নিজের বিবেকের কাছে প্রশ্ন (সাময়িক পোস্ট)

আমার আর মান-ইজ্জতের কিছু রাখলো না। সিনিয়র বইল্লা কি আমার একটা সম্মান নাই? ব্লগে যেই পোস্টে যাই দেখি আমার নামে বিশাল অভিযোগ! কি করছি আমি? আমি নাকি টিটোর ভ্যান চাইছি। :-B :-B :-B

কোন পোস্টে কি কারণে টিটোরে আমি ভ্যাঞ্চাইছি এখন আর মনে নাই। প্রত্যেকদিন আমি একা না, এই ব্লগের প্রায় সবাই সবার ব্যাঞ্চায়। কিন্তু কেউ তো এইভাবে দেয়ালে দেয়ালে পোস্টার মারে না। :(( :(( :((

জাতির (ব্লগের) বিবেকের কাছে আমি তাই প্রশ্ন রেখে যেতে চাই, টিটোর ভ্যান কি আমি :just: তুইল্লা নিমু?? ~x( ~x( ~x(

২,৭০৮ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : “নিজের বিবেকের কাছে প্রশ্ন (সাময়িক পোস্ট)”

  1. কপি পেস্ট ব্লগ দেয়ায় টিটোর খালি ভ্যানে হবে না। আমি ওর পাজেরো চাই। তারপর প্রাডো চাই। লিমুজিন চাই। ফেরারী চাই। ;;;

    ভ্যান তুইলেন না লাবলু ভাই। এখন পর্যন্ত এই ব্লগে কোন ভ্যান তুলা হয় নাই। ;;;

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)
    প্রত্যেকদিন আমি একা না, এই ব্লগের প্রায় সবাই সবার ব্যাঞ্চায়।

    সানা ভাই, ইয়ে মানে... বলতে চাইসিলাম যে আমি আপনারও ভ্যাঞ্চাই। :shy:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    টিটোরে কপি পেস্ট করার মতো সিসিবি ধারায় চরম গুরুতর অপরাধে শুধুমাত্র ভ্যাঞ্চাওয়াতে লাবলু ভাইয়ের ভ্যাঞ্চাই 😕
    সেই ব্যান আবার জাস্ট তুইলা নিতে চাওয়ায়, ইয়ে মানে, বলতে চাইছিলামযে, ঐ যে আগে লাবলু ভাইয়ের জন্য যেটা চাইছিলাম ঐটা আবার চাই :grr: :grr:
    পরিশেষে আমাদের সবার প্রিয় ভাই লাবলু ভাইয়ের সাথে মকরামী করার অপচেষ্টা করার অপারাধে নিজেই নিজের সবকিছুশুদ্ধা ভ্যাঞ্চাইতাছি উয়িথ লাগাতার :frontroll:

    :thumbup: :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    সবাই খালি ভ্যান, পাজেরো, প্রাডো চাইতাছে । আমি ভাই রিকশাই চাই। পরিবেশবান্ধব, বৃষ্টিবান্ধব। তয় চালাইবো কেডা রিকশাডা? এই কে আছিস ...একটা জুনিয়র পাঠিয়ে দে তো .....

    জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    লাবলু ভাই, আপনি সিনিয়র মানুষ। একটা জুনিয়রের ভ্যান চাইয়া তো কোন অন্যায় করেন নাই। সেই ভ্যান তুইল্যা নেয়ার তো কোন প্রশ্নই আসে না!

    টিটো, লাবলু ভাইয়ের মত মানুষ তোর ভ্যান চাইছে এইটাতেই তো তোর খুশি হওয়ার কথা! তা না, তুই বেটা অভিমান কইরা আসস!

    (অফটপিকঃ আমরা সিসিবি জুনিরা সিনিয়রদের কি পরিমান সম্মান করি এটাই তার প্রমাণ। 😀 )

    লাবলু ভাই, সমসাময়িক জুনিয়র সিসিবি ধারায় আপনাকে :salute:

    জবাব দিন
    • টিটো রহমান (৯৪-০০)

      আরে তানভীর ......... এইডা কি হইল? 😮
      আমি তো অভিমান করি নাই.......... :-B
      সবাই সবার ব্যাঞ্চায় কিন্তু কেউ ব্যান হয় না। তাই ভাবলাম লাবলু ভাইর মত সিনিয়র একজন মানুষও এই মজা করতাছে যখন তখন হই না............কিন্তু তাতে যে এই কাহিনী হইব এইডা তো বুঝি নাই। ~x( ~x( :bash: :bash:
      আরে অভিমান করলে তো যে কোন পোষ্ট দিতাম লাবলু ভাইর মত ;;; (বসরা আসলেই বস)
      তাইলে কি কমেন্ট করতাম কোনো?
      বড় ভাইরে এইরকম বিব্রত করার অপরাধে আমার আসলেই ব্যান হওয়া উচিত আর লাবলু ভাই যে শাস্তি দেন..........


      আপনারে আমি খুঁজিয়া বেড়াই

      জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    সানা ভাই, টিটো মকরামো শুরু করছে, আপনি টেনশন নিয়েন না, কাইয়ুমরে কইতেছি, সাইজ হইয়া যাইব।

    এই কাইয়ুম, টিটোর নাকের পানি চোখের পানি এক কইরা আমার কাছে পাঠাও কুইক,


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  7. টিটো রহমান (৯৪-০০)

    লাবলু ভাই
    মজা করতে গিয়া গ্যারাইয়া ফালাইছি বস :bash: :bash:
    রেটিং এ আপনার এই ব্লগকে কিন্তু আমি ৫ দিছি। এবং প্রতিজ্ঞা করতেছি আপনি যা কিছু লিখবেন তাতেই ৫ দিব। শাস্তিটা একটু কম দিয়েন বস 😐


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  8. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কাইয়ুম, আমি তো সিনিয়র। তাই না? মানবিকতা সিনিয়রের সবচেয়ে বড় গুন। আর সিনিয়রদের হতে হয় "মহান", "উদার"! ছেলেটার কষ্ট দেইখ্যা আমি আর চুপ করে থাকতে পারছি না! ওর দুঃখে আমার :(( :(( :(( আসতাছে। আজকার মতো বেলাডি টিটোরে পাঙ্গানো বন্ধ করো। ওতো কইছে আর সিনিয়রদের সঙ্গে লাগতে আইবো না, তাই তো?

    তুমিও সারাদিন অনেক কষ্ট করছো। সারাদিনে কামরুলরে নিয়া যতো কাপ চা খাইছো, বিলডা আমার কাছ থিকা নিয়া নিও। 😀

    আরেকটা জরুরি কথা :
    জলদি টিটোরে নতুন লেখা ছাড়তে কও। নাইলে আমার আবার কখন রাগ চাইপ্পা যায়!! x-(


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।