ছবিব্লগ – বাংলাদেশ ২০১১

আর দেরী করা ঠিক হবে না। এমনিতেই অনেক দেরী হয়ে গেছে। কিন্তু সিসিবির জন্য কিছুই যে লেখা হয়নি। তাই ভাবলাম ছবিব্লগ দিই একটা।

তিন প্রজন্মঃ পটুয়াখালীর গলাচিপায়। রাসীনের দাদাবাড়ি।

কুয়াকাটাঃ রাইসা রেস্টুরেন্টের ছাদে উঠতে পেরে মহা খুশী।

কুয়াকাটাতে তিন নদীর মোহনার কাছে। বাংলাদেশের আকাশের কোন তুলনা হয়না।

পেছনে মোহনা আর ম্যানগ্রোভ ফরেস্ট। নদীটার নাম জানা নেই। এর আগে আমার ধারণা ছিল মোহনা খুব ভয়ংকর হয়। এই মোহনা এতোই শান্ত যে বাচ্চারা এখানে ইচ্ছা মতোন সাঁতার কেটেছে।

কুয়াকাটায় কেউ একজন ন্যাশনাল পার্ক করার জন্য একটা বিশাল জায়গা রেখেছে। এখনও হয়ে উঠেনি। তবে তার ইচ্ছেকে সাধুবাদ জানাই।

আমাদের সাগর স্নান।

এক গঞ্জে গিয়ে দেখি সিসিবিয়ান ভাইদের জন্য সাইনবোর্ড টাঙ্গিয়ে রেখেছে।

স্মৃতিসৌধ

রাইসা আর কিছুতেই হাঁটবে না। রুম্মান রক্ষা করলো।

প্রাণের সিসিবি।

৯২০ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ছবিব্লগ – বাংলাদেশ ২০১১”

  1. রকিব (০১-০৭)

    পিচ্চি দুইটাকে দেখে মনে হচ্ছে ভালোই উপভোগ করেছে স্বদেশ ভ্রমণ।
    তবে আপনার কাছ থেকে কেবল ছবি ব্লগে পোষাবে না আপু। অনেকটাই যেন দাওয়াত দিয়ে কোর্মা পোলাও না খাইয়ে কেবল :teacup: দেয়ার মতো হয়ে গেল 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. রাব্বী (৯২-৯৮)

    বাহ! ছবিগুলো সুন্দর। কিন্তু সাথে লেখা কই, শান্তা আপা? 🙂

    সাইনবোর্ডটা তো সাংঘাতিক মনে হলো! পুরোটা পড়ে উদ্ধার করতে পারলাম না যদিও।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    খাইছে !!! আমার ছবিও আছে দেখি ! আমি বিরাট সৌভাগ্যবান । ধন্যবাদ আপা ।


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।