চুমু দিলাম, চুমু দিলাম
চুমু দিলাম তোমার ঠোটে..
উঠলে বুঝি একটু কেঁপে-
থরথর।
কাঁপছে কেন ওষ্ঠ তোমার!
চোখ তো খোল,
মেয়ে চোখ তো খোল,
কপোল জুড়ে লালচে আভা
সে কি ! কাঁপছো কেন !
জুড়িয়ে দিলে
আমার বুকে তোমার মাথা।
ভাবছো কেনো মিষ্টি মেয়ে ?
তাকাও দেখি
– ‘কিচ্ছুটি ভেব না’।
১৭.০৭.২০১০
উপস্।
মনে হচ্ছে কবি কোনরকমে চুমুটি এইমাত্র সেরে এসে
কবিতাটি লিখে ফেললেন।
:clap:
:))
সে..কি..!!!! কেউ যদি এসে আমাকে বলত একটা চুমু দিতে... মন উজার করে দিতাম দাদা..বিশ্বাশ করেন..
-আলীম হায়দার.1312.
চুমু কি আর বইলা কইয়া আসে! 😀
বাপরে!! 😡
নাহ... আদব লেহাজ সব উইঠা জাইতেছে মনে হয় দেশ থেকে :no: :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
যৌবনে একটু বেলাজ না হলে কি হয় দাদা...
-আলীম হায়দার.1312.
ব্যাদ্দপ্টারে ঠাডাইয়া একটা থাবড়া দ্যান দেহি কেউ x-(
অফ টপিক- কবিতা ভালৈছে :shy:
:gulli2: :gulli2: :gulli2:
You cannot hangout with negative people and expect a positive life.
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো..জ্বালো আরো আগুন জ্বালো ..........
-আলীম হায়দার.1312.
আমি তো যুগ সন্দিক্ষনের কবি দাদা.....বুঝতে হবে..
-আলীম হায়দার.1312.
পোলাপাইন্ডি এক্কেরে নষ্ট :no: :no: :no:
You cannot hangout with negative people and expect a positive life.
আমার দোষ না ..বয়সের দোষ...
-আলীম হায়দার.1312.
এরেই কয় কলিকাল।