আজ অনেকদিন পরে সিসিবিতে আসলাম। পড়ালেখার চাপ আর খানিকটা অভিমানের জন্যই এ পথটা সাধারণত মাড়াতাম না। আজ হঠাৎ করে ফেসবুকের একটা লিঙ্ক থেকে সিসিবিতে ঢুকি। সময়টা আজ দুপুর ১ টা। সেই তখন থেকে সিসিবিতে পড়ে আছি, লাঞ্চ-ডিনার কোনটাই হয়নি 🙁 (একটু পর তেহারী খাইতে যামু 😀 ) । কারন, আলম ভাই আর রহমান ভাইয়ের পোস্টগুলো পড়তে পড়তে কখন যে সময় পার হয়ে গেছে, বুঝতেই পারিনি। নতুন করে বুঝতে পারলাম, সিসিবি আমার ঘর, আমার বাড়ী ;;) :shy: । যাই হোক, এই কবিতাটা লিখেছিলাম কলেজের ইমিডিয়েট সিনিয়রদের (৩৬ তম ব্যাচ, মকক) বিদায় উপলক্ষে। আজ সিসিবির সবার সাথে শেয়ার করলাম।
**************************
আমার আকাশটি আজ বড় কালো
মনে হচ্ছে বৃষ্টি হবে
বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায়
ঝরে পড়বে অজস্র স্মৃতি।
ছয়টি প্রহরের ক্ষুদ্র সময়
প্রতিটি প্রহর যেন একেকটি বৎসর।
পাঁচটি প্রহরের সীমিত আবেশ
অকৃত্তিম স্নেহ ও ভালোবাসায় পূর্ণ,
সীমার মাঝেও অসীম হয়ে যায়।
সময় বয়ে চলে অবিরত
মানুষ চলে যায় দূরে
রেখে যায় তার সৌরভ,
তবু সে বেঁচে ওঠে, বারেবারে,
স্মৃতি, শ্রুতি ও বিস্মৃতির মাঝে।
*************************
উৎসর্গঃ ৩৬ তম ব্যাচ, মকক।
😀 😀
মেহেদী ভাই, আপনার কি-বোর্ড কি নষ্ট হয়া গেছে??? খালি মাউস দিয়া কমেন্ট কইরা ভাগছেন!!! খেলুমনা 😡
পুরানো কথা=সিসিবি খেলাধুলার স্থান না :grr: :grr:
তোকে খেলতে হবেই, ভয় পেলে চলবে না... :goragori: :goragori:
অভিমান করছিলি ক্যান... ??? 😮
মেহেদী ভাই, আসেন খেলি...... B-) .....কোনটা খেলবেন....ক্রিকেট, হকি নাকি বাক্সেটবল ????
অভিমান.....একটু পারসোনাল ফ্রব্লেম হইছিল, আরকি!!! 🙁
আমি পিডাপিডি খেলমু...যেখানে আমি পিডামু আর তুমি পিডুনি খাবা......... :khekz: :khekz: :party: :party:
ইয়ে..... 😕 ..মানে, না পিডাইলে হয় না, মেহেদী ভাই..শীতকাল,বোঝেনই তো.!...ক্যান্টিন থেইকা আফনেরে কুক আর বোম্বের স্পেশাল চানাচুর কিন্যা খাওয়ামুনে 😉
যা, এইবারের মত মাফ কইরা দিলাম ... :gulti: :gulti:
তুই না খেললে সাইড লাইনে বয়া থাক 😛 .........তয় এডু স্যার জানতে পারলে কিন্তু খবর আছে....... 😕
সুন্দর! সুন্দর!!
থ্যাংকু! থ্যাংকু!! :shy:
:thumbup:
:hatsoff:
গদ্য ভাল্লাগছে
হুদা হুদাই বাস জার্নি মিস করলা 😉
কি আর করমু,কও 🙁 .............কপালের লিখন, কে করে খন্ডন 😕 🙁
আসলেই খুব মিস্কর্ছি...... ~x(
পদ্যকে গদ্য কস কিল্লাই 😡 ....তয় ভালো যেহেতু লাগছে..এই ল :ice cream: খা... 🙂
বড়ই সোন্দর্য 😀
:hatsoff: ........থ্যাঙ্কু, দোস্ত। 😀
মান-অভিমানের কাহিনী কি জাবীর?
যাই হোক, কবিতাটা সৌন্দর্য্য হয়েছে। 🙂
কহিনী কিছু না, boss.......... একটু পরসোনাল ফ্রবলেম....ঠিক হয়া গেছে 🙂
:hatsoff: থ্যংকু বস 🙂
উল্ক্যাম্ব্যাক জাবীর ভাই; মেলাদিন পর। নেন :teacup: খান। নীলা আপু ভালো আছে? :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
B-) 🙂
হেয় তো ভালো আছে, তয় তোর খবর কি?
নীলা আপু কিডা রে? জাতি জানতে চায় 😀
হেইডা তো আমারো জান্তি ইচ্ছে করে :-B ..........মাস্ফুউউউউ দা, আফনে বরং রকিব্যারে জিগান...... 😀
অসাধারণ জাবির। অনেকদিন পর মনমতো কবিতা পড়লাম। দারুন। এমন কবিতা প্রতিদিন সকালে প্রত্যাশা করি।
এ্যাঁ 😕 .......
:hatsoff: থ্যাঙ্কু দোস্ত 🙂
:shy: :shy: 😀 :grr:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
অই, চাইরটা ইমোর মানে কি?? তরও কি হাতে ব্যথা নাকি....কি-বোর্ড টিপতে পারিস না????
ওয়েলকাম ব্যাক ...... আরোও নীলা কাহিনি চাই ......
ইয়ে....মানে মানে.....আগেরটাই তো শেষ করতে পারিনি 🙁 ....হচ্ছে হল, নতুন করে আরেকটা শুরু করাটা কি ঠিক হবে??? :grr:
"ছয়টি প্রহরের ক্ষুদ্র সময়
প্রতিটি প্রহর যেন একেকটি বৎসর।"---প্রতিটি প্রহর কি করে একেকটি বৎসর হয় বুঝি নাই কবি।কঠিন কবিতা! 🙂