অনেকিদন থেকেই ব্লগিং করছি, হয় সামেহায়্যার ইন নয়তো সচলায়তনে. রায়হান আবীর জানালো এই ব্লগের কথা। শুনেই ভাল লাগল। নিজ ভূমি…….
তবে সবার আগে পরিচয়। আমি টিটো। ক্যাডেট নাম ছিল হাফিজ। ১৭ তম ব্যাচ (৯৪-০০)। বরিশাল ক্যাডেট কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞান থেকে পাশ করেছি। এখন একটি বিজ্ঞাপনী সংস্থায় ক্রিয়েটিভ হিসেবে কাজ করছি। ছাত্রাবস্থায় পত্রিকার সাথে যুক্ত ছিলাম। যুগান্তরের বিচ্ছুতে ফান লিখেছি বহুদিন। তারপর সাপ্তাহিক ২০০০ এ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পাশাপাশি সংগঠন করেছি চুটিয়ে। চুটিয়ে শব্দটা কেবল প্রেমের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। সুতরাং ওটাই যে আমার প্রেম ছিল এটা বুঝতে আইনস্টাইন হতে হয় না। সংগঠনটির নাম ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ওখানকার জেনারেল সেক্রেটারী হয়েছিলাম, প্রিসেডন্ট ও। তখন কয়েকটি শর্ট ফিল্মও বানিয়েছিলাম। একটি বার্লীন ফিল্ম ফেস্টিভাল এ চান্স পেয়েছিল। সামনে হয়ত নাটক বা ফিল্ম নিয়ে মাঠে নামব আবার। এখন তার রসদ সংগ্রহ করছি।
সবাইকে ধন্যবাদ, যারা এটি তৈরী করেছেন। লেখালেখির :duel: হোক এখানে।
আমিও থাকতে চাই
দোস্ত, স্বাগতম এই ব্লগ এ। কেমন আছিস? আশা করি এখন থেকে নিয়মিত তোর লেখা পাব।
অবশ্যই দোস্ত। দোয়া রাখিস...আর যেন অফিসে কাজকাম কম থাকে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাউরে..... ডরাইছি :boss: :boss:
আপনে এত বস ক্যান?
কারণ, ক্যাডেট মাত্রই বস।
টিটো ভাই এর আগমন শুভেচ্ছা স্বাগতম।
:shy: thank u.... thank u....
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আরে মামা কি অবস্থা তোর? আমাদের ব্যাচের পোলাপাইনে তো ব্লগ জমজমাট হইয়া গেলো।
তোর অভাবটাই ফিল করতেছিলাম। তাড়াতাড়ি তোর কাহিনীর ঝুড়ি খুইলা বস। তারেকের মতো ফাকিবাজি করিস না।
অফ টপিকঃ
তোর ফোন বন্ধ পাইতেছি। তাই মেইল করছি একটা। জি-মেইলে। আমারে একটা ফোন দিস।
কেমস...ঠিক-ই কইসস। তারেক অনেক ফাকিবাজ হইয়া গেসে!তুই কিন্তু ফাকিবাজি করিস না!
দোস্ত ফাকিবাজী এমিন এমনি কেউ করে না। ব্লগিং যে কি নেশা তা তো আমি জানি। কিন্তু ব্যস্ততার কারণে হয় না।
সত্যি দোস্ত জীবনটা যেন কেমন হয়ে গেল! প্রতিদিন বাসায় ফিরি পরদিন অফিসে আসব বলে..........
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:clap:হ মামা । তাইতো দেখতাছি। ব্লগ ভরপুর। মজা হবে মামা।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কামরুল ভাই, আপনেগো ব্যাচ আর আপনেগো কলেজের পুলাপান দিয়াই জইমা গেছে ব্লগটা। আপনেরা না থাকলে যে কি হইতো...
হাফিজ ভাই স্বাগতম। অবশেষে আসলেন...
আচ্ছা আপনার সেই একুশের গল্পটা আমাদের এইখানে দেন না। ঐটা সবার পড়া দরকার। এমন একটা মাস্টার পিস।
ঠিক। আমারো খুব পছন্দের গল্প।
আর টিটো দোস্ত তোর অনুকাব্য গুলিও দে। সবাই আবার পড়ুক।
দিমু দোস্ত। একে একে............সব
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আবীর! হ ! আইয়া পরলাম! রক্তের টান! গল্পটা দিবনে! তবে ঐ গল্পের পেছনের গল্পটাও মজার
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটু আয় আমার বুকে আয়............।।কত দিন তোরে মারি না.........।।আমি science এর student হলেও সারাটা জীবন কাটছে.........।কলা বিভাগে......... :(( :(( :(( :((
হ রে দোস্ত। তুইতো আমগো লগেই ছিলি। বহুত কলা খাইছো মামা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তোগোর লগে ছিলাম বলেই আজ আমার এই 🙁 🙁 :দশা......।
কি দশা? তোর আর কি দশাই বা হইত?
সোনাবাহিনীতে আছস, তোর জন্য তো হারামী একদম পারফেক্ট জায়গা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শালা চাপাবাজ, সংগঠনের লগে প্রেম করলে করবী-র লগে কি করছস? ওইটারে কি কয়? x-(
www.tareqnurulhasan.com
ওর লগে সংসার গঠন অর্থাত সংগঠন করছি। আর সংগঠনের লগে প্রেম...
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বিয়ার আগে? সেইটাও সংসার?
ভালাই। :dreamy:
www.tareqnurulhasan.com
তখন সংসারের প্রিপারেশান
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দুইজনেই চাপাবাজ। থ্যাংকু।
সাতেও নাই, পাঁচেও নাই
কোন দুইজন? তুমি আর তারেক?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হ্যা। আপনি আর তারেক ভাই।
সাতেও নাই, পাঁচেও নাই
যতসব জ(চাপাবাজ,ফাকিবাজ,রংবাজ,জিহাদ)এর ব্যাপার আছে সব তারেক, আমি না।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:bash:
:bash: :bash: :bash:
akon amar ai obosta bujli...........
bujhi dosto....
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওই, হাফিয, তর মোবাইল নং টা দে।
কেমন আছিস দোস্ত?
০১৯১৮ ১৮ ১৬ ৬৯
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
"মন্তব্যই ব্লগের প্রাণ" - সম্ভবত এখানের "রেড বুক" সেকশনে কথাটা পড়েছিলাম। এই আর্টিকেলটার মন্তব্যগুলো পড়তে যেয়ে একরকম হাসতে হাসতে খুন অবস্থা 😀 :)) =)) । এক্সেলেন্ট।
হাফিজ (নাকি টিটো?), স্বাগতম। বাই এনি চান্স, তুমি কি শেরে বাংলায় ছিলা? তাইলে তোমার যেই চেহারা আমার মনে পড়ে তা হইল - 'পিচ্চি একটা পোলা'।
গুড লাক।
Life is Mad.
হ সায়েদ ভাই। ঠিকই চিনছেন। আপনারে দেইখা ভাল লাগল বস।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
করবি মামির লগে টিটো মামার পেরেম লয়া ভাইজান এক্ষান ব্লগ দেন ছাই দেখি...... 😛
সবাই দেহি ওই লাইনের... :boss: :boss: :boss:
:chup:
জুনিয়র! বড়দের প্রেম লইয়া এত উতসাহ ক্যান? বাসার সামনে থেকে ১০ টা চক্কর দিয়া আস।
গোপনে বলি....দিমুনে এক সময়
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পোলাপাইন অনেক বড় হয়া গেসেগা দেহি। অই মিয়া আছো কেমন?
:hug: আছি ভালই বস। আপনি কেমন আছেন? ভালো তো??????
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওরে বাপস, এইডা দেহি আমার হাউসের পোলা...। আছো কেমন মিয়া। দেখছ কোনদিন আমারে???? 🙁
:boss: :salute:
আমরা আপনাদের ক্লাস টুয়েলভে পাইছি। মনে আছে.........
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাল আছি। আপনি কেমন আছেন?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আলহামদুলিল্লাহ। ভালো আছি রে ভাই...।
চিনতে পারছো দেইখা খুব খুশী খুশী লাগতাছে...। 🙂
এই তো হয় বস। জুনিয়ররা সিনিয়রদের মনে রাখে,সিনিয়ররা রাখে না। আমার সব সিনিয়রদের কথাই মনে আছে, জুনিয়রদের মনে নাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাই আমি আপনাকে চিনতে পারছি। আপনি আমাকে চিনেন তো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এ মেম্বার হওয়ার জন্য আপনাদের Interview এ Allow হইছিলাম।