Pakistan Chief Justice Abdul Hameed Dogar
বাংলাদেশ আর পাকিস্তানের এক দারুণ মিল পাওয়া গেছে। খন্দকার দেলোয়ারের পাজামা/প্যান্ট কাহিনী অনেকেই জানে। কিন্তু জানে না পাকিস্তানি প্রধান বিচারপতির ঘটনা। দুটো ভিডিও এখানে ব্লগারদের মন্তব্যের জন্য উন্মুক্ত হলো। সৃজনশীলতার একটা পরীক্ষা চলুক।
হেহেহেহেহে =)) =))
কি কমু বুঝবার পারতাছিনা।
ঝঠিল মিল খুইজা বাইর করছেন।
আপ্নারে :salute:
"ঝঠিল মিল খুইজা বাইর করছেন।" :)) :))
😕 😕
=)) =))
সিরাম...!!!
তয়, আমার কাছে দিলোয়ার ভিয়েরটা বিশি ঝিক্কাস লিগছিল...(সবাই আমার দেশপ্রেম খিয়াল কইরেন... 😉 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =))
আওয়াজটা কিসের বুঝলাম না, গুলি হইলো নাকি?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=)) =))
দুসরা ধামাকা :)) :))
ক্যামনে সম্ভব =)) :goragori:
আমাগো দেলোয়ার ভির নাহয় পিজামা বা সিলোয়ার টিপ কিছহু পিরছিলো যিটা ফিতা-সমৃদ্ধ, পাকি বিটারতো বিল্ট থাকার কথা =)) =)) তিরপিরও খিললো কিমনে পিন্ট টা =))
সংসারে প্রবল বৈরাগ্য!
বিল্ট ছিলিনা বিলেই তি এই ইবিস্থা! 😛
দিলো ভাই তো সেইরকম ... :awesome: :awesome: :awesome: তয় এইডাও খারাপ না...... :grr: :grr: :grr: :grr:
লাবলু ভাই... :salute:
আপনার ছবি দেখলাম, এখন সামনা সামনি দেখা হইলে সালাম দিতে ভুল হইবো না।
এই মিল ক্যামনে খুঁইজা পাইলেন? 😕
ছোটবেলায় পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শিখতে যেয়ে একটা লাইন এইরকম পড়েছিলাম বলে মনে পড়ছে, ".....পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একমাত্র ধর্ম ব্যতিত অন্য কোন ব্যাপারে কোন মিলই ছিল না"।
পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ডের কাজ বাড়লো - এখন এখানে আরেকটি বিষয় যুক্ত করতে হবে 😀 😀 😀 😛 😛 ।
Life is Mad.
হাহাহাহা, জটিল বলছোস দোস্ত =)) =))
উফফফ, ইজকা সিরা দিন পিরার ইপ্রে ইছি :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
;)) :)) =)) :goragori:
এই হালায় তো তলে কিছু পড়ে নাই মনে হয়। 😀 😀 😀
হা হা হা সানা ভাই জটিল জটিল =)) =)) =)) =)) =)) =)) :khekz: :khekz: :khekz:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
লাভলু ভাই, খুব মজা পাইলাম! =)) =))
ভাবতাছি রি-একশন টাইমটা ব্যাপক ফেরাস্ট। :-B
:)) :)) :))
ভাবতাছি রি-একশন টাইমটা ব্যাপক ফেরাস্ট। :-B
:)) :)) :))
:khekz: :khekz: :khekz:
বস কই পাইলেন এই জিনিস।
:khekz: :khekz: :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz: :khekz: :khekz:
কলেজের মত প্যান্টে সেফটিপিন লাগানো ছিল :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz: :khekz:
টিটোর মন্তব্য :
হাসনাইনের মন্তব্য :
সায়েদের মন্তব্য :
তানভীরের মন্তব্য :
আপাততঃ বাছাই করে এই চারজনের মন্তব্য শর্টলিস্ট করা হইলো। সৃজনশীলতার পরীক্ষা এখনো চলছে। চলুক।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বাংলাদেশ ফাস্ট। দেলোয়ারেরটা দেখছে বেশি লুক। সামনে অনেক দরশক ছিল। আর ওই ব্যাটার সামনে অল্প কয়েকটা পাকু।
আমার মনে হয়,
বাংলাদেশের যত খারাপ বৈশিষ্ট্য আছে, সেইগুলা পাকিস্তানেও আছে (যেমন: সেনা ক্যু, দেশনেতাদের প্যান্ট খুলে যাওয়া, ধর্মীয় মৌলবাদ)
কিন্তু বাংলাদেশের যত ভাল বৈশিষ্ট্য আছে তার একটাও পাকিস্তানের নাই (যেমন: সাতই মার্চের মত একটা ভাষণ, সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের সহাবস্থান, ১৬ই ডিসেম্বরের মত একটা দিন)
পাকিদের ভয়ংকর দিক- অনার কিলিং।
মুহাম্মদ তোমার সঙ্গে যোগ করি : ওদের আমাদের মতো পহেলা বৈশাখ নেই, আমাদের মতো মুক্তিযুদ্ধও নেই।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!