বই: ‘The 100’ – ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যাক্তিত্বের Ranking.

এস্ট্রোফিজিসিস্ট মাইকেল এইচ হার্ট রচিত মূল The 100: The Most Influential Persons of the History বইটি ২০০৪ সালে পড়ার সুযোগ হয়েছিল। হার্ট সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যাক্তিত্বের Ranking করেছেন এই বইয়ে। পৃথিবীর ইতিহাসে ও মানুষের জীবনে যাদের প্রভাব সবচেয়ে বেশি তাদের ১০০ জন স্থান পেয়েছেন এই তালিকায়। বইটা পড়ে যতটা চমতকৃত হওয়ার তা তো হয়েছিই, একই সাথে ভেবেছি ভদ্রলোক এত কঠিন এক কাজে হাত দিতে সাহস পেলেন কি করে?
সেরা ১০০ কে কে, তাদের কাকে কোথায় বসাতে হবে, কে অমুকের চেয়ে বেশি গুরুত্বপূর্ন, কার গুরুত্ব কম, কোনদিক থেকে কম, আরেকজনের বেশি কেন,কোনদিক থেকে, এই সমস্ত হাজারো জটিল বিষয়ের সুন্দর সমাধান করেছেন হার্ট।
লক্ষ কোটি মানুষের এই পৃথিবীতে প্রতি দশ লাখের মধ্যে গড়ে একজনেরও কম বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে রচিত হয়েছে বিশাল জীবনী সংক্রান্ত অভিধান, তাতে সাকুল্যে হাজার বিশেক ব্যাক্তিত্বের জায়গা হয়েছে, আর মাইকেল এইচ হার্ট এর তালিকায় অনেক যাচাই বাছাইয়ের পর জায়গা হয়েছে তার এক শতাংশেরও অর্ধেক ব্যাক্তিত্বের। কাজেই এ বইয়ে যাদের উল্লেখ আছে, তারা নিঃসন্দেহে ইতিহাসের একেকজন পর্বতসম ব্যাক্তিত্ব। ব্যতিক্রম শুধু হিটলার, স্ট্যালিন সহ আরো কিছু নিষ্ঠুর কুখ্যাত ব্যাক্তি যারা তালিকায় স্থান পেয়েছেন মানব ইতিহাসে তাদের প্রভাবের কারণে।
এ পর্যন্ত পনেরটি ভাষায় বইটি অনূদিত হয়েছে। বাংলাদেশেও The 100 এর অনুবাদ কয়েকটি প্রকাশনীর উদ্যোগে বেরিয়েছে। তবে এসব অনুবাদের বেশিরভাগ যেন-তেন ভাবে লিখে ছেড়ে দেয়া হয়েছে শুধুই বাজার দখলের স্বার্থে। The 100 এর সবথেকে ভাল অনুবাদ করেছেন আবু আজহার। এটি বের হয়েছে অনন্যা প্রকাশনি থেকে। অনুবাদটি পড়ে কিছুটা হলেও মূল বইয়ের স্বাদ পাওয়া যায়। নিচে পুরো Ranking দিয়ে দিলাম–

Complete List

Rank– Name

1. Muhammad
2. Isaac Newton
3. Jesus Christ
4. Buddha
5. Confucius
6. St. Paul
7. Ts’ ai Lun
8. Johann Gutenberg
9. Christopher Columbus
10. Elbert Einstein
11. Louis Pasteur
12. Galileo Galilei
13. Aristotle
14. Euclid
15. Moses
16. Charles Darwin
17. Shih Huang Ti
18. Augustus Caesar
19. Nicolaus Copernicus
20. Antonie Laurent Lavoisier
21. Constantine the Great
22. James Watt
23. Michael Faradey
24. James Clerk Maxwell
25. Martin Luther
26. George Washington
27. Karl Marx
28. Orville and Willbur Wright
29. Genghis Khan
30. Adam smith
31. William Shakespeare
32. John Dalton
33. Alexander the Great
34. Napoleon Bonaparte
35. Thomas Adison
36. Antony van leeuwenhoek
37. William T.G Morton
38. Guglielmo Marconi
39. Adolf hitler
40. Plato
41. Oliver Cromwell
42. Alexander Graham bell
43. Alexander Fleming
44. John Locke
45. Ludwig Van Bhethoven
46. Werner Heisenberg
47. Louis Daguerre
48. Simon Bolivar
49. Ren Descartes
50. Michelangelo
51. Pope Urban II
52. Umar ibn al-Khattab
53. Asoka
54. St. Augustine
55. William Harvey
56. Ernest Rutherford
57. John Calvin
58. Gregor Mendol
59. Max Planc
60. Joseph Lister
61. Nikolaus August Otto
62. Francisco Pizarro
63. Hernando Cortes
64. Thomas Jefferson
65. Queen Isaballa I
66. Joseph Stalin
67. Julius Caesar
68. William the Conqeror
69. Sigmund Freud
70. Edward Jenner
71. Wilhelm Conrad Roentgen
72. Johan Sebastian Bach
73. Lao tzu
74. Voltaire
75. johannes Kepler
76. Enrico Fermi
77. Leonhard Euler
78. Jean Jacques Rousseau
79. Nicoli Machiavelli
80. Thomus Malthus
81. John F. Kennedy
82. Gregory Pincus
83. Mani
84. Lenin
85. Sui Wen Ti
86. Vasco da Gama
87. Cyrus the Great
88. Peter the great
89. Mao Zedong
90. Francis Bacon
91. Henry Ford
92. Mencius
93. Zoroaster
94. Queen Elizabeth I
95. Mikhail Gorbachev
96. Menes
97. Charlemagne
98. Homer
99. Justinian I
100. Mahavira.

৬,৫৫০ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “বই: ‘The 100’ – ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যাক্তিত্বের Ranking.”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    পোস্টটা পড়ে নীচে নামতে নামতে ভাবছিলাম লীস্টের শেষে আরো কিছু পাব পড়ার... না পেয়ে একটু আশাহত হলাম। তবে লীস্টের জন্য ধন্যবাদ।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আকাশের সাথে একমত। আরো একটু বিস্তারিত আলোচনা আশা করছিলাম, ১০০ জনকে নিয়ে নাহোক, অন্ততঃ বইটা নিয়ে।
    আর এত এত ইংরেজি শব্দ দেখতেও ভালো লাগছেনা। নামগুলো বাংলায় লিখে দেয়া যেত।
    সিসিবিতে স্বাগতম। তোমার নিজের নামটিও বাংলা করে দিও।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. ইফতেখার (৯৫-০১)

    অর্ধেকর বেশিই চিনি না ... চিনলেও বিশেষ কিছু উদ্ধার যে করে ফেলতাম তাও না।

    এদের নিয়ে ২-১ বাক্যে অলোচনা করলে মনে হয় ভালো হত। লিস্টের জন্য ধন্যবাদ।

    জবাব দিন
  4. রেজওয়ান (৯৯-০৫)

    লেখাটাকে কেন যেন অসম্পূর্ন মনে হল।
    আরও একটু আলোচনা দরকার ছিল বইটা নিয়ে, সেই সাথে দু'য়েক লাইন ব্যাক্তিবর্গদের নিয়ে, আর নামগুলো বাংলা করে দিলে দেখতে ভাল দেখাত, ধন্যবাদ 😀

    জবাব দিন
  5. আছিব (২০০০-২০০৬)

    অভ্র আসলেই রক্করে...... :boss:

    ভাই,নামগুলা বাংলায় পারলে দিয়েন,আর এসব মহামানব দের অনেকের নাম শুনেছি,কিন্তু কাম জানিনা,একটু বিস্তারিত করলে উপকার হত 🙂

    জবাব দিন
  6. ইফতেখার (৯৫-০১)

    এই লিস্টের কতগুলো ইন্টারেস্টিং তথ্য (এই ১০০ জন সম্পর্কে, বইয়ের এ্যপেন্ডিক্সেই দেয়া আছে) দিয়ে যাই:

    তাদের কোথায় থাকতেন?
    (মোট) ইউরোপ: ৬৯
    বৃটেন : ১৮
    জার্মানি + অস্ট্রিয়া: ১৫
    ফ্রান্স: ৯
    ইতালী: ৮
    গ্রীস: ৫
    স্পেন: ৩
    রাশিয়া: ৪
    অন্যান্য ইউরোপ: ৭

    যুক্তরাস্ট্র: ৮

    দক্ষিন আমেরিকা: ১

    নিউজিল্যান্ড: ১

    আফ্রিকা: ৩

    (মোট) এশিয়া: ১৮
    চীন:৭
    ভারত:৩
    মন্গোলিয়া: ১
    পশ্চিম এশিয়া: ৭ ( < -- এইটা আবার কৈ? 😉 ) টাইমলাইন:
    ৬০০ খৃস্টপূর্বাব্দ এর আগে: ৩
    ৬০০ - ২০১ খৃস্টপূর্বাব্দ: ১৩
    ২০০খৃস্টপূর্বাব্দ থেকে ১৪০০ শতাব্দ: ১৬
    ১৫ শতক: ৪
    ১৬ শতক: ৯
    ১৭ শতক: ৯
    ১৮ শতক: ১২
    ১৯ শতক: ১৮
    ২০ শতক: ১৬

    তারা কি করতেন:
    বিজ্ঞানী: ৩৬
    রাজনীতিবিদ ও সামরিকবাহিনী: ৩১
    দার্শনিক: ১৪
    ধর্মীয় নেতা: ১১
    শিল্প ও সাহিত্য: ৫
    পরিব্রাজক: ২
    শিল্পপতি (ইন্ডাস্ট্রিয়ালিস্টের বাংলা কি?) - ১ (সম্পাদিত) (সম্পাদিত)

    জবাব দিন
  7. ভাই আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে বইটা ডাউনলোড করলাম।কিন্তু আপনার দেয়া ১০০ এর সাথে "বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী" অনুঃ এম সোলাইমান কাসেমি,এর কোনো মিল নেই।যদি আপনি অরিজিনাল সেই বইয়ের লিংক দিতেন তাহলে বড়ই কৃতজ্ঞ থাকতাম।ধন্যবাদ ।

    জবাব দিন
  8. খায়রুল আহসান (৬৭-৭৩)

    এই লিস্টের কথা আগে বহুবার শুনেছি, আজ দেখলাম। ধন্যবাদ এ লিস্টের জন্য। এখানে দেয়া অন্যান্যদের মত আমারও অভিমত, অন্ততঃ কয়েকজনের সম্বন্ধে নাতিদীর্ঘ আলোচনা থাকলে ভালো হতো, নইলে অন্ততঃ নিজের কিছু মতামত।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।