আর দেরী করা ঠিক হবে না। এমনিতেই অনেক দেরী হয়ে গেছে। কিন্তু সিসিবির জন্য কিছুই যে লেখা হয়নি। তাই ভাবলাম ছবিব্লগ দিই একটা।
তিন প্রজন্মঃ পটুয়াখালীর গলাচিপায়। রাসীনের দাদাবাড়ি।
কুয়াকাটাঃ রাইসা রেস্টুরেন্টের ছাদে উঠতে পেরে মহা খুশী।
কুয়াকাটাতে তিন নদীর মোহনার কাছে। বাংলাদেশের আকাশের কোন তুলনা হয়না।
পেছনে মোহনা আর ম্যানগ্রোভ ফরেস্ট। নদীটার নাম জানা নেই। এর আগে আমার ধারণা ছিল মোহনা খুব ভয়ংকর হয়। এই মোহনা এতোই শান্ত যে বাচ্চারা এখানে ইচ্ছা মতোন সাঁতার কেটেছে।
কুয়াকাটায় কেউ একজন ন্যাশনাল পার্ক করার জন্য একটা বিশাল জায়গা রেখেছে। এখনও হয়ে উঠেনি। তবে তার ইচ্ছেকে সাধুবাদ জানাই।
আমাদের সাগর স্নান।
এক গঞ্জে গিয়ে দেখি সিসিবিয়ান ভাইদের জন্য সাইনবোর্ড টাঙ্গিয়ে রেখেছে।
স্মৃতিসৌধ
রাইসা আর কিছুতেই হাঁটবে না। রুম্মান রক্ষা করলো।
প্রাণের সিসিবি।
আপা, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। আপনার ছবি কই?
আমি এখন পরিবারের ফটোগ্রাফার। আমি ছবি তুললে কারো ছবি তোলা হয় নয়তো কারো কোন ছবি থাকে না। দুঃখের বিষয় এই জন্য ক্যামেরায় আমার তেমন কোন ছবি থাকে না। সিসিবির ছবিটাতে সবচেয়ে ডানদিকে আমি।
তোমার ফেসবুক আইডি দিলে সেখানে কানেক্ট ক্রা যেতে পারে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
Thank you আপা।
আমার ফেসবুক আইডি : S.m. Haidar
শুধু ছবি না, আপনার লেখা চাই।
অনেকদিন পর; তাইনা?
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
মনে হচ্ছে তো তাই।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
পুরাই ফাঁকিবাজি পোস্ট শান্তা। ছবি দেখে তৃপ্তি হচ্ছে না। লেখা চাই। তাও একাধিক। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
প্রিন্সিপ্যাল স্যারের আদেশ কি আর করা। চেষ্টা করবো স্যার।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
একদম...আমিও ঠিক এই কথাটাই বলতে চাচ্ছিলাম 😀
শান্তাপা, সময় নিয়ে ধীরে সুস্থে বিশাআআল লেখা দিয়েন।
আর আপনার পুচ্চিদুইটা অসাধারণ!!
সাংঘাতিক রকমের ফাঁকিবাজি পোষ্ট। তারপরও ৫ তারা দিয়ে ফেললাম।
চ্যারিটি বিগিনস এট হোম
স্মরণকালীন দীর্ঘমেয়াদী জেটল্যাগের মধ্যে দিয়ে যাচ্ছি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
দেশে যে কবে যেতে পারবো জানিনা।
দেশের ছবি দেখে তাই শুধু হিংসে হয়।
🙁
me too.
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
মি থ্রি!
আমার বন্ধুয়া বিহনে
পিচ্চি দুইটাকে দেখে মনে হচ্ছে ভালোই উপভোগ করেছে স্বদেশ ভ্রমণ।
তবে আপনার কাছ থেকে কেবল ছবি ব্লগে পোষাবে না আপু। অনেকটাই যেন দাওয়াত দিয়ে কোর্মা পোলাও না খাইয়ে কেবল :teacup: দেয়ার মতো হয়ে গেল 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বাহ! ছবিগুলো সুন্দর। কিন্তু সাথে লেখা কই, শান্তা আপা? 🙂
সাইনবোর্ডটা তো সাংঘাতিক মনে হলো! পুরোটা পড়ে উদ্ধার করতে পারলাম না যদিও।
আমার বন্ধুয়া বিহনে
শুভ অন্তর্যাত্রা...
খাইছে !!! আমার ছবিও আছে দেখি ! আমি বিরাট সৌভাগ্যবান । ধন্যবাদ আপা ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।