১.
রাতুল—- রাতুল—-
অনেক অনেক দূর থেকে ভেসে আসছে গলাটা। ঠিক চেনা নয়, আবার অচেনাও নয়। কেমন ঘোর লাগা সে সুর। রক্তে বান ডেকে যায়। ছুটে যেতে ইচ্ছে করে। তবু যাওয়া হয় না। যাবেই বা কেমন করে সে। সেতো এখন মাঝ নদীতে। পানির হালকা ঢেউয়ে নৌকোটা দুলছে। কাল রাত থেকেই মুষল ধারে বৃষ্টি। সকালে প্রফুল্লকে খবর দেয়া হয়েছিল নৌকো নিয়ে আসতে। তারা যাবে অনেক দূর।
ছইয়ের নিচে গুটি কয়েক মানুষ তারা, গুটিসুটি মেরে আছে। প্রবল বর্ষণে ধোয়াশা হয়ে আছে চারদিক। বৈঠার শব্দ পাওয়া যাচ্ছে না। কেবল ঘোলা জলের উপর ঘন জলের মুর্ছনা। এর মাঝে আবার কে ডাকে? পাড় কি তবে দূরে নয়?
রাতুল শুয়ে আছে মায়ের কোলে। সবারই বেশ শীত শীত লাগছে। মা রাতুলকে আঁচল দিয়ে ঢেকে দিয়েছেন। তবে, তাতে পা ঢাকা পড়েনি। মায়ের উষ্ণতার পুরো সুখ ভোগ করতে পারছে না সে।
বড় আপা কি একটা গল্পের বই নিয়ে উঠেছে। ভর দুপুরেও সান্ধ্য আলোয় সে ঠিক সুবিধে করে উঠতে পারছে না। এমনকি কালো ফ্রেমের চশমাটা পড়ার পরেও নয়। এমনিতে আপার চোখের পাওয়ার ঠিকই আছে। তবে রঞ্জু কাকুর কিনে দেয়া চশমাটা এমন আলো আঁধারের টানাপোড়নে প্রায়ই সে ব্যবহার করে।
আব্বা বসেছেনে ছইয়ের শেষ প্রান্তে, মাটির চুলাটা ঘেষে। টিফিন ক্যারিয়ারে খাবার না আনলে এতণে মাকে বসে যেতে হতো চোঙা নিয়ে। শ’খানেক ফু দিয়ে চোখের পানি-নাকের পানি এক করে ফেলতে হতো। অতপর হয়ত স্যাঁতস্যাঁতে চুলায় দেখা যেত আগুনের হলকা। সবাই যার যার শরীরের ভেজা অংশগুলো শুকিয়ে নিতো সে আগুনে।
রাতুল—- রাতুল—-
নাহ! ভারি যন্ত্রণা হোলো দেখছি। এই কেরে ? সামনে আয়। অমন দূর থেকে ডাকছিস কেন রে? এমন বৃষ্টি মাখা দূপুরে কেউ কাউকে অমন করে ডাকে নাকি? ঘরে বসে থাকতে পারলি না? তোর কি এমন মায়ের কোল নেই?
রাতুল মায়ের আঁচলটা টেনে দেয়ার চেষ্টা করে পায়ে। হালকা টানে আঁচল আসছে না, তাই হাঁটুটাকে আরো কোলের দিকে টেনে নেয়। রাতুলের ঘুমটা পুরোপুরি ভাঙে তখনি।
সাধারণত ঘুম তার অনেক আগেই ভাঙে। মসজিদে যখন ফজরের আজান হয়, ঠিক তখন। মসজিদটা তাদের বাড়ির লাগোয়া। রাতুল নামাজ পড়ে না। তবে বাবা পড়েন। যে সমস্ত বাবারা নিজে নামাজ পড়েন তারা চেষ্টা করেন নিজের ছেলে-মেয়েদের নামাজে আগ্রহী করতে। বাবা কখোনো তা করেন নি। এমনকি ফজরের ওয়াক্তে বাবা যখন ওজু করে ফেরেন আর রাতুল যায় হালকা হতে, তখন ওদের দেখা হয়ে যায় কলের কাছে। তবু বাবা একদিনও ওকে নামাজের কথা বলেন নি।
আজো রাতুলের ঘুম ভেঙেছিল আজানের সাথে সাথে। কিন্তু বাইরে প্রবল বৃষ্টি থাকায় পেট চেপেচুপে শুয়ে ছিল বিছানায়। তারপর আধোঘুম আর আধো জাগরণে বেলা যে কতটা গড়িয়েছে, কে জানে?
রাতুল—- রাতুল—-
এই রে..। পৃথ্বু ডাকছে। পাঁচ নম্বরী ফুটবলটা সারিয়ে ফেলেছে বোধ হয়। উত্তর পাড়ার ছেলেগুলোও চলে এসেছে হয়ত। বিকেল কি তবে হয়েই গেলো? আধোঘুম আর আধো জাগরণে একটা দিন কাটিয়ে দিল সে!
রাতুল—-
কি রে?
ঘুমাচ্ছিলি নাকি?
হুম।
কি ঘুম রে বাবা। গেট টা খোল।
খোলা নেই?
খোলা থাকেলে তোকে ডাকি রে বোকা?
আচ্ছা আসছি..
তাড়াতাড়ি…ভিজে চুপসে হয়ে গ্যাছি। বাইরে খুব ঠান্ডা..
রাতুলদের একতলা বাড়িটা পাঁচ কাঠা জমির উপর। পিছন দিকটায় সোয়া দুই কাঠার উপর তাদের বাড়ি আর বাকিটায় বাবার বাগান। ভেষজ থেকে বনসাই, ফুলজ কিংবা ফলজ সব রকমের গাছ আছে সেখানে। তার মাঝখানে বাড়িতে ঢোকার সরু রাস্তাটাকে ভীষণ রুগ্ন মনে হয়। যেন দুটো উদ্যানকে সরু আইল দিয়ে আলাদা করা হয়েছে। বাড়ির ডান কোনে কলপাড় আর বাথরুম না থাকলে পুরোটাকে জংলি আখ্যা দেয়া যেতো।
বাসায় ছাতাটা নেই। তার মানে বাবা বেরিয়েছেন। রাতুল বারান্দা থেকে তোয়ালেটা মাথায় পেঁচিয়ে ঘর থেকে নামল। পুরোনো মান্ধাতা আমলের লোহার গেট। আংটাটা জং ধরে শক্ত হয়ে থাকে। হালকা ক্যাচ ক্যাচ শব্দ তুলে গেটটা খুলল সে।
পৃথ্বু আদতেই কাক ভেজা হয়ে আছে। ঠান্ডায় তার লিকলিকে হাত পা সদৃশ হাড় ক’খানা ঠক ঠক করে কাঁপছে। এক হাতে তার ফুটবল, অন্য হাতে ইলিশ মাছ। গেট দিয়ে ঢুকতে ঢুকতে বলল-
আজকের খেলা বাতিল করে আসলাম।
কেন? কেন?
পৃথ্বু ইলিশ মাছটা উঁচু করে বুকের কাছটায় তুলে বলল-
মাঠে এই পর্যন্ত পানি।
রাতুল তার বলার ভঙ্গিতে হেসে ফেলল।
ধুর তাই হয় নাকি?
হ্যারে সত্যি বলছি। ভেসে যাচ্ছে সব। কম তো আর বৃষ্টি হয় নি সেই রাত থেকে।
ত্ইু কি তাহলে ভেসে ভেসে আসলি?
হুম। ফুটবল সারাতে বাজারে গ্যাছি। হঠাৎ দেখি এই ইলিশটা সাঁতার কাটতে কাটতে তোদের বাসার দিকেই আসছে। অমনি ওর পিঠে চড়ে বসলাম।
খেলার প্রতি কত উৎসাহ থাকলে এই ঝড়-জলের মধ্যে ফুটবল সারাতে বের হয় মানুষ! ফুটবলে উৎসাহ ক্যাটাগরীতে একটা জাতীয় পদক থাকা উচিত। রাতুল আবারো হেসে ফেলল। পৃথ্বুটা এত্ত বানিয়ে বানিয়ে বলতে পারে!
মাছটা রাতুলের হাতে ধরিয়ে দিয়ে পৃথ্বু চলে গেল কলপাড়ে। সেখান থেকেই বলল-
ভ্যবলার মতো দাঁড়িয়ে আছিস কেন রে? মাছটা রান্নাঘরে রেখে আয়? আওে, আংকেল পাঠিয়েছেন। বাজারে দেখা হলো তার সাথে। জানিস, আজকে অনেক ইলিশ উঠেছে বাজারে। বেশ নাকি সস্তা।
রাতুল রান্নাঘরে মাছটা রেখে মাথার গামছাটা খুলে এক হাতে নেয়। অন্য হাতে একটা ট্রাউজার নিয়ে আসে পৃথ্বুর জন্য। কল পাড়ের দিকে তাকিয়ে দেখে সটান হয়ে পড়ে আছে পৃথ্ব্।
প্রথম হইলাম, কতদিন পর... 😀
সো বুঝতেই পারছ....ফ্রিজ....
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
চলুক... 🙂
কয়েকটা টাইপো আছে বস। ঠিক করে দিয়েন। 🙂
সবই তেলেগু ভাষার প্রভাব... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
টাইপে ভুল হলে তেলে গু এর মতই ব্যপার হয় 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শট! এক্কেরে গোড়ায় কোপ দিছেন টিটো ভাই :duel:
হা হা হা... :))
চলবে কিনা- ডাউট দেবার জন্য আপনার ফ্রিজে তালা দেওয়া হইল... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ফ্রিজে তালা আর ফ্রিজ পাহারায় চাওয়ালাকে নিযুক্ত করা হোক। যাই এই খুশীতে একখান মিষ্টি খায়া আসি। 😀
টিটোদা, ধারাবাহিকের শুরুটা বেশ হয়েছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
থ্যাংকু...দেখি ধারা কতক্ষণ বহন করা যায়............
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জুনা
নো প্রোবলেম...............চািব েতা আমার কাছে রইলই.............তুই আর চামে মিস্টিখাইতার্লিনা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমার কাছে একখান চাবি আছে :grr: :grr:
ভাবী, চাবি হিসাবে যেটারে দাবী করতাছেন সেইটা আসলে আপনার বাসার চাবি 😛
ফ্রিজের চাবি তো আমার পকেটে খাবি খায় :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দাঁড়ান খুইঁজা দেহি, বাসার চাবিতো আমার জামাইয়ের কাছেই থাকার কথা। 😕 😛
ধুরর
এইটুকু লিক্ষা অতৃপ্ত রেখে দেয়ার জন্য টিটো ভাইরে ব্যাঞ্চাই :duel: :duel: :duel:
চলবে কেন? আরেকটু চললে কী হয়? 🙁
ফায়সাল ভাই, আপনে নিঠুরিয়া কাঠুরিয়ার মতো সব গাছ কাইটা ফেলতাছেন ক্যান!!!!!!!!!! :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওরে...লেখা বড় হইলে আবার কেউ পড়ে না। তখন সকল পাঠকের ব্যাঞ্চাইতে ইচ্ছা করে :duel: :duel: :duel: :duel:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কতদিন কারো ব্যান্চাইনা... :dreamy:
টিটো ভাইয়া শেষ হইয়া ও শেষ হইলো না 🙁 পরের পর্ব তাড়াতাড়ি নামান পিলিস 😀
ভুলেও নামাইস না দুস্ত, যতো পারোস উঠা। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:chup: :chup: :chup: 😀
দিহান ভাবী ধরা থাইছে........... :awesome: :awesome: :tuski: :tuski: :awesome: :awesome: :tuski: :tuski:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
থাইছে
এইটা কি ভাইয়া খায় না মাথায় দেই? :-B
এইটা তেলেগু ভাষা.............. :bash: 🙁 :bash: 🙁 :bash:
আমিই উল্টা ধরা খাইলাম ~x( ~x( ~x( ~x(
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
চলেন ফ্রিজ থিইকা মিষ্টি খাইয়া আসি 😀
মিষ্টি খাওয়া মানা আপনাদের দুইওনের জন্যেই। মোটা হয়া যাইতেছেন। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঠিকাছে চিকন চিকন চিকন সাইজের মিষ্টি খামু :awesome: :awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:guitar: :guitar: :guitar:
কিটক্যাট খান; চিকনও আছে, মিষ্টিও আছে, ব্র্যান্ডিও আছে... :thumbup:
লেখায় টানটান ভাব আছে। অনেক ছোটখাট ব্যাপার তুলে ধরেছ। তারমানে খুব ভালো খেয়াল করো চারপাশ।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপনিও গল্পের অনেক কিছুই খেয়াল করেন আপু.... :hatsoff: :hatsoff: :hatsoff:
আপনি গল্প চর্চা করেন এটা অন্তত এই কমেন্টে বোঝা যায়.....
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
প্রতিদিন একটা কৈরা পর্ব দিবি, বেশি ঝুলাইস না কইলাম।
ধইরা মাইর দিমু।
ভালো হইতেছে।
তোর মেইল পাইছি, সময় কইরা স্ক্রিপ্টটা নিয়া বসুম।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আইচ্ছা অল্প ঝুলামু.... 😕 :grr:
হ, স্ক্রীেপ্টর পাত্রপাত্রী দ্রুত ঠিক কর। ঈদের পরপরই যেন শিডিউল ধরতে পারি.............
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
খুব ভালো লাগলো। প্লীজ রবিন, শার্লী, রকিব বা আদনানের মতন ডজার হয়ে যেয়োনা ......
খুব ভালো লাগলো ভাইয়া। প্লীজ রবিন, শার্লী বা আদনানের মতন ডজার হয়ে যেয়েন না …… 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোর নামটা বাদ দিলি ক্যান ডজার? 😡 😡
:duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel:
জন্যঃ খুব ভালো লাগলো ভাইয়া। প্লীজ রবিন, শার্লী বা আদনান ভাইয়ের মতন ডজার হয়ে যেয়েন না …… 😀
পড়ুনঃ খুব ভালো লাগলো ভাইয়া। প্লীজ রবিন, শার্লী, ফয়সাল বা আদনান ভাইয়ের মতন ডজার হয়ে যেয়েন না …… 😀 😀
জনস্বার্থেঃ ফায়সাল ভাই
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার নামটা প্রিন্টিং মিস্টেকে উইঠা গেছে। সিসিবিতে দেখি প্রুফ রিডার রাখা লাগবো :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
থ্যাংকু স্বপ্নচারী ভাইয়া...............চেষ্টা করব............
আর রকিব,
তুই এতই ডজার যে নিজের নামটা লিখতে কষ্ট হবে বইলা বাদই দিয়া দি্লি........
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভালো লেগেছে, অনেক ভালো ।
এটা কি সিকুয়েল নাকি এখানে থামিয়ে দিলে কিন্তু চমৎকার হয়।
আমার নিজস্ব মত।
থ্যাংকস
তবে এখানেশেষ হলে কি বলতে চাই তাই তো পরিষ্কার হল না....
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সিকুয়েল পড়ার জন্য অপেক্ষা করছি।
পর্বটার শেষটা বেশ হয়েছে। টান টান। :thumbup:
ভাইয়া, কথাশিল্পে আবেগের চেয়েও বেশি দরকার টেকনিক............. 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
গল্পের দুই অংশের জাক্সটাপজিশন (বাংলা কী হবে? 🙁 ) দেখেই বুঝা যাচ্ছে নেক্সট পার্ট প্রায় রেডী 😀
সো, তাড়াতাড়ি দিয়া দিস।
সংযমের মাসে আবার বেশি বেশি সংযম করিসনা লেখার ক্ষেত্রে :clap:
:thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনেও মিষ্টি খাওয়ার ব্যাপারে সংযম দেখাইলে ভালো হইত.......... :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বহুত দিন পর সিসিবিতে উপন্যাস। এমনিতেই কয়েকটা ঝুইল্যা আছে, শেষ হইয়াও হইলো না..........
তুমি একই কাম কইরো না। ঝটপট লিখতে থাকো। আমরা গোগ্রাসে গিলতে থাকি। আর উপন্যাস বেশি দিন ঝুলাইয়া রাখলে লেখাটা বেদিশা হইয়া যায়।
ভালো হয়েছে প্রথম পর্বটা। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থ্যাংকু ভাইয়া :hatsoff:
অল্প অল্প করে হলেও চেষ্টা করব
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দারুন দোস্ত । শেষে তো পুরা কোপানি, পরের পর্ব পড়ার জন্য দিলটা আনচান আনচান করতাছে দোস্ত । চালিয়ে যা সংগে আছি 😀
ওকে থাকিস.... :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আশনিসংকেত! পরের পর্বের অপেক্ষায়, পাঠকের ধৈর্য কম। :grr:
ভাল লাগছে ভাই। 🙂
সংযমের মাসে সংযম নাই............. :thumbdown:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
খুব ভালো লাগল। লেখাটা দুইবার এসেছে মনে হয় টিটো ভাই।
থ্যাংকু....এখন ঠিক করছি 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মামা, এডিট করতে গিয়া লেখাটার কিছু অংশ ফালাইয়া দিছিস মনে হয়।
ঠিক কইরা দে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অনেক খুঁইজাও পাইলাম না, কুথায় যে ফেল্লো? 😕
টিটোদা মনে হয় হ্যাং করছে 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😮 😮 😮 😮 আমিও খুইজ্যা পাইতাছি না ..........কাহিনী কি??
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এডিট করতেছেন ভাল কথা, তয় আপনার পিলিজ লাগে তেলে গু দিয়েন না...do not give *** in the oil... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:)) :goragori: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
;)) ;))
বড়ই সৌন্দর্য্য... :salute: :salute:
থ্যাংকস বাডি :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নামটা খুবই পছন্দ হয়েছে। রবী ঠাকুরের এই গানটা মাঝেমাঝেই শুনি।
উপন্যাস পড়া এখনও শুরু করিনি। আরও কয়েকটা পর্ব ছাড়েন, তারপর একসাথে শুরু করবো।
শ্রাবণেই লিখতে চাইচিলাম.......................তা হইল না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এখনও পরের পর্ব দিলি না? 😡 😡
দারুণ লাগল এই পর্বটা। শেষে এসে দেখি চরম মোচড় দিলি গল্পে! :dreamy: :dreamy:
হা হা...এক ছোট্ট আপু মেইলে বলছে কমার্শিয়াল হয়ে যাচ্ছি। পাঠক ধরে রাখার জন্য । মেগা সিরিয়াল টাইপ এন্ডিং........
সে ভুল বলে নাই 😛 😛 :khekz:
পরের পর্ব ভাবতাছি..খুব শিগগিরই দিয়া দিমু
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই..হেব্বি হইসে...বিশেষ কইরা ডিটেইলসগুলা খুব সুন্দর সাজাইছেন :boss: :boss:
আর লাষ্টেতো ব্যাপক উত্তেজনা...কবে পাচ্ছি পরের পর্ব? 🙂
আমিও সেইটা ভাবতাছি ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাইয়া ডজার গিরি ছেড়ে পরের পর্ব দেন 😡 :gulli2:
ও আমি তাইলে ডজার গিরি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ ...... পরের পর্ব কবে দিবা ??????? x-( x-( x-(
ভাই নেটের অবস্থা দেখেন..............কমেন্ট করছি তাই পুরাটা আসে নাই...............তাইলে একটা পর্ব আইতে কদ্দিন লাগতে পারে................... :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
... ... ... ... ... ... ...
অসাধারণ ... প্রতিটা ডিটেইল আবার খুব চমৎকার ভাবে কন্টিনিউ করছিস ...
রাতুল আর পৃথ্বুর বয়স আন্দাজ করার চেষ্টা করলাম খুব ... তখনই মনে হল পুরো উপন্যাস একবারে হাতে পেলে ভাল হত ... উপন্যাস পড়া শুরু করলে এবং ভাললাগা শুরু হইলে আমার টয়লেট ব্রেকেও যাইতে মঞ্চায় না ...
অনেকদিন পর টিটো টাইপ লেখা পেলাম ... বেশি ঝুলাইস না প্লিজ ... লেখার কন্টিনিউয়েশন রাখতে তোর যেমন কষ্ট হবে ... পড়ার কন্টিনিউয়েশন রাখতে পাঠকেরও তেমন কষ্ট হবে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
৫ দাগাইতে বাধ্য হইলাম ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
থ্যাংকু তাইফুর ভাই.....আউল ফাউল লেখা বাদ..এখন থেকে টিটো টাইপ লেখা দেয়ার চেষ্টা করব...
এনিওয়ে টিটো ব্যাটায় কিডা? 😕 😕 😕
আপনারে আমি খুঁজিয়া বেড়াই