ক্যাডেট আইডি কার্ডের ফায়দা

আমার অনেকদিনের ইচ্ছা ছিল স্টেডিয়ামে গিয়ে লাইভ ক্রিকেট খেলা দেখব :dreamy:
কলেজ থেকে ভ্যাকেশনে বাসায় এলে সাধারণত খেলা থাকত না, আর থাকলেও সময় সুযোগ বের করা কিছুটা কষ্টকর ছিল :bash:

ছয় বছরে ক্যাডেটের আইডি কার্ড দিয়ে কোন ফায়দা লুটতে পারি নাই, না সিএমএইচ, না ছাত্র ভাড়া, না অন্য কোন ডিসকাউন্ট :frontroll:
অথচ ক্লাস সেভেনে যখন আমাদের প্রথম আইডি কার্ড দেয়া হল তখন কার না মনে হয়েছিল এই কার্ড দিয়ে বিশ্ব জয় করা যাবে :just:

১১ অক্টোবর ২০০৮
বিভিন্ন ক্যাডেট কলেজের ১০-১২ জন বন্ধু মিলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত হলাম বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ওয়ানডে ম্যাচ দেখার জন্য :-B
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল আর সেজন্যই সিরিজ জয়ের স্বপ্ন ছিল সবার চোখে :gulti:
স্টেডিয়ামে দর্শকদের একটা বাড়তি চাপও ছিল চোখে পড়ার মতো কারণ এই ম্যাচ জিতলেই সিরিজ আমাদের :clap:

যেহেতু ঢাকায় ছিলাম সেহেতু ম্যাচটি দেখার লোভ সামলাতে পারি নাই :no:
অগ্রিম টিকিটের জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু কাজ হল না । সকাল ৬ টায় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম (আমি আগের দিন বিকালে এসে আমার বন্ধু মাহমুদের মামার বাসায় ছিলাম মিরপুরে) :thumbup:
চারদিকে টানটান উত্তেজনা এবং প্রচুর ভীড় মানুষের । আমারো বেশ ফুর্তি লাগছিল :tuski:

স্টেডিয়ামে ঠিক সামনের ৫ এবং ৬ নাম্বার গেটে ছিল ব্যাপক ভীড় :chup:
ইকবাল বলল যে ১০ নাম্বার গেটে নাকি ভীড় কম, সেখানে গার্ডে আছে বিএনসিসি এবং ক্যাডেটদের আইডি কার্ড দেখালেই ফ্রি ঢুকা যাবে ভিতরে 😮
ইতিমধ্যে আমরা ৬ জন টিকিট কেটে ফেলেছিলাম । আমার কাছে তো আইডি কার্ড ছিল না, মনে মনে ভাবলাম ছয় বছরেই কিছু করতে পারি নাই আর আজকে ~x(

আমরা ৫ জন স্টেডিয়ামে প্রবেশ করলাম । আইডি কার্ড দেখিয়ে কয়েকজন ঢুকল এবং মাহমুদ বাইরে রয়ে গেল যাদের আইডি কার্ড ছিল অথচ টিকিট কেটেছিল তাদের টিকিট বিক্রি করার জন্য :party:
এদিকে খেলা শুরু হয়ে গেছে । মাহমুদকে কল দিলাম কিন্তু রিসিভ করল না । অনেকক্ষণ পর মাহমুদ এসে বলল যে ওকে টিকিট ব্ল্যাকার মনে করে সিআইডি সব টিকিট নিয়ে গেছে :(( :((

এখানে ক্যাডেট আইডি কার্ড দিয়ে কোন ফায়দা তো লুটতে পারলামই না বরং উল্টো আক্কেল সেলামী দিতে হল, কার মেজাজ ঠিক থাকে 😡
বাংলাদেশের দূ্র্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ড চুপসে গেল কিন্তু ব্যাটিংয়ে নেমে কি যে হল তাদের :bash:
বাংলার টাইগাররা হেরে গেল ৭৫ রানে 😛 😛
আইডি কার্ডের ঝামেলা নিয়ে প্রথমে আমাদের সবার মুড অফ ছিল :thumbdown:
তবুও সবাই মিলে প্রচুর আনন্দ করেছিলাম, অন্যরকম একটা মজা :guitar:
পরিশেষে বলতে চাই, ক্যাডেটদের আদৌ আইডি কার্ড দরকার আছে কি :-/ :-/ :-/

১৮ টি মন্তব্য : “ক্যাডেট আইডি কার্ডের ফায়দা”

  1. সেই ২০০২ সাল থেকে তোকে দেখে আসতেছি...
    মাঝে মাঝেই মনে হইছিল একটা কথা-- কিন্তু আজ সেইটা দারুণ চাগাড় দিয়া উঠতেছে...

    তোরে নিয়া একটা কার্টুন বানাবো--

    জনি ব্রাভো এর মতো

    তাহমিনুল ব্রাভো.

    ..

    কার্টুনিশ সব ঘটনা ঘটায়া রাখছিস দেখি লাইফে :khekz: :khekz: :khekz:

    জবাব দিন
  2. পরিশেষে বলতে চাই---

    ক্যাডেটদের আইডি কার্ড দরকার আছে... বহুবার কাজে লাগছে। আমি জানি, আমাদের ব্যাচের আমরা যারা কোচিং করতাম ছুটিতে এসে একসাথে... একেকবার একেক জায়গায় যাইতামঃ আর প্রয়োজনে বেশ কয়েকবার ক্যান্টনমেন্ট এলাকায় এইটা দেখাইয়া বাইচা গেছিলাম B-) B-)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।