পাগলামি

পূর্ণিমার সময় হলেই
আমার পাগলামি বেড়ে যায়
ছটফটানি শুরু হয়
পূর্ণিমা পাগল কাকের ড়াকে

মধ্যরাতের আকাশে ভেসে যাওয়া সাদা মেঘ দেখে
আমার পাগলামিটা পাগলামিতে যায়

দিনের আলোর মতো দেখা যায় তরল নীলাকাশ
ঝাঁকে ঝাঁকে বক উড়ে যায়

চাঁদ ভরাট হবার আগে থেকেই
আমার পাগলামিটা বেড়ে যায়

তীব্র শীতে
জগন্নাথ হলের ফুটপাতে
খানিক বাদে বাদে
কাপড় মুড়ি দিয়ে লাশের মতো পড়ে ঘুমায়
কতিপয় জীবন্ত লাশ

কি শান্তির ঘুম!

আমার পাগলামিটা আরো বেড়ে যায়
রাস্তায় রাস্তায় করি জ্যোস্না গোসল

যন্ত্রণায়
ঘুম হয় না

শীত ভেজা রাতে
এলোমেলো ঘুরে ফুলের গন্ধ সেবন
কাঁপা সুখে-কাঁপা দুঃখে
জ্যোস্না চুম্বন সারা গায়ে মেখে
বিষণ্ন মনে ফিরি নীড়ের দিকে

আমার পাগলামিটা মরে যায়…

৫২১ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “পাগলামি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।