আমার আর মান-ইজ্জতের কিছু রাখলো না। সিনিয়র বইল্লা কি আমার একটা সম্মান নাই? ব্লগে যেই পোস্টে যাই দেখি আমার নামে বিশাল অভিযোগ! কি করছি আমি? আমি নাকি টিটোর ভ্যান চাইছি। :-B :-B :-B
কোন পোস্টে কি কারণে টিটোরে আমি ভ্যাঞ্চাইছি এখন আর মনে নাই। প্রত্যেকদিন আমি একা না, এই ব্লগের প্রায় সবাই সবার ব্যাঞ্চায়। কিন্তু কেউ তো এইভাবে দেয়ালে দেয়ালে পোস্টার মারে না। :(( :(( :((
জাতির (ব্লগের) বিবেকের কাছে আমি তাই প্রশ্ন রেখে যেতে চাই, টিটোর ভ্যান কি আমি :just: তুইল্লা নিমু?? ~x( ~x( ~x(
কপি পেস্ট ব্লগ দেয়ায় টিটোর খালি ভ্যানে হবে না। আমি ওর পাজেরো চাই। তারপর প্রাডো চাই। লিমুজিন চাই। ফেরারী চাই। ;;;
ভ্যান তুইলেন না লাবলু ভাই। এখন পর্যন্ত এই ব্লগে কোন ভ্যান তুলা হয় নাই। ;;;
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আমার চাওয়া অনেক কম... O:-)
আমি একটা ২০০ সিসি বাইক চাই... 😀
যে ভ্যান এখনো তুলা হয় নাই, তা আর হওয়া উচিৎ না... :-B
একবার তুলা হওয়া শুরু হইলে সবাই কিন্তু তুলা, গজ বানানো শুরু করবে... ;))
সো খুব খিয়াল কইরা... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
না না..... আমার একটা মান-ইজ্জত আছে না? এইভাবে তো চলতে পারে না? x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভ্যান তুলার ভ্যান চাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
টিটো কেক-কুক খাওয়াক, তার পর বুঝুমনে
হ হ। টিটো ভাইয়ের ভ্যাঞ্চাই। তারপর সেই ভ্যানে করে পুরা সিসিবি ঘুইরা বেড়াবার চাই। :guitar: :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
সানা ভাই, ইয়ে মানে... বলতে চাইসিলাম যে আমি আপনারও ভ্যাঞ্চাই। :shy:
সাতেও নাই, পাঁচেও নাই
😀
টিটোরে কপি পেস্ট করার মতো সিসিবি ধারায় চরম গুরুতর অপরাধে শুধুমাত্র ভ্যাঞ্চাওয়াতে লাবলু ভাইয়ের ভ্যাঞ্চাই 😕
সেই ব্যান আবার জাস্ট তুইলা নিতে চাওয়ায়, ইয়ে মানে, বলতে চাইছিলামযে, ঐ যে আগে লাবলু ভাইয়ের জন্য যেটা চাইছিলাম ঐটা আবার চাই :grr: :grr:
পরিশেষে আমাদের সবার প্রিয় ভাই লাবলু ভাইয়ের সাথে মকরামী করার অপচেষ্টা করার অপারাধে নিজেই নিজের সবকিছুশুদ্ধা ভ্যাঞ্চাইতাছি উয়িথ লাগাতার :frontroll:
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
সবাই খালি ভ্যান, পাজেরো, প্রাডো চাইতাছে । আমি ভাই রিকশাই চাই। পরিবেশবান্ধব, বৃষ্টিবান্ধব। তয় চালাইবো কেডা রিকশাডা? এই কে আছিস ...একটা জুনিয়র পাঠিয়ে দে তো .....
বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন আবার রিকশা বেশি পছন্দ করে। মামারে কয়, ঘণ্টায় চলো। তবে বুঝতেই পারছো রিকশায় যাত্রী থাকে কমপক্ষে দুইজন!! আর বৃষ্টির দিন হ্ইলে তো কথাই নাই!! পলিথিন আছে না? 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মনে পড়ে যায় :(( :(( :(( :(( :((
মনে পড়ে, মনে পড়ে
কেন জানি, বারে বারে
মনে পড়ে, মনে পড়ে 🙁
কী মোণে পোরে?কূটীড় ষীল্প??? 😀 😀
আপনারে কমু কেন?
বস এইডা কইলেন 😮 😮 😮
কমপক্ষে দুইজন :-/ :-/
আমি আবার একটু টিউবলাইট, একটু খোলাসা করিলে শান্তি পাই
;)) ;)) ;))
তুই আর রিকশাওয়ালা- এই হল কমপক্ষে দুই জন... 😛
আর আমরা হইলে, রিকশাওয়ালা ছাড়াও দুই জন... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
টেস্টিং B-)
সাতেও নাই, পাঁচেও নাই
সিনিয়রের পোস্টে টেস্ট মারায় জিহাদের চশ্মা সহ ব্যাঞ্চাই :grr:
জানিনা কি হইছে, মাগার ভ্যাঞ্চাই (কার তা জানিনা)
পাইছি, জিহাদের ভ্যাঞ্চাই।
না না ভুল হইচে, টিটো আর লাবলু ওরফে সানা ভাইয়ের ভ্যাঞ্চাই
অনেকদিন পর আইসা ভুল লোকের ব্যাঞ্চাওয়ার জন্যে মরতুজা ভাইয়ের ক্ষুদ্রনরম কোম্পানি সহ ব্যাঞ্চাই ;;;
লাবলু ভাই, আপনি সিনিয়র মানুষ। একটা জুনিয়রের ভ্যান চাইয়া তো কোন অন্যায় করেন নাই। সেই ভ্যান তুইল্যা নেয়ার তো কোন প্রশ্নই আসে না!
টিটো, লাবলু ভাইয়ের মত মানুষ তোর ভ্যান চাইছে এইটাতেই তো তোর খুশি হওয়ার কথা! তা না, তুই বেটা অভিমান কইরা আসস!
(অফটপিকঃ আমরা সিসিবি জুনিরা সিনিয়রদের কি পরিমান সম্মান করি এটাই তার প্রমাণ। 😀 )
লাবলু ভাই, সমসাময়িক জুনিয়র সিসিবি ধারায় আপনাকে :salute:
আরে তানভীর ......... এইডা কি হইল? 😮
আমি তো অভিমান করি নাই.......... :-B
সবাই সবার ব্যাঞ্চায় কিন্তু কেউ ব্যান হয় না। তাই ভাবলাম লাবলু ভাইর মত সিনিয়র একজন মানুষও এই মজা করতাছে যখন তখন হই না............কিন্তু তাতে যে এই কাহিনী হইব এইডা তো বুঝি নাই। ~x( ~x( :bash: :bash:
আরে অভিমান করলে তো যে কোন পোষ্ট দিতাম লাবলু ভাইর মত ;;; (বসরা আসলেই বস)
তাইলে কি কমেন্ট করতাম কোনো?
বড় ভাইরে এইরকম বিব্রত করার অপরাধে আমার আসলেই ব্যান হওয়া উচিত আর লাবলু ভাই যে শাস্তি দেন..........
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সানা ভাই, টিটো মকরামো শুরু করছে, আপনি টেনশন নিয়েন না, কাইয়ুমরে কইতেছি, সাইজ হইয়া যাইব।
এই কাইয়ুম, টিটোর নাকের পানি চোখের পানি এক কইরা আমার কাছে পাঠাও কুইক,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জো হুকুম বস্, :grr: :grr:
আইজকা টিটোর সকল ক্যাটাগরির পানি এক সাথে ডিসপোজ কইরা ইন থ্রি'জ ফল ইন হইবো :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
লাবলু ভাই
মজা করতে গিয়া গ্যারাইয়া ফালাইছি বস :bash: :bash:
রেটিং এ আপনার এই ব্লগকে কিন্তু আমি ৫ দিছি। এবং প্রতিজ্ঞা করতেছি আপনি যা কিছু লিখবেন তাতেই ৫ দিব। শাস্তিটা একটু কম দিয়েন বস 😐
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সানা ভাইরে তেলের উপর রাইখা লাভ নাই, এইটা এখন পারসোনাল ইস্যু নাই, পাব্লিক ইস্যু। তোমার পাংগার কোন মাফ নাই।
তয় একটা হইতে পারে, দৌড় দিয়া যাও, আমার সবগুলা পোষ্টে ৫ তারা মাইরা আস। এর পর বিবেচনা করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্, সাথে ডেইলি দুইটা কইরা ই বি {এক্স্ট্রা ব্লগ } ইস্যু করেন :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফয়েজ ভাই
আপনার পোস্টে যেটাই রেটিং করতে যাই সেটায়ই লেখা দেখায়
আপনি একবার রেটিং করেছেন অখন কি করতাম কনছেন দেহি ~x( ~x(
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
@সানা ভাই
মাসুম পোলা ভুল করি ফেলছে, কাইয়ুম সকাল থেইক্যা পাংগাইতেছে, পোলাটা আর একটা নতুন পোষ্ট দিব কইছে, মাফ করি দেন বস।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, উকি দিয়া দেখতে আইলাম কোনো আপডেট আছে কিনা।
নাইলে আবার গ্যালাম পাঙ্গাইতে :grr:
গেট আপ করাইতে হইলে :just: একটা আওয়াজ দিয়েন :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও উকি দিয়া দেখতে আইলাম রিপোর্টিংয়ের নাম কইরা কাইয়ুম ভাই কই যায়। আবার পাঙ্গা খাইতে গ্যালাম :frontroll: :frontroll: :frontroll:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো
আমি কাইয়ুম ভাইরে একটু চা খাওয়াইতে নিয়া যাই। এই ফাঁকে তুই একটু রেস্ট নে। (ক্লাস্মেট ফিলিংস) ;;;
কাইয়ুম ভাই আসেন, দুইজন চা খাইয়া আসি। আইজকা বিল আমি দিমু ;;;
টিটো, এইটা কন্টিনিউ কর, আমি একটু চা খাইয়া আসি B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
জোরছে বল ...হেইয়ো
আরো জোরো....হেইয়ো
:(( :(( :(( :(( :(( :((
উফ..চক্ষু দিয়া ঘাম ঝরতাছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কাইয়ুম ভাই
নিশ্চিন্তে চা খাইতে থাকেন....আওয়াজ েতা পাইতাছেন ই তাই না? 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
চা খাওয়া শেষ, তুই একটু টাচ এন্ড ব্যাক এ যা, আমি ভি জে জুনারে হালকা ডলা দিয়া আসি B-) আহ অনেক দিন পর পাঙ্গা মুডে আছি :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
না না আপনে আরেককাপ চা খান।ওরে আমি দেই.. 😀 ..সিনিয়রের পানিশমেন্ট দেথতে আইছিল
জুনায়েদের জন্য আদেশ...লং আপ হবে .লং আপ হ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি ক্যান্টিনে গ্যালাম B-) তুই জুনারে সাইজ করতে থাক, সিভিল পানি কয়েক গ্যালন বাইর করতে পারলে তোর পাঙ্গাও কিছুটা কম্বো :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই, চিনি না গুলায়া চা খাইছেন নাকি???? 😮 😮
যেমনে বডি নাড়াইতেছেন... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বেলাডি ভিজে জুনা, আগে :frontroll: শুরু কর্ 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি কি করলাম???? 🙁
:frontroll: (মনে মনে- আপ্নের মাথায় ঠাঠা পড়ব... x-( )
:frontroll: (মনে মনে- আপ্নের মাথায় ঠাঠা পড়ব... x-( )
:frontroll: (মনে মনে- আপ্নের মাথায় ঠাঠা পড়ব... x-( )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
বেলাডি তানভীর x-( গেইমস টাইমে গ্রাউন্ডে না থাইকা এইখানে কি 😡
যা অই শেলটা কান্ধে নিয়া দশটা চক্কর লাগায়া আয় x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই, চলেন আরেক কাপ চা খাইয়া আসি ;;;
তানভীর, টিটো ভাগ।
জুনা সরি তোর জন্যে কিছু করতে পারলাম না। ক্লাস্মেট বাচলে ব্যাচ বাচবে ;;;
কামস,চায়ে একটু জোলাপ মিশায়া দিস 😉 B-) :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কামস, চামে চায়ে একটু জোলাপ মিশায়া দিস 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
খালি জোলাপ না, একটু সিডাক্সিনও দিছি। এমন ঘুম দিবে... তুই চিন্তা করিস না ;;;
থ্যাংকস দোস্ত........জীবনডা বাচাইলি :tuski: :guitar:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পাঙ্গার ভয়ে আমার মত আরো কে কে যেন রেটিংএ ৫ দিছে :awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😀 😀 😀 😛 😛 😛
Life is Mad.
সায়েদ ভাইর দাত ও জিহ্বার ব্যাঞ্চাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কাইয়ুম, আমি তো সিনিয়র। তাই না? মানবিকতা সিনিয়রের সবচেয়ে বড় গুন। আর সিনিয়রদের হতে হয় "মহান", "উদার"! ছেলেটার কষ্ট দেইখ্যা আমি আর চুপ করে থাকতে পারছি না! ওর দুঃখে আমার :(( :(( :(( আসতাছে। আজকার মতো বেলাডি টিটোরে পাঙ্গানো বন্ধ করো। ওতো কইছে আর সিনিয়রদের সঙ্গে লাগতে আইবো না, তাই তো?
তুমিও সারাদিন অনেক কষ্ট করছো। সারাদিনে কামরুলরে নিয়া যতো কাপ চা খাইছো, বিলডা আমার কাছ থিকা নিয়া নিও। 😀
আরেকটা জরুরি কথা : জলদি টিটোরে নতুন লেখা ছাড়তে কও। নাইলে আমার আবার কখন রাগ চাইপ্পা যায়!! x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস ১০ বার নতুন লেখা শব্দ দুইটা লেইখা একটা পোসট ছাড়ুম??
আইডিয়া খারাপ হইলে ....থাক.
আবার পাঙ্গা খাইতে পারুম না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমাকে যদি আমার বউ এখন দেখত, তাহলে নির্ঘাত পাগল ভাবত...পোস্টগুলো পড়ে অনেকক্ষণ একা একা হাসলাম।
আপনি বরং ভাবীরে পড়ান....তারপর তাকে একা একা হাস্তে সুযোগ দিন 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ইয়ে মানে...
পাঙ্গানো লাগলে আওয়াজ দিয়েন...
আরো? বেচারা! থাক এখন আর না। আবার লাগলে তোমারে খবর দিমু। :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই থ্যাংকস
কমান্ডো পাঙ্গা খাওয়ার কোন শখ নাই :no: :no: :no:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
গুড ভালো হইয়া যাও। নতুন লেখা জলদি। নইলে কিন্তু x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"