ঘর ছাড়িয়ে পথে পথে,
পথ ছাড়িয়ে মাঠে মাঠে।
মাঠ ছাড়িয়ে বনে বনে-
বন ছাড়িয়ে দূর তেপান্তরে
পাহাড় ছেড়ে মেঘের পারে।
সব দেশ ঘুরে ফিরে,
ক্লান্ত আমি অবশেষে;
ফিরি তব আপন ঘরে।
তুমি তখন মুচকি হাসো,
ভালবেসে কাছে আসো।
দুহাতে আমি যতন করে
তখন সরাই তোমার কেশ,
ঐ দু’চোখেই ডুবে আছে
আমার অচিন নিরুদ্দেশ।।
😡
:).
ধন্যবাদ নাজমুল।
ছবি বদল মুবারক।
🙂
সৈয়দ সাফী
:khekz: :khekz:
ধন্যবাদ ভাইয়া, মোবাইলে ছিলাম বলে শুধু প্রথম হোয়ার একটা হাসি দিয়ে চলে গেসিলাম 🙂
কবতাটা ভালো হইসে 🙂
দারুণ। পুরাটা একটানে এসে শেষ লাইনে হেভী রোমান্টিক হয়ে গেলো পুরা পটভূমি।
ধন্যবাদ আমিন।
শুভেচ্ছা নিও।
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ,
গদ্যে তোমার যে এক্সপেরিমেন্টাল প্লাস সপ্রতিভ রূপ দেখতে পাই,
পদ্যে তা পাচ্ছিনা। আরেকটু লাগাম ছাড়ো।
তোমার কবিতার ছবিটা খুব সুন্দর ও খুঁতহীন সন্দেহ নেই;
তবে পাঠকমন শুধু সৌন্দর্যে তৃ্প্ত হয়না,
সে অপেক্ষা করতে থাকে একটু বিস্ময় অথবা চমকের জন্য।
:boss:
খুবই ঠিক কথা নুপুর দা।
আপনার চমকের জন্য আগামীতে চেষ্ঠা করবো।
এই ফাঁকে এদুইটা একটু দেখবেন সময় করে।
যাপিত জীবন
চমকিত বিজলী
আপনার মন্তব্যগুলির জন্য আমি খুব লোভাতুর চোখে অপেক্ষা করি। 🙂
আগাম ধন্যবাদ।
সৈয়দ সাফী