বন্ধ হওয়ার পরও পিসি তে ফেসবুক ইউজ করা এবং ফুল ফেসবুক সাপোর্ট এর উপায়

বন্ধ হওয়ার পরও পিসি তে ফেসবুক ইউজ করা এবং ফুল ফেসবুক সাপোর্ট এর উপায় :

যা করতে হবে তা হলঃ নিচে freegate সফটওয়ার এর লিঙ্ক দিয়েছি,ওটা ডাউনলোড করে নিন।তারপর জাস্ট freegate ক্লিক করে ওপেন করুন।এরপর সরাসরি ইন্টারনেট ব্রাউজার বা গুগল ক্রোম ওপেন করে জম্পেস ভাবে ফেসবুক ইউজ করুন।কিন্তু যারা মজিলা ফায়ারফক্স ইউজ করছেন তারা অপশন এ গিয়ে ইন্টারনেট সেটিংস চেঞ্জ করুন এবং “use proxy”অপশন সিলেক্ট করে “ok”.freegate হয়তো নতুন ভার্সন আসলে তা নিজে থেকেই আপডেট হবে।

চিপায় পড়লে মানুষ কিনা করে ,বাংলাদেশী সরকার ই বা চাইনীজ থেকে কম কি…এই চিপায় আমরা গত ১ বছর ধরে আছি।যা হোক বন্ধুত্ব ধরে রাখলে তা কেউ ভেঙ্গে দিতে পারেনা হাজার চেস্টা করেও……শেষ কথা……দূরত্ব যতই হোক,কাছে থাকুন… 😉
download freegate :

download here

🙂 🙂 🙂 🙂 🙂

৪,৫৮৯ বার দেখা হয়েছে

৫১ টি মন্তব্য : “বন্ধ হওয়ার পরও পিসি তে ফেসবুক ইউজ করা এবং ফুল ফেসবুক সাপোর্ট এর উপায়”

  1. রুবেল (৯৯-০৫)

    😀 😀 হাসিনা তো হাসিনা সে আবার ইভ হইল কবে :gulli2: ......আহা!!!! :dreamy: :dreamy: :dreamy: ইভ...ইভা.....ধ্যাত!!!মিয়া পুরানো দিনের কথা মনে করাইয়া দিলা......আবার যদি পাইতাম freegate দিয়া 😉 :shy: :shy:

    জবাব দিন
  2. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    ধন্যবাদ, ফেসবুকে ঢোকার রাস্তা দেখাবার জন্য... 🙂

    অফটপিকঃ জাতির বিবেকের কাছে আমি নিম্নলিখিত প্রশ্নটি করতে চাই।

    আমার ন্যায় সিসিবির পাঙ্খাদের সিসিবিতে কমেন্টানোর সুযোগ বন্ধ করে জীবন্মৃত অবস্থায় দিনাতিপাত করার মত এমন শাস্তি কোন অপরাধে দেওয়া হল? :(( কেন এর প্রতিকারে কোন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না?? x-( আমার বড় দেবর, ছোট দেবর, পিন্টুস এরা এখনো এর বিরুদ্ধে কোন আন্দোলনে সোচ্চার হয় নাই কেনু, কেনু, কেনু......... :gulli: :duel: :chup: ভিপি দিহানাপ্পি আমার বোন হওয়া সত্ত্বেও আমার এই দুর্দশা কেনু, কেনু, কেনু............ :bash:

    পরিশেষে, মাননীয় প্রিন্সু স্যার এবং এডু স্যারের কাছে সবিনয় নিবেদন, আমাকে একটি সদস্যপদ দান করিয়া উল্লিখিত অন্যায় শাস্তিভোগ এবং স্বামীর সিসিবি একাউন্ট থেকে লগ ইন হইয়া কমেন্টানোর ন্যায় এহেন পরমুখাপেক্ষিতা থেকে রক্ষা করিয়া বাধিত করুন।

    বিনীত নিবেদিকা-
    তানজিনা জাহাঙ্গীর অমী (আঁধার)
    B-)

    জবাব দিন
  3. সাইফ শহীদ (১৯৬১-১৯৬৫)

    এখন সেই ভিক্ষুকের সাথে সুর মিলিয়ে বলতে ইচ্ছা করছে -"ভিক্ষা চাই না মা, কুকুর সামলাও"। 'ডিজিটাল বাংলাদেশের' দরকার নেই আমার, 'সোনার বাংলার'ও দরকার নেই - শুধু ডাল-ভাত খেয়ে বেচে থেকে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা যেন ভোগ করতে পারি।
    আবার যেন পাকিদের মতো কেউ এসে লুঙ্গি খুলে দেখাতে বলার অধিকার না পায়।

    ফেসবুক থেকে পেলাম, যদি কেউ চেষ্টা করে দেখতে চায়।

    I have not tried this myself, but some one suggested the following solution:
    http://www.torproject.org/easy-download.html.en
    download and Install :...

    # Tor Browser Bundle for Windows signature...
    How to connect : http://www.torproject.org/torbrowser/
    after connection tor to network download and install it from same site :
    # Installation Bundle for Windows signature
    another guide :
    http://advocacy.globalvoicesonline.org/projects/guide/scrivere-un-blog-anonimo-con-wordpress-e-tor/

    install it after bundle :
    https://addons.mozilla.org/en-US/firefox/addon/2275/

    tips:
    https://www.torproject.org/docs/tor-doc-windows.html.en
    http://www.torproject.org/docs/tor-doc-relay.html.en
    when you are all done, you will see tor button bottom of ur browser and make sure set disable plugin from security.

    *when you will go for game , you might have to install flash again
    Thats all for using fb,chat,game, all will support java,flash

    জবাব দিন
  4. রেজওয়ান (৯৯-০৫)

    আমি সকাল থেকে ফেসবুকে আছি.... B-)
    http://www.torproject.org/torbrowser/dist/tor-browser-1.3.5_en-US.exe
    এই লিঙ্ক থেকে টর ডাউনলোড করে নিলেই হবে.......তারপর এক্সট্রাক্ট করে যে ফোল্ডার আসবে, তার ভিতর থেকে স্টার্ট টর লোগোতে ক্লিক করলে ওরা অটোমেটিক নেট কনফিগার করে নিবে এবং নিজে থেকেই একটা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করবে, সেইটাতে আপনারা স্বাভাবিকের মত এড্রেস লিখেই ব্যাবহার করতে পারবেন যে কোন ব্লকড সাইট 😀
    ১৫মেগাবাইট এর মামলা....মাত্র ১৫/২০ মিনিট 😉

    জবাব দিন
    • আদনান (১৯৯৭-২০০৩)

      আমি www.unblockbook.net নামের একটা জিনিস জানি। এই মুহুর্তে কাজ হচ্ছে না, মনে হয় সাইট মেইন্টিনেন্স-এর কারণে, তবে এটা কাজ করে।
      ftunnel.com বলে একটা সাইট-ও দেখলাম। তবে ওটায় একটা বাগ আছে - কোনো টেক্সটবক্স-এ ক্লিক করলে 'comment' বাটন টা আসে না।

      জবাব দিন
    • রুবেল (৯৯-০৫)

      ধুর!!! পাবলিক রে এতই আবুল পাইছো নাকি?? :-B phishing ba hacking er site link দেখলেই চেনা যায়......তোমার ফেসবুক মেইল যেটা ইউজ করতেছো সেটা দাও বা facebook name দাও ২-৩ ঘন্টা পর লন ইন কর বা মেইল চেক কর,দেখ একাউন্ট হ্যাক হইছে কিনা 😀

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।