(পূর্ব প্রকাশিতের পর..)
নীলা।দুইটা অক্ষরের ছোট্ট নাম।ওর চোখ আকাশের মতো নীল।তাই আদর করে আমি নীলা ডাকি।নীল আমার ফেভরিট কালার কিনা!ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে।কিভাবে পরিচয়,আর একদিন বলব।
আমার হইছে এক জ্বালা!আমি সাইন্সের আর ও আর্টসের।আমি যখন তাকে “কার্শফস ভোল্টেজ ল” আর “কার্শফস কারেন্ট ল” বুঝাই,সে বলে”এই গুলার মধ্যে কোন রস আছে নাকি!এই নাও ‘মানব জমিন'”।ও ব্যাগ থেকে বই বের করে দেয়।”ও,ওই ব্যাটা তো ক্যারেক্টারলেস।কার না কার সাথে সম্পর্ক বাধাইছে।আবার কিনা পাহাড়ে যাইতে চায়।কত্ত বড় সাহস।এত জনরে ঘুরাইয়া শেষে কিনা চইলা যায়!”ওকে রাগাতেই এত আয়োজন।রাগলে ওকে খুব সুন্দর লাগে।
“দেখছ,পুরুষ মানুষ।”রাগ দেখিয়ে বলে।ওর হাতটা আমার থেকে ছাড়িয়ে একটু দূরে সরে বসে।খাইছে!ধ্যাত!নিজেই ফান্দে পড়লাম!”তুমি কখনো আমাকে ফেলে চলে যাবে না তো?!”ওর মায়বী চোখের গভীর আর্তিটুকু আমার চোখ এড়িয়ে গেল না।
আবেগে গলাটা রুদ্ধ হয়ে আসে।এভাবে যে ও কোনদিন বলে নি!কাছে টেনে নিয়ে বলি,”না,যাবো না।”দুজনের উষ্ণতার গভীরতাটুকু উপভোগ করতে থাকি।Thermodynamics এর সূত্রগুলোর উৎপত্তি মনে হয় এখান থেকেই!
শরতের আকাশের নীল আমাকে আর টানে না।টিএসসির ক্যাফের পাশে বসে ওর চোখের নীলে হারিয়ে যাই।একটা মেয়ের চোখ এত গভীর হয় কিভাবে?
রাশেদ ফোন করে বলে”ড: দীন মোহাম্মদ স্যার তো এখন দেশে নেই।দেখালে ওনাকে দিয়েই দেখানো উচিত।”
“ঠিক আছে।উনি আসলে একটা এপয়েনমেন্ট ঠিক করে রাখিস।”
(চলবে…)
😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঐ মিয়া, সিসিবিরে কাপড় শুকানোর তার পাইছ নাকি???? 😡
একটু একটু লেইখ্যা ঝুলায়া রাখতেছ??? x-(
যাই হোক, পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা ভাই,মাফ কইরা দিয়েন :boss: ।বেশিক্ষণ লিভলে আঙ্গুল ব্যাথা করে। 🙁
:))
ভাই, আপনি যে একেক্টা কমেন্ট করেন :khekz: :khekz: হাস্তেহাস্তেপেট্টাফাইট্টাযায় :)) :)) :))
অপেক্ষার অবসান :awesome: :awesome:
২য়
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কবীর ভাই, এইটা কি হইলো!!! মাঝখান দিয়ে ঢুকে রৌপ্য নিয়ে গেলেন... যাক গে।
গল্পে কেমন যেন একটা বিয়োগান্তক গন্ধ পাচ্ছি 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও পাচ্ছি... x-(
ডঃ দীন মোহাম্মদ ব্যাটা যাতে দেশে ফিরতে না পারে অথবা দেশে ফিরলেও যেন নায়ক তা জানতে না পারে- সেই ব্যবস্থা নেওয়ার জন্য রাশেদকে অনুরোধ করতেসি :-B ...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:dreamy:
এইটা কি সিরিয়াল পাইছোস নাকি?
এক্টু কইরা কস??
ঠিক মতো ঝাইরা কাশ।
ওই, মূলা ঝুলানুর উভ্যুস তুর কুবে থিকু হূলু রু?
ধুর!!
এট্টু এট্টু কইরা লেখা দেয়ার জন্য :thumbdown:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বেলাডি... লেম এক্সকিউজ দেখাও? :frontroll: :frontroll: :frontroll: কিয়ামত পর্যন্ত ক্যারি অন।
নিজ ব্যাচমেট এবং বন্ধুকে পানিশ করার অপচেষ্টা চালানয় তুহিনের.....................
আর এতো ছোট লেখা দেয়ায় রিজভীর..............................
তুহিনের ব্যাঞ্চাই..... 😛
ছোট লেখা..... 😕 .......টাইপ করতে খুব কষ্ট 🙁 :((
এ্যাঁ x-(
পোলাপাইন প্রেম পিরিতির মাঝে কেন খালি পড়াশুনা আনে 🙁
দোস্ত এত কম কম কইরা দিলে চলে না আর বেশি করে ছাড় দরকার হলে দুয়েক দিন টাইম নিয়া B-) চামে দিয়া উপদেশ দিয়া ফেললাম 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
পড়াশুনা কই আনছি x-(
চাকরির বাজারের যে অবস্থা! ~x( ~x(
আমি তো আমার বিজ্ঞাপন দিতেছি.......... 😀
আরে, কবি দ্যাহি এহন বিজ্ঞানী। 😮 😮
নাহ, আজ আর সিসিবি'তে বেশিক্ষণ থাহা ঠিক হবো না। মাথা পুরাই আউলাই যাবো।
আমি গেলাম গা......... :((
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😮 😮 😮
লেখা ভাল হচ্ছে জাবীর। তবে পর্বগুলো আরেকটু বড় করলে ভাল হয়।
পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
আম্রাও তোর পরের পর্বের জন্য..................... ইয়ে মানে বুঝতেই তো পারছোস।
অফ টকঃ আমারে এই ব্যাপারে কিছু না বলার জন্য হাই কোর্ট এর আদেশ আছে।
:boss:
:shy: :shy:
জাবীর, দুই বাক্যের মাঝে একটু গ্যাপ (Space) দিও, দেখতে সুন্দর লাগবে।
লেখা ভাল হচ্ছে, তবে বিজ্ঞাপণ বিরতি খুব তাড়াতাড়ি দিচ্ছ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,এইডা হইল মেগা সিরিয়াল টাইপ.....৩০ মি: এর মধ্যে ১০ মি: নাটক,১০ মি: বিঙ্গাপন বিরতী আর ১০ মি: প্রতি ঘন্টার সংবাদ :-B 😀
১০ মিনিট পর পর প্রতি ঘন্টার সংবাদ কেমনে হয়?
যাই, মাথায় একটা বাড়ি দিলে বোধহয় বুঝতে পারুম। :bash: :bash: :bash:
আরে, ১০ মিনিট পর পর প্রতি ঘন্টার সংবাদ না, প্রতি ঘন্টার সংবাদএর লেন্থ ১০ মিনিট কইরা :grr:
পৃথিবীর সবচেয়ে বেশিবার বলা মিথ্যে কথা। :gulli2: 😡
এবং পৃথিবীর সবচেয়ে বেশিবার বলা অন্যতম রোমান্টিক কথা। 😡
=(( =(( =(( =(( =((
🙂 🙂
তুই কত মেয়েরে কতবার বলছিস রে???
জানিনা। ভুলে গেছি 😕
ব্যক্তিগত কথা পড়তে ভালোই লাগছে। চালায়ে যা!! 😛
হালায় কয় কি! 😮 ~x(
এইডা গল্প........স্মৃতিকথা না 😡 😡
ফার্স্ট পার্টের মন্তব্যে কইছস যে, বেশীর ভাগ জীবন থেকে নেওয়া। মনে নাই? ;;;
হ...৭০-৩০ মিক্স আছে.....ফুল না। 😡 😡
থার্মোডিনামিক্স নিশ্চয়ই সত্যি পার্টে পড়ছে, তাই না ;;;
😕 😕
তুই কি কৈবাচ্র্স...
=))
😕 😕
মেগাসিরিয়াল ভাল হচ্ছে । :clap:
চোখ তো নীল না! :-/ যদ্দূর মনে পড়ে শাড়িটা নীল ছিল :-B
পালাই
:grr: :grr:
স্যাম...এইডা একটা গল্প........মূল চরিত্র কাল্পনিক......বাস্তবতার সাথে কোন মিল নাই....... 🙁
কিন্তু দোস্ত...চরিত্রগুলা কিন্তু কাল্পনিক না :hatsoff:
দুস্ত, মূল চরিত্র কাল্পনিক। বাকীগুলান বাস্তব। আর প্লট আধা কাল্পনিক-আধা বাস্তব... 🙂
মিয়া তুমি ত পূরা বাংলা নাটকের মেগাসিরিয়াল বানাঈ ফেলছ। আমার পাল্লায় পড়লে :just: :frontroll: :frontroll: :chup: :gulli2:
আব্দুল্লাহ ভাই, মাত্র ৬টা পর্ব দিছি। 😕 মেগাসিরিয়াল বানানোর কুন খায়েশ নাই....বাংলা টাইপ করা খুব কষ্টকর 🙁