অবসাদে নুয়ে পড়া বিষন্ন জীবন ,
একঘেয়ে ক্লান্তিতে অবিশ্রান্ত ছুটে চলা ,
পিঠে চাপিয়ে শত কোটি বোঝা ,
কোনো চতুস্পদ জন্তু যেন !
ষোলো কোটি মানুষের ষোলো কোটি রূপ ,
ষোলো আনা ভর্তি আত্মকেন্দ্রিকতা ,
কেউ কি আমি নেই, অন্তত এক জন ?
বিশাল হৃদয় এর, যেন জাতীয় জীবনে
নতুন উষার আভাস !
ঘোর তমসায় ডুবে আছে সমাজ,
নুয়ে পড়ে সব কোন অজান্তে ,
ষোলো কোটি দানবের ভারে..
তবে কি কভু পাব না আমরা
আরেকটা ষোলো ডিসেম্বর?
ভালবাসব না আর কখনো ষোলোকে?
নাকি ষোলো কোটি দানব হয়ে
নতুন ষোলো কোটির জনক হব নির্বিঘ্নে ?
তবে শুধু চিত্কার দিয়ে বলব ,
আমরা মানুস না !
আমরা দানব ,
আমরা ষোলো কোটি দানব….!
৭ টি মন্তব্য : “ষোলো”
মন্তব্য করুন
😮 :-B
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:grr:
হুম.... :dreamy: :dreamy:
ভাল লেগেছে... :hatsoff:
😀
=)) :(( =)) :((
x-( x-( x-( x-(