ইরানে কারাগারে ব্লগার ওমিদ মীর সায়াফির রহস্যজনক মৃত্যু ঘটেছে। গণমাধ্যমের ভাষায় রহস্যজনক মৃত্যু হলেও বোঝা যায় এতে আসলে রহস্যের কিছু নেই।
রাষ্ট্র, সরকার এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার সমালোচনা করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হচ্ছিল। কারাগারে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে নিশ্চিত।
একজন ব্লগার হিসাবে আমার সঙ্গে সিসিবির সবাই চলো কঠোর ভাষায় এর নিন্দা জানাই। ধর্মের নামে রাষ্ট্রীয় নির্যাতনে এরকম হত্যা অতীতে অনেক হয়েছে। একবিংশ শতাব্দীতেও এই ঘটনা ঘটবে এটা মেনে নেয়া কঠিন। কিছুদিন আগেও মানবাধিকার নেত্রী নোবেলজয়ী শিরিন এবাদির কার্যালয়ে হামলা হয়েছে।
আমি একরাশ ঘৃণা জানাই ইরানি নেতৃত্বের প্রতি। ওমিদ মীরের জন্য ভালোবাসা এবং :hatsoff:
ওমিদ মীরের প্রতি একরাশ ভালোবাসা এবং স্রষ্টার নিকট তার জন্য প্রার্থনা।
সেই সাথে ঘৃণ্য কাপুরুষোচিত এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর ন্যায় বিচার কামনা করছি।
সংসারে প্রবল বৈরাগ্য!
অত্যন্ত দুঃখজনক। ইতিহাসের পুণরাবৃত্তি রোখা যাচ্ছে না কোনভাবেই।
একরাশ ঘৃণা ইরানি নেতৃত্বের প্রতি।
ওমিদ মীরের জন্য শ্রদ্ধা :hatsoff:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হত্যাকান্ড যারা করল তাদের :gulli: :gulli2:
ওমিদ মীর কে মরনোত্তর :salute:
একরাশ ঘৃণা ইরানি নেতৃত্বের প্রতি। 😡
ওমিদ মীরের জন্য শ্রদ্ধা। :salute:
এখনো কমে নাই একেবারেই। পার্থক্য শুধু আগে হতো ধর্মের নামে, আর এখন হয় "জাতীয় নিরাপত্তা"র নামে।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ধর্মীয় গোড়ামির এক জলজ্যান্ত উদাহরণ ...
ওমিদ মীরেরকে স্যালুট। এই ধরণের নির্ভীক মানুষরা আজও পৃথিবীর জন্ম নেন বলে, পৃথিবীটা বাসের অযোগ্য হয়ে যায় নি।
শ্রদ্ধা রইল ওমিদ মীর এর প্রতি আর একরাশ ঘৃণা রইল ইরানী কর্তৃপক্ষের প্রতি
মানুষ তার স্বপ্নের সমান বড়
একরাশ ঘৃণা ইরানি নেতৃত্বের প্রতি।
ওমিদ মীরের জন্য শ্রদ্ধা :boss:
ওমিদ মীরের জন্য শ্রদ্ধাও ভালোবাসা রইল।
:hatsoff: :salute:
Life is Mad.
ওমিদ মীর কে মরনোত্তর :salute:
একরাশ ঘৃণা রইল ইরানী কর্তৃপক্ষের প্রতি।
আর ওমিদ মীরের জন্য রইল :salute:
দুঃখ লাগছে এই ভেবে যে, এর কোন ন্যায় বিচারও হবে না। কারণ ইরানের সবকিছুই সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে। তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে যাকে নিহত হতে হল তার বিচার যে আজকের ইরানে হবে না, সেটা বলাই বাহুল্য।
শুধু কামনা করি, আব্বাস কিয়ারোস্তামি আর শিরিন এবাদিদের দেশ যেন আবার এইসব হত্যার বিচার করার সামর্থ অর্জন করতে পারে।
ওমিদ মীরের জন্য রইল :salute:
প্রথম আলোতে পড়েছিলাম। এরপর আপনার পোষ্ট। মেজাজ গরম হই রইছে। এইগুলার াছায় লাত্থি মারি আমি। হালার পুত।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আজ ধর্মের নামে, কাল রাষ্ট্রের নিরাপত্তার নামে, পরিবাবের সম্মানের কথা বলে, পরশু জাতীয় সংহতি আর ঐতিহ্য রক্ষার নামে, তারপর দেশোদ্রোহীতা-উস্কানি দেয়ার অজুহাত এনে এভাবে মুক্ত মতকে রুদ্ধ করার অপচেষ্টা চলছে-চলবে। ভিন্নমত প্রকাশে নানাভাবে বাধা দেয়া হবে। লেখার স্বাধীনতা কেড়ে নিতে হাত কেটে ফেলবে। কণ্ঠ রোধ করতে জিহ্বা টেনে ছিড়ে নেবে। তারপর আটকাতে না পারলে করবে হত্যা!!
আমি মুক্ত মানুষ। আমি আমার স্বাধীনতা কারো কাছে কোনো দামেই বিক্রি করবো না, না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি মুক্ত মানুষ। আমি আমার স্বাধীনতা কারো কাছে কোনো দামেই বিক্রি করবো না, না।
:thumbup:
আমিও।
একরাশ ঘৃণা ।
একরাশ ঘৃণা ইরানি নেতৃত্বের প্রতি।