শেষ ভোরে ভালোবাসা

কতশত বার ভালোবেসে তোমায় কিছু দেব বলে ভেবেছি,
নির্জন অরণ্য অথবা কোলাহলময় ব্যস্ততা,
নিদেনপক্ষে সমুদ্রের ঢেউ বা বিস্তৃত কালবেলা,
সেসব তোমার ভালো লাগে নি ।
আমার দেয়া সোনা রোদ আর লু হাওয়া,
পুড়িয়ে দিয়েছে তোমার সুখভেলা ।
আর তাই আজ শেষ ভোরে, দিচ্ছি তোমাই একটি ছোট্র তারা,
আমার মৃত্যুর পর ‌জ্বলে ওঠা ছোট্ট তারা।।

১,৮৪০ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “শেষ ভোরে ভালোবাসা”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বিলাডি ছ্যাপ...তোর ইনটেক বোঝার জন্য অন্যদের প্রোফাইলে উঁকি মারতে হয়েছে... x-(
    ইস্টার্ট ফ্রন্ট্রোল... 😡
    আজকে নির্ঝরের স্বপ্নভংগ কইরা ছাড়ুম... :grr:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. আশহাব (২০০২-০৮)

    😀 স্বাগতম বন্ধু ...
    এই নিয়ে তোমার কবিতা আমার ১০ম বারের মত পড়া হোলো 😛
    যাই হোক, সিসিবিতে লিখতে থাকো এবং পড়তে থাকো 😉
    আর প্রথম বার ব্লগ লেখায়, ফ্রন্ট রোল শুরু করো :grr:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  3. এতক্ষণ সত্যি সত্যিই অঙ্ক করলাম।
    মাহমুদ ভাই ১৯৯০-১৯৯৬, উনার ব্যাচ ১৬, সিসিআর
    আপনার ব্যাচ ২৮
    তাহলে, ২৮-১৬=১২
    এখন, ১৯৯০+১২=২০০২ এবং ২০০২+৬=২০০৮
    তারমানে ২০০২-২০০৮ ব্যাচ সিসিআর।
    বেলাডি জুনিয়র, ইস্টাট ফরনট রুল....

    জবাব দিন
  4. আমিন (১৯৯৬-২০০২)

    জুনাদা আর হাঁসের বাচ্চাতো দেখি তোমার ছাল চামড়া নাই করে দিছে। যা হোক তোমার জন্য তাই ৯০টা ফ্রন্টরোল মাফ। ১০ টা লাগাও দেখি......

    াওনটপিক : কবিতা মাথায় ঢুকে না ভালো মত। পড়তে গিয়া খুব একটা খারাপ লাগে নাই।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।