স্বপ্নবাজ মানুষ মাত্রই স্বপ্ন দেখতে আর দেখাতে পারে। আমি স্বপ্নবাজ কিনা জানি না, আমি শুধু স্বপ্নই দেখে যাই, কাউকে কোন স্বপ্ন দেখাতে পারি না। তবুও মাঝে মাঝে নিজেকে স্বপ্নবাজ বলেই মনে হয়। আমি জেগে জেগে… ঘুমের মাঝে সব সময়ই স্বপ্ন দেখি।
একবার স্বপ্ন দেখি- আমি শৈশব এ ফিরে গেছি আবার দেখি আমি মৃত্যু শয্যায়। কিছু স্বপ্ন নষ্টালজিয়ার ভিন্ন রূপ কিনা সেটাও বুঝতে পারি না।
আমি দেখি , প্রাচীর ঘেরা হলুদ দেওয়াল এর একটা বাড়ী – বাড়ীর সাথেই পুকুর – শান বাধানো ঘাট – ঘাট এর দুই পাশেই দু’টি ছাতিম গাছ। নতুন সাঁতার শেখার পর ঘন্টার পর ঘন্টা পুকুর এ সাঁতার কাটছি। আমার মা আমাকে পানি থেকে উঠে আসার জন্য বার বার শাসন মাখানো অনুরোধ করছেন। কিন্তু ঐসব শোনার সময় কোথায়? আমি সাঁতার কেটেই যাচ্ছি । অবশেষে সাঁতার শেষে ওঠার পর মা লাঠি নিয়ে তাড়া করলে দৌড়াতে দৌড়াতে আমি একসময় পড়ে গেলে আমার মা লাঠি ফেলে দিয়ে আমাকে মাটি থেকে তুলে নিয়ে কোলে করে আমাকে বাড়ী নিয়ে যাচ্ছে ।
আমি দেখি, আমি মৃত্যু শয্যায়। আমার সময় ফুরিয়ে আসছে। সবাই সেটা বুঝতে পারলেও সবাই এই সত্যিটা মানতে নারাজ। আমার চারপাশে আমার সব প্রিয় মুখ । আমার মাথা আমার মা এর কোলে। আমার মা অনবরত কাঁদছেন। তাঁর গাল বেয়ে পড়া চোখের পানি আমার কপাল এ পড়লে আমি তার উষ্ণতা টের পাচ্ছি। আমার মায়ের মাড় দেওয়া শাড়ীর গন্ধ পাচ্ছি । আমার মায়ের ঠান্ডা হাত স্পর্শ অনুভব করছি। চারদিকের প্রিয় মানুষ গুলোর মুখ ঝাপসা হয়ে আসছে। তারপরও সবাই আমাকে বাচাঁর আশ্বাস দিচ্ছে। আমার মা আমাকে বুকের সাথে শক্ত করে ধরে রেখেছেন যেন আমাকে তাঁর কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে। আমার চারিদিকে শুধুই অন্ধকার…।।
আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কেন আমার মৃত্যুর স্বপ্ন দেখি ?? সে উত্তর দিয়েছিল, আমি মৃত্যুকে ভয় পাই বলেই মায়ের কোলে মরার স্বপ্ন দেখি। কেননা ছোট বড় সবাই নাকি মায়ের কোল’কে সবচেয়ে নিরাপদ বলে মনে করে। সবার ধারণা, মায়ের কোলের মাঝে থাকলে কোন আপদ বিপদ স্পর্শ করতে পারবে না। আমি সাধারন মানুষ, অতশত লজিক বুঝি না। আমি শুধু এটুকু বুঝি যে, সৃষ্টিকর্তা মৃত্যু কেমন হবে এটা ঠিক করতে দিলে এমন মৃত্যুই কামনা করব…।
😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
১ম হওয়ায় তোমার জন্য মেডেল বানাতে দিচ্ছি। :-B 😀 😀
২য় ... 😛
আপনার জন্য রৌপ্য পদক। :-B
তামার পদক কি দেয়া হবে? 🙂
বাজেট কম। 🙂 আপাততঃ স্বর্ণ আর রৌপ্য পদক দিচ্ছি। 🙂 🙂
স্বপ্নবাজরা এতো সহজে মরে না। বেঁচে থাকো অনেকদিন, শতায়ু হও!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ সানাউল্লাহ ভাই। জুনায়েদ এর কাছে আপনার কথা সব সময় ই শুনি। 🙂 🙂
ভাল লাগলো জাফর ভাই.........এইরকম ভাবে চালিয়ে যান।
ধন্যবাদ আহসান। 🙂
তোমার -•আমার বাংলা আর সমাজ গাইডের কাহিনী পড়লাম। তোমার লেখা পড়ে আমার এক ক্লাসমেট এর কাহিনী মনে পড়ে গেল। সব কলেজেই এক ই কাহিনী ঘুরপাক খায়। 🙂 🙂
বাংলা আর সমাজ গাইডের কাহিনী নিয়ে আমার ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছিল।
আপনাদের ব্যাচে কি হয়েছিল????এই নিয়ে একটা ব্লগ দেন।
জাফর ভাই, ব্লগে সুস্বাগতম!এই কে আছিস জাফর ভাইকে কড়া লিকার ফ্রেশ পাত্তি চা দে এককাপ গরমাগরম......রকিব তুই কই?কলেজ ভাই আইছে দেখস না? x-(
মাসরুফ , ধন্যবাদ। কিন্তু . . . তোমারে নিয়ে নাকি জোস এ্কটা কবিতা লেখা হইছে!!!! :-B :-B
আচ্ছা আমি দিতাসি...রকিব ভাগসে... :teacup: :teacup: :teacup:
আইসা পড়ছি।
চা গরম :teacup: :teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চা ভাল হইছে। 🙂 চা এ একটু চিনি কম হইছে। আমি আবার চিনি একটু বেশি খাই- ৪ চামচ। 🙂 🙂
আমিও এমন স্বপ্ন দেখি।
ঠিক বলেছ ভাইয়া।
লেখালেখি থামাবেন না, চলতে থাকুক।
অফটপিকঃ রৌপ্য পদকের জন্য ধন্যবাদ। 🙂
:clap: :clap:
আমি স্বপ্ন দেখি খালি লটারী তে তাকা পাইছি :dreamy: । কিন্তু আমি কখনও লটারী কিনি না। ~x(
দোস্ত চালায়া যাও। লেখা ভাল হইছে :thumbup:
অসম্ভব সুন্দর লেখা :boss: :boss: :boss:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ধন্যবাদ - মন্তব্য এবং আরো লেখার সাহস দেওয়ার জন্য। 🙂 🙂
তুমি না হয় তোমার মায়ের কোলে মরতে চাও, কিন্তু তখন তোমার মায়ের কি অবস্থা হবে চিন্তা করেছ?
স্বপ্ন দেখা ছেড়ে দিও না রে ভাই, এই পৃথিবীতে স্বপ্নবাজ মানুষদের খুবই প্রয়োজন।
কোথায় পড়েছিলাম মনে নেই এক মা এবং ছেলের গল্প। তাদের দুজনেরই ইচ্ছা তার আগে যেন অন্য জনের মৃত্যু হয়। কারণ হিসেবে মা টা বলেছিল আমার ছেলেটি আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না ওকে কে দেখে রাখবে যদি আমি আগে মরে যাই ওর যে খুব কষ্ট হবে আমার টুকু আমি সহ্য করতে পারব ও তো ছোট ও পারবে না। আর ছেলে বলেছিল, আমার মায়ের আমি ছাড়া কেউ নাই , আমি যদি আগে মরে যাই তাহলে আমার মায়ের যে কষ্ট হবে সেটা মা ছাড়া আমার কষ্টের তুলনায় অনেক অনেক বেশি তাই আমি চাই আমার মা আগে মারা যাক।
কি অদ্ভুত ভালবাসা।
সব মা আর সন্তান এর ভালবাসা বুঝি এমনই হয় ! ! ! তবে আমি তোমার গল্পের বিপরীত চাই।
মা মা-ই।
লেখায় পঞ্চতারকা।
ধন্যবাদ মহিব। 🙂 🙂
শুতায়ু হও। অন্য কিছু নিয়া ভাবো।
ধন্যবাদ শওকত ভাই আপনার আশীর্বাদ এবং মন্তব্যের জন্য।
জাফর,
মায়ের কাছ থেকে সেই সেভেনে বেড় হবার পর থেকে আর ফেরা হয়নি... এমনকি মায়ের অসুস্থ্যতার সময়েও কাছে থাকতে পারিনি এমন ঘটনার নজীর অনেক। আজ তাই তোমার লেখাটা পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ফোন দিয়েছিলাম মা'কে। কথা বলতে পারিনি। কি যেন একটা গলায় আটকে ছিল...। মা কিছুক্ষণ হ্যালো হ্যালো বলে আপন মনে "সম্ভবত নেটওয়ার্ক খারাপ" বলে ফোন রেখে দিলেন।
আমার জন্য এই দোয়াটা করো...।
লেখাটি প্রিয়'তে রাখলাম।
ধন্যবাদ আহসান ভাই। আমি ও আপনার মতো সেই ক্লাস ৭ থেকেই বাইরে বাইরে আছি। আমি আমার মা'কে সহ পুরো পরিবার'কে দারুন মিস করি। মাঝে মাঝে মাকে নিয়ে কোন দুঃস্বপ্ন দেখলে আমি মা'কে ফোন দেই, কিন্তু কথা বলতে পারি না।
স্রষ্ঠার কাছে প্রার্থনা করি, আমার মা তার সন্তানদের'কে যতটা ভালবাসে , আমরা যেন তাকে তার প্রাপ্য ভালবাসাটুকু দিতে পারি।
লেখাটা পড়ে মাকে অনেক মনে পরছে । আমারো আহসান ভাইয়ের মত অবস্থা । ক্লাশ সেভেন থেকে ঘর ছাড়া । ছুটছি তো ছুটছি, আমার ছোটা আর শেষ হয়না । যেদিন শেষ হবে সেদিন যেন মায়ের কোলে গিয়ে বিশ্রাম নিতে পারি ।
খুব ভালো লাগলো লেখাটা। স্বপ্নবাজ লেখক, তোমার জন্য শুভ কামনা।
সামি ভাই, ধন্যবাদ।
ওরে জাফর, কিদ্লিরে...
আয় হায় ইমো কই????
ইমো ছাড়া কমেন্ট করুম কেমনে???? :bash: :goragori kanna:
:shy: :shy: :shy:
লেখাটা খুব ভালো হয়েছে।এত সু্ন্দর করে কয়জন মানুষ স্বপ্ন দেখতে পারে ॥ :clap: