স্মৃতিগুলো ফিরে আসে

আজ অনেকদিন পরে সিসিবিতে আসলাম। পড়ালেখার চাপ আর খানিকটা অভিমানের জন্যই এ পথটা সাধারণত মাড়াতাম না। আজ হঠাৎ করে ফেসবুকের একটা লিঙ্ক থেকে সিসিবিতে ঢুকি। সময়টা আজ দুপুর ১ টা। সেই তখন থেকে সিসিবিতে পড়ে আছি, লাঞ্চ-ডিনার কোনটাই হয়নি 🙁 (একটু পর তেহারী খাইতে যামু 😀 ) । কারন, আলম ভাই আর রহমান ভাইয়ের পোস্টগুলো পড়তে পড়তে কখন যে সময় পার হয়ে গেছে, বুঝতেই পারিনি। নতুন করে বুঝতে পারলাম, সিসিবি আমার ঘর, আমার বাড়ী ;;) :shy: । যাই হোক, এই কবিতাটা লিখেছিলাম কলেজের ইমিডিয়েট সিনিয়রদের (৩৬ তম ব্যাচ, মকক) বিদায় উপলক্ষে। আজ সিসিবির সবার সাথে শেয়ার করলাম।

**************************

আমার আকাশটি আজ বড় কালো
মনে হচ্ছে বৃষ্টি হবে
বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায়
ঝরে পড়বে অজস্র স্মৃতি।
ছয়টি প্রহরের ক্ষুদ্র সময়
প্রতিটি প্রহর যেন একেকটি বৎসর।
পাঁচটি প্রহরের সীমিত আবেশ
অকৃত্তিম স্নেহ ও ভালোবাসায় পূর্ণ,
সীমার মাঝেও অসীম হয়ে যায়।
সময় বয়ে চলে অবিরত
মানুষ চলে যায় দূরে
রেখে যায় তার সৌরভ,
তবু সে বেঁচে ওঠে, বারেবারে,
স্মৃতি, শ্রুতি ও বিস্মৃতির মাঝে।

*************************

উৎসর্গঃ ৩৬ তম ব্যাচ, মকক।

২,৩১৩ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “স্মৃতিগুলো ফিরে আসে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।