৩০ এ এপ্রিল, ২০০৩, নাদান একটা হিসাবে ক্যাডেট কলেজে ঢুকসিলাম, ক্যাডেট কলেজে ঢুইকা প্রথম দিন সবাই , আমার কেন জানি কান্দা আইতেসিল না, বরং বেশ আনন্দ লাগতেসিল, যাই হোক দুইদিন বাদেই আমার ভুল ভাংলো, শুরু হইল ক্যাডেট কলেজের বাশ, ড্রিল খুব একটা ভাল পারতাম না, স্টাফ এর প্যাদানি খাইতে খাইতে জীবন প্রায় যায় যায়, সাথে ক্লাস ৮ এর সিনিয়ারদের জালা ত আসেই। মনে হইত কবে বাইর হমু “ক্যাডেট কলেজ” নামক এই নরক থিকা!!! যাই হোক, দেখতে দেখতে নভিসেস আইসা গেল, মনে মনে ঠিক করলাম, যাইয়া নেই গ্রাউন্ড এ, কোপাই দিব, পাক্কা গ্রাউন্ড এ গাতা কইরা দিব, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন, কাপান ত দূরে থাক, হইলাম 3rd( অবশ্য আমার মত এত ভাল “ড্রিলার” যে হাউসে আছে, সে হাউস যে ডিস্কোয়ালি হই নাই এইটাই অনেক বেশি)!!! আমরা ৫ বছর পর প্রথম বারের মত হাউস রে নভিসেস এ 3rd বানাই দিলাম… আর প্রতিদিন হাউসের সিনিয়ার দের মারা খাইতে খাইতে আস্তে আস্তে ক্যাডেট হউয়া শুরু করলাম।। মনে হইতে লাগল কবে সিনিয়ার হব!!! একদিন সেইটাও হইয়া গেলাম… ।। আনন্দ, ফুরতি, পাঙ্গা, কষ্ট, সব কিছু মিলাইয়া দিন আস্তে আস্তে পার হইতে থাকল। আস্তে আস্তে না, বরং বলা ভাল কচ্ছপের গতি তে, মনে হইত “ধুর বাল, ১২ এ কবে উঠমু!!” অবশেষে একদিন ১২ এও উইঠা গেলাম।। আর পায় কে !!! মনে হইল আকবর আর কি, দুনিয়ার সম্রাট এখন আমি!! কিন্তু যতই শেষ আগাইয়া আসতে লাগল, ততই পিছনের পাল্লা ভারি হইতে লাগল!! H.S.C পরিক্ষা শুরু হইয়া একদিন শেষ ও হইয়া গেলো!! কিন্তু আজকে যে আর “ক্যাডেট কলেজ” নামক এই নরক থিকা বাইর হইতে মন চায় না। এত স্মৃতি, এত আনন্দ, এত কষ্ট, এত দোস্ত ফালাইয়া কেমনে যামু? বাইর হউয়ার আগের রাতে আবার ৩১ নাম্বার রুম এর সামনে গেলাম, মনে হইলো গতকাল বিকালেই ত এই রুম এ ঢুকসিলাম, এক রাতে তাইলে ছয় টা বছর কেমনে গেল!! রুম এর ভিতরে নতুন ক্লাস সেভেন ঘুমাচ্ছে, হয়ত ওরা ও আমার মত পরদিন জাইগা দেখবে সময় শেষ!! ক্যাডেট কলেজে ঢুকার দিন কান্দি নাই ঠিক ই, কিন্তু এইবার আর পারলাম না, কাদলাম, যতক্ষন মন রে বুঝাই তে না পারলাম না ততক্ষন । যা পাইসি সব ত এইখান থেইকাই, ছাড়তে ত কষ্ট হইবই!!! দুই দিন আগে আমাদের ইনটেক ডে ছিল, সেই উপলক্ষে আর আগের দিন ক্যাডেট কলেজ ডে থাকার সুবাদে অনেকের সাথেই দেখা হইসে, অনেকের সাথে হয় নাই।। দোস্ত রা, তরা যে যেখানেই থাক ভাল থাকিস। সব এক্স ক্যাডেট বড় ভাই এবং ছোট ভাই দের প্রতি শুভ কামনা রইল। ( ভাষার জন্য মাফ চাই, আমি শুদ্ধ ভাষা জানি না…)
২১ টি মন্তব্য : “নাম ছাড়া…”
মন্তব্য করুন
আমরাও ৩০ শে এপ্রিল কলেজে ঢুকছিলাম, তয় ৯৫ এ 🙁
স্বাগতম ইনটেক ডে মেট 😛
১ম লেখা হিসাবে সবই গ্রহণযোগ্য, লিখতে থাক হাত খুলে।
আর নিয়ম মত ১০ টা শুরু করে দেও তারাতারি :grr:
ধন্যবাদ ভাই, ১০ টা দিয়া দিলাম ভাই... :boss:
শত হইলেও ইনটেক ডে মেট বইলা কথা... 😀
হ্যারে, দোস্ত, ৩০, এপ্রিল, ৯৫!!
হ, দোস্ত, ভাই, ৩০, এপ্রিল, ০৩!!
বরিশাল এর পোলাপান লেখেনা ক্যান কিছু x-(
লেখা ভালো হইসে চালাই যাও 🙂
বরিশাল এর পোলাপান বকচু...!!! 😛
এর লাইগা লিখে না...
"লেখা ভালো হইসে চালাই যাও 🙂 "
আর এই পিন টার লাইগা ... :boss:
বকচু কি ??? 😕
অই যে ভাই, অইটা......... :grr:
নাজমুল ভাই অই যে সাধারণত স্টাফরা যা হ্য় 😉 😉
:khekz:
চালায়া যাও মিয়া :clap:
আরেকটা কথা, অসাধারন প্রো পিক :thumbup:
আপনাদের দোয়া ভাই............ 😛
ফাইজলামি ছাইড়া তাড়াতাড়ি ১০টা :frontroll: দাও। নাইলে সিসিবি তে ক্যাডেট হইতে পারবানা।
এইখানে ক্যাডেট হইতে হইলে এভাবেই শুরু করতে হয়।
রায়েদ ভাই, কি খবর আপনার??
একবার দিলাম ত ভাই......... :((
মজা হইসে লেখাটা...
কি যে চমৎকার লাইনটা...
ধন্যবাদ আপু... :boss: :boss: :boss: (সম্পাদিত)
ভাই ভালো হইসে . :)) :)) :)) :))
চালায় যান
আরে শরিফ নাকি!! টিজ করস... x-(
আরে শরিফ !!! সিসিবি তে যে আসলি পারমিশন নিসস x-( x-( জলদি ১০টা :frontroll: লাগা ।
jotil
🙂