“ক্যাডেট কলেজে ছয় বছর থেকে যারা পাক্ষিকে ফেল করে নাই এই পোস্টটি তাদের জন্য নয়”
আমি সেই ক্যাডেট, যে প্রথম পাক্ষিকে অংকে ডাবল জিরো পেয়েও পরের পাক্ষিকে ২৪ পেয়েছিলাম :just:
ক্যাডেট কলেজে চান্স পাওয়ার আগে আমি মোটেই খারাপ ছাত্র ছিলাম না । তাই বলে কিন্তু আমি কলেজকে দোষারুপ করছি না 😛 😛
আসলে সবসময় মজা করতে গিয়ে পড়াশুনা থেকে খানিকটা ছিটকে পড়েছিলাম ~x(
ছয় বছরে সেভেন ছাড়া প্রত্যেক ক্লাসের ফার্স্ট টার্ম ইন্ডে আমার ফেল করার বিরল রেকর্ড রয়েছে :just:
নতুন ক্লাসে উঠে আমি খুব ফুর্তিতে থাকতাম :tuski:
মনে হত সারা বছর কষ্ট করে কেবল নতুন ক্লাসে উঠলাম, একটু জিরিয়ে নিই, পড়াশুনা কিছুদিন পর থেকে শুরু করবো :gulti:
ক্লাস টুয়েলভ এর ফার্স্ট টার্ম ইন্ডে ফেল করে ঈদ-উল-আযহা ভ্যাকেশনে বাসায় গেলাম ।
চিন্তা করছিলাম এইবার ফেলের চিঠিটা যদি আব্বুর হাতে পড়ে তাহলে ঈদ মাটি হয়ে যাবে 😡
হঠাৎ করে মাথায় আসলো, চিঠিটা কোনভাবে কায়দা করা যায় কিনা :-/ :-/
পুরো ভ্যাকেশন মাথার মধ্যে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিলো, যেভাবেই হোক চিঠিটা আটকাতে হবে :-B
যেই ভাবা সেই কাজ, পোস্ট অফিসে নিয়মিত যোগাযোগ রাখতে লাগলাম :teacup:
মাঝে মাঝে পুরো দুপুর কাটিয়ে দিতাম পোস্ট অফিসের বারান্দায় :bash:
এদিকে ঈদ চলে এসেছে অথচ চিঠির কোন পাত্তা নেই :no: :no:
আমি অবশ্য আগেই ডিডি করার টাকা ম্যানেজ করে রেখেছিলাম :clap:
৩১ ডিসেম্বর ২০০৭
সকালে ঘুম থেকে উঠে সাড়ে এগারোটার দিকে পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞাসা করলাম রাজশাহী থেকে কোন চিঠি এসেছে কিনা 🙁
পিয়ন বলল যে এইমাত্র তিনি নাকি চিঠিটা আমার আংকেল এর কাছে দিয়ে এসেছেন :bash:
তাড়াতাড়ি ফোন করে অবস্থান জেনে নিয়ে দেখা করতেই…
আংকেলঃ রিমন, কলেজ থেকে তোমার একটা চিঠি এসেছে (আমার ডাক নাম রিমন)
আমিঃ তাই নাকি ?
চিঠিটা নিয়ে কিছুদূর গিয়ে টুকরো টুকরো করে সেটা ছিড়ে আকাশে উড়িয়ে দিলাম 😉
ডিডি করার জন্য ব্যাংকে গিয়ে দেখলাম সেখানে তালা ঝুলছে 😮 😮
খোঁজখবর নিয়ে জানতে পারলাম ব্যাংক কোন কারণে বন্ধ এবং খুলবে ২ জানুয়ারী (কলেজে যাওয়ার তারিখ ৩ জানুয়ারী) :(( :((
জীবনে কখনো ডিডি করি নাই, তাই নিয়ম কানুন কিছুই জানা ছিল না :duel:
যাই হোক সবার কাছ থেকে শুনে শুনে আমি এগুতে লাগলাম :gulli2:
বাসায় এসে নিজের হাতে করা ডিডি সযত্নে রাখলাম । এইযাত্রা রক্ষা পাওয়ায় খুব ভাল লাগলো :dreamy: :dreamy:
গত আই এস এস বিতে রেড কার্ড পেয়ে পরেরটায় যখন গ্রীণ কার্ড পেলাম তখন অনুভূতির পার্থক্যটা খুব সহজেই অনুধাবন করতে পেরেছিলাম 🙂
সারা জীবন যারা শুধু পাশই করে গেছেন, ফেলের মুখ দেখেন নাই, তাদের জন্য রইল গভীর সমবেদনা :((
কয়েকদিন আগে কলেজে বেড়াতে গিয়েও ১০০ টাকা জরিমানা দিয়ে এসেছি যেটা বাকী ছিল :khekz: :khekz:
যাই হোক এই পাশ-ফেল নিয়েই আমাদের পথচলা :pira:
ফেল নিয়ে আমার এট্টা ট্রাজেডি আছে। ক্লাশ ইলেভেনে কোন এক পাক্ষিকের পর ভিপি স্যার সব জেপিকে ডেকেছেন। যা বললেন তার সারমর্ম ছিল আমাদের আর জুনিয়রদের যারা ফেল করছে ঐগুলাকে ঝাড়ি দিতে হবে যাতে পরেরবার ফেল করার ক্রেডিট না নেয়।। আমি চুপ, কোন কথা কই না, ফ্রেন্ডগুলাও দেখি কেমন মিচকা ক্যালানি দেয়। আমি তো অলরেডী ক্রেডিট নিয়া ফেলছি 😀 😀 ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😛 😛 😛
এক পাক্ষিকে আমরা ৪৭ জনের মধ্যে ৩৪ জন অংকে ফেল করছিলাম 😛 😛
তারপর ভিপি স্যার ~x( ~x( ~x( ~x(
আমি ক্লাস ৭ এর একটা পরীক্ষাতেও পাশ করি নাই 😀 😀
তারপর আর ফেল করেন নাই 😛
আপনি তো তাইলে জটিল ব্রিলিয়ান্ট :just:
হ্যা, তারপর আর ফেল করি নাই। তারপরও মানবিক ছিলাম আমি।
:thumbup: :thumbup: :thumbup:
শালী, :party: ৭ ক্লাসের ১টা পরীক্ষাতেও ্যদি পাস না করো তাইলে মিয়া ৮ ক্লাসে উঠলা কেমনে? :grr: :khekz:
আসলেই তো :-/ :-/ :-/
ভাই ফেল করার পরেও কেমনে কেমনে যেনো উঠে গেছিলাম। 😀
:just: কপাল
😮 এইটা কি কথা ফেল করলে কি পরের ক্লাসে উঠতে সমস্যা হয়নাকি 😮
তাইলে আমি ক্লাস ৮,৯,১০ এ উঠলাম ক্যাম্নে?? 😮
দু:খজনক হইলেও সত্যি যে আমি ছয় বছরে পাক্ষিকে কোনদিন ফেল করিনাই। :((
আর সেই আমিই কীনা ইউনিতে আইসা.. (বাকিটুকু আর কইলাম না। সিনিয়র বইলা কি লজ্জা শরম থাকতে হবেনা নাকি? :grr: )
সাতেও নাই, পাঁচেও নাই
আপনি তো ডিসকোয়ালিফাইড এই পোস্ট পড়ার জন্য :-B :-B
একবারও ফেল করেন নাই এইটা একটা কথা হইল ~x(
যাই হোক ইউনিতে আইসা... বাকিটুকুর জন্য আবারো সমবেদনা রইল 🙁 🙁
:salute: :salute: :salute:
এই সুযোগে আমি কয়েকটা :frontroll: :frontroll: :frontroll: দিয়ে নিই
আরেকটা দেই লাস্ট :frontroll:
তুমি কি ক্যাডেট নাকি......
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইটে একটা পাক্ষিকে এক সাথে তিনটা পরীক্ষাতে ফেল করসিলাম ।।...
:boss: :boss: :boss:
আমি ৪ টা তে B-)
:boss: :boss: :boss: :boss:
আমার রেকর্ড খুব ভালো।
পাক্ষিক পরীক্ষায় প্রথম হয়েছি আবার একসঙ্গে ৫ বিষয়ে ফেল করেছি। পাশ-ফেল মুডের উপর ডিপেন্ড করতো 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz:
আমার মুড তো সবসময় ভালই থাকতো কিন্তু :frontroll: :frontroll:
মাহমুদের মুড সবসময় ভালো থাকত। মাহমুদ সর্বোচ্চ নাম্বার পেয়ে মাইর খাবার রেকর্ড অর্জনকারী একমাত্র ব্যক্তি বোধহয়। মনে আছে মাহমুদ? :grr: :grr:
:thumbup: :thumbup:
:boss: :boss: :boss: :boss: :boss:
এইটা কিভাবে সম্ভব =)) =))
ক্যাডেট কলেজের ফেল করেছি হাতে গোনা কয়েকবার...।। তবে ফেল না করলেও টেনেটুনে পাশ করা ফলাফল পত্র লুকানোর জন্য ডাকপিয়ন মামার সাথে আমার লিঙ্কটা ভালই ছিল। :hatsoff: :hatsoff:
আমি অবশ্য লিঙ্কটা খুঁজে পেয়েছিলাম ক্লাস টুয়েলভ এ :bash: :bash: :bash:
ঠেলায় পড়লে টুয়েল্ভ পর্যন্ত অপেক্ষা করা লাগে না......।। 😕
তাহমিনুল রে
এইরকম দিন গেলো একটা !!
তা-ও তুই পোস্ট দিয়াই দিলি 😀
ভালো ভালো। আমারো ঘটনা আছে। অহন মুড নাই, শালার থিসিসির খেতা পুরি।
সারারাত ঘুমাই নাই...
তোর পোস্ট দেইক্ষা চমকাইলাম। একদিনে আরসিসির তিনটা পোস্ট--তুই, আমি, শার্লী :thumbup: :thumbup:
হাছা কইছেন ভাই :thumbup:
গতকাল সিসিবি যে হাউসফুল ছিল তাতে পোস্ট দেওয়ার লোভ সামলাইতে পারি নাই :no: :no:
আমরাই তো আরসিসির :gulli2: :gulli2:
:shy: আর আরসিসির এক্স ক্যাডেটের হৈলেও হৈতে পারে জামাই হিসেবে আমিও :gulli2: :gulli2:
রেজাল্ট তো কোন কালেই ভাল ছিল না । সব সময়ই টাইনা-টুইনা :))
টাইনা টুইনা পাশ করলে যে সুখ লাগত রে ভাই :tuski: :tuski:
নিজেরে খুব স্মার্ট মনে হইত তখন 😀
:hug:
ভালই তো...।। :clap: :clap:
:thumbup:
এখন কি ফেল করলে আবার জরিমানা করে নাকি? আজব নিয়ম...ক্লাস সেভেনে কখনো অঙ্কে পাশ করি নাই, শেষে এমন অবস্থা হলো যে কলেজ থেকে চিঠি গেলো যে এইবার পাশ না করলে কলেজ আউট। শেষে সেইবার ক্লাস এইটের পরীক্ষায় পাশ করে কলেজ আউট হওয়া থেকে বাঁচলাম।
আমরা জরিমানা দেই নি।
আবারো বলি :just: কপাল
সামি ভাই, যে ফেল করবে তার কলেজ থেকে জরিমানা পাওয়ার কোন সম্ভাবনা আছে কি 😛
আমারো একবার কলেজ আউটের হুমকি দিয়ে চিঠি এসেছিল কিন্তু তারপর আমি আবারো ফেল করেছিলাম, কই কিছু হয় নাই তো :tuski: :tuski:
:just: ভয় দেখায় আর কিছু না :no: :no:
মিয়া দিন বদলায়ছে না কওয়া তো যায় না দেখা গেলো টাকা দিতেছে মোটিভেশনের জন্য 😛
না মিয়া আমাদের সময়ে প্রিন্সিপাল ছিল লেঃ কর্ণেল কায়সার আহমেদ খুব কড়া ছিলেন উনি আরেকবার ফেল করলে শিওর আউট করে দিত।
এইটা কি কইলেন ভাই :khekz: :khekz: :khekz:
পিরা গেলাম তো...... :pira: :pira:
কর্ণেল কায়সার স্যারের নাম অনেক শুনেছি। উনিই তো কলেজে অনেকগুলো মাস্ফ্যু ভাই(গাছ) লাগিয়েছিলেন, না ভাই?
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
x-( x-( x-(
বাহ এইতো নাজমুল আমার পক্ষে B-)
x-( x-( x-( x-( গাছ কি আমি একা নাকি ব্লগে?হ্যাঁ, বটবৃক্ষ হৈলে তোর কথা ঠিক আছে :bash:
@শার্লী, হ্যা উনি অনেক মাস্ফু থুক্কু গাছ লাগিয়েছিল কলেজে এরই ফলশ্রুতিতে মাস্ফু মনে হয় আমাদের কলেজের জামাই হইছে। 😀
একবার পাক্ষিকে বায়োলজীতে ফেল করতে হইছিল। 🙁 🙁
বায়োলজীতে ফেল করছিলেন 😛 😛
এইটা তো সোজা 😀
তানভির ভাই ফেল করছিলেন!!!!!!!!!!!!!!!!! 😮 😮 😮 😮 😮
৯ পাইয়া ফেল করছিলাম। স্যারের কাছে নাম্বার বাড়াইতে গেছিলাম, কিন্তু পোলাপাইনের রিকোয়েস্টে স্যার আর আমার নাম্বার বাড়ান নাই। 😀 😀
রিকোয়েস্টের মাত্রা মনে হয় বেশি ছিল :hug: :hug:
কিরে এই কাহিনি টা কবে ছিলো?
তানভীর ভাই আপনি কি চাপা মারছেন নাকি :just:
রবিন ভাই তো মনেই করতে পারতেছে না 😛 😛 😛
কলেজের এই টাকা জরিমানা করার আজিব নিয়ম কবে থেকে করেছে? এত কিছু করলাম, টাকা জরিমানা তো দেই নাই। নাকি বাপে দিছিল আমি টের পাই নাই।
যাউজ্ঞা, ইলেভেনে মাস্তান হাই স্যারের জিওম্যাট্রি কিচ্ছু বুজি না, সারা জীবন খাতায় সম্পাদ্য আর উপপাদ্য করছি জিওম্যাট্রি ক্লাসে, হঠাৎ কইরা x,y এর খপ্পরে পইড়া মাথা গেল আউলাই, সোজা ডাবল জিরো পাইয়া বসলাম।
আরও আছে ছোটখাট কিছু, কিন্তু ডাবল জিরো আর নাই। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ডাবল জ়িরো পাওয়ার বিরল সৌভাগ্য অর্জনে আপনাকে অভিনন্দন :boss: :boss:
আমি কেমিস্ট্রিতে একবার (সম্ভবত ক্লাস ৯) পাইলাম ০১!
সবাই বুঝাইল যে... :duel:
পরের পাক্ষিকে পাইলাম ০৬! তারপর নিজ থেকেই... :duel:
পুরাপুরি নতুন কইরা শুরু করলাম...প্রি-টেস্টে ৮৮,টেস্টে ৯২।ব্যস্,সব ভয় কেটে গেল।
০১ পাবার পর ভাবছিলাম কেউ এই রেকর্ড ভাংতে পারবে না,মাগাররর... :no:
শফিক ০০ পাইয়া পরবর্তীতে আমাকে ২য় কইরা দিল! 😡
:grr: :grr:
😀
সবার কাহিনী পইরা বুঝলাম আমার মতো নায়ক এখনো জন্মায়নাই B-)
আল্লার কসম সব কাহিনী সত্য এবং এর সাক্ষী বরিশাল ক্যাডেট কলেজের ২৫ তম ব্যাচ এবং তাদের ফর্ম মাষ্টারগণ :boss:
ক্লাস সেভেন থেকে ক্লাস ৯ পর্যন্ত আমি মাত্র একটা টার্ম এন্ড পরীক্ষায় পাশ করেছি। এর মাঝে অংকে পাক্ষীকে ০০ পেয়েছিলাম ইতিহাসে ২ পেয়েছিলাম মনে আছে।
ক্লাস নাইনের ফাইনাল পরিক্ষায় আমাদের আর্টস এর অংকের রেজাল্ট নিম্নরূপঃ
ক্যাডেট নাজমুল(১২৩৮):১২-৫=৭
ক্যাডেট মুস্তাকীম(১২৪১):১৮-৫=১৩
ক্যাডেট মুশফিক(১২৪৩):৩৩(কিন্তু টোটাল ৪০ হয়নাই) :no:
..............................:০০(সত্যি কথা)
কিন্তু ক্লাস টেন থেকে এই নাজমুল কোনো পরীক্ষায় আর ফেল করেনাই :grr:
যদিও পরিসংখ্যান এ আমাকে পাশ করানোর জন্য আজাদ স্যারের একবার সবাইকে ৫ গ্রেজ় দিতে হইছিল :grr:
এইটুকু বুঝলাম কিন্তু :-B
সবাই ৫ করে দিলে কত হয় 😡
এইটাকে তুই পাশ ধরলি কেমতে ~x( ~x(
B-)
আজাদ স্যার কে :salute:
ক্যাডেট নাজমুলকে বরিশালের ২৫ তম ব্যাচের পরিসংখ্যান এর ছাত্র দের পক্ষ থেকে ৫ হাজার :salute:
B-)
নাজমুল তোর কি ফেল প্রিফেক্ট হইতে কোন আপত্তি আছে :just:
এইটা আমিই নিতাম কিন্তু তুই আমার চেয়েও কোয়ালিফাইড :salute: :salute:
B-) B-)
আমি কেলাস নাইনে জেনারেল ম্যাথে পাক্ষিকে ২৫ এ একবার ৫ পাইলাম।হতোদ্যম না হৈয়া দ্বিগুণ উৎসাহে অঙ্ক কইরা পরের পাক্ষিকে পাইলাম ৩ ~x( ~x( ~x( :bash: :bash: :bash:
😀
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
ভাই আমি আপ্নের থেকে এক স্টেপ উপরে। আমি ৫ পায়া পরের পাক্ষিকে পাইসিলাম ০০। :frontroll:
আমরা কয়েকজন এস এস সি এর প্রি-টেস্টে হাইয়ার ম্যাথে ফেল করছিলাম। পরে তানভীরের কাছে অংক করার ফলে বোর্ড হাইয়েষ্ট পাইছিলাম। থ্যংকস তানভীর।
😕
:(( আমিও তানভীর ভাইয়ের কাছে অঙ্ক করপো :((
তানভীর ভাই কই 😕 😕
আগে একটা :frontroll: দিয়ে নিই
তারপর :just: একটা :salute:
অংকে লাস্ট কবে পাশ করছিলাম মনে নাই :no: :no: :no:
দুইটা পাক্ষিক + একটা প্রিটেস্টে ফেলের ঘটনা আছে 😀
আমি ফেল করতাম শুধু চারু ও কারুকলায় :khekz: এমনিতে আকাআকি আমার একদম ভালো লাগে না, পরেশ স্যারের ক্লাসে খালি ঘুমাই, আর স্যার খালি কানমলা দেয়, মেজাজ আরো খারাপ হয়। কপাল ভালো ক্লাস এইটের পর আর ছিলো না এই জিনিস 😀
নাহ, সবার কথা শুনে বুঝতে পারলাম আমাদের মাকসুদ আর বাহারের মত মেধাবী কেউ নাই এখানে। মাকসুদ মনে হয় কলেজ লাইফে দুই টেস্ট পরীক্ষা ছাড়া কোন পরীক্ষায়ই পাশ করে নাই। 😀
আচ্ছা ফেল নিয়ে কথা হচ্ছে যখন তবে এফসিসির '৯৪-০০ ব্যাচের ইরশাদ ভাইয়ের কথা বলতেই হয়। উনি খুব সম্ভবত দুইবারই টেস্টে ফেল করে দুইবারই স্ট্যান্ড করেন :clap: আর উনি গেমসেও দুর্দান্ত ছিলেন।
:just: :salute:
আমার জনৈক এক বন্ধু পাক্ষিকে অংকে ২৪ এবং টাম' পরীক্ষায় ০৬ পাইছিল.........মোট ৩০... 😛 :goragori:
দোস্ত, নামখান বাংলায় বদলে দিস।
উয়েল্কাম টু সিসিবি!!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বন্ধু ধন্যবাদ....... :hug:
বন্ধু ওয়েল্কাম না.......স্বাগতম..... 😛
😛
ঐ ব্যাটা পোষ্ট ছাড়!!! নাইলে তো সিসিবির পূর্ণাং রেজিমেন্টেশনের স্বাদ পাবি না।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দিছি.......রিভিউ এ আছে......... 🙂