স্মরণীয় পরীক্ষা

২০০৪ সাল।

আমি তখন ক্লাস এইটে। প্রথম সাময়িক পরীক্ষা চলছে।

ক দিন পর জুনিয়র আসবে তাই তখন তাদের cupboard করা নিয়ে আমরা খুব বিজি। এছাড়াও, রুম চেঞ্জ হয়েছে, নিজের cupboard ও ঠিক করতে হবে।

তো এইসব কাগজ কাটাকাটি ও লাগানোতে আমি একেবারেই আনাড়ি। ফলশ্রুতিতে আমার তৈরি করা cupboard ও হল যাচ্ছেতাই।

আমার Dorm Leader রেজওয়ান ভাই একদিন inspection করে দেখলেন এ অবস্থা। উনার আদেশে আমাকে নিজের cupboard এর কাগজ ছিঁড়ে আবার নতুন করে লাগাতে হল।

এইরূপ নানাবিধ ঝামেলায় বাংলা দ্বিতীয় পত্রের আগের রাতে cupboard এর কারণে জেগে থাকলাম রাত তিন টা পর্যন্ত।

সকালে উঠে ঢুলু ঢুলু নয়নে PT, Breakfast করে ব্লকে গেলাম। পরীক্ষা দশটা থেকে।

পরীক্ষা কেমন হল আপনারাই বুঝে নিন, আমি তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে Exam Hall-এই ঘুমিয়ে পড়লাম।

অতঃপর একদিন খাতা দিল।

দীনেশ সার খাতা দেখেছেন।

প্রথম পৃষ্ঠার অর্ধেকে নিজের ক্যাডেট নাম্বার, ক্লাস-এইসব লিখতে হয়। নিজে অর্ধেক জায়গা লেখার জন্য ফাঁকা থাকে। আমি ওইটুকুর মধ্যে ২০ মার্কের উত্তর ধরিয়েছি।

রচনা কোন মতে টেনে তিন পৃষ্ঠা পর্যন্ত নিয়ে গেছি।

নাম্বারটা কত পেয়েছি মনে নেই।

তবে খাতার মন্তব্যের জায়গায় সার লিখেছেন, খোদার দুনিয়ায় জায়গার কি এতই অভাব?” :no:

১,৪৭৩ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “স্মরণীয় পরীক্ষা”

  1. কামরুলতপু (৯৬-০২)

    আমরা লকার বলতাম। গাছরা কি কাপবোর্ড বলে নাকি? 😛 রাগ করোনা একটু আদর করে তোমাদের নিক নেম ধরে ডাকলাম। আবার ডর্ম লিডার কি জিনিস সেটাও বুঝলাম না। এটা কি হাউস প্রিফেক্ট এর পরিবর্তিত রূপ?
    নতুন লেখা দিলে একটা নিয়ম আছে ১০টা ফ্রন্ট্রোল দিয়ে দিতে হয়। নিয়ম মনে করায় দিলাম। শুভ লেখালেখি।

    জবাব দিন
  2. অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)

    আমাদের কলেজে এই ট্রেডিশানটা কোনো কালেই ছিল না ......... তোদের কলেজ থেকে মেজর রবি এসে পরে বহুত জ্বালাইছে

    অফ টপিক: সালেহ, "সংকোচ" টা ব্লগ এ ছাড়

    জবাব দিন
  3. তানভীর (98-04)

    কামরুল ভাই ওর হয়ে আমিই উত্তর টা দেই (আমি নিজেই ১টা গাছ তো তাই 😀 )। ভাই শব্দটা কাপবোরড হবে না হবে কাভারড। আর dorm leader হলো room leader

    সালেহ ব্লগ এ welcome. তুমি কোন হাউসে ছিলা?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।