(গল্পটি পুরানো এবং আগে একটি ব্লগে ছাপানো হয়েছিলো।)
এক
ইন্দিরা রোডের একেবারে মাঝামাঝি দাড়ালে কামাল সাহেবের সুদৃশ্য সিরামিক ইটের চারতলা বাড়িটা নজর কাড়ে। নাগরিক জীবনের শর্ত মেনে বিলডিংএর ভাড়াটিয়া মোট সাতটা পরিবার দৈর্ঘ্যের বিচারে যতটা না নৈকট্যে, নিজেদের মধ্যে সামাজিক সম্পর্কে ঠিক ততটাই দূরত্বে। একেকটা ফçাট যেন একেকটা দ্বীপ। প্রায় প্রতিদিনই দোতলার বাসিন্দা হিয়ার সাথে তারই সমবয়সী চারতলার বাসিন্দা লাবনীর সাথে সিড়িতে উঠানামার পথে দেখা হয়। কিন্তু কোনদিন আলাপ হয়ে উঠেনি। হিয়ার সন্দেহ হয় যে লাবনী তাকে আদৌ খেয়াল করে দেখেছে কিনা। নিজে কিছুটা খাট আর শ্যামলা বর্ণের হওয়াতে ছিপছিপে গড়নের লম্বা আর দুধে আলতা বর্ণের একেবারে পারস্য উপন্যাসে বর্ণিত রাজকন্যাদের মতো দেখতে লাবনীর ব্যাপারে সে এক রকম কৌতুহল বোধ করে। মেয়েটার জীবন যাপন তার কাছে মনে হয়েছে এক ধরনের রহস্যময়তায় ঘেরা।
লাবনী বিবাহিত। সুদর্শন স্বামী হাসান একটা বহুজাতিক কোম্পানীতে উঁচু পদে মোটা বেতনে কাজ করে। প্রায়ই সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী দুজন মিলে নিজেদের প্রাইভেট গাড়িতে হাওয়া খেতে বাইরে যায়। একটা সময় লাবনী মডেলিংয়েও বেশ নাম করেছিল। এখন আর তেমন টিভিতে দেখা যায় না। কিছুদিন আগে হাই ফাই ভাব করা এক দঙ্গল বন্ধু বান্ধুব নিয়ে হৈ চৈ করে বেড়াতো। এখন সে সব বন্ধ। সিড়ি দিয়ে উঠা নামার পথেই হিয়া খেয়াল করে দেখেছে যে বেশ কিছুদিন ধরে দিনের বেলা বেশ হ্যান্ডশাম একটা ছেলে চুপি চুপি ওর ফçাটে ঢুকে পরে। হিয়া নিশ্চিত যে মেয়েটা পরকীয়া করে বেড়াচ্ছে। এ নিয়ে অবশ্য হিয়ার আর কোন আগ্রহ বা মাথা ব্যথা নেই। অনর্থক লাবনীর পিছনে গোয়েন্দাগিরি করে বেড়ানোর জন্য আর অতো বাজে সময় কোথায়? সে ঢাকা মেডিকেলে পড়া মেয়ে। তবে একদম বইয়ের মাঝে মুখ গুজে বসে থাকে না। আশেপাশে একটু চোখ বুলিয়ে চলে, এই এতোটুকুই। এতেই তার গ্রাহক যন্ত্রে অনেক কিছু ধরা পরে যায়। এখন মেডিকেলের ক্লাসে যাবার পথে হিয়াও লাবনীকে সিড়ি দিয়ে নামতে দেখলো। হিয়া যেখানে গেটের বাইরে চলে আসলো, লাবনী সেখানে একটু অস্থিরভাবে গেটের বাইরে উকি ঝুকি দিয়ে আবার উপরে চলে গেল। হিয়া মনে মনে ভাবলো মেয়েটা আসলেও রহস্যোময়। তবে একটু বোকাও। সুন্দরী মেয়েরা চাইলেও কোন কাজ খুব একটা চুপিসারে করতে পারে না। দৃষ্টি সীমার মধ্যে আসার সাথে সাথেই নীচতলার দাড়োয়ান, কেয়ার টেকার সবাই লাবনীর দিকে তাকিয়ে ছিল। অথচ কোন ফাকে হিয়া বাইরে চলে আসলো তা কেউ খেয়াল করেছে কিনা সন্দেহ। তবে ইদানিং হবু ডাক্তার হিসেবে এদের কাছে একটু একটু দাম পাচ্ছে। প্রায়ই এর চোখ জ্বালা, ওর বুক ব্যথা, উনার মাথা ঘুরার ওষুধ পথ্য বাতলে দিতে হচ্ছে। এতে অবশ্য হিয়ার কোন অসুবিধা নেই। শুধু একটাই ভয় কখন না জানি এদের কেউ আবার মূত্রথলীর সমস্যা নিয়ে আসে।
(চলবে)
৫৩ টি মন্তব্য : “চিকিৎসা-১”
মন্তব্য করুন
কিছু টাইপো আছে আপু .........
পরের পর্বের অপেক্ষাতে থাকলাম। সিরিজ লেখক/লেখিকাদের মধ্যে আপনিই নিয়মিত লেখেন। বাকিগুলা সব ডজার ......
২য় :grr: :grr: :grr:
টাইপোর ব্যাপারটা এবার একটু মাপ করে দাও। ৯১এর পর আর বানান দেখা হয়নি। ঠিক করে নেব।
সাবধান ভাইয়া ... ডজাররা তোমার ব্যান চাইতে পারে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
কদ্দিন ব্যাঞ্চাইনা 🙁 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
2nd 😀
3rd 😉
না পড়েই 3rd?
🙂 ভালোই ধরেছো
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপি ভালো লেগেছে, পরের পর্বের অপেক্ষায় থাকলাম। 😀
অফটপিকঃ কেমন আছেন আপি? বাচ্চারা ভালো? 🙂
ভালোই চলছে - বাচ্চাদের বাচ্চামো নিয়ে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু,
লেখাটা যে ভাল লেগে গেলো। 😀
এখন কি হবে ? 😛
এখন যে আপনা কে লিখতে হবে......।আজ অনেকদিন পর সিসি বি তে এসে আপনার লেখাটা পড়লাম...
বেঁচে আছো তো?
না রে কবর থেকে সিসি বি পড়ছি।।বুঝতে পারছোনা?
মেহবুবা, তোমার সাথে আগে আলাপ হয়নি। লেখা আমার রেডীই আছে। ধন্যবাদ পড়ার জন্য।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আমি হলাম হুজুগে পাবলিক...।পরিচয় হলেও ভুলে যে তেন...আমি অনিয়িমিত...কিন্তু দেখেন আজ আবার আস লাম আপ নার লেখা পড়তে...। 😀
সুন্দর সুচনা। পরের পর্বের অপেক্ষায় আছি। আপনার গল্পগুলো খুবই সুন্দর হয়। নিয়মিত লেখেন আপু।
🙂 🙂
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
🙁 🙁
😡 😡 তাড়াতাড়ি পরের টা চাই
সাহস কত তোর সিনিয়রের সাথে মেজাজ দেখাস 😛 যা ফ্রিজ থেকে মিষ্টি খেয়ে আয় 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
আবার্শুরুকর্ছে :chup:
ওই বেটা তুহিন, ওইদিন তো তুমিই আমার ওয়ালে এই জিনিস শুরু করার অপচেষ্টা করছিলা :chup:
হাসান কেমন আছ? অনেকদিন তোমার লেখা নাই কেন?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
😀 :clap:
ফয়সাল - এতোদিন পর আপনার দেখা পেলাম - তাও আবার ভয় লাগায়ে দিলেন।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ওয়াহিদাপ্পু কি মাহমুইদ্যারে "আপনি" বইলা ডাকলেন?? 😮 😮 😮
ভালো লাগলো... 😀
লেখার হাত বেশ পরিপক্ক। ভাল লাগলো।
ম্যালাদিন পরে আইলেন ভাই।
ধন্যবাদ ভাইয়া, পড়ার জন্য।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপনার গল্পগুলোয় খুঁটিনাটি বিষয়গুলো বেশ সুন্দর করে উঠে আসে। বুঝাই যায় আপনি চারপাশ খুঁটিয়ে দেখতে পছন্দ করেন। এই পর্বটা বেশ ভালো লেগেছে।
শান্তাপু, পরের পর্ব তাড়াতাড়ি চাই কিন্তু। 🙂
দিয়ে দিলাম।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু পর্ব গুলো আরেকটু বড় করলে পড়তে আরাম হত 🙂 আর পরের পর্বের অপেক্ষায় থাকলাম
মানুষ তার স্বপ্নের সমান বড়
এবার একসাথে দুটো পর্ব দিলাম।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু পর্ব গুলো আরেকটু বড় করলে পড়তে আরাম হত 🙂 আর পরের পর্বের অপেক্ষায় থাকলাম 😀
যাহা বলেন ...
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আফামনি, শ্যাষ পর্যন্ত আফনেও মুলা ঝুলাইলেন???
তাড়াতাড়ি পরের পর্ব ছাড়েন।
অপেক্ষায় আছি ---- নাজির।
এর আগে অনেক কষ্টে বড় লেখা পড়েছিলে। হাঁসেদের মন বোঝা বড় দায়।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz:
পড়ি নাই এখনো... তবে পড়ার আগে আপা আপনাকে একটা কথা বলে যেতে চাই। কি ব্লগ লিখে ছুটিতে চলে গেলেন, তারপর থেকে কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হইতেছে। :no:
পড়লুম... অপেক্ষায় রইলাম। :thumbup:
কি ব্যাপার ভাইয়া? আমাদের পাশের প্রভিন্সে থাকো, কত করে বললাম, এসে কাচ্চি বিরিয়ানী খেয়ে যাও, তাতো আসলেনা। এখন শান্তা আপি'রে জ্বালাচ্ছো। 😡
বগ্লে গিয়ে দেখ - তোমার কথার উত্তর দিয়েছি। পাসপোর্টের ঝামেলা শেষ?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু, ভাল লাগলো পড়তে... ইতিমধ্যেই আরও ৩ পর্ব দিয়েছেন... এখন ওইগুলো পড়বো... :hatsoff: :hatsoff:
সব পর্ব পড়ে একসঙ্গেই মন্তব্য করি........... B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সব পর্ব পড়ে একসঙ্গেই মন্তব্য করি………. B-)