বন্ধ হওয়ার পরও পিসি তে ফেসবুক ইউজ করা এবং ফুল ফেসবুক সাপোর্ট এর উপায় :
যা করতে হবে তা হলঃ নিচে freegate সফটওয়ার এর লিঙ্ক দিয়েছি,ওটা ডাউনলোড করে নিন।তারপর জাস্ট freegate ক্লিক করে ওপেন করুন।এরপর সরাসরি ইন্টারনেট ব্রাউজার বা গুগল ক্রোম ওপেন করে জম্পেস ভাবে ফেসবুক ইউজ করুন।কিন্তু যারা মজিলা ফায়ারফক্স ইউজ করছেন তারা অপশন এ গিয়ে ইন্টারনেট সেটিংস চেঞ্জ করুন এবং “use proxy”অপশন সিলেক্ট করে “ok”.freegate হয়তো নতুন ভার্সন আসলে তা নিজে থেকেই আপডেট হবে।
চিপায় পড়লে মানুষ কিনা করে ,বাংলাদেশী সরকার ই বা চাইনীজ থেকে কম কি…এই চিপায় আমরা গত ১ বছর ধরে আছি।যা হোক বন্ধুত্ব ধরে রাখলে তা কেউ ভেঙ্গে দিতে পারেনা হাজার চেস্টা করেও……শেষ কথা……দূরত্ব যতই হোক,কাছে থাকুন… 😉
download freegate :
download here
🙂 🙂 🙂 🙂 🙂
😀 😀
হাসেন কেন??? 😕
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
পেচবুখ...চালু অইলে না হাসিয়া যাইবো কই. 😀 ..মোগো হাসিনা মিডাম হাসি(না) বইল্লা পেচবুখ বইন্ধ করিচ্চেন... x-( (সম্পাদিত)
ফ্রিগেট চলাকালীন অন্য সমস্যা আছে-গুগল ছাড়া আর কোন সাইটে ঢোকা যায়না-ফ্রিগেট বন্ধ করে তারপর সিসিবিতে আসলাম।
আরে নাহ কি কয়......দুনিয়ার সবকিছু তে ঢুকতেছি......নেট স্পীড এর জন্য মনে হয় প্রব্লেম হইচ্চে...
🙁 🙁
নেটের স্পীডও মনে হয় কম!সিসিবি'র পেজ লোড হইতে আমার ১০ মিনিটেতর বেশী লাগতেসে!মুভি নামাইতে দিসিলাম,আইডিএমও টানঅতে পারতেসে না! 🙁 🙁
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
যদি ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলা দুইটাই থাকে তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়া ফেসবুক আর মজিলা দিয়া অন্য সাইট ইউজ কর,তাইলে আর প্রব্লেম হবেনা।কারন মজিলাতে freegate অটো সেটিং নেয় না।
ভাই , ঢুকতে পারছি , আপনাকে :salute:
কিন্তু আমার FB লিস্টে কেউ online নাই ... 😐 দুঃখে বাহির হইয়া আসছি
আমারে এড কইরা নেন...২৮ ঘন্টা অনলাইনের নিশ্চয়তা।। B-) B-)
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
mail id দে, অ্যাড কইরা নিমু নি
ফেচবুক এর কষা টাইম না হইলে ......আমিও ২৮+২ ঘন্টা অনলাইনের নিশ্চয়তা দিতাম B-) :gulli2:
shahriar_1275@ইয়াহু
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আমাগো হাসিনা মেডাম আর ইভ টিজিং সহ্য করতে পারলেন না,হায়রে ইভ তোমাদের সহ্য খেমতা এত কম!!!
=)) =))
ভাই আপনেরে লাল সেলাম :salute: :salute: :boss: :boss:
শাব্বাস... বাঘের বাচ্চা.........
:salute: :salute: :salute:
😀 😀 হাসিনা তো হাসিনা সে আবার ইভ হইল কবে :gulli2: ......আহা!!!! :dreamy: :dreamy: :dreamy: ইভ...ইভা.....ধ্যাত!!!মিয়া পুরানো দিনের কথা মনে করাইয়া দিলা......আবার যদি পাইতাম freegate দিয়া 😉 :shy: :shy:
:shy: ইভা মেন্ডাজ :shy: :-* :dreamy: 😡
:shy: ইভা গ্রীন ;)) 😡 :dreamy: :hug: :-*
মেন্ডাজ,গ্রীন......সাদা......লাল...নীল কিছুই না.. 😀 😀 .......ইভা শুধুই ইভা!!!!আহা!!!!! 😡 মন জুড়াইয়া যায়......
থ্যাঙ্কু 😀 😀 😀
মৌনতা তোমার ভাই এখন কোথায় আছে?ওরা কি অলরেডী কলেজ থেকে বের হইছে?
ধন্যবাদ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
থাঙ্ক্যু ভাই
ধন্যবাদ, ফেসবুকে ঢোকার রাস্তা দেখাবার জন্য... 🙂
অফটপিকঃ জাতির বিবেকের কাছে আমি নিম্নলিখিত প্রশ্নটি করতে চাই।
আমার ন্যায় সিসিবির পাঙ্খাদের সিসিবিতে কমেন্টানোর সুযোগ বন্ধ করে জীবন্মৃত অবস্থায় দিনাতিপাত করার মত এমন শাস্তি কোন অপরাধে দেওয়া হল? :(( কেন এর প্রতিকারে কোন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না?? x-( আমার বড় দেবর, ছোট দেবর, পিন্টুস এরা এখনো এর বিরুদ্ধে কোন আন্দোলনে সোচ্চার হয় নাই কেনু, কেনু, কেনু......... :gulli: :duel: :chup: ভিপি দিহানাপ্পি আমার বোন হওয়া সত্ত্বেও আমার এই দুর্দশা কেনু, কেনু, কেনু............ :bash:
পরিশেষে, মাননীয় প্রিন্সু স্যার এবং এডু স্যারের কাছে সবিনয় নিবেদন, আমাকে একটি সদস্যপদ দান করিয়া উল্লিখিত অন্যায় শাস্তিভোগ এবং স্বামীর সিসিবি একাউন্ট থেকে লগ ইন হইয়া কমেন্টানোর ন্যায় এহেন পরমুখাপেক্ষিতা থেকে রক্ষা করিয়া বাধিত করুন।
বিনীত নিবেদিকা-
তানজিনা জাহাঙ্গীর অমী (আঁধার)
B-)
আঁধার ভাবি ভয় নাই :thumbup:
সিসিবি ছাড়ি নাই :gulli2:
:-B 😮 😮 বসাফাআআআআআআআআআআআআআআআআআআ:goragori: :goragori:
ভাবীঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ 😡 :hug:
আপনার কমেন্ট দেইখা বুকে ছ্যাঁত করে উঠছে,যেমনটা ম্যালাদিন পর আত্মীয় স্বজনকে দেখলে হয়!কই আপনিইইইইইইইইইইইইইইইইইইইইই,??সংসারই করবেন,নাকি মাস্টার্স করতেছেন আমাদের ক্যাম্পাসে আইসা......নতুন বিবি হইলেন,আপনারে দেখতাম চাই :awesome: :dreamy:
ভাবীগো,আমার কথায় যদি চিড়া ভিজতই,তাইলে খালি আপনে না,আমার লিমুভাবীও একাউণ্ট পাইয়া যাইত।হায়রে পোড়াকপাল আমার,ভাবীগো লাইগাও কিচ্ছু করতে পারলাম না :bash:
@আছিব ভাই- মাঝখান দিয়ে খালি আমাদের জন্য আরেকটা ভাবী জোগাড় করছেন 😛
@আন্ধার ভাবী- পথ ভুলে সিসিবিতে :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( রকিব্যা,খুব খিয়াল কৈরা,দেশে আইসা কানাডা ফিরত যাওনের সময় কাল্লাছাড়া যাওন লাগব কইলাম x-(
ইয়ে মানে.... 😉 ..বুজসই তো,সব কথা কওয়া ঠিক না,'আমরা' কিন্তু তর মন্তব্য দেখতেছি 😛
হাই আঁধার ,
তোমার সাথে পরিচয় হয় নাই আগে। ভাবী ডাকতে হবে নাকি? এক বন্ধু ঝাড়ি দিছিল বন্ধুর বউকে নাকি ভাবী এবং আপনি ডাকতে হয়। যাই হোক বহুদিন বাদে আঁধার রহস্য থেকে বের হইছি।
তুমি সদস্য রেজিস্টার কর। কলেজের যেসব জিনিস লাগে ঐগুলা সব তোমার জামাইর টা দিবা তাইলেই তোমার একাউন্ট হয়ে যাবে।
তপু, থাঙ্কু B-)
আরে সদস্য হয়ে গেছ দেখি। নাইস প্রোফাইল পিক। এইবার লেখা দাও। শুকনা থ্যাঙ্কুতে চিড়া ভিজে না।
লেখ দিয়েও তো চিঁড়া ভিজে না!!! 😉
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ভাবীঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ,একাউন্ট পাইছে এ এ এ এ এ এ :party: :party: :party:
কি সুইট কাপুল,এক্কেরে চিনি ঝরে পড়তেছে :awesome: :awesome:
:awesome: :awesome: :guitar:
এখন সেই ভিক্ষুকের সাথে সুর মিলিয়ে বলতে ইচ্ছা করছে -"ভিক্ষা চাই না মা, কুকুর সামলাও"। 'ডিজিটাল বাংলাদেশের' দরকার নেই আমার, 'সোনার বাংলার'ও দরকার নেই - শুধু ডাল-ভাত খেয়ে বেচে থেকে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা যেন ভোগ করতে পারি।
আবার যেন পাকিদের মতো কেউ এসে লুঙ্গি খুলে দেখাতে বলার অধিকার না পায়।
ফেসবুক থেকে পেলাম, যদি কেউ চেষ্টা করে দেখতে চায়।
I have not tried this myself, but some one suggested the following solution:
http://www.torproject.org/easy-download.html.en
download and Install :...
# Tor Browser Bundle for Windows signature...
How to connect : http://www.torproject.org/torbrowser/
after connection tor to network download and install it from same site :
# Installation Bundle for Windows signature
another guide :
http://advocacy.globalvoicesonline.org/projects/guide/scrivere-un-blog-anonimo-con-wordpress-e-tor/
install it after bundle :
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2275/
tips:
https://www.torproject.org/docs/tor-doc-windows.html.en
http://www.torproject.org/docs/tor-doc-relay.html.en
when you are all done, you will see tor button bottom of ur browser and make sure set disable plugin from security.
*when you will go for game , you might have to install flash again
Thats all for using fb,chat,game, all will support java,flash
আমি সকাল থেকে ফেসবুকে আছি.... B-)
http://www.torproject.org/torbrowser/dist/tor-browser-1.3.5_en-US.exe
এই লিঙ্ক থেকে টর ডাউনলোড করে নিলেই হবে.......তারপর এক্সট্রাক্ট করে যে ফোল্ডার আসবে, তার ভিতর থেকে স্টার্ট টর লোগোতে ক্লিক করলে ওরা অটোমেটিক নেট কনফিগার করে নিবে এবং নিজে থেকেই একটা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করবে, সেইটাতে আপনারা স্বাভাবিকের মত এড্রেস লিখেই ব্যাবহার করতে পারবেন যে কোন ব্লকড সাইট 😀
১৫মেগাবাইট এর মামলা....মাত্র ১৫/২০ মিনিট 😉
ভাই এই লিঙ্ক কাম করে না x-( x-( x-(
তাইলে গুগল এ সার্চ দ্যান TOR BROWSER 1.3.5_en-us লেইখা 😉
ফেসবুক কেন বন্ধ করা হলো তা নিয়ে একটা ভালো টপিক পোস্ট করা উচিত...
লিনাক্স-এ কিভাবে tor use করব? সরাসরি কোনো রাস্তা নাই?
আমি www.unblockbook.net নামের একটা জিনিস জানি। এই মুহুর্তে কাজ হচ্ছে না, মনে হয় সাইট মেইন্টিনেন্স-এর কারণে, তবে এটা কাজ করে।
ftunnel.com বলে একটা সাইট-ও দেখলাম। তবে ওটায় একটা বাগ আছে - কোনো টেক্সটবক্স-এ ক্লিক করলে 'comment' বাটন টা আসে না।
😀 😀 ভাই যেটা দিলো ওটাও ভালা...আর vidalia likhe google search diley main site pawa jaabe okhane linux er jonno o softwer bundle ache so no worries purra kopa kopi 😀 😀
😛 কিন্তু freegate er ওটাই সিম্পল ছিলো just click,open n use ....
😀
ভাইয়েরা কেঊ হ্যাক খাইয়েন না!বাঙ্গালী বইস্যা আছে একাউন্ট হ্যাকিং এর লাইগ্যা!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ধুর!!! পাবলিক রে এতই আবুল পাইছো নাকি?? :-B phishing ba hacking er site link দেখলেই চেনা যায়......তোমার ফেসবুক মেইল যেটা ইউজ করতেছো সেটা দাও বা facebook name দাও ২-৩ ঘন্টা পর লন ইন কর বা মেইল চেক কর,দেখ একাউন্ট হ্যাক হইছে কিনা 😀
যাক অবশেষে ফেসবুকে। 😀 😀
😀
ফিফটি 😀 😀 😀
😀 😀 51