আজ সন্ধ্যে ৭টা ২০ মিনিটে আমার শয়নকক্ষ থেকে ঈদুল ফিতর-২০১৭ এর নতুন চাঁদের ছবি।
আজ সন্ধ্যে ৭টা ২০ মিনিটে আমার শয়নকক্ষ থেকে ঈদুল ফিতর-২০১৭ এর নতুন চাঁদের ছবি।
রমজানের শেষ দিনে আজ ঘরে বসেই মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ে বেডরুমের পর্দাটা সরিয়ে দেখি, আকাশের বুকে একফালি চাঁদ। ঈদুল ফিতর-২০১৭ এর চাঁদ। জীবনে এর আগে কখনো ঘরে বসে শয়নকক্ষ থেকে নতুন উদিত কোন চাঁদ দেখিনি, দেখার চেষ্টাও কখনো করিনি। চাঁদটাকে ঘরে বসে দেখতে পেয়ে যেন ঈদের আনন্দটা একটু বেড়ে গেল। এক এক করে বাসার সবাইকে ডেকে দেখালাম। সেলফোন থেকে কয়েকটা ছবি তুলে রাখলাম। তবে ক্যামেরা জুম করাতে হয়তোবা নতুন চাঁদটাকে একটু বেশীই বড় দেখাচ্ছে।
সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদের আনন্দে ভরে উঠুক বাংলাদেশের প্রতিটি ঘর, প্রতিটি পরিবার! আনন্দে কাটুক সবার ঈদের দিনটি, এবং এর পরের দিনগুলোও! ভাল থাকুন সবাই, সপরিবারে!
ঈদ মুবারক, ভাই। আজকের দিনটা আশা করি ভালো কেটেছে আপনার 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ জিহাদ, তোমাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ! আজকের দিনটা সপরিবারে বেশ ভালই কাটালাম।
ভাল থেকো। শুভকামনা......