আশার কাছে খোলা চিঠি

দিনবদলের হাওয়াঃ ক্যাডেট কলেজে প্রেমপত্র
“মেয়েটির সৌজন্যে একটি চিঠি লিখেছিলাম কিন্তু আজো সেটা পোস্ট করা হয় নি”
এর পর থেকে শুরু করছি…
ব্লগের শিরোনামটি মাসরুফ ভাইয়ের দেওয়া । আমি আর পরিবর্তন করার দুঃসাহস দেখাই নি । হাজার হলেও বড় ভাই 😀
আদনান ভাই, তানভীর ভাই, মাসরুফ ভাই, রকিব ভাই এবং মাহমুদ ভাই এর নির্দেশে আমার পোস্ট না করা চিঠির অজুহাতগুলো লিখছি :-B

আমি ক্যাডেট কলেজে যাওয়ার পর থেকেই চিঠি লিখতে এবং পেতে খুব ভাল লাগত । কোন বড় ভাই খাম চাইলে ডিউটি ক্যাডেট আগে আমার কাছে আসত কারণ আমার কাছে খামের স্টক ছিল । যাই হোক প্রেম টেম তো জীবনে কখনো করি নাই তাই এই বিষয়গুলো অত ভাল বুঝি না :no:

যেহেতু বার্ষিক বনভোজন ছিল তাই রাতে প্রেপ না থাকায় শুয়ে শুয়ে চিন্তা করছি কি করা যায় :-/
চিঠি যদি লিখি তাহলে কি লিখবো আর পাঠাবোই বা কাকে দিয়ে, এইসব হাবিজাবি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল অবিরত 😮
ইউসুফের কাছ থেকে একটা সুন্দর প্যাডের পেজ আনলাম ।
জেল পেন না পাওয়ায় বলপেন দিয়েই লেখা শুরু করলাম :bash:
আমার অপুস্ট করা চিঠিটা ছিল এরকম…..

আপনাকে কি বলে সম্বোধন করবো ঠিক বুঝতে পারছি না ।
প্রথমেই জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ।
ভাল আছেন নিশ্চই । আপনি কে সেটা ভাবাটাই কি স্বাভাবিক নয় ?
আসলে ক্যাডেট কলেজে মেয়েদের সাথে প্রেম বা বন্ধুত্ব কোনটাই মানা হয় না ।
আপনি পুনরায় চিঠি লিখলে আমার ভীষণ অসুবিধা হবে আর আপনি নিশ্চই সেটা চান না ।
যদি একান্তই ইচ্ছে হয় তাহলে এমনভাবে লিখবেন যাতে অন্যরকম কিছু প্রকাশ না পায় কারণ সব চিঠি ক্যাডেট পড়ার আগে স্যার পড়েন, বুঝতেই পারছেন ।
ইতি
তাহমিনুল

কয়েকদিন আগে গার্লস ক্যাডেট কলেজের এক আপুর পাঠানো একটি প্রণয় উপাখ্যান ধরা খাওয়ায় আমাদের কলেজে চিঠির উপর ১৪৪ ধারা জারি করা হল :gulli2:
প্রত্যেক ক্লাসের দায়িত্বে একজন করে টীচার নিয়োগ দেয়া হল যারা ক্যাডেটদের চিঠি পাঠানোর ব্যাপারটি তদারকি করবেন :khekz:

কলেজের কর্মচারীদের জন্য পোস্ট অফিসের কাছে একটি ডাক বাক্স ছিল যেটাতে গভীর রাতে ক্যাডেটরা প্রেমপত্র সাবমিট করে আসত 😕
ওটাও পরে বাজেয়াপ্ত করা হল :((
হাউস বেয়ারাও ঘাড় বেঁকে বসল ~x(
চিঠি তো লিখলাম অনেক যত্ন করে কিন্তু কলেজের যে অবস্থা তাতে চিঠি পোস্ট করতে কলেজের বাইরে যাওয়া ছাড়া কোন উপায় ছিল না । আর আমি যে পাবলিক তাতে কলেজের বাইরে তো দূরে থাকুক রাতে হাউসের বাইরে পর্যন্ত বের হওয়া সম্ভব বড়জোর :frontroll:

আগে সপ্তাহের যে কোন দিন চিঠি পোস্ট করা যেত ।
চিঠির ব্যাপারে যে ৬ দফা সংবিধান স্টাফ লাউঞ্জে পাশ হল সেটা এরকম…
১। প্রতি শুক্রবারে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সব ক্যাডেটকে বাধ্যতামূলক চিঠি লিখতে হবে ।
২। শুক্রবার ব্যতীত অন্য কোন দিনে চিঠি পোস্ট করা যাবে না ।
৩। শুধুমাত্র প্যারেন্টস এর ঠিকানায় চিঠি পাঠাতে হবে ।
৪। খামের মাথা আঠা দিয়ে আটকানো যাবে না ।
৫। প্রতিটি চিঠি দায়িত্বপ্রাপ্ত টীচারকে চেক করতে হবে ।
৬। চিঠি না লিখলে ১০০ টাকা জরিমানা দিতে হবে ।

আমি অবশ্য খামের মুখ আটকিয়ে ফেলেছিলাম কারণ ফাঁকফোঁকর খুঁজছিলাম, অন্য কোন উপায়ে যদি চিঠিখানা পাঠানো যায় 😡
অনেকেই আমাকে নির্মম, পাষন্ড, বেরসিক বলেছেন কিন্তু আমার যতটুকো করার ছিল আমি চেষ্টা করেছিলাম আমার সাধ্যমতো :hug:
আমিও চাই নি আশাকে নিরাশ করতে =((
তারপর অনেক বসন্ত চলে গেছে । কলেজ থেকে চলে এসেছি । কয়েকদিন আগে আমার বাংলা অভিধানের পাতা উল্টাতে গিয়ে আবিস্কার করলাম সেই পোস্ট করতে না পারা আশার কাছে খোলা চিঠি ;;; ;;; ;;;

৯১ টি মন্তব্য : “আশার কাছে খোলা চিঠি”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বেটা গাধা এইটা কুনু বিয়াপার হইলো?এইটুকু বাধা পার হইতে না পারলে তুই পেরেম করবি কেম্নে?আমি পেরেম না করলেও আমাগো ব্যাচের সাথে এমজিসিসির অনেক ভাল সম্পর্ক ছিল তাই আমরা আমাদের ধোপা টিপু ভাইয়ের মাধ্যমে ওদের "দীপালী কর" নামের হস্পিটাল অ্যাটেনডেন্টের ঠিকানায় চিঠি দিতাম আর ওরা পাঠাইতো টিপু ভাইয়ের ঠিকানায়।

    একবার কিরিকেট কম্পিটিশনের আগে এক সাথে ৩ টা চিঠি পাইয়া সেইদিন বোলিং এ আগুন ঝরাইছিলাম B-) B-) :shy:

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    একবার ১১ এ থাকার সময় কলেজ থেকে আমরা ৪ জন এমজিসিসিতে যাচ্ছিলাম সংবর্ধনা নিতে। যাওয়ার আগের রাতে আমার কাছে ১০০ র উপরে চিঠি এসেছিল জুনিয়র সিনিয়র সবার কাছ থেকে তার মধ্যে ৫টা চিঠি ছিল এমজিসিসিতে হাতে হাতে দিতে হবে আর বাকি ১০০ প্রায় খাম আমি কমলাপুরে নেমে বাক্সে ফেলেছিলাম। এদিক ওদিক তাকাচ্ছিলাম এবং শিউর অনেকে আমাকে কোন এলাকার ডাকপিয়ন ভাবছে।

    জবাব দিন
  3. সামীউর (৯৭-০৩)
    কলেজ সমূহ, গল্প, দিনলিপি, ব্লগর ব্লগর, রাজশাহী, স্মৃতিকথা , তারিক হাউস, প্রেমপ্ত্র, রাজশাহী

    ট্যাগ না মালগাড়ির বগি! যাই হউক, তোমার এই বিরল সৌভাগ্যে !!! আমাদের সমবেদনা :grr: জানানো ছাড়া আর কিসসু করার নাই 🙁

    জবাব দিন
  4. নাজমুল (০২-০৮)

    দোস্তো দারুণ লিখসিস।
    আমরা কলেজে খুব দরকারি চিঠি পাঠানোর প্রয়োজন হলে হাইজ বেয়ারা কিংবা ওয়েটার দিয়া পোষ্ট করতাম। আর চিঠি আসতো একজন ওয়েটারের ঠিকানায় :grr:

    জবাব দিন
  5. সামি হক (৯০-৯৬)

    মিয়া ঠিকানাটা থাকলে এখন একটা চিঠি পাঠায়ে দিও।

    ক্লাস নাইনের পরে কখনো চিঠি স্যারদের মাধ্যমে পাঠায় নাই, হাউস বেয়ারা মোজাহার ভাই ছিল উনি পোস্ট করে দিত (যদিও বিশেষ কারো কাছে চিঠিগুলো পাঠাতাম না :shy: )। আচ্ছা মোজাহার ভাই কি এখনো আছে?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।