডের বাড়ি দেখেছি, রবীন্দ্রনাথের বাড়ির কাছাকাছিই।)
ইরম্মদ মানে বজ্র। মেঘনাদের নবম স্ব্ররগে দেখে থাকবেন
আদেশিলা অগ্নিদেবে বিশাদে ত্রিশূ্লী
হে পবিত্রি সর্বসূচী তোমার স্পরষে
শ্রীঘ্র আন এ সুধামে রাক্ষস দম্পতী
ইরম্মদ রূপে অগ্নি ধাইলা সত্বরে
সহসা জ্বলিল চিতা...............
সূর্যের প্রতিশব্দ হিসেবে বিভাবসুও আমার একটি প্রিয় শব্দ। এটার অন্যরকম একটা সেন্স অফ সিভালরি, সেন্স অফ ম্যানলিনেস আছে বলে আমি মনে করি।
কহিলা, হে বিভাবসু শুভক্ষণে আজি
তোমারে পূজিল দাস তেই বুঝি তুমি
পবিত্রিলা লঙ্কাপূ্রী ও পদ অর্পণে
কিন্তু কি কারণে কহ তেজস্বী আইলা
রক্ষকুলরিপু নর লক্ষণের রূপে
প্রসাদিতে এ অধীনে? এ কি লীলা তব
প্রভাময়? বলী পুনঃ নমিলা ভূতলে।
'মরীয়া লিবিডো আজো কাউন সিলের প্রবল গলায়......'-এই রকম একটা লাইন কোথায় যেন একবার পড়েছিলাম,মনে নাই!মানে কী, কিছুই বুঝি নাই তখন!কবিতাটা পড়ছেন অর্ণব ভাই?
আর কবিতার নামটা কি বিনয়ের জন্য??? 😉 😉
ভালো লাগলো
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
নাহঃ কবিতাটা পড়ি নাই। আমি কিন্তু বেশী কবিতা পড়ি না। মানে অনেক কবির লেখা অনেক কবিতা পড়ি না। আমার পড়ার অভ্যাসটা হরাইজন্টাল না বলে ভার্টিকাল বলতে পারো। নিজের কয়েকটা প্রিয় কবি আছে যার মধ্যে অবশ্যই আছে রবীন্দ্রনাথ, মাইকেল, জীবনানন্দ, সুধীন্দ্রনাথ, শামসুর রহমান প্রমুখ। এদের সব লেখাই প্রায় পড়েছি।
হুম...ম...ম... ভালো লিখেছো ব্রাদার।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
আপনাকে ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
আরে অর্ণব যে!
অনেকদিন পর!
ক্যামন আছো? 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
অনেকদিন পর মানে? দুই সপ্তাহ আগেই না আপনার সাথে দেখা হলো? ভালোই আছি। বাসায় পৌছলাম। জীবন গোছাচ্ছি। আর আপনি?
আমার কাছে ভালো লাগছে......
আপনাকে ধন্যবাদ, ভালোই আছেন আশা করি।
প্রথমটা মাইকেলীয় ভাষা ও অনুসরণ মনে হচ্ছে। ভালো লাগেনি। কিন্তু পরের তিনটা দারুণ। বিশেষ করে শোক পালন তো দূর্দান্ত। চালিয়ে যাও। :thumbup:
ঢাকায় এসেছিলে শুনলাম। দেখা করলে না!! x-( x-( x-( পরের বার আসলে ঠ্যাং ভেঙে দেবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনাকে ধন্যবাদ সানাউল্লাহ ভাই। এখন থেকে প্রতি বছরেই দেশে আসব ঠিক করেছি। পরের বছর এসে অবশ্যই আপনার সাথে দেখা করবো।
নাহঃ এওটা অডাসিটি দেখানোর সময় এখনও আসেনি। অজান্তে করে থাকলে স্বীকার করছি যে করা ঠিক হয়নি।
এই জন্যইতো দেখা করেন না!!! :)) :))
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
৩ আর ৪ এক কথায় অসাধারন লেগেছে। :clap: :clap:
তোমাকে ধন্যবাদ শার্লী। তোমার আইন পড়া কেমন হচ্ছে? গ্যাজুয়েট হয়ে গিয়েছো কি ইতিমধ্যেই? বৃটেন আসছো তো নাকি?
আরিইইইইই অর্ণব ভাই নাকি ???
অনেএএএএক দিন পর :hug: :hug: :hug:
ধন্যবাদ, ভালো আছো নিশ্চয়ই!
অর্ণব ভাই ,
আমি আপনার লেখা বুঝার থেকে মন দিয়ে পড়ি। ভাল লাগে তাই পড়ি ...যে হেতু বুঝিনা তাই মন্তব্য
করলাম না। সবসময়ের মত এবার অনেক টা না বুঝেই বললাম.........। ভাল হয়েছে...।। 🙂
তোমাকে ধন্যবাদ যে আমার লেখা পড়তে তোমার ভালো লাগে। এটা আমার দূ্ররভাগ্য যে আমার অনেক লেখা তুমি বোঝ না। এখন থেকে যেটা না বুঝবে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে। যাতে আমি সেটা আলোচনা করার সুযোগ পেতে পারি। ভালো থেক।
কাইয়ূম ভাই আর কামরুল ভাই এর কাছে তোমার আসার খবর শুনেছিলাম...
পরের বার নিশ্চয়ই দেখাও হবে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ্যা, অবশ্যই হবে। আপনি ভালো আছেন নিশ্চয়ই?
কিরে আইসা দেখা করলি না যে? যাক কবিতা এম্নিতেই কম বুঝি। ২ ও ৩ নং টা ভালো লাগলো
আসলে আমি জানতাম না যে, ইন্টারনেটের বাইরেও আমাদের সোস্যাল ইন্টার্যাকশন আছে। আমার কথা ছিলো তুহিনের সাথে দেখা করার। সেই সুবাদে আই ইউ টি এর মুহাম্মদ, জিহাদ, রায়হানের সাথে দেখা হয়। রায়হান, মুহাম্মদ আমাকে নিয়ে আসে কামরুল ভাই আর কাইয়ুম ভাইয়ের সাথে দেখা করার জন্য। বস্তুত আমার এই পোস্টে অনেকের কাছে দেখা না করার কারণ দর্শাতে যদি না হতো আমি এখনও বুঝতাম না যে আমাদের যারা বাংলাদেশে রয়েছে তাদের সবার মধ্যে ঘনিষ্ট সামাজিক ইন্টার্যাকশন বিদ্যমান, আমি ভেবে বসে থাকতাম যে আমাদের ইন্টার্যাকশন শুধুই নেট আর কালেভদ্রে দুই একটা গ্যাদারিং এর মাঝেই সীমাবদ্ধ। আমার ইচ্ছা এখন থেকে প্রতি বছরই দেশে আসবো। আর সিসিবিতেই তো আছি। তার মানে আর মাত্র একটা বছর। এর পর অবশ্যই দেখা হবে।
দারুন খেলেছো তো শব্দ গুলো নিয়ে, সাহসী কাজ। ভালো লাগলো। :thumbup:
শিরোনাম এমন দিয়েছো কেন? কোন দরকার ছিল কি? অন্য ভালো একটা নাম দিতে পারতে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ্যা, ইচ্ছা ছিলো পোস্টের একদিন পরে শিরোনাম পরিবর্তন করে দিবো। মনে করিয়ে দিলেন এজন্য ধন্যবাদ। আপনাকে অনেকদিন পর দেখলাম। আগের মত আর ঘনঘন আপনাকে দেখছি না। ব্যাস্ত হয়ে থাকবেন নিশ্চয়ই। আর ভালো আছেন আশা করি?
অর্ণব, ভালো লাগল তোমার কবিতাগুলো। আশা করি ভবিষ্যতেও আরও কবিতা পাব তোমার কাছ থেকে। 🙂
এবার যে এসেছিলে কামরুলের কাছে শুনেছিলাম। এবার তো দেখা হল না, পরেরবার নিশ্চয়ই দেখা হবে। 🙂
চার নম্বরটা :thumbup:
ornob, can u plz send ur mail address to me...rabbi.12@gmail.com.
sry amar ei pc te bangla lekar aptoto kono upay nai.
arnob vai,
ami anik!!!……ami ccb te chilam na…..bt apnar sate contact korar r kono way i chilo na…….please contact koren……ami nipu vai k diye apnar sate contact korar try korsi, yahoo te knock korsi fb te msg disi, youtube e commentz disi, bt apni kono reply i koren nai…….amar dos kothay vai??? apni jokhon amar kase help chaisilen tokhon ki bolsilen j airokom vabe amak criminal convection e fasaben???? r akhon contact kortesen na……..tk na dile phn kore bole den…….airokom behave apnar kas theke asa kori nai……..last 13 months apni pay koren nai……..vai apni jodi contact na koren ami ki yayah uncle k imfor korbo??? uni apnar sate or apnar ma r sate bose bapar ta solve korbe……..ami kano apnar jonno suffer korbo??? ata aktu chinta kore deikhen please……….apni please contact koren vai……..nahoy ami unader janai……tc vai