১.
ব্লগ লিখতে বসলাম। ব্লগের সদস্য হবার পর থেকেই আকাশদা আর পিন্টুসের কাছ থেকে ব্লগ লেখার তাগাদা পাচ্ছিলাম, কিন্তু ব্লগ আমার মাথায় আসলেও কি-বোর্ডে কিছুতেই আসতে চাচ্ছিল না। আজ পণ করেই বসেছি পিসি-র সামনে, ব্লগ আমি আজ লিখেই ছাড়ব। কিন্তু কি লিখি! অনেক জল্পনা-কল্পনার শেষে তাই ঠিক করলাম- একটা ছবি ব্লগ দেই। ব্লগটা আকাশদা এবং পিন্টুসকে যৌথভাবে উৎসর্গ করছি 🙂
২.
দিহানাপ্পি অনেকদিন হল তেমন সরব উপস্থিতি দেখাচ্ছে না ব্লগে। আমি এই মানুষটাকে অসম্ভব পছন্দ করি। আমার বিয়ের সপ্তাহখানেক আগে দিহানাপ্পি ফোন করেছিলেন, কথা দিয়েছিলাম আমি দিহানাপ্পিকে ই-মেইল করব, অনেক বড় একটা ই-মেইল; কিন্তু বিবাহ সংক্রান্ত নানা ঝঞ্ঝাট আর চাকরি নামক সোনার হরিণের পেছনে তুর্কি নাচনের ঠেলায় সে কথা আর রাখা হয়নি। দিহানাপ্পি, তুমি কি আমার উপরে রাগ করেছ? প্লিজ, রাগ করে থেক না। তুমি আমার পোস্টে কমেন্ট না করলে আমি অনেক কষ্ট পাব। বিলিভ মি, আমি তোমাকে এই সপ্তাহের মধ্যেই মেইল করব। লাভ্যু সো মাচ….. :hug:
৩.
ব্লগের সব ছানা-পোনাগুলো একেকটা কিউটের বাচ্চা, সবগুলোকে খেয়ে ফেলতে ইচ্ছা করে………
৪.
৯৯-০৫ ব্যাচ ড়ক্করে……..মাল্কবি জিহাদ, হাঁসের্ছাও, সামী, রায়হানা সবগুলা এক একটা ভস :hatsoff:
৫.
আমার আর সানা ভাইয়ের ঘটকালির এজেন্সি না চলায় কাম্রুল ভাই, কাইয়ুম ভাই, রিবিন ভি-সহ ব্লগের সকল অবিবাহিত বড় ভাইদের ব্যাঞ্চাই :gulti:
৬.
সিসিবি ঝিমাই পড়ছে………….মালসিংহ ভাইয়ের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাই, একটা খেরোখাতা লিখে ফেলতে; তারকা ব্লগারদের লেখা পড়তে মঞ্চায়।
৭.
এইটা যে কত বড় একটা ফাঁকিবাজি ব্লগ সেটা নিশ্চয় সবাই এতক্ষণে বুঝে গেছেন; ছবি ব্লগ এর কথা বলে ছবির নাম-গন্ধ ও দেখাচ্ছিনা আমি। কি আর করা, আমি যে ডজার ক্যাডেট টাইপ! আমার এক খালাতো দুলাভাই আছেন, প্রাচীন বৃক্ষ মানুষ। আমার সিসিবি-প্রীতি দেখে উনি মন্তব্য করেছিলেন, “তুমি তো দেখি আমার চেয়েও বেশি ক্যাডেট হয়ে গেছ”; কথাটা শুনে খুশিতে আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছিল :tuski:
৮.
ম্যাশ পটেটো ওরফে আমার বড় দেবরের উচিত সারদা যাবার আগে একটা গেট-টুগেদারের আয়োজন করা। ইফতার পার্টি হলে চলবে না। এমন কিছু একটা দরকার, যেটাতে আমার জামাই যেতে পারবে। আর সেই গেট টুগেদারে আকাশ বৌদির উপস্থিতি বাধ্যতামূলক :grr:
৯.
সায়েদ ভাই যদিও কয়েকদিন আগে-ই টুশকি দিয়েছেন, কিন্তু নতুন টুশকি পড়তে মঞ্চাচ্ছে। সায়েদ ভাই ও ব্লগের অন্যান্য তারকা ব্লগারদের লেখার হাত দেখলে আমার বড্ড হিংসা হয়; মনে হয়- “ইস,আমি যদি এমন ভাল লিখতে পারতাম!”
১০.
আর ফাঁকি নয়। এবার সত্যি-ই ছবি ব্লগ শুরু করছি-
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেনারেল উইলিয়াম স্লিম- এর কমান্ড পোস্ট
- ময়নামতি অফিসার্স ক্লাব
- আনন্দকুঞ্জ
- গলফ ক্লাব
- সিসিবিয়ান-রা ড়ক্করে
- পেইন্টিং-টা ফাউজুল ভাইয়ের আঁকা
- With my dear hubby
- Missing those days
- আমাদের আকদ
- বৃক্ষ সমাজ
- দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল
- মিশন থেকে ফেরার পরে
- আইভরি কোস্টে মিশনের সময়, whenever I see this pic, I always feel- he’s looking like an angel….
- হাসানের মিশনে যাবার আগে
- দুই থেকে এক হওয়া
- আহসানউল্লাহ হলের সামনে কোন এক সরস্বতী পূজার দিনে
- দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না
যাই হোক, ছবি তো দেখালাম, এবার আসল কথাটা বলেই ফেলি। আমার আর হাসানের যখন পরিচয় হয়েছিল তখন আমি বুয়েটের ছাত্রী হলের বাসিন্দা, আর হাসানের পোস্টিং ছিল খোলাহাটি ক্যান্টনমেন্টে। ঢাকা-খোলাহাটির দূরত্ব ঘুচিয়ে আমাদের কাছে আনার এবং রাখার সব কৃতিত্ব মুঠোফোনের। আমাদের ফোনালাপের শুরু হয়েছিল ২০০৫ সালের ১ম রোজায়। আমরা রুমমেট-রা রাত ৩:৩০টার দিকে সেহরি খেতাম, সেহরির পরে নামাজ পড়ার জন্য বেশ কিছু সময় জেগে থাকতে হত। ঐ সময়টুকু আমি আমার কাজিন/ফ্রেন্ডদের মিসকল দিতাম। এভাবে মিসকল দেবার সময় ভুলে হাসানের নাম্বারে মিসকল চলে গিয়েছিল। আমাদের পরিচয়ও হয়েছিল তার সপ্তাহ দুয়েক আগে, এমজিসিসি-র সেতুর বাসায়। আমার নাম্বার থেকে মিসকল পেয়ে হাসান পরের দিন দুপুরে আমাকে কলব্যাক করেছিল। সেই থেকেই শুরু 😡
আজ ১ম রোজা। ৩ সপ্তাহ আগে হাসানের JC&C কোর্স শুরু হয়েছে। গত দুই দিনে কমিটমেন্ট অনেক বেশি ছিল বলে আমরা ফোনে কথা বলার সুযোগও তেমন একটা পাচ্ছিনা। আমি হাসানকে খুব মিস করছিলাম আজ =((
যদিও আজ রাতে আমাদের কথা বলার কোন শিডিউল ছিল না, তবে সেহরির সময় আমাকে সারপ্রাইজ দিয়ে হাসান ফোন করে বলল, “তুমি কি সেহরির সময় মিসকল দেবার অভ্যাসটা ভুলে গেছ না কি” :shy:
আজ হাসানের পরীক্ষা আছে, সবাই দোয়া করবেন যেন হাসান অনেক ভাল রেজাল্ট করে JC&SC-তে।
আর আপনাদের জন্য থাকল আমার প্রিয় একটা গান :guitar:
পুরা পোষ্টে আমার নাম নাই, পড়ুম না :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এহ!! আইসে নাম দেওনওয়ালা।
কুনু খবর নেইনা, কলব্যাক করেনা, নাম কি আকাশ থিকা টপকাইয়া পড়বো? 😡 :duel: :gulli2:
=)) =)) =))
যা, চারাগাছ, তোকে নিয়ে আস্ত একটা পোস্ট দিয়ে দিব কোন এক দিন ;;)
:khekz: :khekz: ..... :dreamy: :dreamy: :dreamy: :dreamy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার নাম ও নাইইইইইইইইইইইইইইই,খেলুম না :(( :(( :(( :((
সহমত
:bash: সারারাত জাইগ্যা ছবি আপ্লুড করতে গিয়া এই মিস্তাকেস হইছে, ভাইয়া, মাফ কইরা দেন এবারের মত :((
৫ বছর হল পরিচয়ের?
অভিনন্দন।
:awesome:
থাঙ্কু, ডিয়ার। কেমন আছ? সংসার কেমন চলছে?
এই যে আপু পরথম ব্লগে কি জানি দিতে হয়, দিয়া ফেলাও, কুইক কুইক... 😛
রাগ জিনিসটা আমার ডিক্সনারীতে নেইরে, তবে ব্যস্ততার সাগরে ডুব দিয়েছি।
অনেক অভিনন্দন, দুইজনকেই। পাঁচ বছর হয়ে গেলো পরিচয়ের? বাব্বাহ!! মনে রেখো সামনে অনেক
পথ পাড়ি দিতে হবে। 🙂
লম্বা ইমেইলের অপেক্ষা করছি কিন্তুক। শুধু ভাইয়ার জন্য না, দুইজনের জন্য'ই অনেক দোয়া রইলো। :hug:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
গুনে গুনে ১০টা দিয়ে ফেললাম :grr:
দিহানাপ্পি, আমার ভাগিনা দুইটা কেমন আছে? ওদের রিসেন্ট ছবি দিয়ে একটা ব্লগ দিয়ে দাও, আর এই নাও :teacup:
আমিতো ছবি তোলা ভুইল্যা গেসিরে 🙁
দেখি আবার প্র্যাক্টিস শুরু করতে হইবো 😛
এক ছেলেকে স্কুলে দিয়ে এই অবস্থা হলে, যখন দুই ছেলেই স্কুলে যাবে তখন তোমার কি হবে! :-/
খেরোখাতা মইরা গেছে, ............। 🙁
এইটার কোন রেকর্ড আছে, নাকি চাপা পিটাইতেছো 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চাপা। ১০০% চাপা।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সত্যি-ই ভুলে চলে গিয়েছিল। হাসান আমার বান্ধবী রেনির প্রাইমারি স্কুলের ক্লাসমেট- সেতুর বাসায় এই জিনিসটা জানতে পারার পর থেকে আমরা সদলবলে হাসানের সাথে রেনির ঘটকালি প্রজেক্ট চালু করেছিলাম; আর সানা ভাই সাক্ষী- আমি ঘটকালিতে অতি উৎসাহী মানুষ; হাসানের ব্যাপারে আমার কুন ইন্টারেস্ট ছিল না- আমি তো :just: বান্ধবীর বিয়া দিতে চাইছিলাম।
Apu kemne ki?! Tumio ghotkali korte giye dhora khaiso!ahare...amio amr choto boin er sathy or line kore dewar tale silam.
তোমার কাহিনীটাও লিখে ফেল 🙂
ইয়ে, মানে মালসিংহ ভাই, খেরোখাতার কুলখানি/চেহলাম/মৃত্যুবার্ষিকী খাইতে মঞ্চায় ;;)
হাসানের ব্যাপারে আমার কুন ইন্টারেস্ট ছিল না
নম্বর টা তোমার কাছে আসল ক্যাম্নে :-B
পাঁচ বছর পূর্তির শুভেচ্ছা!!!
লেখা ভাল হইছে।
নম্বরটা তো বান্ধবীর বিয়ের ঘটকালি করার উদ্দেশ্যে নিয়েছিলাম ~x(
আমার নাম্বারে খালি নরসিংদীর এক হার্ডওয়ারের দোকান থেইকা মিসকল আসে। 🙁 প্রেম হবে কিভাবে!
আফসোস, জিন্দেগীডা ফিল্মের মত হইলো না।
---
মডারেটরদের কেউ একজন ছবিগুলো ঠিক করে দিন। একেবেঁকে গেছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হার্ডওয়ারের দোকান থেকে তোরে মিস করে?? :))
ওরে বল সফট কাউরে দিয়া মিস কল দিতে।
ছবিগুলা আমি এই সিরিয়াল এ দেই নাই তো, সিরিয়াল পুরাই উলটে গেছে 🙁
অভিনন্দন প্রথম ব্লগ লেখার জন্য. খুব উপভোগ করেছি! তুমি দু:খ করলে যে তুমি অন্যান্য ব্লগারদের মত ভালো লিখতে পারনা. কিন্তু আমার মনে হলো তুমি অনেক ন্যাচারাল লিখ. তোমার জন্য শুভেচ্ছা.
ধইন্যাপাতা, আপু :goragori:
ঐ
You cannot hangout with negative people and expect a positive life.
বৈদী, ব্লগের মত একটা ব্লগ পড়লাম। :clap: :clap:
You cannot hangout with negative people and expect a positive life.
বৈদীর পরিবর্তে বৌদী পড়বেন।
You cannot hangout with negative people and expect a positive life.
:shy:
Amar nam o nai blog e!amr r rokib ki dush krlam!choto boila ki manush na!aai rokib,vai boine milla kandi:'(
net prblm korcilo,tmr blog e dhuktei parchilam na vabippu.etokhon por aste pere amar mon o garden garden!:-D
mobile thke commnt kora ekta pain..kintu tmr blog dekhe ki r thaka jai.eirokom mastiwala blog diso..bipode porla to!ekhon theke regular na likhle tmr banchai!
Ei banglish lekhar jonne adu modu ki amake ban dibe?:-(
Asol kothai bolte vule gesi...congrates,5 bochor jeno sudhe asole 500 yr hoi!
R rojar mash tai kimun kimun...amader 1st kothao hycilo rojar smy!
তোরে চিমটি :grr:
ভাবী... ১ম রোজায় টানা ৬ ঘন্টা ধরে পরীক্ষা দিয়ে পুরো যখন কাহিল অবস্থা তখন আপনার প্রথম পোস্টে আমার নাম দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল।
আমি নিশ্চিত মাহাদীর পরীক্ষা সবসময়ের মত ভালই হইছে ( যদিও জিজ্ঞেষ করা হয়নি)।
৫ বছর পূর্তীর শুভেচ্ছা, আপনাকে আর মাহাদী দুজনকেই, তবে আমি নিশ্চিত ঐ মিসকল ভুল করে যায় নি 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জন্যঃ মাহাদী, পড়ুনঃ মেহেদী
মিসকলের ইতিহাস মালসিংহ ভাই আর কামরুল ভাই-এর কমেন্টের নিচে লিখে দিয়েছি, পড়ে দেখেন। আর আমার কাছে জলজ্যান্ত সাক্ষী আছে। ক্যাপ্টেন কাজী মুস্তাফিজুর রহমান-কে জিজ্ঞাসা করে দেখেন, সে সাক্ষ্য দিবে; আমার সাথে সেও ঐ ঘটকালি প্রজেক্টে ছিল। আহারে! সেই ২০০৫ সেপ্টেম্বরের আইওবিসি কোর্স..........মনটা উদাস হয়ে গেল :dreamy:
সব মিশকলগুলারে মিস করি।
পড়ে ভার লাগছে ব্লগ।
আরে!! ৫ বছর হয়ে গেছে নাকি...??? সেই সময়েও তো এস আই এন্ড টি'তে ছিলাম।
অভিনন্দন প্রথম পোস্টের জন্য। চালিয়ে যাও। :hug:
ওহ!! বলতে ভুলে গেছি, আজকের পরীক্ষা অন্য পরীক্ষাগুলোর মত ভালো হয়নি। কোর্সের মাত্র ৪ সপ্তাহ শেষ হল, আরো ১৪ সপ্তাহ বাকী। কি যে হবে, আল্লাহই জানে।
হেহে.....আইছে এই সিনেমার সুপারহিরো....৫ বছর ধইরা সিকুয়েল করে যাচ্ছেন বস,চালিয়ে যান...চিত্রনাট্য ভাবীর কাছ থেকেই শুনতে থাকি আমরা :dreamy: :thumbup: :party:
তু্ই সেদিন স্টারে যেই ফিল্মের মহরৎ দিয়ে আসলি, সেটার কাহিনী লিখে ফেলা 😉
ইয়ে মানে,কি যে কন না বসাফা :shy: :shy:
:-B 😮
ব্লগগুলো স্ক্রল করছিলাম। দৌড়ের উপর থাকার কারণে পড়া হয়না। কিন্তু একটু নিচে নামতেই দেখি নয়াভাবীর (তাও নাকি এক বছর হয়ে গেছে :awesome: ) নয়া ব্লগ!! খুশি হয়ে পেরথম লাইন পড়তে গিয়ে দেখি ''পিন্টুস'' লেখা! আবার ফুল পড়া শুরু করে দেখি আকাশদা আর আমার নামে ব্লগ উৎসর্গকরণ!! খোদা গো,কি আর কমু,আমার উৎসাহে বসাফা ব্লগ লিখছে ভাইবা নিজেকে বিশাল বয়োঃবৃদ্ধ মনে হচ্ছে :-B , কিন্তু মনটা পুরাই ছুট্টুবাচ্চাদের মত ফালাফালি শুরু করে দিছে :goragori: :hug: 😡
ইশ ভাবী.....কি ফিল্মি আপনাদের লাভ স্টোরী... :guitar: এবং পরিণতিও শুভ....আমিও স্বপন দেখে যাচ্ছি ...দোয়াপ্রার্থী :shy:
ভাবী,প্রথম ব্লগ লিখে নিশ্চয়ই খুব ভালো লাগছে? আবার জিগস! এখন থেকে তাহলে ইচ্ছা করলেই লিখে ফেলুন, পড়ার মানুষের তো অভাব নাইক্কা,তাই না? :thumbup: B-) 😉
আপনার বড় দেবর কুথাআয়িইইই ;))
আমার বড় দেবর বিসিএস পিরিফেক্ট হইছে, সে এখন আর সিসিবি-তে আসেনা রে! সে এখন শুধু "বিসিএসঃ আওয়ার গোল" নামে খোমাখাতার একটা গ্রুপ্স-এ থাকে। পিরিফেক্টশিপের সুবিধার্থে সে খোমাখাতায় নতুন একাউন্ট ও খুলে ফেলেছে। তাকে এই পোস্ট পড়াতে গেলে খোমাখাতায় পোস্ট করে দিতে হবে 😡
বিয়া করবার মন চায় :(( :(( :((
কইরা ফ্যালা
তরে বিয়া করতে নিষেধ করছে ক্যাডায়?
প্রথম ব্লগেই দেখি বাজিমাত! দারুণ ঝরঝরে লেখা।
মজার ব্যাপার হইলো, আমিও আমার বউয়ের জন্যে ঘটকালী করছিলাম বেশ কিছুদিন। আমার অন্য এক বন্ধুর বাসা টাসা ঘুইরা এসে বউয়ের কাছে রিপোর্টও দিছিলাম। 🙂
লেখা চলতে থাকুক।
www.tareqnurulhasan.com
আহারে, ভাইয়া, আপনার সাথে আমার কত মিল :goragori: আপনাদের ইস্টুরিডাও লিখ্যা ফালান :dreamy:
🙂
আমাদের ইস্টুরি তো অনেক আগেই লিখে ফেলছিলাম।
এইখানে ক্লিক করো-
http://www.somewhereinblog.net/blog/konfusiasblog/15547
www.tareqnurulhasan.com
এভাবে দিলে চলবে না, ইস্টুরি গদ্যাকারে আর অনেক বেশি ডিটেইলস এ চাই :grr:
আগামী সপ্তাহে এমন সময়ে আমিও এসআইএন্ডটি তে থাকবো :((
কিন্তু আফসুস, আমার লইগ্যা কেউ এমনে ব্লগ লিখবে না :((
যাউজ্ঞা.....রকিব্যা রে চা দে এক কাপ 🙁 আমারেও খুইজা পাইলাম না :bash:
রিপোর্ট করিস আমার কাছে... রুম - ১২, জেসিএসসি ব্লক-২
রেজু, তুমি নিজেরে খুঁইজ্যা পাবা না, এইটাই নরমাল। আমার ব্লগে ইলেক্ট্রিসিটি আছে, এইখানে আইপিএস অন করা লাগে না ;))
:shy:
:salute:
যো হুকুম বস,
ভাবতাছিলাম একটা সিসিবি গেট টুগেদার কইরা ফালাই সিলেট এ ;;;
তারপর জম্পেশ ছবিব্লগ দেয়া যাবে :grr:
হুম, লোক সংখ্যা দুইজনের চেয়ে বেশি হবে নিশ্চিত 😉 (রুম নং ২৪)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বহুত বহুত......কানাডা বা মালায়শিয়া থিকা বেশী হবে, ডাউট নাই :grr:
ও.ডাব্লিউ তে আসতেছে কয়েকজন 😀
আসিফ, আদনান আরও আছে B-)
:dreamy: :dreamy: :dreamy: :awesome: :awesome: :awesome: :guitar: :guitar: :guitar: :tuski: :tuski: :tuski:
হেহে ভাই-ভাবীর পরিচয়-অ্যানিভার্সারী তাইলে আরবী হিজরী সন অনুযায়ী চলে! আরও ভালো করে বললে চাঁদ দেখার উপর নির্ভরশীল 😛 😛 O:-)
:clap:
হিজরি সন-ই ভাল রে, বরকতময় জিনিস............চাঁদ দেইখ্যা চলায় রোমান্টিসিজমেরও অভাব নাই :awesome:
:awesome:
ভাবীজি, আপনার ফেইসবুকএর নাম কি? আপ্নাকে খুঁজতে গিয়ে রেনি কে পেয়ে রিকোয়েস্ট পাঠায়ে দিলাম।
পেয়েছ তো খুঁজে, আমি তোমার রিকোয়েস্ট এক্সেপ্টও করেছি :hug:
😀
B-)
তুই আসলেই বদ্মুল, আগে কপি-পেস্ট করতিস, আর এখন ইমোবাজি করিস 😡
বাহ্! তোমার লেখা তো অনেক ঝরঝরে! পাঁচ বছর পূর্তির অভিনন্দন তোমাদেরকে!
সবসময় সুখের হোক তোমাদের জীবন। 🙂
বাহ্! তোর লেখা তো অনেক ঝরঝরে! পাঁচ বছর পূর্তির অভিনন্দন তোদেরকে!
সবসময় সুখের হোক তোদের জীবন। 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তান্স ভাইয়া, জুনাদা, থাঙ্কু :shy:
অফটপিকঃ জুনাদা, আমার জন্য জুনা বৌদি যোগাড় করার কাজটা কতদূর এগোল???
ভাবী ব্লগে স্বাগতম। প্রথম লিখাতেই ব্যাপক সাড়া পেয়ে গেছেন। :clap: :clap: লিখতে থাকুন......... :thumbup: :thumbup:
:goragori: থাঙ্কু, ভাই।
জীবনের গল্প। আমি ভাবছিলাম তোমাদের পরিচয় হলো কিভাবে? যাইহোক আমার কোতুহল মিটলো। পরের কোতুহল কিভাবে রেনীর অধ্যায় শেষ হয়ে আঁধার নেমে আসে? বুঝোইতো বাংগালি --- একটু নাক গলানো অভ্যাস।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:shy: থাঙ্কু, ওয়াহিদাপ্পি...দেখি, কোন একদিন সেই কাহিনীও শুনিয়ে দিব।
অফটপিকঃ আকাশদা@ এহ! আসছে আরেকজন, নিজের লাভ ইস্টুরির ব্যাপারে কোন কথা বলার নাম নাই, আমার লাভ স্টুরি শুনতে চায় :gulti:
ভাবী লাভ স্টোরি কি জিনিষ... আমি সুবোধ বালক... এগুলো বুঝি না 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ ভাবি,বড়ই চমত্কার লেখা..আপনার উনি বলেন তার পরীক্ষার প্রস্তুতি খুব খারাপ,কিন্তু কোন জাদু মন্ত্র বলে যেন পরীক্ষায় খুব ভালো করে ফেলে....যাই হোক আমাদের জন্নও এট্টু দুয়া রাইখেন...আর নিয়মিত লিখবেন কিন্তু
:shy: কি যে বলেন, ভাই, সব-ই আপনাদের দোয়া.........নিয়মিত লেখা, বড় কঠিন আবদার হয়ে গেল যে, ভাই! আপনি বরং লেখা দিয়ে ফেলেন একটা 🙂
টুকরো টুকরো গপ্প মিলিয়ে চমৎকার একটা লেখনী হয়েছে... :hatsoff:
আবার অনেক ছবিতে আমাকে দেখতে পাচ্ছি... :tuski: :tuski: :tuski:
ভাবী,থাঙ্কু সো মাচ.........
টুকরো টুকরো গপ্প মিলিয়ে চমৎকার একটা লেখনী হয়েছে… :hatsoff:
আবার অনেক ছবিতে আমাকে দেখতে পাচ্ছি… :tuski: :tuski: :tuski:
ভাবী,থাঙ্কু সো মাচ………
:just: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
কমেন্টতো খাঁটি মিলিটারি তৈল-ঘি-মাখন মাখানো হল x-(
তবুও তো আপনি ইটা ফ্যালায়ে গেলেন, আমাদের চারদাঁতি এডু সাহেবতো সেটুকুও করলো না, যদিও সে আমার প্রতিবেশী মানুষ 🙁
থাক, গেঁয়ো যোগীর এমনিতেও ভিখ পাওয়ার কথা না 🙁
কমেন্টতো খাঁটি মিলিটারি তৈল-ঘি-মাখন মাখানো হল x-(
তবুও তো আপনি ইটা ফ্যালায়ে গেলেন, আমাদের চারদাঁতি এডু সাহেবতো সেটুকুও করলো না, যদিও সে আমার প্রতিবেশী মানুষ 🙁
থাক, গেঁয়ো যোগীর এমনিতেও ভিখ পাওয়ার কথা না 🙁
ডিস্ক্লেইমারঃ আমি এখানে এডু বলতে ইউসুফ ভাইকে বুঝাই নাই :no:
সবই বুঝলাম। কিন্তু তোদের জন্য ভাবি আনার কী হইলো?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
Vabi to ami ante gecilam, apnei to bollen je biye ar ektu derite korben......
Off-topic: hardware er dukaner khobor ki :grr: