বরাবর
ব্লগ প্রিন্সিপাল
ক্যাডেট কলেজ ব্লগ
বিষয়: ইফতার পার্টি আয়োজনের প্রস্তাব
মহাত্মন,
বিনীত নিবেদন এই যে এই মাসের শেষের দিকে রোজা শুরু হইতে যাইতেছে। রোজা রাখিতে যাইয়া মাসরুফ সহ সিসিবির কিছু সদস্যের ওজন :just: বিশ তিরিশ কেজি করিয়া কমিয়া যাইতে পারে। তদুপরি অনেক দিন কোনো গেট-টুগেদার হয় না। :no:
তাই আমাদের অনুরোধ উপরোক্ত পরিস্থিতি বিবেচনা করিয়া আপনি এই রোজায় একটি ইফতার পার্টি আয়োজনের ব্যবস্থা করিয়া আমাদের বাধিত করিবেন। :guitar:
নিবেদক
সিসিবির খাদক দল :gulli2:
সহমত 😕
যারা আসতে পারবেনা তাদের জন্য সমবেদনা 🙁
উত্তম প্রস্তাব :boss:
দ্বিমত। রোজার আগেই একটা গেটটুগেদার চাই 😛 😛
নতুন জামাইয়ের দ্বিমতের সাথে একমত। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নতুন জামাই আর কামরুলের দ্বিমতের সাথে দ্বিমত :-B
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নতুন জামাই আর কামরুলের দ্বিমতের সাথে ফয়েজ ভাইয়ের দ্বিমতের সাথে দ্বিমত :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নতুন জামাই আর কামরুলের দ্বিমতের সাথে ফয়েজ ভাইয়ের দ্বিমতের সাথে দ্বিমতের সাথে তাইফুর বসের দ্বিমতের সাথে দ্বিমত :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তুই লিখছস
আসলে হবে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
~x( ~x( থ্যাঙ্কু বস... সংশোধনীর জন্য 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
~x( ~x(
উপরের সহমত আর দ্বিমত পোষণকারী সবার ব্যাঞ্চাই......
ভাইয়া কামরুল ভাই দেখার আগে ঠিক কইরা দেন
কামরুল ভাই, মাফ কইরা দেন। পোলার পা'টা ভাইঙ্গা মনে হয় মাথাডাও কাজ করতেছেনা!!! :grr:
:(( :(( :((
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শিরোনাম ভুল বাংলায় লেখা। বিষয়ও তাই। এই আবেদন গ্রহণ করা গেল না বলে দুঃখিত।
:grr: :grr: :grr:
ভুল সংশোধন : প্রস্তাবনা শব্দের অর্থ ভূমিকা। প্রকৃতপক্ষে শব্দটি হবে প্রস্তাব।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এইসব ভুজুং ভাজুং দিয়া আর কয়দিন আমাগো খানাপিনা বন রাখবেন সানা ভাই...লাস্ট জিটুজি তো হইছিল সেই ব্রিটিশ আমলে x-( x-( x-(
:thumbup: :thumbup:
ঐ ঐ
গেট টুগেদার হইলে এইবার ভার্চুয়াল গেট টুগেদারেরও ব্যবস্থা করা লাগবে। দূর থেইকা দেখমু ;;) ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাষার মূল উদ্দেশ্য মনের ভাব প্রকাশ।
বুঝছি আমরা বললে কাজ হবে না, সামিয়া আর দিহান আপুকে লাগবে ~x(
বি.দ্র. ভুল সংশোধন করা হইয়াছে 🙂 এইবার খানাপিনার আয়োজন করেন 😀
😀 😀 😛 😛
Life is Mad.
:khekz: :pira: :goragori: :gulli2: :chup: :duel: :bash: :grr: ~x( =)) 😮 😀 :)) :just: :((
আপনার কি হইল? 😮
😮
খাপো খাপো :awesome: :awesome: :awesome:
রোজার আগেই গেট-টুগেদার চাই। সিসিবি পার্টি কোথাও ঘুরতে যাইতে চাই। 🙁
:thumbup: :awesome:
এবার আমিও খাবো 😀 😀 😀 😀 :guitar: :guitar:
কি খাবি 😕
অনাহারে অর্ধাহারে দিন দিন শুকায় যাইতেসি খালি।
প্রিন্সিপাল স্যার , কিছু একটা করেন 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
ডিসপ্লে পিক তো সেই কথা বলে না ... B-)
চুমা-চাটি তো ভালই খাইতেছ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :pira:
=))
:khekz: :goragori: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বরাবর
সিসিবি -ইফতার আয়োজক কমিটি ।
একটি জাতীয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসন্ন ইফতার মাহফিলে মাস্ফুর জন্য ছোলা, পিঁয়াজু, বেগুনির পরিবর্তে উপযুক্ত পরিমাণ ট্রিপল সুপার ফস্ফেট, ইউরিয়া ও পটাস সারের সুবন্দোবস্ত করে বাকী উপস্থিত সূধীদের নির্বিঘ্নে ইফতার করবার সূ্যোগ দেবার বিষয়ে আপনাদের মনোযোগ দেবার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
=)) =))
মানুষ তার স্বপ্নের সমান বড়
:khekz: :khekz: :khekz:
:thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz:
:gulti: :khekz: :khekz:
মাস্ফ্যুর খাদ্যের তালিকা দেওয়ায় ধন্যবাদ সামীউর। আমরা এবার এটা মোটাতাজাকরণ প্রকল্পের আওতায় আরো যাদের দরকার তাদেরও সরবরাহ করবো। ;;;
অফটপিক : তুমি কি একই খাদ্যতালিকা ফলো করো??
:grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :goragori: :khekz:
কবিরস ফেডারেল ক্যান্টিন এর রঙ চা, সিঙ্গারা ও কেক ছাড়া কিসসু খাই না!
:khekz: :khekz: :duel:
:)) :)) :)) :)) =)) =)) =))
লবণ হইসে কিনা টেস্ট করার জন্য আমারে কিচেনে রাখা হোক।
😀
উত্তম প্রস্তাব। :thumbup:
সহমত
এহসান ভাই কই ... ??
একটা দারুন আইডিয়া আছে এহসান ভাইয়ের ... অনুমতি না নিয়া কপিরাইট দিয়া শেয়ার করি ... ইফতার পার্টি তো বহুত হয় ... সিসিবি'র সকল পোলাপাইন একদিন একলগে "সেহরী পার্টি" করলে কিন্তু খ্রাপ হয় না।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঐ
কি বলেন কাইয়ুম ভাই ? :grr: :grr:
এহসানের "তৃতীয়" মতে সংগে একমত।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইবার এহসান ভাই আপ্নের টিম না গুছাই দিয়া যাইব কই ...
:grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সেহরীর আগে রাতভর :awesome: :awesome: :tuski: :tuski: :guitar: :guitar:
ছিঃ রোজার মাসে নিষেধ আছে ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওপস!
সেহরীর আগে রাতভর :boss: :boss: :boss: :boss: :boss:
ঠিকাছেনি? 😀 😀
সেহরীর আগে রাতভর নামাজ পড়া নিষেধ ??
নৃত্যরত কলা, :awesome: নাচানাচি :tuski: আর গান-বাজনা :guitar: নিষেধ ...
(সংযম কর রবিন ... গ'এর বয়স হয় নাই তোমার ... :-B )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ছিঃ!
কলা কে কি তুই তবে কাঁঠাল বলিস ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি বলেন কাইয়ুম ভাই ? :grr: :grr:
মনে হচ্ছে কাইয়ূম ভাই এখানে নীরব পাঠক। 😕
ফিরে আসেন ভাইয়া। 😛
তাইফুর ভাই কি যে কন, '৯৯ এর পোলাপাইন .....গ এর পাশপাশি সন্তানযোগ শুরু করে দিল আর রিবিন ভাই তো '৯৪ এর .... :gulli2:
রোজা -ইফতার অনেক দেরি।
সাম্নের শুক্কুরবার আসেন সবাই ধানমন্ডি ৩২ নাম্বার লেকের পাড়ে। একলগে চা-বিড়ি খামুনে। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup:
আমি তো বিড়ি খাইনা :thumbdown:
তাইলে আমার এক প্যাকেট বেন্সন নিছিলি কার লাইগ্যা x-( x-( x-(
কারে দিসস ক x-( x-( সত্যি কইরা ক :chup: :chup: :chup:
খেলুম না ... এইসব কি হচ্ছে? আমিও যেতে চাই, সাথে ঝালমুড়ি আর চা খেতে চাই। 🙁
মিস হয়া গেল :((
সেহরীর আইডিয়াটা দারুন :thumbup:
সেহরি না ইফতারিতে আলাদা একটা উত্তেজনা আসে ;;;
সেহরি আর ইফতারী নিয়া মারামারি করছেন কেন? দুইটাই করেন ... ;;;
বাচ্চালোক তালি বাজাও। 😛
সকল প্রথম দ্বিতীয় এবং ৪/৫/৬ যাই বাইরাক না ক্যান, আমি সিসিবি ইফতার পার্টি করতে পারলেই খুশি :guitar: :guitar:
আপডেটের জন্য নজর রাখুন সিসিবির হাউসে।
:-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:goragori: :awesome: :guitar:
সহমত সবাই... 😀
:goragori: :awesome: :guitar: :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
প্রিন্সিপাল স্যার, ইয়ে বলছিলাম কি। ভাইস প্রিন্সিপালকে ছাড়া কি পার্টি হবে?
সংবিধানে নিয়ম নাই। :-B
ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আপনার দায়িত্ব পালন করবেন 😀