আমি তখন ক্লাস সেভেনে । এক ফ্রেন্ডের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে কি মনে করে যেন স্কুল কুইজটা পুরণ করে পাঠিয়ে দিলাম :-B
একরাতে প্রেপের পর সানি ভাই আমাকে বললেন যে আমার একটি পার্সেল আছে । পার্সেল খুলে দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স ২০০২ সালের আগস্ট সংখ্যা । প্রথমে ভেবেছিলাম আব্বু হয়ত বাসা থেকে পাঠিয়েছে । পরবর্তীতে ১০ জন কুইজ বিজয়ীদের তালিকায় নিজের নামটি ১ নাম্বারে দেখে কতটা আনন্দিত এবং বিস্মিত হয়েছিলাম সেটা আমার স্পষ্ট মনে আছে :dreamy:
ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত মোট ২৯ বার কুইজ বিজয়ী হয়েছি :clap:
এর মধ্যে ২০০৪ সাল মানে ক্লাস নাইন খুবই ভাল কেটেছে :hug:
যেহেতু প্রায় মাসেই একটি কমন নাম কুইজ বিজয়ীদের তালিকায় থাকত সেহেতু আমি বেশ পরিচিতি লাভ করেছিলাম অচিরেই :shy:
তারপর থেকে শুরু হল আমার চিঠি আসা :chup:
দিনবদলের হাওয়ায় এখন তো সব কলেজেই মোবাইল ফোন দেয়া হয়েছে । অথচ কিছুদিন আগেও যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি । চিঠি পেলে আনন্দিত হত না এমন ক্যাডেট খুব কমই আছে । কলেজ অথরিটি হঠাৎ করে সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সবাইকে প্রতি শুক্রবারে চিঠি লেখা বাধ্যতামূলক করে দিল ~x(
সিনিয়ররা স্বভাবতই চিঠি লেখাকে একটি বাড়তি ঝামেলা মনে করে থাকি । বড় ভাইদের খাম সাপ্লাই করতে করতে ডিউটি ক্যাডেটের মাথা গরম হয়ে যেত 😡
কুপনের অর্ধেক টাকা দিয়ে জুনিয়ররা খাম কিনত ভাইদের জন্য ।
সেই সময়ে চিঠি লিখার মাঝে একটা আনন্দ ছিল । সেই দিন আর নাই :no:
যাই হোক আমার কুইজ জয়ের সাফল্যে ঈর্ষাণ্বিত হয়ে আমার জনৈক এক বন্ধু ( নাম বললাম না ) কুইজ পাঠালো এবং বিজয়ীও হল :clap:
আমার কাছে অন্য ক্যাডেট কলেজ এবং বাইরে থেকে যে চিঠিগুলো এসেছিল সেগুলো সবই ছিল ছেলেদের পাঠানো ।
আমরা সবাই জানি যে ক্যাডেটদের চিঠির কুমারীত্ব ঘুচান হাউস ডিউটি মাস্টার কারণ তিনিই সবার আগে ফ্রেশ চিঠিখানা পড়েন 😛
আমার সেই বন্ধুকে একরাতে প্রেপের পর রশীদ স্যার হাউস অফিসে ডাকলেন কারণ তার কাছে একজন মেয়ে চিঠি লিখেছে 😮
স্যার ধারণা করেছিলেন সেটা প্রেমপত্র কিন্তু আসলে মেয়েটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমার বন্ধুর নাম দেখে পেন ফ্রেন্ড হওয়ার উদ্দেশ্যে চিঠিখানা পাঠিয়েছিল =((
হাউস অফিসে কিছুক্ষণ ধুম ধারাক্কা চলল কারন তখন হাউস মাস্টার ছিলেন গণিতের হুমায়ুন কবির স্যার (বিপদজনক) :chup:
ক্লাস এইটে বার্ষিক বনভোজনে কলেজের সবাই গেলাম নাটোরের উত্তরা গণভবন । বিকেলে জুনিয়রদের আগে পাঠিয়ে দেয়া হল কলেজে কারণ সিনিয়রদের আগে পাঠালে কলেজ উল্টাপাল্টা করে দিত যেহেতু কোন টীচার ছিল না :gulti:
হাউসে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি এমন সময় হাউস বেয়ারা এসে আমার টেবিলের উপর একটি চিঠি রেখে চলে গেল :-/
আমি খেয়াল করলাম চিঠিটা এখনো খোলা হয় নি । প্রেরকের নাম দেখে মাথাটা চক্কর দিয়ে উঠল 😡
আফরোজা তাসনীম আশা
জীবনে নাম শুনি নাই, এইটা আবার কে, আমি চিন্তা করছি !
চিঠি খুলতেই অনেকগুলো গোলাপের পাপড়ি বেড়িয়ে এলো ভেতর থেকে আর পোলাপান সব টিজ শুরু করে দিল :bash:
চিঠিটা ছিল এরকম…
প্রিয় তাহমিনুল
আশা করি ভাল আছ । আমার চিঠি পেয়ে তুমি খুব অবাক হয়েছ, তাই না ?
অবশ্য অবাক হবারই কথা কারণ তুমি আমাকে চেন না ।
আমার নাম আশা । আমি মাঝে মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি ।
গত কুইজের ২ নাম্বার প্রশ্নটার উত্তর কি হবে বুঝতে পারছিলাম না ।
তুমি তো উত্তর দিতে পেরেছ তাই ইচ্ছা হল তোমাকে চিঠি লিখতে ।
অনেকেই অবশ্য পুরস্কার পেয়েছে কিন্তু তোমার নাম দেখে মনে হল যেন তোমাকে চিঠি লিখলে তুমিও আমাকে চিঠি লিখবে, কি লিখবে তো ?
আশায় জগৎ টিকে আছে । আমি কিন্তু তোমার চিঠি অপেক্ষায় থাকলাম । আমাকে নিরাশ করো না ।
ইতি
আশা
এই চিঠি যদি হাউস ডিউটি মাস্টারের হাতে পড়ত তাহলে আমার কি অবস্থা হত সেটা খানিকক্ষণ বসে চিন্তা করলাম :frontroll:
এমন একটা দিনে চিঠিটা আসল যেদিন কলেজে কোন টীচার নাই, কি অদ্ভুত এবং জটিল টাইমিং :tuski:
মেয়েটির সৌজন্যে একটি চিঠি লিখেছিলাম কিন্তু আজো সেটা পোস্ট করা হয় নি =((
১ম 😀
পোস্ট না করার কারণ দর্শিয়ে একটি ব্লগ লিখে ফেলো । 😛
ঐ
না,"আশার কাছে খোলা চিঠি" শিরোনামে এইখানেই চি
ঠিটা পুস্ট করা হউক।কে জানে,আশা হয়তো সিসিবি পড়ে 😛 😛
সহমত
😀 😀
:thumbup: :thumbup:
কিরে "কায়িক" কেমন আছোস? 😛
পড়তেও পারে 😛 😛
ব্যায়াপক ভাবে সহমত :thumbup: :thumbup: :thumbup:
:thumbup:
অভিনন্দন
:boss: :boss: :boss:
তাহমিনুল রে... ...
দারুণ লিখছিস :clap: :clap:
কেন? কেন? কেন??
এইটা তুই ঠিক করিস নাই ব্যাটা 😡 😡
রবীঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ তে শুনিস নাই?
😛 😛
রবিঠাকুর নিজেই তো জীবনে কোন প্রেমপত্র লিখে কাউরে দেয় নাই 😛
রবীন্দ্রনাথ যদি ক্যাডেট হইত তাইলে লাইনটা হইত এইরকম
"ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে হয়" 😛 😛 😛
:))
ভাষাশৈলী তো অসাধারণ। এইভাবে কখনো ভাবি নাই।
একটু নতুন করে দেখলে হয় :shy: :shy: :shy:
দেখছোস্তুহিন্যা,টুপিপড়াতাহমিনুইল্যাকেম্নে কুমারিত্বহরণের্কাহিনীকয়!!! 😡 😡
😡 😡 তাইতো
ঘোর্কোলিকাল্ভাই 🙁 🙁 🙁
=)) =)) =))
তাইলে টুপি খুইলা :frontroll: দিতাছি
😀 😀
তাহমিনুল,
তোদের ব্যাচের কে যেন পত্রমিতালীর জন্য আবেদন কইরা পাঙ্গা খাইছিল না??
:khekz: :khekz:
এক্সট্রা ড্রিল ০২ টা
=)) =))
কে যেন ছিলো ওইটা ??
বলা যাবে না :no:
বললে আমার গণ খাওয়ার সম্ভাবনা আছে :chup:
আমার স্মৃতি বলে ওইটা . . .
.................................
আমারে না কইয়া যাইবি কই??
তুই না কইলে নোমান অথবা মুশফিক রে ফোন করলেই মনে পড়বো।
এইটা নিয়া বিয়াপক হাসাহাসি করছিলাম রুমে
=)) =))
নোটিশ বোর্ডে নোটিশ আসছে ইডি লিস্ট দিয়া--- কেউ দেরি করছে ডাইনিং-এ অথবা পিটিতে, কেউ টার্ণ আউট খারাপ, বেল্ট লুজ।
এর মাঝে একটা চোখে পড়লো--
"পত্র মিতালী " করার জন্য
=)) =))
=)) =)) =))
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
:pira: :pira: :pira:
ভাই মান সম্মান নিয়া তো টানাটানি পইড়া যাইব :bash:
:)) :pira: :pira:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz: :khekz: :goragori: :goragori: =)) =)) :pira: :pira:
=)) =)) :khekz:
হায়রে তাহমিনুল ......রে এই প্রেম যেই কষ্ট দেয় ওর সাথে এখন কথা বলিস =))
কথা হয় মাঝে মাঝে 😉
আমাদের শাহদাত সাপ্তাহিক ২০০০ এর কি একটা সংখ্যায় গল্প লিখে এইরকম কিছু একটা হইছিল। তারপর থেকে ওর কাছে চিঠির বন্যা। চল্লিশোর্ধ আন্টি থেকে শুরু করে ক্লাস এইটের বালিকাদের চিঠির যন্ত্রণায় বেচারা অতিষ্ঠ হয়ে গেছিল। বেশিরভাগই বন্ধুত্ব, কিছু প্রেম নিবেদন।
এর মধ্যে একটা ছিল বরিশালের মেয়ে। টানা ৩ টা চিঠি লিখেও শাহদাতের কাছ থেকে কোন উত্তর পায় নি। তাই চার নম্বরটা ছিল থ্রেড দিয়ে,
সব মনে নাই, কয়েকটা লাইন ছিল এই রকম ইচ্ছা করেই আঞ্চলিক ভাষায় লেখা,
"... উত্তর দাও না ক্যান অ্যা? মুই কইলাম মেন্দিগঞ্জের মাইয়া, মুই টাংগাইল আইতে আছি, তোমারে খুইজ্জা বাইর করতে মোর দেরি অইবে না..."
=)) =)) =))
:pira:
=)) =)) =)) =)) =))
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
আমাগো টাঙ্গাইলা পোলার ত ভাল ডিমান্ড ।
বুঝতে হবে :thumbup: :thumbup: :thumbup:
চরম সাম্প্রদায়িকতা... :thumbdown: :thumbdown:
মহান্টাঙ্গাইল, টাঙ্গাইল শব্দটা শুনলেই আবেগপ্রবণ হইয়া যাই :(( :(( :((
তুহিন ভাইও কি টাংগাইলের নাকি :clap: :clap:
অনেক দিন বাসায় যাই না,যাওয়ার সময় কলেজ টাকেও দেখা হয় না। 🙂
ঐ :grr: :grr:
:thumbdown: :thumbdown:
টিউশনির জন্যে পেপারে এড দেবার পরে পেয়েছিলাম কিছু ......
বস আমি তো করতাম উল্টাটা। পড়াইতে চাই তে বহুত মেয়ের ফোন নম্বর থাকত।
আরেকটা ছিল পাত্র চাই বিজ্ঞাপন। ফোন নম্বর সহ পাত্রীর সমস্ত ডিটেইল দেয়া থাকে :grr: :grr: :grr:
আর এই একটা কেসে কখনোই শুনতে হয় না যে নম্বর কোত্থেকে পেয়েছেন :grr: :grr: :grr:
ইন্টারের পরে বান্ধাগরু ছাড়া পাইয়া বহুত ফাইজলামি করছি এই রকম। যদিও এখন আর জোশ পাইনা। বুড়া হয়া যাইতাছি :(( :(( :((
নাহ্! তুমি দেখি বেরসিক।
আশা দিয়ে গড়া স্বপ্নের বাসা তুমি কিভাবে ভাংগতে পারলা???
সহমত
:thumbup:
তাহমিনুল কথা আছে
মেসেঞ্জারে আয় 😡
বেরসিক নারে ভাই :no:
আসলে চান্স পাই নাই =((
আশাকে নিরাশা থেকে বের করে আনো, তাকে এখন এই যুগে একটা হাতে লেখা (টাইপ করা না) চিঠি লিখে চমকিয়ে দাও।
কি যে কন ভাই :-/
দিন বদলাইয়া গেছে না 😛
এখন তো ফেসবুক, ই-মেইল আর সিসিবি এর যুগ 😀
চিঠি লিখবো হাত দিয়ে :bash:
তার চেয়ে :frontroll: দেয়া ভাল
তুমি নির্মম, তুমি পাষন্ড.........। ~x( ~x( :thumbdown: :thumbdown: :thumbdown:
~x( ~x(
🙁 🙁 🙁
:gulli2: :awesome: :khekz:
তাহমিনুল ভাইডি, আশা পরম আশা নিয়ে বসে থেকে তোমার যে চিঠিটা পেয়েছিল ঐটা ব্লগ আকারে কবে দিচ্ছো?
ভালো লাগলো :hatsoff: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মানে যেই চিঠিটা পায় নাই, ঐটা দেও।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অবশ্যই পাবেন 😛 😛
তাহমিনুলের এই ইমো দিয়া কম্পোজ করা পোস্টগুলা দারুন লাগে :thumbup:
কিছুটা কমেন্ট কমেন্ট ভাব আছে 😀 , নিজে সারাদিন খালি কমেন্টই করি দেইখা হয়তো আরো ভাল্লাগে :clap: :clap:
যদিও আশা আফারে রিপ্লাই দেওনাই দেইখা তোমার ব্যাঞ্চাই :)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss: :boss: :boss: :boss: :boss:
আমিও কুমারীত্ব ঘুচাবো :((
😮 কি বলচিস এগুলো?
ওরে পিসিসির কে আছিস রে... :grr: :grr: :grr: মাস্পু বাই ডাকে :grr: :grr: :grr:
😮 😮 😮 😮 x-( x-( x-( ~x( ~x( ~x( :(( :(( :((
তুহিন্তুইকেম্নেয়ামার্নামে এত্তবড়পবাদ্দিলি???আমি নসুর্মেয়েদের্কুমারিত্বঘুচাব কিন্তুয়ামিয়াসারাগেইতাদের্কুমারিত্বঘুইচাগেছে :(( :((
হায় হায় !!!
চেঞ্জ হইলো কখন?? ডাক্তার দেখাইছেন?? :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) :khekz:
:khekz: :khekz: :khekz: :pira: :pira: :pira:
:khekz: :khekz: :khekz: :khekz:
😛 😛 😛
এটা জাহিদ নাকি......???
স্বাগতম...... :frontroll: :frontroll:
ওই মিয়া আপনে ফ্রন্ট রোল দেন ক্যান?দিবো তো জাহিদ 😛
চোখে কম দেখিস নাকি, জাহিদই তো দিচ্ছে......... :chup: :chup: