তুমি বললে, আজ রাতে ঘুমোবে না
আমাকে নিয়ে চাঁদ দেখবে
স্নান করবে জ্যোৎস্নার আলোয়
আমি বলেছিলাম, পাগল তুমি
কাল আমার অফিস আছে না
অথচ দেখো, আলোয় ভেসে যাচ্ছে
ইট বিছানো সরল পথ
বাড়ির পাশের কলাবাগান
দূরে আরো দূরের স্থবির ডোবা
অথবা সব কিছু স্বপ্নের সমান
সেই তুমি তলিয়ে আছো ঘুমের গভীরে
তোমায় পাহারা দিচ্ছে পূর্ণিমার চাঁদ
উত্তরায়ণ, ঢাকা
অক্টোবর ১৯, ২০১৩
খুব সুন্দর! :clap: :clap: :clap:
চাঁদ জেগে থাকে, জেগে থাকে তৃষিত হৃদয়,
ঘুমিয়ে থাকে প্রশান্তিতে,
উষ্ণ ভালোবাসার পরশে যে তৃপ্ত হয়ে রয়।
ধন্যবাদ ভাই
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, ভাল লেগেছে।
খুব ভালো।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চাঁদকে আমার হিংসে ভীষণ
ঘুমে কিংবা জাগরণে
কেমন অবাক নৈকট্যে তার
আলোকমগ্ন শিহরণে
নিত্য তুমি কাঁপো তুমুল
বুঝি আমার জন্মই ভুল !
:boss: :boss:
সাধু....... সাধু......
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:clap: এটাতে সুর দিয়ে দিয়ে ফারুক মাহফুজ আনামের কন্ঠে গাওয়ালে দারুন গান হবে 🙂
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
:thumbup: :thumbup:
😛
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শেষ লাইন দুটোয় বাজিমাত।
খুব ভাল লেগেছে সানা ভাই!
:teacup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"