সুপ্রিয় সিসিবিবাসী ভাই ও বোনেরা,
পত্রের শুরুতে আমার শত-কোটি সালাম ও দোয়া রইল। পর সমাচার এই যে, সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতরের বাঁকা চাঁদ যেমন আসি আসি করছে, ঠিক তেমনি আমাদের সিসিবি-র দুই অতি পরিচিত ও প্রিয় মুখে বিবাহ সংক্রান্ত সুখবরের নিমিত্তে হাসি ফুটতে যাচ্ছে।
জ্বী, ভাইসব, আপনাদের সকল অনুমান মিথ্যা প্রমাণ করে আমি এখন তাহাদের নাম ঘোষণা করিতে যাচ্ছি। তারা হলঃ আহমেদ টান্টু আর গুটুমুটু জরিনা।
বহুদিন ধরেই জরিনা আপার মনে বিয়ের ফুল ফোটানোর আগ্রহ ছিল যার প্রমাণ আমরা খোমাখাতায় নিয়মিত পেয়ে আসছি, কিন্তু আমাদের পিকনিক আহমেদের বিয়ের বয়স হয় নাই বলে ঘটনা আটকে ছিল। আজ রাত ১২টা বাজলেই টান্টুর বিয়ের বয়স হয়ে যাবে, কারণ তার স্নাতক ডিগ্রী অর্জন এখন সময়ের ব্যাপার মাত্র। আর আমাদের টান্টু যেই ফুংসুক ওয়াংরু, চাকরী ও খুঁজবে না- ওরে চাকরী খুঁজবে। আশা করি পরবর্তী জন্মদিনের দাওয়াতের আগেই আমরা ওদের বিয়ের দাওয়াত পাচ্ছি 🙂
পত্রের শেষে তাহলে সমস্বরে বলি- “আগাম হেফি বাড্ডে, টান্টু, দোয়া করি শত-সহস্র আন্ডাবাচ্চা নিয়ে কাম্রুল ভাইয়ের সাথে তিন প্রহরের বিল দেখতে যাও!”
ইত্তি-
আপনাদের স্নেহধন্যা,
আঁধার
বিশেষ দ্রষ্টব্যঃ আমি জীবনে কোনদিন জন্মদিনের পোস্ট লেখার স্বপ্নও দেখি নাই। সব ঐ জেরির দোষ। ওর অনুরোধেই আমারে এই ঢেঁকি গিলতে হয়েছে। সবাই মিলে ওরে পাঙ্গাইয়েন এই অখাদ্য লেখাটা পড়ার পরে :grrr:
অফটপিকঃ কইরে রকিব্যা, কই গেলি ব্যাটা চারাগাছ….রোজা-রমজানের দিনে যে রাত জেগে একটা পোস্ট দিলাম, এক কাপ চা ও না চাইতে দিলি না, ভাই 🙁
বিয়া-শাদীরে কইষা মাইনাচ।
শুভ জন্মদিন টম থুক্কু টান্টু ভাই। দোয়া করি শতেক সন্তানের জনক হোন। (অবশ্যই অনুমতিক্রমে)
অফটপিকঃ রোযার মাসে আবার চা কেন? নেন বেলের সরবত খান ভাবী।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ। ফাজিল পোলা, তোর দোয়া অনুমতির অপেক্ষায় রইলো B-)
থ্যাঙ্কু, চারাগাছ 🙂
কাইল্কা তোর গোঁড়ায় সার-পানি দেওয়ার ব্যাবস্থা করবো B-)
অফটপিকঃ খোমাখাতায় একটা রেসিপি পেলাম।
"Get rid of extra fat, skin and things like that from the chicken. Clean the whole chicken thoroughly (last stage of cleaning is to be done with salted water by deeping into it several tim...es. Its important, I'm not kidding). Apply the onion-garlic- ginger paste first; while doing that, perform 'ক্যাচানি' with a fork (কাঁটা চামচ). Then apply salt, dhoney gura, jeera, black peeper, chili powder, oil, popi seeds paste (Posto dana), mint leaf paste, grounded elach, dar-chini and lobongo; and finally sour yogurt. Marinate it for 5-6 hours ( by keeping that inside the refrigerator). Then bake it for 45 mins in 300 Degree C. after that stuff the chicken with 60% cooked rice (put as much as you can inside the chicken). Put 70-80% cooked rice all around the baking tray and pour a cup of water on that. Then again bake it for 45 mins with 250 degree. After, putting the rice with the chicken, pls check the condition of rice in every 10 mins. If it feels like dried out add lil bit of water every time."
টান্টু, জেরীরে বইলো- এটা রাইন্ধা তোমারে খাওয়াইতে 😉
কপিরাইট আবদুল্লাহ হাফিজ বরণ ভাই
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুপ্পি, ছবি-ই তো আপ্লুড করতে পারলাম না :((
ছবির পরে কপিরাইট দিতে চেয়েছিলাম :((
পেরেছি, পেরেছি :clap: :clap: :clap:
এটা হল Becked Chicken stuffed with Rice
কপিরাইট জিতুপ্পি উপরে দিয়ে দিয়েছে 🙂
বরণ ভাইকে ধইন্যাপাতা :hatsoff:
রেসিপির জন্য ধন্যবাদ ভাবীপ্পু...
কিন্তু পোড়া কপাল, রান্না আমারেই করতে হবে :((
নিমকহারাম টান্টু! তোরে আমি কোনদিন রাইন্ধা খাওয়ায় নাই?!
😡 😡 😡 :khekz: :khekz: :khekz: :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
:grr:
বেশি লম্বা প্রসেস ! এত কস্ট কইরা ওরে খাওয়ানির মানেই নাই।
ভাবিপ্পু আমার একটা কথা ছিল। ভাত কত % কুক হইসে এইডা কেমনে বুঝে?
আহারে, ছোট থাকতে গণিতে কাঁচা ছিলি, এইটা বুঝাই যাইতেছে :grr:
শুন গাধা, কোনো সংখ্যারে ১০০ দিয়া ভাগ দিলে যা পাওয়া যায় তাই হইলো %,
আর এইখানে তো আরও সোজা হিসাব... যেই কয়টা চাইল ভাত হইছে তার সংখ্যারে টোটাল চাইল সংখ্যা দিয়া ভাগ দিয়া ১০০ দিয়া গুন... আমার ছোট বইনও এইটা পারে... তুই মেট্রিক পাস করসোস কেমনে??? 😡
=)) =)) =))
জেরী, ভাতের সিদ্ধ হওয়ার পার্সেন্টেজ লাগবে না, ফ্রায়েড রাইস বানাতে গেলে ভাত যেটুকু সিদ্ধ করতে হয় তার চেয়ে কম সিদ্ধ করতে হবে বলে মনে হচ্ছে। আন্দাজে বললাম, আমি এখনো এই রেসিপি ট্রাই করি নাই।
এইখানে আমার প্রশ্ন হইলো , ফ্রাইড রাইস এর জন্য ভাত কতটুকু সিদ্ধ হওয়া লাগে ??!
টান্টু , হইয়াই তো গেল ! অংকে যখন এত ভালা, তুই আর তোর বইন মিইল্যা আমারে রাইন্ধা খাওয়াবি:-D
ভাগ্যিস আমি অংক পারিনা:-D
জেরী, পোলাও রান্নার সময় দমে দেওয়ার ঠিক আগে চালের যতটুকু সিদ্ধ অবস্থা থাকে, সেই অবস্থাতে ফ্রায়েড রাইসের জন্য নামায়ে ফেলতে হয়। আর ফ্রায়েড রাইসের জন্য চাল সেদ্ধ করতে গেলে পোলাও এর চেয়ে বেশি করে পানি দিতে হবে, নাহলে ভাত ঝরঝরে হবে না।
এইডা থাকতে এত কষ্ট কইরা রান্না লাগে ??
আপু আমি আজকে ট্রাই দিছি .
আব্বু আম্মু বলছে 'ভালোই তো!'
আন্ধার, রেসিপি পেলাম. কিন্তু মশলার মাপগুলো বলে দাও. আমার জন্য ভালো হবে. একটা টিরাই নিপো! আর এলাচ কি বাসায় গ্রাউন্ড করব নাকি পাউডার ইউস করব? হোল এলাচ দেয়া যাবে?
আপু, আমি এটা রান্না করি নাই। সাবিহা আপুর ফেসবুক ফ্রেন্ড বরণ ভাই ফেসবুকে ছবিসহ রেসিপি দিয়েছিলেন, সেটাই কপি করেছি। আমার মনে হয়, একটা মুরগীর বিরিয়ানীতে যতটুকু মসলা দেন, তার দেড়গুণ দেওয়া লাগবে; কারণ, গ্রিল করা হলে মসলা পুড়ে একটা লেয়ার তৈরি হবে+ভাতের সাথে মসলা মিশে যে রংটা ছবিতে দেখছি, তাতে একটু বেশি-ই মসলা দেওয়া বলে মনে হচ্ছে।
আন্ধার, ভেবেছিলাম তোমার রেসিপি, এখন বরণ ভাইয়ের রেসিপি শুনে একটু পিছপা হলাম. এখন খেয়াল করলাম যে উনি ৪৫ মিনিট ৩০০* C তে মুরগি বেক করার কথা বলছে. দেখোতো ৩০০*C তে মুরগি রাখলে মুরগি পুড়ে ছারখার হয়ে যাবে. ১৫০* C কিংবা ৩০০* F বলতে পারতেন. আমার চেয়েও যারা আনাড়ি, তারা তো এক্সপিরিমেন্ট করতে গিয়ে পুরা ধরা খাবে. :grr: :grr: :grr: বরণ ভাইয়ের রেসিপির ব্যান্চাই.
আয়েশাপ্পু, ফুড কন্নইজার হিসেবে আমি টেস্ট করতে আসি? 😀
বুঝতে পেরেছি, তুমি খাদ্য সম্পর্কে ব্যাপক জ্ঞানী. আস কুন্নো অসুবিধা নাই. :dreamy:
আপু, সিদ্দিকা কবীর দেখে টেম্পারেচার-টা এডজাস্ট করে নেওয়া যায়। হুম, বরণ ভাই মনে হয় ৩০০ ডিগ্রী ফারেনহাইট-কে অসাবধানতাবশতঃ সেলসিয়াস লিখেছেন। জেরী না কি ট্রাই করেছে, ওর কাছে শোনা যেতে পারে ওর অভিজ্ঞতা।
শুভ জন্মদিন টান্টু।
জরিনারে বেশি জালাইস না। নইলে কিন্তু আমি তোরে তিন প্রহরের বিল দেখামু না।
অফটপিকঃ
মডারেটরদের কেউ আঁধারের নামের পাশ থেকে অতিথি শব্দটা সরিয়ে দিচ্ছে না কেন! ও কী আর অতিথি আছে?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ কামরুল ভাই। যান, আইজকা থেকা আর জরিনারে জালামু না, হাজার হোক... তিন প্রহরের বিল দেখা নিয়া কথা!!!
অফটপিকঃ
আমি তো ভাবছিলাম, আধাঁর ভাবীর ডাক নাম অতিথি :grr:
একচুয়ালি, আঁধার ও কিন্তু আমার নাম না, টান্টু, ঐটা আমার ছদ্মনাম B-)
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
x-( :duel:
তিন প্রহরের বিলে কি আছে আমার জানতে মুন চাই
আরে, কিচ্ছু নাই রে......আমার মনে কয়, পুরা তিন প্রহরের বিলটাই ভুয়া 😛
আছে আছে.........আমি অহন ওইখানেই বইসা আসি কিনা...।কি আসে কইতে পারি যদি......... 😡 😡 😡
চলো বহুদুর.........
যদি কি? x-(
আমার বিয়ার ঘটকালি এমতে করেন :shy: :shy: :shy: ..............কী করবেন নি?? 😉 ;;) ;;) ;;)
চলো বহুদুর.........
x-( শালা, তোর এত বিয়া করার শখ কেন? তোর নামের পাশে দেখি (২০০৬-২০১২) দেওয়া,এখনো তো ুুই গজায় নাই x-( (কপিরাইট- সাইফুল স্যার)
=)) =)) =))
জরিনা,তুমারে এই কমেন্ট দেখতে কইছে কে?এইগুলা হইলো বয়েজ টক... x-(
মাস্ফ্যুদা ,যে লাইনে আছি এখানে কবেই বয়েজ টক গার্লস টক এর বর্ডার পার করে এসেছি ! এখন যে আরো কত টক জানি শুনলে পিরা যাবেন!;-)
:boss:
চলো বহুদুর.........
ম্যাশ্রে, কি জামানা আইলো রে! কলিকাল, কলিকাল!
🙂 🙂
মন চাইলে আমি কি করতাম :(( :(( :(( ??
চলো বহুদুর.........
যা ব্যাটা আইফেল টাওয়ারে লং আপ হইয়্যা থাক। 😡
মাস্ফ্যুভাইনিজেইএখনোবিয়কল্লনাআরতুইকোন্ঠাকারযোগিয়াইছোস্।।
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ছোট বইলা কি আমার সিরিয়াল পরে নাকি :(( :(( :(( ?এই বার কলেজ থিকা এক ক্লাস ৯ পলাইছে রাইতে.....কারণ পরের দিন তার খালাতো বোনের(নাকি তথাকথিত)প্রেমিকার বিবাহ =(( =(( =(( ....... আহারে পোলাটা জিয়া ভাইয়ের কাছাকাছি সংস্করণ :bash: :bash: ।
চলো বহুদুর.........
জিয়া ভাইয়ের কাহিনী কি রে?ঝাইড়া কাশি দে...
বর্তমানে কলেজে একজন স্টোরকীপার আছে যার নাম জিয়া ভাই।উনি একজন এক্সক্যাডেট...... 🙁 ।জী হাছা কথা কইতাছি,চেয়ার থন উল্টাইয়েন না।কলেজ়ে থাকাকালীন একবার পারেন্টসডে'র আগে বাসায় চিঠি লিখছিল
"আম্মা,আমার জন্য .........(অন্য কিছুনা,এই হাবিজাবি কলেজের জিনিস্পত্র) আইনেন।আর সাথে আমার বউরেউ নিয়া আইসেন।"
তো চেকিং এর সময় চিঠি পড়ল হাউজ টিউটর এর হাতে.........তদন্ত কমিটি গঠিত হইল এবং গীবতখানার সর্বসম্মতিক্রমে উনারে কলেজ থেকে বহিস্কার করা হইছিল।এবং তারপর আমার দেখা জীবন যুদ্ধে ব্যার্থ একমাত্র ক্যাডেট হিসাবে আমাদের কলেজেই গেমস স্টোর এর দায়িত্তে আছেন।তবে সবচেয়ে কষ্ট পাইছি রিইউনিয়নে।উনার ক্লাসমেট কে উনার চা পরিবেশ্ন করা লাগছে.............কি কমু কন?কিছুই কও্যার নাই.................
অটঃ এইটা গল্প হও্যার চান্স আসলেই অনেক কম.................।
চলো বহুদুর.........
জেসিসিতেও আছে এইরকম কেস।গ্রাউন্ডসম্যান নিয়োগ পরীক্ষায় এক এক্স ক্যাডেট আসছিলো পরীক্ষা দিতে-নিয়োগ পাইছিলো কিনা মনে নাই।সামটাইমস ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন।কার ভাগ্যে কি আছে আমরা কি শতভাগ নিশ্চিত হয়ে কিছু বলতে পারি!
বেশি কষা হয়া গেলো 🙁 🙁 🙁
চলো বহুদুর.........
যা গিয়া ইসবগুলের ভুষি খা।
:no: :no:
চলো বহুদুর.........
জীবন বড়ই কঠিন!
এত্ত কঠিন কেলা?
চলো বহুদুর.........
মাসরুফ ভাই,জনাব সাইফুল আলম(!!)বর্তমানে শুধু জনাব নাই,তিনি এখন ডক্টর সাইফুল আলম।এবং তার এই সাফল্য পত্রিকায় নিজ খরচে বিজ্ঞাপন দিয়ে কলেজে চরম হিট।জুতার ঢেল খাও্যার পর অনেকদিন পর তার বাণী অম্রিত আমরা উনার ডিগ্রী অর্জনের পরে আবার আগের মাত্রায় শুনতে পারি.........লাস্ট টার্ম এ উনার সুপার হিট ডায়লগ "ক্যাডেট আমারে জুতা মাইরা কিছু করতে পারে নাই,তুই আমার ব.. ছিরবি" B-) B-) ।
চলো বহুদুর.........
এইগুলা কি কস!!!!!এই লোক এখনো এইরকম ফর্মে আছে!!!!আমরা উনারে এফসিসির এক্সকারশনে পাইছিলাম-উনি আমাদের দেখার জন্য কেট উইন্সলেট আন্টির "কুইলস" মুভিটা দিয়া গেছিলেন 😉
ও ভাল কথা,উনার জুতা খাও্যার ঘটনা জানেননি? 😕 হেব্বি শট দিছিল পোলাটা।অখন নটরডেম(একলা আহেনাই,জোর কইরা পাঠাইসে 🙁 :bash: ) এ আছে.........আর উনার ফর্মের কথা কি কইতাম,উনিত চিরনবীন চিরতরুণ...
চলো বহুদুর.........
কাহিনী বিস্তারিত জানাইস 😛 অশ্লীল কিছু হইলে আকারে ইঙ্গিতে কইস।আর সিরাম লেভেলের হইলে মেইল দিয়া জানাইস।
আস্তাগফিরুল্লাহ! রোজা-রমজানের মাসে প্রকাশ্যে এ কি আলাপ! x-(
নাউজু নাউজু... ইয়া মাবুদ রহম করো...
(ইয়ে মানে... তন্ময়, আমারেও একটা মেইল করিস :shy: )
আমারে পোস্ট দিবার চান্স দেন.......তাইলে কমু...।। :grr: :grr:
চলো বহুদুর.........
অনেক অনেক ধন্যবাদ আঁধার ভাবী :shy: আর ধন্যবাদ গুটু মুটু... আঁধার ভাবীকে ঢেঁকি গেলানোর জন্য ;;)
এই পোস্ট দেইখা তো টাস্কি খাইয়া গেলাম, দোয়া রাইখেন... 😀
অফটপিকঃ ইয়ে... মানে... আমার কিন্তু অতো বয়স হয় নাই...
still :just: teenager 😛
যদি বয়স না ই হয়ে থাকে, তাইলে কিন্তু বয়স না হওয়া পর্যন্ত লাগাতার ফ্রন্ট্রোলের উপ্রে রাখব....জলদি জলদি চাকরি পাও, জলদি জলদি বিবাহ কর, বুঝলা মিঃ সিসিবিয়ান ফুংসুক ওয়াংরু x-(
জোঁ হুকুম জাঁহাপনা 🙁
:clap: :teacup:
আচ্ছা জাতি একটা জিনিস জানতে চায়...এই গুটু-মুটু টা কে??? আমার এক বান্ধবী আছে এয়ারফোর্সে ও ওর বয়ফ্রেন্ডরে "গুটুপুটুর আব্বু" কইয়া ডাকে...এইখানেও কি সেইরকম কেইস নাকি? জরিনাকি গুটুপুটুর আম্মু? 😉
জটিল ডাউট নিছোসরে ম্যাশ, সাবাস! :clap: :clap: :clap:
মাসরুফ ভাই, :just: বান্ধবী? 😉 😉 জাতি জানতে চায়..................।
চলো বহুদুর.........
কেন জানি আমার মুনে হয় গুটুপুটু আব্বু বলতে মাস্ফ্যু ভাই নিজের কতা কয়তেছেন :grr:
:khekz: :khekz: :khekz: :khekz:
ভাবী :just: :duel: :duel: :duel: :duel:
চলো বহুদুর.........
কি মুশকিল,আমার ওই বান্ধবী এয়ারফোর্সের আর তার হৈলেও-হৈতে পারে "ইয়ে"ও এয়ারফোর্সেই- এইখানে ভোলাভালা আমারে টাইনা আনার কি দরকার? 🙁 জরিনা,এই ছিলো তুমার মনে...
:khekz: :khekz:
জেরি... তুমারে না বারবার কইলাম, "গুটুপুটুর আব্বু" ওরফে মাস্ফুদা ভালা মানুষ। উনারে নিয়া ডাউট দিবা না 😡
:pira: :khekz: :khekz:
চলো বহুদুর.........
x-( সুমো আহমেদ, তরে আমি সুমো থিকা ব্রুস্লির মত খেংরা কাঠি বানামু x-(
হ্যাফিবাড্ডে টান্টু!!!
আঁধার আপু তোমার লেখা ভাল হইছে, সংকোচ না করে হাত খুলে লেখ :thumbup:
ধন্যবাদ ভাইয়া।
একমত, লেখা ভালো হইছে আপু... :thumbup:
:shy:
ওরে...আমার আঁধার ভাবি ঢেঁকি গিলছে রে...!
ধইন্যাপাতা ভাবি!
টান্টু মিয়া , আপনারে হ্যাফি বাড্ডে । তয় আফনারে আমি শতেক সন্তানের জনক হওয়ার দোয়া দিতে পারতেছি না ,জানের মায়া আছে না!
:guitar: :guitar: :guitar: :guitar:
=))
=))
😡
:khekz:
:khekz: :khekz:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কিব্রিয়া তুই ছুডু মানুষ কি বুইঝা হাসলি ! x-(
কিব্রিয়া বড়দের হাসতে দেখে হাসছে, তুই ওরে ধমকাস কেন???
হেফি বাড্ডে!
টান্টুরে তো ফুংসুক ওয়াংরু নাম দিলাম, সামীরে কি নাম দেই.......সিসিবি তো দেখি ফুংসুক ওয়াংরু দিয়ে ভর্তি :thumbup:
বৌদিও দেখি সামীরে সামী ডাকেন 😛
থ্যাংকু দোস্ত 😀
আমি সামীরে সামী ডাকি, রায়হানারে রায়হানা ডাকি, আর তোমারে :just: ভাসুরঝি-জামাই ডাকি, বুঝছো ম্যাশ? ;))
কন কি!
😉
আমি দাওয়াত খাপো.................................. :(( ।
চলো বহুদুর.........
:thumbup:
আপাতত চা খা :teacup:
তাইলে দাওতের আশায় রইলাম. :shy: :shy: :shy: ।ছুটির মইদ্দে কইরেন...আমরা আন্ডা বাচ্চারা হাজির থাকুম............. :awesome: :awesome:
চলো বহুদুর.........
x-( তোর যা অবস্থা তাতে আন্ডা বাচ্চারা না হইয়া নিজের আন্ডা-বাচ্চা সুদ্দা চইলা আইবি মনে হইতেছে x-(
=)) =))
আপ্নের আবার কি হইলো 😕 😕
চলো বহুদুর.........
😕
আমি আবার কি করলাম? 🙁 🙁 ................আমি একটা আলাভোলা পোলা.................আমার নামে এইসব আপনে কি ছরাইতাছেন?গত টার্মে সেট ধরা খাও্যার পর কল লিস্ট চেক কইরা শেখ মুজিব কিচ্ছু পায় নাই আর আপ্নে আমার নামে এইসব কইতাছেন.......!!!!আমি কিন্তুক ফাসাইয়া দিমু......... :grr: :grr: :grr: :grr: :grr: :grr:
চলো বহুদুর.........
শুভ জন্মদিন ....... ভাই 😀
আঁধার ভাবী বেশী কইরা লেখেন :thumbup: আপনার লেখা এতো কম কেন 🙂
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:shy: :shy:
ধন্যবাদ ......ভাই:)
বাড্ডে, বিয়া সব কিসুর দাওয়াত চাই......।।
You cannot hangout with negative people and expect a positive life.
আজব তো... জিতুপ্পি...ছি ছি ছি...এইটা কোনো কথা হইলো??? আপনি দাওয়াত চান কেন?? আপনি না ঘরের মানুষ... বিয়া-শাদির ব্যবস্থা করেন তো...তাড়াতাড়ি :grr:
ঐ জেরী, এই ডায়ালগটা সেভ করে নে :goragori:
কইরা রাখলাম !
জিতুপি শুনলা তো টান্টু কি কয় ।
You cannot hangout with negative people and expect a positive life.
টান্টু আর জরিনা বিবি, তোমরা ভাগাভাগি করে খাইও!
You cannot hangout with negative people and expect a positive life.
ইয়াম্মি আপু ...
থ্যাংকু মেংকু
মাস্ফ্যু আসার আগেই খেয়ে নাও, এই কেক খেতে না পারলে না কি ম্যাশ মারা যাবে 😉
আমি আসার আগেই মাস্ফু ভাই খাইয়া ফালাইছে :(( :(( :((
কই, মাস্ফ্যু ভাইরে তো আমার ব্লগের থেকে সদা-সর্বদা ১০০হাত দূরে থাকতে দেখলাম 😐
:(( আমি এই কেক খাইতে চাইছিলাম দেইখা জিতুপ্পি আমারে ঝাড়ি দিছে :((
ও... তাইলে ম্যাশ এই কেক এর কথাই কইসিলি? 😛
You cannot hangout with negative people and expect a positive life.
হ :(( কবে আসুম কেক্কুক্ষাইতে?
শুভ জন্মদিন আহ-মেদ :party:
আশা করি এই জন্মদিনে আর মেদ বাড়াবি না 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
এই উপদেশ শুনে নিজের কথা মনে পড়ে গেল 🙁
ধন্যবাদ... টেনশন নিস না... সব DIET খাইতেছি... পেপসি, কোক, কেক, পুডিং সব... :grr:
ডায়েট কেক, পুডিং কিভাবে হয়!!! 😮
হয় হয়।।
মগের গায়ে পেপসির লোগো আর গ্লাসের ঢাকনা হিসেবে কোক, ভিতরে পিউওর পানি,
আর প্লেটের তলায় কেক পুডিঙ্গের ছবি নিয়া প্লেটে রুটি আর শসা,
তাই না আহমেদ ভাই? ;))
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কিবরিয়া, বিয়ার দিন তোর জন্য এক্সট্রা রোস্ট বরাদ্দ হইয়া গেল 😀
😀 আর আমার জন্য আস্তা খাসির রোস্ট
আপনার জন্য এক্কেরে আলাদা একটা খাসিই রাখুম, টেনশন নিয়েন না B-)
আমার জন্য কি রাখবা?
শুজদি 🙂 কেক্কুকের দাওয়াত রইল।
শুজদি 🙂 কেক্কুকের দাওয়াত রইল। * শর্ত প্রযোজ্য।
ইয়ে, মানে- আমিও কি দাওয়াত পাইলাম :-/
নায়ক নায়িকার সাথে ১জন "অভিভাবক" allowed. 😀
থ্যাংকু ভাইজান 🙂
ইয়া-হুউউউউউউউউউউউউউউউউ...আমিও ইনভাইটেড 😀
অফটপিকঃ অভিভাবকের সাথে একজন লেজ এলাউ করা যায় না? 😕
আপনিতো অলরেডী লেজ কাটা বলেই জানতাম। :))
***ব্যাচেলরদের কাছে প্রতিটি বিবাহিত নারী পুরুষই লেজকাটা শেয়াল হিসেব বিবেচিত। 😀
আমি কাটা লেজটাই নিয়ে আসতে চাই :((
লেখাটা বেশি ভালো লাগসে.........
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
ধইন্যাপাতা, ভাইয়া :teacup:
শুভ জন্মদিন টান্টু...
ভাবীকে ধন্যবাদ ঢেঁকি গিলে দারুন আকটা পোস্ট দেবার জন্য, আর জেরিনকে ধন্যবাদ ঢেঁকিটা গেলানোর জন্য...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:teacup:
ধন্যবাদ ভাইয়া 🙂
হ্যাপ্পি বাড্ডে।
কেক্কুক খামু......... :(( :(( :((
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ধন্যবাদ কিবরিয়া... জিতুপ্পির কেকটা যদি মাস্ফুদা পুরাটার না খাইয়া থাকে তাইলে ঐখান থেইকা ভাগ পাইবা B-)
তাইলে ওর কপালে কেক :just: নাই
;))
মস্ফ্যুদা'ই তো কেকের ভাগ পায় নাইক্কা, আমি কি খামু?? :(( :((
আহমেদ ভাই, বিয়ের আগেই এত কিপ্টা হইলেন কেন? এক টুকরা কেক (তাও আবার ভুত-পেত্নীর আছর লাগা) দিয়া পুরা জন্মদিন পার। 😕
জেরিনাপ্পু এই কিপ্টারে বিয়া কইরো না। লং রানে ভুগবা। ;))
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
বজ্জাত এবং মোটকা টান্টুর অত্যাচারে নিজেই খাইতে পায়না ভাগ দিবে কেমনে? x-(
হাহাহা বেশি জটিল বলেছেন মাস্ফ্যুদা ,বজ্জাত মোটকা টান্টু , সাথে আবার কিপ্টা !
ওরে কিব্রিয়া ,আমার জন্য ভালো থেকে একটা ছেলে দেখ।
😮 😮
আমার নামের পিছে কি ১৯৭১-১৯৭৭ দেখা যায়নি??
নিজেই এখনু কাউরে দেখবার পেলুম না। =(( =((
একটা কাম করেন, আপনি আমারে মাস্ফ্যু ভাইয়ের মত একটা :just: ফ্রেন্ড খুইজ্যা দেন।
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
:awesome: :awesome: :awesome: আমি তাইলে গেলাম :goragori:
😮
শুভ জন্মদিন টান্টু, দোয়া করি সুখী হও, অনেক বড় হও এবং ফয়েজ ভাইয়ের দোয়া প্রাপ্ত হও। :awesome: :khekz:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 🙂
ছিহ, মেহেদী! তুমি ফেসবুকে স্ট্যাটাস আপডেট করা, সিসিবিতে কমেন্ট করার মত সময় পাও কিকরে! এত হাওয়ায় ভেসো না, বুঝেছ!
ডরায়াছি 😕 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 😀 😀
আকাশদা, ডরায়েন না, আপনারেও তো পড়তে বলি, আপনি তো শোনেন-ই না ~x(
কি লাভ???
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভ জন্মদিন আহমেদ!
টান্টু নামের শানেনজুল কি? জরিনা কিডা? আমি আসলেই জানিনা।
আমার বন্ধুয়া বিহনে
রাব্বি ভাইয়ের এন্টেনা দেখা যায় প্রায় নষ্ট। ভাই তারাতারি চেঞ্জ করেন। 😛
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
একেবারে। এন্টেনা পুরানো হয়ে গেছে। আপগ্রেড করা দরকার। 🙁
আমার বন্ধুয়া বিহনে
নাহ কইয়াই দেই।আমাগোর আহমেদরে তার "ইয়ে" আদর কইরা জান্টু-মান্টু-টান্টু ডাকে,আর সেইখান থিকা শর্টকাট কইরা আমরা ডাকি টান্টু আহমেদ 😀
কইয়া দিলাম আপনের শানে নুজুল এইবার ম্যাকডোনাল্ডসে বার্গার খাওয়ান 😛
:guitar: :guitar:
You cannot hangout with negative people and expect a positive life.
:)) :))
আমিও ম্যাকডোনাল্ডসে বার্গার খাবো... মাস্ফুদা আমার কেক খাইয়া ফালাইছে :((
আমিও ম্যাকডোনাল্ডসে বার্গার খাপোওওওওওওওওওওওওওওওওও :((
বস আন্নের লাইগা ইস্পিসাল sider সহ দিলাম
:(( ওরে কি দিলিরে...সত্যি সত্যি খাইতে ইচ্ছা করতেছে...জিতুপ্পি আপনি কুথায়??? আপনের ছুডো ভাই মাস্ফ্যু অনাহারে মিরা যাইতেছে... :((
ড়াব্বি ভাই, যে জিনিষ দেখাইলেন তা যদি আগামী সাত দিনের মধ্যে না খাওয়াইতে পারেন তাইলে আমি আপ্নের ভ্যাঞ্চাই। :no: :no:
জিতুপ্পি আমিও আনাহারে মিরা গেলুম......... আপ্নে কই?? :(( :((
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
508 tottenham high road, uk. amar nam koira kaiya aye...
থ্যাঙ্কু... থ্যাঙ্কু... 🙂 🙂
কিন্ত ড়াব্বি ভাই, টটেনহামে তো ইচ্ছে করেলেই যাওয়া যায়, সেটাত কোন ব্যাপার না, তাও বোঝেনিত রোজা- রমজান মাস সিয়াম-সাধনার একটা ব্যাপার আছে, তাই বলছিলাম কি ভাই আপনি আমারে ডি এইচ এলে পাঠাইয়্যা দিয়েন। ( মাস্ফু ভাইয়েরটাও, উনি নাকি এইগুলান সবাইকে, এই যেমন :just: ফ্রেন্ড'দের শুধু খাওয়্যাই গেছে, নিজে খায় নাইক্কা)
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
:shy: ঠিক তা না, যেই বড় আপুদের ম্যাথমেটিকাল ইকোনমিক্স বুঝাইতাম উনারা আবার আমাকে খাওয়াইতো :shy:
আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম... :dreamy:
ভাইয়া আপনার ডিজুস জান্টুর আরো সংকলিত রূপ টান্টু!
আর জরিনা নামে সিসিবিতে কেউ নাই...সব ই ঝাতির যড়ষন্ত্র !
জরিনা শব্দটি জেরিন থেকে অপভ্রষ্ট হয়ে এই রূপ লাভ করিয়াছে। তবে সনাতন বাংলা সংস্কৃতি অনুসারে তাহাকে জরিনা বেগম নামে ডাকলেই তিনি ব্যাপক পুলকিত হন বলে বিশ্বস্ত সূত্র(টান্টু ভাই) কর্তৃক জানা গিয়েছে। :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ড়কিব্ব্যা তোরে না সবাই মিলে কোন ব্রিজের উপ্রে লঙ্গাপ করাইয়া রাখছে ? দোয়া করি তুই আজীবন লুঙ্গি পইড়া লঙ্গাপ থাক
লুঙ্গি পিড়া লঙ্গাপ না মাস্ফ্যুর একার কপিরাইট ছিল :-/
:khekz: :khekz: :khekz:
জুনিয়রের পাঙ্গানী দেইখ্যা হাস্তে নাই, টান্টু =))
ব্রীজের কাছে গেছিলাম, দেখি আগেই কেউ একজন লঙ্গাপ হয়ে আছে... ভালো কইরা তাকাই দেখি নাজমুল পোলাটা। তাই চইলা আইলাম, ওর কিয়ামত পর্যন্ত লঙ্গাপ শেষ হইলে গিয়া খাড়ামু।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাবি,ভালা লিকচেন...... :hatsoff: :hatsoff: :hatsoff:
শুভ জন্মদিন...আহমেদ :party: :party: :party:
অনেক ধন্যবাদ ভাইয়া 🙂
ধইন্যাপাতা, জাহিদ ভাই B-)
সার্জেন্ট স্যার সালাম
শুভ জন্মদিন আহমেদ! দিন আনন্দে কাটুক এই প্রত্যাশায়...!
যাক উইশ করতে পারলাম। দীর্ঘ ৫ মিনিট অপেক্ষা করার পর পোস্টটা দুয়ার খুলল। গ্রামীনফোন ইন্টারনেট...তোমাকে লাল সালাম...!!! :bash:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ধন্যবাদ ভাইয়া 🙂
গ্রামীনফোন ইন্টারনেটকে আমিও লাল সালাম দিতেছি :bash: :bash:
আমিও গ্রামীন ফোন ইন্টারনেট থেকেই এই পুস্ট লিখেছি 🙁
আমগোর কোম্পানি এই নালায়েক গুলারে ইনভেস্ট করছিল নেটওয়ার্ক এর সাইজ বড় করার জন্য। কি করল লক খায়া বইসা আসি...
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
বুঝি নাই, বুঝাই কও :-B
যে কোম্পানী তে দৌড়ের উপর থাকি ওই কোম্পানী একটা টাকার ব্যবসায়ী ওরফে ফাইন্যান্সিং কোম্পানী। নাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলাপমেন্ট কোম্পানী লিমিটেড। এরা গ্রামীনফোন রে নেটওয়ার্ক বড় করার জন্য কোটি কোটি টাকা ঢাইলা দিসে ২/৩ বছর আগে...তা কইতাসিলাম টাকা গেল কই...আর নেটওয়ার্ক বড় হইল কই...আর নেট এর স্পীড বাড়লই বা কই?? :-/ :-/
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আবারো শুভ জন্মদিন টান্টু ভাইয়া, মনে থাকে যেন কি কি বলেছিলাম ;))
জেরিন মিয়া দেখি সবাইরেই ঢেকিঁ গিলাচ্ছে। তোর খবর আছেরে আপু। :grr:
তোর ফুন বাকী আছে এখন, অপেক্ষায় থাক, অতি শিগগিরি :hug:
লেখার জন্য আধাঁর আপুরে ধইন্যাপাতা 🙂
:tuski: :tuski: :tuski:
দুনিয়ায় ইন্সাফ নাইক্যা . সারাদিন তুমার সাথে আমি মেইলে পটপট করি ,আর তুমি কিনা ফুন দাও টান্টুরে !
আবারো ধইন্যাপাতা দিহান ভাবীপ্পু আর আঁধার ভাবিপ্পু রে ঢেঁকি গিলার জন্য । জিতু আপুরেও একটা ঢেঁকি গিলানোর ইচ্ছা ছিল ,কিন্তু আর পারিনাই বলতে
অনেক অনেক থ্যাংকস্ দিহানাপ্পি 🙂
আপনার ফোন পেয়ে অনেক মজা লাগছে, গ্রেট সারপ্রাইজ :goragori:
আর আপনি জরিনারে ফোন দেন নাই, এইটা জানার পর তো পুরা ঈদ ঈদ লাগতেছে :party: :party: :party:
দুইন্যাই ইন্সাফ নাই রে..........এই জন্যি-ই বয়োঃবৃদ্ধেরা বলেন, "কিলাশ্মেট বিয়া করতে নাই"............স্নেহ সর্বদাই নিম্নগামী........জামাই এম্নে বোউ এর কষ্টে খুশি হয়!!! তা, যতই সেটা ফান করে হোক :grr: :grr: :grr:
আপু তাইলে কি বুড়া জামাই রা বেশি ভালবাসে ?
ও কিব্রু আমার জন্য বুড়া দেইখা একটা বর দেখ
ইনাকে হলে চলবে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ড়কিব্ব্যা এই ডেইট ওভার মাল দিয়া আমি কি করুম ?! x-(
x-( রকিব্বা, এর আগেও কুনো এক সিনেমা পোস্টে আমি ছাতার তলের নায়িকাকে দেখতে চাওয়ায় তুই নায়িকার বদলে ৮০ বছরের এক বৃদ্ধার ছাতাযুক্ত হাস্যোজ্জ্বল ছবি দিয়া দিছিলি,সেইটা দেইখা সবাই জামাত কইরা হাসছিলো।আমি গাছ দেইখা কিছু কইনাই কিন্তু আইজকা বেচারী জরিনার ক্ষেত্রেও ইতিহাসের পুনরাবৃত্তি দেইখা চুক্ষে পানি আইষ্যা পিড়লো।
মিলিওনিয়ার টি বয়ের এহেন বজ্জাতির কারনে তার আইপিসুদ্দা ব্যাঞ্চাই x-(
আমার কি দোষ, উনিই তো উপ্রে কইলেনঃ
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জেরিন আপু এইরকম চাইছিলা না।
আমি কত ভালা।
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কিরে...এই বুইড়াটারে তো চিনা চিনা লাগতেছে...
জেরিইইইইইইই...... তোর ডাইরীর ভিতরে তো এই ছবিটাই দেখছিলাম x-( x-( x-(
=))
আমার একটা প্রশ্ন আছে। টান্টু ভাইয়ের বিয়ের বয়স হইছে উপরিউক্ত পোষ্ট মোতাবেক। যতদূর মনে পড়ে, বাংলাদেশের নিয়ম অনুযায়ী (সংবিধানের নিয়ম কী না মনে নাই) ২১ বছরে ছেলেরা বিয়ের বয়সী হয়। তাইলে কি টান্টু ভাইয়ের বয়স কেবল ২১ হইলো 😐 😐
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:awesome: :awesome: :awesome:
ওরে রকিব্ব্যা, ইডা খ্যানাডা না, ইডা বাংলাদেশ; ইখানে বিয়া করনের পর আয়-ইঙ্কাম করে সংসার চালাইতে হয়,বেকার ভাতা-ফাতা পাওয়া যায় না। তাই ২১ বছর বয়স হইলেই বিয়ার বয়স হয় না 🙁
:-B :-B :-B
রঞ্জনা আমি আর আসবো না...
৭৬ কমেন্ট, তাও ব্লগ পোষ্ট করার ৬ ঘন্টাও হয় নাইক্কা!!!
"ক্যাম্নে কি???" 😮 কপিরাইট রাব্বী ভাই
You cannot hangout with negative people and expect a positive life.
x-( হুহ, চালুনি আইছে সুঁইএর ছিদ্র ধরতে।কার জানি অন এভারেজ কমেন্ট ১০০,তাও আবার কবিতার পোস্টে? (ওই যে অধরে অধর দ্রষ্টব্য)
অফ টপিক- ইয়ে,জুক্সের পরের পর্ব পর্তে মঞ্চায় 😀
ম্যাশ, তুই ভালু হইয়াযা :-B
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুপ্পি, ম্যাশ্রে ঐ কেক খাওয়ায়েন না :grr:
এই পোস্টে এতক্ষন পরে আইলাম দেইখা আমার একঘন্টার জন্য আজীবন ভ্যাঞ্চাই।টান্টু রে,জন্মদিনে ভালো থাকিছ বাপ-গত পিকনিকের মত কাইয়ুম ভাইরে ফলো কইরা সারারাত লাগাইয়া চার্জ দিস না।
আঁধার্ভাবী,সিরাম হইছে লেখাটা।সামনে ভাইভা-খাস দিলে দোয়া কৈরেন... 🙁
সুপার থ্যাংকস্ মাস্ফুদা... 🙂
কাইয়ুম ভাই যে কেমনে সারারাত চার্জ দিলো এইটা আজও আমার কাছে এক বিশাল বিস্ময় 😮 ওনি মানুষ নাকি সুপার ম্যান :boss: :boss: :boss:
হুহ সুপারম্যান তো সেইদিনের শিশু...আমাদের কাইয়ুম ভাইয়ের অনুরাগিনীদের কাছে শুনছি...ইয়ে শুনছি যে উনি খু-উ-ব ভালো মানুষ 😀
:salute: ভাইভার প্রেপ কেমন চলছে, প্রিফেক্ট
🙁 এইখানে ভাইভার প্রেপ কেমনে আইলো?
তুমি অনেক বেশি টাইম দিয়ে ফেলছো ব্লগে, এটা মনে করায়ে দিলাম। ভাইভার আর ২০দিন বাকি, তাই না? পড়তে বস।
শুভ জন্মদিন আহমেদ ভাই :party: :party:
থ্যাংকু ভাইয়া B-) B-)
শুভ জন্মদিন আহমেদ মিয়া :party: :party:
ধন্যবাদ আব্দুল্লাহ ভাই 🙂
ফুংসুক ওয়াংরু মানে কি এইটা বুঝলাম না 😕 জন্মদিনের শুভেচ্ছা 🙂
ওরে কে কুথায় আছিস রে.....হাসান্রে একটা "থ্রি ইডিয়টস" এর ডিভিডি দিয়া আয়।
:khekz: :khekz: :khekz: :khekz:
ঢেঁকি গিলা পোস্টে ভাবিপ্পু তো এক সেঞ্চুরি করে দেড় সেঞ্চুরির পথে;-)
জন্মদিনের পুস্ট দেওনের সুবিধা 😛
আমি আর একটু আগায়ে দিই.....
শুভ জন্মদিন আহমেদ ভাই....(যদিও অনেক দেরী করে ফেললাম)
ধন্যবাদ আঁধার ভাবী.....এই পোস্টের মাধ্যমে অনেক আলোর দেখা পাইলাম..
জেরিন ভাবিরেও ধন্যবাদ.....(না দিলে আবার রাগ করতে পারেন )
রিফু আমারে ডাউট ওয়ালা ধইন্যাবাদ দিলি ক্যান ? x-(
আমারে উইশ্ করছোস এইজন্য তোরে ধন্যবাদ দিমু না, মাগার জেরির "ধন্যবাদে" ডাউট দিছোস, এই জন্য সুপার থ্যাংকস্ :grr: :grr:
একটু অফ ছিলাম.....তাতেই এত্ত কিছু ঘটল? হলদি-মেন্দি, বিয়ে-সাদী, একদম এলাহী কারবার দেখি!
জরিনা ওরফে জেরিনকে শুভেচ্ছা 😉
আহমেদকে হেপ্প্প্পি বার্থডে :party:
জরিনার জড়ি হামেশা সালামাত থাকুক 😡
হেহেহেহেহেহে শেষ পর্যন্ত এই মাস্ফ্যুই সেঞ্চুরি এন্ড এ হাফ সেঞ্চুরি করলো...১৫০! B-)
শিওর? নাকি বরাবরের মত আবার ধরা খাইছোস :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বলি ও আক্বাসদ্বা,ওসব ধরা টরা খাবার কতা মুখে এনেননাগো দাদা,সেদিন কালেজ স্ট্রিট থেকে ফেরার পথে যা ধরা খ্বেয়েচিলুম না মসাই-এক্বেবারে কেল্লা ফতে হয়ে গ্বিয়েচিলো মাইরি... 😀
থেংকু মেংকু আয়েশা আপু
অনেক অনেক ধন্যবাদ আয়েশা আপু 😀
আমিও বিবাহ করপো.......... :shy: :shy:
jorinar bie khappooo :grr: :party: ..''jorina'' namer copyright amar @adhar vabi 😡
:teacup: খেয়ে মাথা ঠান্ডা কর....
খাইছে!
এত্ত এত্ত কমেন্ট!
যাই হোক, হেপি বার্থডে আহমেদ...
আঁন্ধার্পু, কি পোষ্ট দিলি রে...পুরা হিট...গেরেট গেরেট... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
থ্যাংকু ভাই 🙂
জুনাদা, কেমন আছ?
দেখি, ছোটাপু'র পোস্টে একটা কমেন্ট বাড়াইয়া দিয়া যাই। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এই পোষ্ট কি ডবল সেঞ্চুরি করব নাকি? :dreamy:
ডাবল সেঞ্চুরির পথে আর একধাপ এগিয়ে দিলাম :clap:
আমি বুঝলাম না- অনেক ভাল ভাল পোস্ট তেমন কমেন্ট পায় না, আর এই গুণগত মানবিহীন পোস্ট কেন এত কমেন্ট পেল। আমি সত্যি-ই আশাহত!
x-( এরেই কয় রিভার্স গেম...কমেন্ট পাইয়া খুশিতে ফাইট্টা যাইতেছে আর এইদিকে কয় "আমি আশাহত"... x-(
:khekz: :khekz:
চলো বহুদুর.........
:duel: :duel: :duel:
😡 😡 😡
আমার জামাই আমারে দুই বেলা খোঁটা দিচ্ছে, এর চেয়ে কমেন্ট কম পাওয়া ভালো :bash:
আহা ! খাসির রোস্টের কথা শুনে কত কথা মনে পড়ে গেল!
কি কি মনে পড়লো রে?