পাঁচ আমার সবচাইতে প্রিয় সংখ্যা,আমার অনেক কিছুর সাথেই পাঁচের একটা রিলেশন আছে।তার কিছু নমুনা দেই…
*আমার জন্ম ১৯৮৫ সালের ২৫ মার্চ……২টাই ৫ দ্বারা বিভাজ্যা
*জন্মের সময় আমার ফ্যামিলি মেম্বার ছিলো ৫জন আমরা ৩ ভাই ,আব্বু আম্মু।
*ক্লাস থ্রীতে নতুন স্কুলে ভর্তি হলে আমার রোল নম্বর ছিলো ২৫…পরের বছর সেইটা হয় ৫
*ক্লাস সিক্সে আবার নতুন স্কুলে ভর্তি হলে আমার রোল নম্বর ছিলো ৫০।।পরের বছর সেইটা হয় ৫
*ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আমার রোল নম্বর ছিলো ১০৩৩৮..যার ডিজিটগুলো যোগ করলে হয় ১+০+৩+৩+৮=১৫…যা ৫ দ্বারা বিভাজ্যা :awesome: :awesome:
*কলেজে আমার সাথে আরো ৫০ জন বন্ধু জয়েন করে।(আমরা মোট ৫১ জন ,আমি ছাড়া ৫০)
*আমার ক্যাডেট নাম্বার ১১৫০
*ক্লাস সেভেন এ আমার রুম নম্বর ছিলো ১০৫
*ক্লাস এইটে আমার রুম নম্বর ছিলো ১০৬ যেখানে ৬-০-১=৫ :awesome: :awesome:
*ক্লাস টেন এ ছিলাম ১২৭ নম্বর রুমে..১+২+৭=১০,যাহা ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য =)) =))
*১২ এ ছিলাম ১১৫ নম্বর রুমে
*এস.এস.সি পরীক্ষায় আমার রো নম্বর ছিলো ১০০০১৫
*আমার এস.এস.সি’র রেজাল্ট জিপিএ ৫
*ক্লাস ইলিভেন এ আমার এপুলেটে ছিলো ৫ দাগ :awesome: :awesome:
*আমার এইচ.এস.সির রোল নম্বর ১০২৩০৯ যেখানে ১+০+২+৩+০+৯=১৫
*আমার এইচ.এস.সি’র রেজাল্ট জিপিএ ৫
*বুয়েট ভর্তি পরীক্ষায় আমার রোল নম্বর ছিলো ৩২৫
*আমি বুয়েট ভর্তি পরীক্ষায় ৯৪ হইছিলাম …৯-৪=৫ :tuski: :tuski:
*বুয়েটে আমার রোল নম্বর হলো ৮৭ যেখানে ৮+৭=১৫
*সর্বশেষ আমি একটা নতুন মোবাইল সিম নিয়েছি যেটা হলো ০১৬৭৩১৮০৮৩৮ যেখানে ০+১+৬+৭+৩+১+৮+০+৮+৩+৮=৪৫,যাহা ৫ দ্বারা বিভাজ্য
*আমার ব্যাচ হলো ২৩,২+৩=৫ এইটা বের করে দেওয়ার জন্যে রবিন ভাইয়াকে থাঙ্কস
তাহলে পাঁচ কেন আমার প্রিয় সংখ্যা হবে না বলুন তো???
১ম
২য়
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এই পাঁচের প্যাচে পইড়া চাইরটা বিয়া কইরা ফ্যামিলি মেম্বার সংখ্যা পাঁচ বানাইয়োনা ভাই।
একটা বিয়া কইরাও তো ফ্যামিলি মেম্বার সংখ্যা পাঁচ বানানো যায় মনে হয় :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছুডু ভাই এইগুলান কি ইংগিত দাও....
না ভাইয়া মানে...... আসলে বলতে চাচ্ছিলাম পরিবার পরিকল্পনা না করলে ব্যাপারটা সম্ভব
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কেম্নে কি?
তোদের সময় কি সিনিয়ার ব্লক চেঞ্জ হইয়া গেছিল নাকি ??
৫ নম্বর কমেন্টা আমি দিলাম

দুঃখিত
:shy:
।
আমি বিসিসির রায়হান মনে করছিলাম,তাই রুম নম্বর নিয়া ডাউট দিছি
আরও একটা আইটেম যোগ করতে পার-
* তুমি যখন ক্লাস ফাইভে পড়তা, তখন ৫ম শ্রেণী তে ছিলা B-) ।
=))
আরেকটা মিস করছস কনক। তোর গাইডের ক্যাডেট নম্বর সব যোগ করলে হয় ১২ সেখান থেকে ২ বিয়োগ করলে হয় ১০ মানে ৫ দ্বারা বিভাজ্য।
২ কেন বিয়োগ করলাম ঐটা কমুনা।
দুই ভাইয়ে মিলা যে পাঁচের প্যাঁচ লাগাইসেন...
:)) :))
ভাইয়া মনে হয় দুস্টুমী করলেন .....

কি সব আউল ফাউল হিসাব। জোর করে করে ৫ রে টাইনা আনার জন্য কনকের ব্যাঞ্চাই। এইরকম করলে সব করা যায়। যেগুলা যায় সেগুলা কইছস অন্য গুলা বাদ দিছস। তাড়তাড়ি এই লেখায় রম্যরচনা ট্যাগ লাগা। মুহম্মদ কিংবা রায়হানাবীর এখনই আইব যুক্তিতত্ত্ব নিয়ে।
অফটপিকঃ অনেক দিন পরে লেখলি।
আরো অফটপিকঃ মুহম্মদ এর কি হইল একদম লেখে না। অনেক ভালা পাইতাম পোলাটারে।
ভাইয়া এইটা কেমন কথা?কত কষ্ট করে পাঁচ নিয়ে আসলাম সবগুলাতে আর তুমি আমারে পচাতেছো :((
আমি তো জোর করে আনি নাই...এমনি এমনি সব ৫ এসে গেছে ...আমি জাস্ট সাইন গুলা দিছি..... :))
আরে পঁচাই নাই তো। আমিও কি জোর করছি নাকি ২ বিয়োগ করছি কারণ হইল তুই আর তোর গাইড দুইজন এই জন্য। হাহাহহা
আরেকটা মিলের কথা কস নাই ।
তুই টানা ৫ মাস ৫ দিন পর ব্লগে আসছিস।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ভাইজান বাসায় অনেক দিন নেট ছিলো না ...মনে হয় ২ মাস ৫ দিন পরে নেট লাগছে =))
তোর কলেজের ব্যাচ ২৩। ২+৩=৫
রবিন ভাইয়া থ্যাঙ্কস...এইটা তো খেয়াল করি নাই...
ভাইয়া আপনার পয়েন্টটা আপডেট করে দিলাম
কনক, আরেকটা মিলের কথা কই। সিসিবিতে ডিরেক্টরীতে তোর নাম আছে ৬ নম্বরে।

৬-১=৫।
আমিও তপুর মত, ১ কেন বিয়োগ করলাম কমু না।
আমিন ভাই আমি কি এমন করছি নাকি??? :((
আমি তো আন্দাজে আনি নাই ...যেমন আমার রোল নম্বর ৮৭ আমি ৮+৭ করছি ২ টাই তো ৮৭ এর মধ্যে ছিলো.... য়াবার ৯৪ আমি ওইখান থেকে ৯-৪ করছি...
আরে মাইন্ড করলি নাকি?? এমনেই মজা করার লাইগা কইলাম।

তপু যে লজিকে ২ বিয়োগ করছে সেই লজিকে আমি ১ বিয়োগ করছি। কারণ তুই একা ১।
ভাইয়া মাইন্ড করমু কেন??কিন্তু তপু ভাইয়া শুধূ শুধু আমারে পচাইতেছে...আমি কিন্তু খেলুমনা :((
হাহাহ ওর এতদিন তিলে তিলে তৈরি করা হিসাব আমরা গোলমাল লাগাই দিতেছি এই জন্য কান্তেছে।
আর আমিন ১ বিয়োগ করছে কারণ হইল ব্লগে তো তুই লেখস একজন এই জন্য।
আঁতলামিঃ যেহেতু তুই ৫ এর বিভাজ্য ও ধরছিস তার মানে প্রতি ৫ টা সংখ্যার মধ্যে ১টা তোর ৫ এর প্যাঁচে পড়বে তার মানে এখানে তোর ৫ পাবার সম্ভাবনা ২০%। বাকী ৪টা থেকে যোগ বিয়োগ গুন ভাগ করে ৫ আনার সম্ভাবনা ধরে নিলাম যদি ৩০% ও হয় তাহলেও শুধু এই দুইভাবেই তোর ৫ আসার সম্ভাবনা ৪৪%। আরো আছে তুই যদি বাইনারী হিসাব (বাইনারী তে ১ এর সংখ্যা ৫ , কিংবা বাইনারী সংখ্যাকে শিফট করে )ও শুরু করিস তাহলে আরো সম্ভাবনা তৈরি হবে। সেইদিকে আর না গেলাম। তার মানে দেখা যাচ্ছে তোর জীবনে ৫ আসার সম্ভাবনা ৫০% এর মত হয়ে যাচ্ছে বা তার থেকেও বেশি। আমার তো মনে হয় যে কোন সংখ্যাকে ৫ এ নিয়ে আসা যাবে। যেহেতু কিভাবে আনব সেটা ঠিক করা নাই। ওরে আল্লাহ বহুত আঁতলামি হইয়া গেল। এইবার থামি... :frontroll:
আঁতলামির জন্যে তপু ভাইয়ারে ব্যাঞ্ছাই.......
আরো পাইছি কনক।
১৯৯৮ এ কলেজে যোগ দিছস, সব যোগ করলে হইব ২৭ এরপর তো সোজা ৭ থেকে ২ বিয়োগ।
আরেকটা আছে
২০০৪ এ বের হইছস, প্রথমে যোগ করি আসবে ৬ এরপর গুণ কর হইল ৮ এরপর আবার দুইটা যোগ করি দে হয়ে গেল ১৪। তারপর তো একদম সোজা যোগ করলেই আসি গেল আপনার ৫
আপডেট কর তোর লেখা...
হাহাহাহাহহাহা। একা একা রুমে হাসতে হাসতে পিরা গেলাম।
আমিও হাস্তেই আছি.......
প্রথমটা ঠিক আছে...
কিন্তু পরেরটা মনে হয় তুমি আমার সাথে মশকরা করতেছো...তোমার কিন্তু খবর আছে..... B-) B-)
কনক, তোমার পোস্টটা আরো ১ ঘন্টা পর দেয়া উচিত ছিল, তাহলে সেটা ৫ মাসের ১ম পোস্ট হয়ে যেত...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
~x(
মানুষ তার স্বপ্নের সমান বড়
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা..................
হাসি থামাতেই পারছি না...।।
মজা পাইলাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বাহ্! কনকের সাথে দেখি পাঁচ এর ব্যাপক হৃদ্যতা।

আর যাই কর, পাঁচটা বিয়ে করে ফেইল না।
হাহাহাহা, পোস্ট আর কমেন্ট সবই ব্যাপক মজার
পাঁচে পাঁচে পুরা প্যাঁচ লাইগা গেছে দেখি =))
সংসারে প্রবল বৈরাগ্য!
kanak sobai ja bolse ami ta te r kechu nah bole
tobe agami bosor ta tai tor bea kora uchit na hoile abar 2015.............
so 2010 a bea kor bear yr tao 5 dara bevajjo hob e......................................... :))