দিনবদলের হাওয়াঃ ক্যাডেট কলেজে প্রেমপত্র
“মেয়েটির সৌজন্যে একটি চিঠি লিখেছিলাম কিন্তু আজো সেটা পোস্ট করা হয় নি”
এর পর থেকে শুরু করছি…
ব্লগের শিরোনামটি মাসরুফ ভাইয়ের দেওয়া । আমি আর পরিবর্তন করার দুঃসাহস দেখাই নি । হাজার হলেও বড় ভাই 😀
আদনান ভাই, তানভীর ভাই, মাসরুফ ভাই, রকিব ভাই এবং মাহমুদ ভাই এর নির্দেশে আমার পোস্ট না করা চিঠির অজুহাতগুলো লিখছি :-B
আমি ক্যাডেট কলেজে যাওয়ার পর থেকেই চিঠি লিখতে এবং পেতে খুব ভাল লাগত । কোন বড় ভাই খাম চাইলে ডিউটি ক্যাডেট আগে আমার কাছে আসত কারণ আমার কাছে খামের স্টক ছিল । যাই হোক প্রেম টেম তো জীবনে কখনো করি নাই তাই এই বিষয়গুলো অত ভাল বুঝি না :no:
যেহেতু বার্ষিক বনভোজন ছিল তাই রাতে প্রেপ না থাকায় শুয়ে শুয়ে চিন্তা করছি কি করা যায় :-/
চিঠি যদি লিখি তাহলে কি লিখবো আর পাঠাবোই বা কাকে দিয়ে, এইসব হাবিজাবি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল অবিরত 😮
ইউসুফের কাছ থেকে একটা সুন্দর প্যাডের পেজ আনলাম ।
জেল পেন না পাওয়ায় বলপেন দিয়েই লেখা শুরু করলাম :bash:
আমার অপুস্ট করা চিঠিটা ছিল এরকম…..
আপনাকে কি বলে সম্বোধন করবো ঠিক বুঝতে পারছি না ।
প্রথমেই জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ।
ভাল আছেন নিশ্চই । আপনি কে সেটা ভাবাটাই কি স্বাভাবিক নয় ?
আসলে ক্যাডেট কলেজে মেয়েদের সাথে প্রেম বা বন্ধুত্ব কোনটাই মানা হয় না ।
আপনি পুনরায় চিঠি লিখলে আমার ভীষণ অসুবিধা হবে আর আপনি নিশ্চই সেটা চান না ।
যদি একান্তই ইচ্ছে হয় তাহলে এমনভাবে লিখবেন যাতে অন্যরকম কিছু প্রকাশ না পায় কারণ সব চিঠি ক্যাডেট পড়ার আগে স্যার পড়েন, বুঝতেই পারছেন ।
ইতি
তাহমিনুল
কয়েকদিন আগে গার্লস ক্যাডেট কলেজের এক আপুর পাঠানো একটি প্রণয় উপাখ্যান ধরা খাওয়ায় আমাদের কলেজে চিঠির উপর ১৪৪ ধারা জারি করা হল :gulli2:
প্রত্যেক ক্লাসের দায়িত্বে একজন করে টীচার নিয়োগ দেয়া হল যারা ক্যাডেটদের চিঠি পাঠানোর ব্যাপারটি তদারকি করবেন :khekz:
কলেজের কর্মচারীদের জন্য পোস্ট অফিসের কাছে একটি ডাক বাক্স ছিল যেটাতে গভীর রাতে ক্যাডেটরা প্রেমপত্র সাবমিট করে আসত 😕
ওটাও পরে বাজেয়াপ্ত করা হল :((
হাউস বেয়ারাও ঘাড় বেঁকে বসল ~x(
চিঠি তো লিখলাম অনেক যত্ন করে কিন্তু কলেজের যে অবস্থা তাতে চিঠি পোস্ট করতে কলেজের বাইরে যাওয়া ছাড়া কোন উপায় ছিল না । আর আমি যে পাবলিক তাতে কলেজের বাইরে তো দূরে থাকুক রাতে হাউসের বাইরে পর্যন্ত বের হওয়া সম্ভব বড়জোর :frontroll:
আগে সপ্তাহের যে কোন দিন চিঠি পোস্ট করা যেত ।
চিঠির ব্যাপারে যে ৬ দফা সংবিধান স্টাফ লাউঞ্জে পাশ হল সেটা এরকম…
১। প্রতি শুক্রবারে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সব ক্যাডেটকে বাধ্যতামূলক চিঠি লিখতে হবে ।
২। শুক্রবার ব্যতীত অন্য কোন দিনে চিঠি পোস্ট করা যাবে না ।
৩। শুধুমাত্র প্যারেন্টস এর ঠিকানায় চিঠি পাঠাতে হবে ।
৪। খামের মাথা আঠা দিয়ে আটকানো যাবে না ।
৫। প্রতিটি চিঠি দায়িত্বপ্রাপ্ত টীচারকে চেক করতে হবে ।
৬। চিঠি না লিখলে ১০০ টাকা জরিমানা দিতে হবে ।
আমি অবশ্য খামের মুখ আটকিয়ে ফেলেছিলাম কারণ ফাঁকফোঁকর খুঁজছিলাম, অন্য কোন উপায়ে যদি চিঠিখানা পাঠানো যায় 😡
অনেকেই আমাকে নির্মম, পাষন্ড, বেরসিক বলেছেন কিন্তু আমার যতটুকো করার ছিল আমি চেষ্টা করেছিলাম আমার সাধ্যমতো :hug:
আমিও চাই নি আশাকে নিরাশ করতে =((
তারপর অনেক বসন্ত চলে গেছে । কলেজ থেকে চলে এসেছি । কয়েকদিন আগে আমার বাংলা অভিধানের পাতা উল্টাতে গিয়ে আবিস্কার করলাম সেই পোস্ট করতে না পারা আশার কাছে খোলা চিঠি ;;; ;;; ;;;
বাহ পোলাডা দেখি বেশ ভাল, অবিডিয়েন্ট আছে।তুই অনেক বড় হ দুআ করি 😛 😛
:boss: :boss: :boss:
বেটা গাধা এইটা কুনু বিয়াপার হইলো?এইটুকু বাধা পার হইতে না পারলে তুই পেরেম করবি কেম্নে?আমি পেরেম না করলেও আমাগো ব্যাচের সাথে এমজিসিসির অনেক ভাল সম্পর্ক ছিল তাই আমরা আমাদের ধোপা টিপু ভাইয়ের মাধ্যমে ওদের "দীপালী কর" নামের হস্পিটাল অ্যাটেনডেন্টের ঠিকানায় চিঠি দিতাম আর ওরা পাঠাইতো টিপু ভাইয়ের ঠিকানায়।
একবার কিরিকেট কম্পিটিশনের আগে এক সাথে ৩ টা চিঠি পাইয়া সেইদিন বোলিং এ আগুন ঝরাইছিলাম B-) B-) :shy:
=)) =))
ভাই সত্যিই যদি প্রেম করার ইচ্ছা থাকত তাইলে তো কলেজের দেয়াল ভাইঙ্গা বাইরে যাইতাম :bash:
আপনি চিঠি পোস্ট করার যে কাহিনী কইলেন তাতে তো :frontroll: দেওয়া ছাড়া গতি নাই
বাংলাদেশের সব ক্রিকেটারকে গার্লসের আপুরা যদি একটা করে প্রেমপত্র পাঠাইয়া দেয় তাইলে এইবার বিশ্বকাপ তো আমাদের :pira:
=))
বাংলাদেশের সব ক্রিকেটারকে গার্লসের আপুরা যদি একটা করে প্রেমপত্র পাঠাইয়া দেয় তাইলে এইবার বিশ্বকাপ তো আমাদের
শুধুমাত্র প্রেমপত্রের অভাবে বাংলাদেশ হেরে গেল :((
বোলিংয়ে কিছুটা আগুন ঝরাইতে পারলেই তো ২৫ রানে হারতাম না 😛 😛 😛
ব্যাপার না আশা সার্চ গ্রুপ নামে ফেসবুকে একটা গ্রুপ খুলে ফেল 😛
ভাল idea.
না ভাই আল্লাহ খুব ভাল রাখসে 😀
মাইয়াগো পাল্লায় পইড়া জীবনটা শেষ করার চেয়ে :frontroll: দিতে রাজী আছি
:khekz: কস্কি মমিন.....
কস্কি মমিন,জানিস না,"লারকি না হোতি কুছ ভি না হোতা তু ভি না হোতি ম্যায় ভি না হোতা...ম্যায় লারকি কা দিওয়ানা :shy: :shy: :shy: "
:thumbup:
হা হা হা হা হা হা 😀 😀
:thumbup: :thumbup:
ঠিক বলসস মাইয়াদের পাল্লায় পরে লাভ, নাই আল্লাহ খুব ভাল রাখসেন 🙂 🙂
এহহে কমাটা মিসপ্লেসড হয়ে গেসে 🙁 🙁 🙁 নাইয়ের পরে হবে
কিরে ব্যাটা, নারী বিনা জীবন অর্ধেক হে।
:thumbup: :thumbup:
AMLO গ্রুপের কেউ কি নাই? কোন আওয়াজ নাই যে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
একবার ১১ এ থাকার সময় কলেজ থেকে আমরা ৪ জন এমজিসিসিতে যাচ্ছিলাম সংবর্ধনা নিতে। যাওয়ার আগের রাতে আমার কাছে ১০০ র উপরে চিঠি এসেছিল জুনিয়র সিনিয়র সবার কাছ থেকে তার মধ্যে ৫টা চিঠি ছিল এমজিসিসিতে হাতে হাতে দিতে হবে আর বাকি ১০০ প্রায় খাম আমি কমলাপুরে নেমে বাক্সে ফেলেছিলাম। এদিক ওদিক তাকাচ্ছিলাম এবং শিউর অনেকে আমাকে কোন এলাকার ডাকপিয়ন ভাবছে।
:khekz: :khekz:
:khekz: :khekz: :gulti:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
😛 😛 😛
এদিক ওদিক তাকাচ্ছিলাম এবং শিউর অনেকে আমাকে কোন এলাকার ডাকপিয়ন ভাবছে।
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
ঐ হাসিস না আমি অবশ্য বুদ্ধি করে আগেই পুরা খামের বান্ডিল সাদা কাগজে মুড়িয়ে নিয়েছিলাম। তাও বুঝিসই তো খাকি ড্রেস প্লাস হাতে এতগুলা খাম। প্রেস্টিজ পুরাই পাংচার।
😀 😀 😀 =)) =)) =))
আইজকা থিকা তপু ভাই আমাদের ব্লগের অফিসিয়াল ডাক হরকরা 😀 😀
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
:just: :pira:
এইটাই বাকি ছিল :bash: :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😛 😛 😛 😛 😛
ঠিকানাটা লেখা থাকলে এখন পাঠাও। দেখা যাক জবাব পাওয়া যায় কি না? 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
একটা ট্রাই নিয়ে দেখ......।। :guitar: :guitar:
:no: :no:
@topu vai: darwan, centri, Police shob gulai shunsi, magar postman, imane koitasi, jindegi teo vabi naikka.
Apner shorir kemon ekhon boss?
আমাদের নিয়মিত ট্রেনের গার্ড ভাবত সবাই। আর ঐ একবারই পোস্টম্যান।
দোয়া করো ভাইয়া। তুমি এবং তোমার বাসার সবাই ভাল আছে তো?
:bash: 🙁 :(( কতবার যে খাকি ড্রেস পইড়া "থোলা" ডাক শুনছি কুনু হিসাব নাই
অফ টপিক-বিসিএসে আমার সেকেন্ড চয়েস ঠোলা :shy:
সত্যিই ঠোলা হবি......????
বাংলাদেশের জন্য ঠোলাই ভাল। :gulli2: :gulli2:
বাংলাদেশের জন্য ঠোলাই ভাল 😮 😮 😮 কন কি?
আগে ঠোলা হয়ে নে, তারপর নিজেই বুঝবি...... :awesome: :awesome:
অলরেডী হয়ে গেছে 😀
দোস্ত সাজিদ ভাইকি আমাকে বললি নাকি 😛 😛 😛 ব্যায়াপক খুসি হইসি :grr: :grr: :grr: :grr:
:bash: :bash: :bash: :bash: :bash:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
তাহমিনুল আমারেও ভাই বল x-(
নাজমুল, ভুল ইমো দিছিস। রাগিস কেন। ফ্রেন্ডের সিনিয়র হইতে তো মজাই।
নাজমুল মনে হয় ভুইলা গেছিস আমি যখন প্রথম ব্লগ লিখি তখন তুই আমারে :just: ভাই কইছিলি :pira:
কিছু বলা কি প্রয়োজন?
খুব সুন্দর লিখেছিস...
:thumbup: :thumbup:
আজকে মনটা ভালো নাই। পরে লিখব কিছু।
:boss: :boss: :boss: :boss:
পোস্ট কইরা দেখ... 🙂
ট্যাগ না মালগাড়ির বগি! যাই হউক, তোমার এই বিরল সৌভাগ্যে !!! আমাদের সমবেদনা :grr: জানানো ছাড়া আর কিসসু করার নাই 🙁
:khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি যখন "গণ সমাচার" ব্লগটি লিখেছিলাম তখন সামী ভাই আমারে কইছিল তারিক হাউস ট্যাগ করি নাই ক্যান 😡
তারপর থেকে একটু হাত খুলে ট্যাগ করি 😀
আমার একবার এমজিসিসি থেকে বার্থ ডে কার্ড আসাতে কঠিন ঝাড়ি দিছিলো হাউস মাষ্টার
শুধু কি একবারই এসেছিল.........???? 😮 😮
😕
মাত্র একবার তো হইতেই পারে না।
লুকাইতেছেন 😛
কার্ড একবার, চিঠি অনেক আসছে
বার্থ ডে কার্ড একবার আসছিলো। :))
কোন ক্লাসে থাকতে ???
এখন ওই কার্ডওয়ালীর কি অবস্থা ???
তোমার গল্পগুলোর বাকি অংশ আদৌ কি পাওয়া যাবে (বার্থডে কার্ড এবং ভালোবাসার বন্ধুত্ব) ???
ভাইয়া, ক্লাস ১১ মনে হয়। ঐ কার্ড ওয়ালী আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলো এবং আছে। সে এখন বিবাহিত। আপনাদের ব্যাচের পিসিসি এর একজনের সাথে। ভাইয়া এরিকসনে আছেন।
আর ভালোবাসার বন্ধুত্বের কি হলো ???
অ ট -- পিসিসির কে ??
মইনুল ভাই পিসিসির খবর নিতাছেন কাহিনী কি? 😉
এস এস সি এর পরে থেকে ঢাকাতে ছুটিতে আসলে পিসিসির ছেলেপেলেদের সাথেই কোচিং করতাম। এভাবে ওদের বিশাল একটা গ্রুপের সাথে পরিচয় হয়ে গিয়েছিলো। দুর্ভাগ্যজনকভাবে ওরা কেউ বুয়েটে পড়েনি, হয় মেডিক্যাল বা আর্মড ফোর্সেস বা বাইরে চলে গিয়েছিল। বুয়েটে ভর্তি হবার পরে পিসিসির যে কয়জনের সাথে পরিচয় হয়েছিলো, প্রায় সবার দ্বিতীয় কথা ছিলো, ও ও ও আচ্ছা, তুইই কুমিল্লার পাপী মইনুল ......
এইজন্য জানতে ইচ্ছে করলো রবিনের বান্ধবির জামাই কোন গ্রুপে পরেছে।
:khekz:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:)) :))
কি পাপ করতেন?
সেইটা জাইনা কি করবা ???
দেখি কিছু বাদ আছে নাকি? :grr: :grr:
=)) =))
রাজীব ভাই, এরিসকন থেকে ৩ মাসের জন্য ভিয়েতনাম এ আছেন
হুমমমম ...... যদি বুয়েটের সিভিলের হয়ে থাকে তাইলে ভালো মতই চিনি ...... জুলিয়া রবার্টস আর মানিক বন্দোপাধ্যায়ের বিশাল ফ্যান ......
ঠিক আছে উনার বউ এর কাছ থেকে জেনে জানাবো আপনাকে
:-/
মিত্র ইকবার! রিবিন ভিই, মিথ্যা কিথা বিলেন কিন?
দোস্তো দারুণ লিখসিস।
আমরা কলেজে খুব দরকারি চিঠি পাঠানোর প্রয়োজন হলে হাইজ বেয়ারা কিংবা ওয়েটার দিয়া পোষ্ট করতাম। আর চিঠি আসতো একজন ওয়েটারের ঠিকানায় :grr:
ভালো লাগলো।
এখন একটা গান শুনতে ইচ্ছে হচ্ছে যে -
"আশা ছিল,
ভালবাসা ছিল..."
😛
সৈয়দ সাফী
না, ভালবাসা :just: শেষ হয়ে যায় না............
:shy: সবে তো শুরু শ্যাষ হৈতে দেরি আছে... :shy:
মিয়া ঠিকানাটা থাকলে এখন একটা চিঠি পাঠায়ে দিও।
ক্লাস নাইনের পরে কখনো চিঠি স্যারদের মাধ্যমে পাঠায় নাই, হাউস বেয়ারা মোজাহার ভাই ছিল উনি পোস্ট করে দিত (যদিও বিশেষ কারো কাছে চিঠিগুলো পাঠাতাম না :shy: )। আচ্ছা মোজাহার ভাই কি এখনো আছে?
সামি ভাই, ভাবি কি জানেন? ;))
ভাবী জানলে :frontroll:
ভাইয়া
মোজাহার ভাইয়ের চাকরি শেষ ২০০৫ এ আমরা আসার আগেই।
হাউস বেয়ারা আয়নুল কে পেয়েছিলেন কিনা জানিনা।
উনি খালিদ হাউসে ছিলেন-- মারা গেছেন দুই বছরা আগে। হঠাৎ
@শার্লী, নাহ তোমার ভাবী এখানে আসে না তাই জানতে পারবে না কিচ্ছু :shy:
@ মাহমুদ, আয়নুল ভাই আমরা যখন ক্লাস টুয়েলভে তখন তারিক হাউসে ছিল আর মোজাহার ভাই তখন গ্রাউন্ডসম্যান ছিল কিছুদিন। আহা আয়নুল ভাইয়ের বয়স তো বেশি ছিল না, খুব খারাপ লাগল শুনে।
আহা রে! চিঠিটা যার জন্য লেখা সে জানতেও পারল না! :dreamy: :dreamy:
আহা রে !!
:(( :((
আমার নিজেরই মনে ছিল না যে খাম তা আমার কাছ থেকে নিয়েছিলি । ~x( ~x(
চিঠি টা
যত্ন করে রেখে দিস।