বইঃ একজন ক্যাকাসু
লেখকঃ যোবায়েদ আহসান
প্রকাশঃ ২০২২
বিভাগঃ রম্য উপন্যাস
এক্সাম আগের দিন হুট করে “আউট নলেজ” বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। এই অভ্যাস রেসাল্টের অনুকুল না, তাই ছাড়ব ছাড়ব করছি বেশকিছু দিন থেকেই। দীর্ঘদিন পর কাল এক্সাম , তাই অনেকদিন পর অভ্যাসটা মাথা চাড়া দিয়ে উঠল। অনেক চেস্টা করলাম ইগনোর করতে, কিন্তু বইটা যেমনে তাকায় ছিল, না করতে পারলাম না। এক বসায় পড়ে ফেললাম – “একজন ক্যাকাসু”। ক্যাকাসু মানে ক্যাম্পাস কাঁপানো সুন্দরী। নব্বই দশকের ঢাকা ভার্সিটির সিনিয়র আপুর প্রেমে পড়ার গল্প। শুধু গল্প বললে ভুল হবে, পাঠক মাত্রই ভিতরে ঢুকে যাবেন, লাইক অল আদার গুড বুকস। পুরোটা সময়ই মনে হবে লেখা গুলো বেসড অন ট্রু স্টোরিস, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, জীবন্ত। এন্ডিং টাও মোটামুটি স্যাটিস্ফাইং। এক্স-ক্যাডেট ফোরাম বা অন্য কোন মাধ্যমে যারা ভাইয়ের লেখার সাথে পরিচিত, এই বইটি তাদের জন্য মাস্ট রিড। উল্লেখ্য, এই বইয়ের কিছু অংশ ভাই ফেইসবুকে আগেই শেয়ার করেছিলেন। আপনি সৈয়দ মুজতবা আলীর ভক্ত হয়ে থাকলে এটা মিস করা উচিত হবে না। হ্যাপি রিডিং।
'ক্যাকাসু' নামটাই তো ভীষণ কৌতুহল জাগানিয়া!
এই বই এর উপর আরও রিভিউ/আলোচনা পড়েছি বলে মনে হচ্ছে।