১
লাটিম হয়ে কক্ষপথে নক্ষত্রের ঘূর্ণি-
মানুষ আমি অবিরাম ছুটি দিবানিশি ।
হঠাৎ আচমকা কখনও ফুসরত মিললে
নীল আকাশের দিকে তাকাই মুখ তুলে।
বহমান নদীর জলের মত পলি ফেলে
নিরুদ্দেশের মোহনাকে মেনেছি গন্তব্য।
চলতি পথের নুড়ি পাথরের গায়ে গায়ে
লেপ্টে রয় আমার অপূ্রনীয় স্বপ্নগুলো ।
২
সবুজ পাহাড় পেরিয়ে যাযাবর হয়ে
ধুলো মাখা পথ মাড়িয়ে ছুটে চলি।
সবুজ ঘাসের ডগায় শিশিরের মত
আমার শরীরের ঘাম জমতে থাকে ।
আমার ঘোরগ্রস্ত দু’চোখের পাতায়
অবসাদ আর ক্লান্তি এসে ভর করে।
চৌচির জমিন নিমিষেই শুষে নেয়
আমার লক্ষ কোটি লোহিত কনিকা !
৩
একজন কিংকর্তব্যবিমুঢ় পথচারী আমি-
চলমান সব পথ আজ থমকে গেছে!
নিথর আমার দেহ মাটিতে শিকড় বিছায়
ঝাঁঝা রোদ জ্বলা নির্মেঘ আকাশের নীচে।
সময়ের ঘূর্ণিতে একদিন হারাবে সবই।
আয়নায় ভাসবে এক অচেনা প্রতিবিম্ব,
দেয়ালে ফুটে উঠবে অদেখা এক ছায়া;
বিস্মিত দীর্ঘশ্বাস ভাবাবে – কে এই আমি ?
😐
বহুদিন পর আপনাকে আবার নিয়মিত হতে দেখে ভাল লাগলো ভাইয়া।
কেমন চলছে দিনকাল?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হুমম রকিব,
আসলে সামনে পরীক্ষা - 🙁
এই অখন্ড অবসর ...তাই ব্লগে বিচরণ করার এটি শ্রেষ্ঠ সময়। 😛
ভাল থেকো।
চা খাই না অনেক দিন... 😀
সৈয়দ সাফী
ভাইয়া পুরোটা খাবেন কিন্তু 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:goragori:
এমন বৃষ্টিতে ধোয়া ওঠা চা - :teacup:
রকিব তুমি লক্ষী। :thumbup:
সৈয়দ সাফী
রকির তোমারে এখনো চা দেয় নাই! :grr:
আসলেই ওবায়েদুল্লাহ, "কে এই আমি?" মানব জাতি সেই শুরুর কাল থেকে এই একই প্রশ্ন করে আসছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বিনীত ধন্যবাদ লাবলু ভাই।
আপনার উপস্থিতি এবং মন্তব্য দুটোই অনুপ্রেরণা জোগায়।
🙂
আমাদের সকলের পথ চলা অর্থপূর্ণ হোক - এই কামনায়।
সৈয়দ সাফী
ওয়ানদুল্লাহ ভাই, দারুণ লেগেছে।
ধন্যবাদ আমিন।
কেমন আছো তুমি?
ভাল থেকো প্রিয়।
সৈয়দ সাফী