তারুণ্যের প্রচেষ্টাকে যারা স্বাগত জানাত চান, তাদেরকে স্বাগতম ( বইমেলার জন্য লেখা আহ্বান)

একটি লিটল ম্যাক’এর জন্য কিছু থিম বেইজড কবিতা, ছড়া, অনুকাব্য, ছোটগল্প (ওয়ার্ড লিমিট সর্বোচ্চ ৮০০-১২০০), রম্য, প্রবন্ধ-নিবন্ধ (সর্বোচ্চ শব্দসীমা ৮০০-১৫০০), সাহিত্য পর্যালোচনা, প্রভৃতি লেখা আহ্বান করা হচ্ছে। এসব লেখা দিয়েই সাজানো হবে প্রথম সংখ্যা। বইমেলা থেকেই যাত্রা শুরু। ১৫ জানুয়ারীর ভিতরে মেইল করে লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাবার ঠিকানা, paglaraza@gmail.com. ব্যক্তিগত যোগাযোগ- আলীম হায়দার, ০১৭১৭-৫২২২০৬।

ইচ্ছুক এবং আগ্রহী ব্যক্তিরা লেখা দিবেন আশা করি। লেখা পেলে মেইলের উত্তরে জানানো হবে। ক্যাডেট কবিদের লেখা বিশেষভাবে কাম্য।

https://www.facebook.com/aleeem1312

৬৪৭ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।