কতশত বার ভালোবেসে তোমায় কিছু দেব বলে ভেবেছি,
নির্জন অরণ্য অথবা কোলাহলময় ব্যস্ততা,
নিদেনপক্ষে সমুদ্রের ঢেউ বা বিস্তৃত কালবেলা,
সেসব তোমার ভালো লাগে নি ।
আমার দেয়া সোনা রোদ আর লু হাওয়া,
পুড়িয়ে দিয়েছে তোমার সুখভেলা ।
আর তাই আজ শেষ ভোরে, দিচ্ছি তোমাই একটি ছোট্র তারা,
আমার মৃত্যুর পর জ্বলে ওঠা ছোট্ট তারা।।
২৭ টি মন্তব্য : “শেষ ভোরে ভালোবাসা”
মন্তব্য করুন
😀 😀 😀
:awesome: :awesome: :awesome:
কত্তদিন পররররররররর...... আমি আবারো প্রথম হয়েছি, যাই ফ্রিজ থেইক্যা একটা মিস্টি খাইয়্যা আসি।।
দিহানাপ্পি, আমি ফার্স্ট :tuski:
বেটার লাক নেক্সট টাইম :))
:gulti: :gulli: :gulli2: 😡 😡 😡 😡 😡 😡
তুমি আমার আগে আসলা কেন? x-(
ব্লগে স্বাগতম ভাইয়া, কবিতা সৌন্দর্য্য হয়েছে...
নামের পাশে সালটা থাকলে সুবিধা হত।
ধন্যবাদ……ভাই ........।
বিলাডি ছ্যাপ...তোর ইনটেক বোঝার জন্য অন্যদের প্রোফাইলে উঁকি মারতে হয়েছে... x-(
ইস্টার্ট ফ্রন্ট্রোল... 😡
আজকে নির্ঝরের স্বপ্নভংগ কইরা ছাড়ুম... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনাদা......... :(( :(( :((
ঐ তুই কান্দিস ক্যান? 😮
কইছি তো নির্ঝরকে... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দিছি ভাই। প্রমিস...।
😀 স্বাগতম বন্ধু ...
এই নিয়ে তোমার কবিতা আমার ১০ম বারের মত পড়া হোলো 😛
যাই হোক, সিসিবিতে লিখতে থাকো এবং পড়তে থাকো 😉
আর প্রথম বার ব্লগ লেখায়, ফ্রন্ট রোল শুরু করো :grr:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ......। 😛 🙂 :gulli2: 😡 😡 😡
এই লাইনটা মাথার ভিতর ঢুকে গেছে।
:boss: :)) 😛
এতক্ষণ সত্যি সত্যিই অঙ্ক করলাম।
মাহমুদ ভাই ১৯৯০-১৯৯৬, উনার ব্যাচ ১৬, সিসিআর
আপনার ব্যাচ ২৮
তাহলে, ২৮-১৬=১২
এখন, ১৯৯০+১২=২০০২ এবং ২০০২+৬=২০০৮
তারমানে ২০০২-২০০৮ ব্যাচ সিসিআর।
বেলাডি জুনিয়র, ইস্টাট ফরনট রুল....
দিছি তো ভাই ।
ছাল ছামড়া কিছু রাখবেন না না কি???!!! 😕
🙁 কিসসু বুজি নাই...।
আমি নাদান।
আমারে বুজাই দেন ...।। :frontroll: :chup: :awesome:
স্বাগতম নির্ঝর!
ছোট্ট কবিতা, কিন্তু কবিতাটা ভালো লাগল। 🙂
ধন্যবাদ… B-)
জুনাদা আর হাঁসের বাচ্চাতো দেখি তোমার ছাল চামড়া নাই করে দিছে। যা হোক তোমার জন্য তাই ৯০টা ফ্রন্টরোল মাফ। ১০ টা লাগাও দেখি......
াওনটপিক : কবিতা মাথায় ঢুকে না ভালো মত। পড়তে গিয়া খুব একটা খারাপ লাগে নাই।
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
খুশি???ঃ( 🙁 🙁
x-( x-(
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
ব্লগে স্বাগতম নির্ঝর।কবিতা ভাল লাগছে।
কেমন আছো?অনেকদিন পর।
ও হ্যা কানে কানে একটা কথা কই, পোস্টে রংপুর ট্যাগ লাগাইতে ভুলবা না। ;;)
:)) 😀 😛 🙂 :)) =)) 😉
ভাইয়া অনেক দিন পর, কেমন আছেন?
টেবিলমেট.........। :(( :(( :(( :(( :boss: :boss: