সবই আছে, তবু যেন কিছুই নেই।
চারিদিকে শুধু নেই নেই, কিছু নেই।
আছে শুধু শূন্যতা, দিবসে নিশীথে,
গৃহকোণে, শয্যায়, লেখার টেবিলে
অলিন্দে, ছাদে, মনের ঘুলঘুলিতে।
এসব শুন্যতার কারণ জানা নেই।
এ কেমন শুন্যতা, যখন সবকিছু
এমন অর্থহীন হয়ে যায়!
যাপিত জীবনটা থেকে রঙিন স্মৃতি
বাসি ফুলের পাঁপড়ির মত ঝরে যায়।
জ্যোৎস্নালোকে নিভৃত স্নান, মাঝরাতে
পিয়ানোর ঝঙ্কার, হঠাৎ গেয়ে ওঠা
কোন কোকিলের গান, সবকিছু কেমন
অর্থহীন মনে হয়। রঙিন প্রজাপতির
ফুলে ফুলে বসা, নদীর বয়ে যাওয়া,
এক কথায় সবই অর্থহীন মনে হয়।
জমাটি মেঘ থেকে বৃষ্টি ঝরে অবিরাম;
কে জানে হয়তো এই ঝরাটাও অর্থহীন…
ঢাকা
১৩ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
পুরাদস্তুর বাঙ্গাল
তাই শুন্যতা এড়াবারও কোন উপায় নেই।
মনে হয় এ এক অনিবার্য অনুভূতি, ক্ষণিক চেনা চেনা লাগে, তবু অনেক অচেনা।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
আমার ঐ একটি লাইন এখানে পরিপূর্ণতা পেলো।
চমৎকার এসব পংক্তিগুলোর জন্য অশেষ ধন্যবাদ, মোস্তফা।