গানের ভাষায়- প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ,ঘুষ খাওয়া কখনোই নয়।এতো বড় অন্যায় কথা।তাহলে তো সবার আগে বদলাতে হবে নিজেকে।মানে ঘুষ খাওয়া ছেড়ে চুমু খাওয়া শুরু করব?হ্যাঁ,আপনি শুরু করুন,বাকিরা ঠিকই বদলাবে।বদলে যাও,বদলে দাও।তা কি হয়?কিন্তু আমার যে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নেই।ওদিকে অনেকেই আবার বারণ করছে,সবকিছু বদলে দিতে নেই।
যাই হোক অত অদল-বদলের মাঝে আমার প্রেমিকারা ও বদলে যাচ্ছে।আমিও তো বদলে যাচ্ছি।দিনদিন রাজনীতিবিদদের মত আরো বেশরম-বেহায়া হয়ে উঠছি।তবে সব বেহায়াপনার যে শেষ থাকে,এটা ও আমি হাড়ে হাড়ে টের পেয়েছি!এই যেমন কিছুদিন আগে জলবিয়োগ করতে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে পড়েছিলাম।মনে মনে ভেবেছি এই দেশে ন্যায়মূর্তিরা যখন বিদেশী কূটনৈতিকের বাসার দেয়ালে মূত্রত্যাগ করেন,আমি করলে কি আর এমন ক্ষতি?যেই ভাবা সেই কাজ।কিন্তু অদৃষ্টের কি পরিহাস!ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল আমার প্রেমিকার ছোট বোন!এমনই পরিস্থিতি অবাধ জলধারা ও নিমিষেই থেমে গেল যেমনটি মাঝপথে নদী শুকিয়ে যায়।মনে মনে ভাবি,ন্যায়মূর্তি তো পুলিশের হাতে ধরা খেয়েছে আর আমি সাক্ষাত যমের কাছে।মান-ইজ্জত কি আর থাকে? যাই হোক আমার এই লজ্জা চেপে রাখতে প্রেমিকার ছোট বোনের নানান আবদার রেখে চলতে হয়েছিল অনেকদিন।কারন আর কিছু নয়,সেই রাতে মুঠোফোনে পাঠানো হুমকি-‘ভাইয়া আপনি যে এত বড় চিত্রশিল্পী মানে দেয়ালের গাঁয়ে যে এত সুন্দর ছবি আঁকেন তা কিন্তু এখনও কাউকে বলিনি’!
যাই হোক এরকম নানান সময়ে কখন ও প্রেমিকার ভাই,কখনও বোন,কখনও বাবা,কখনও মা,কখনও মামা কখনও চাচা এরকম শত আত্নীয়-স্বজনের অত্যাচারে আমার প্রেমিক মনটাকে শতশত লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকতে হয়েছে।তাই মনে হয়েছে,প্রেমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে একটা সমিতি থাকলে ভালো হত।সেই সমিতির আবার বার্ষিক সভা হত,নির্বাচন করে একটা পরিষদ গঠন করা হত।তার আবার পাল্টা কমিটি করে দু-পক্ষের মারামারি!তারপর আসল কাজ ফেলে মানে প্রেম-ট্রেম ছেড়ে আদালতের দ্বারস্থ হয়ে অফিস দখলবাজি!তার উপর নিজেদের দলে অমুক জেলা তমুক থানা একটা ইজমবাজি না করলেই নয়।আহ,তবেই না নিজেকে সার্থক বাঙ্গালী মনে হত।
যাইহোক,তবুও এগিয়ে যেতেই হবে।কিভাবে যে সামনে এগোব? বিজ্ঞাপন বলছে-দুধ খাও,এগিয়ে যাও।আবার কেউ বলে,দুধ না খেলে,হবে না ভালো ছেলে। আহারে,প্রেমিকার বাপদের কাছে আজো ভালো ছেলে হতে পারলামনা।কিভাবে যে ভালো সাজা যায়?আজকাল এই দেশে কেউ কি আর ভালো হয়?যাদের ভালো বলা হয়,তারা ভালো সাজার ভাণ করে।আর এই ভালো ছেলের ব্যাপারটা আমাদের এক প্রয়াত মন্ত্রীই বোধহয় সবচেয়ে ভালো বুঝতে পেরেছিলেন।তার আমলে দেশে যখন বাচ্চাদের গুড়ো দুধের দাম বেড়ে গিয়েছিল,তার কারণ জিজ্ঞেস করতেই তিনি বলেছিলেন-‘গুঁড়ো দুধ খেতে কে বলেছে?বাচ্চাদের জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই।আমার পাঁচ বছরের ছেলে এখনও খায়,আমি ও বার বছর পর্যন্ত খেয়েছি’! আমার গুরু বলতেন-সকল নিরাশার মধ্যে ও কিছু আশা বেঁচে থাকে।সকল খারাপের মাঝে ও তাই ভাল খুঁজে নিতে হবে।তাই মন্ত্রীর কথাটা আমি একেবারে বাতিল করে দেইনি।বরং এই ভেবে অবাক হই,এর মাঝে ও কত মঙ্গল কামনা করে গেছেন তিনি। আজকাল তো গুঁড়ো দুধে ও ভেজাল মেশাচ্ছে ব্যবসায়ীরা তার উপর ম্যালামাইনের রাসায়নিক আশঙ্কা,কত কি।মন্ত্রী দূরদর্শী ছিলেন বলেই তো আগেই টের পেয়েছেন।এত কিছু ভেবে আমার কাজ নাই,আমি ভাবি আমার অনাগত ভবিষ্যত নিয়ে।সেই ভবিষ্যতে পুরানো প্রেম না আবার মাথা চাঁড়া দিয়ে উঠে।তাই বলি-
‘পুরানো প্রেমে ও মেশানো হছে ফরমালিন,
দাম্পত্য জীবন আশঙ্কায়,ভেবে অনাগত দিন’।
প্রথম 🙂
প্রথম হইলাম অনেক দিন পরে..................
=)) =)) =)) =)) =))
কে এই পামড় ?????
=)) =)) =)) ইয়ে,বার বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়া বৈজ্ঞাবিকভাবেই সম্ভব না-উনার জন্য বোশহয় টাকিয়া ডেইরি ফার্মের সাথে যোহাযোগ করতে হয়েছিলো ;;;
অফ টপিক- :frontroll: :frontroll:
বৈজ্ঞাবিকভাবেই বোশহয় যোহাযোগ জামাই বাবাজি কোন জায়গায় আছিলা? :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
🙁 কারেন্ট গেছিলোগা,ল্যাপির আলোয় টাইপ করতে গিয়া এই অবস্থা 🙁
ব্লাইন্ড মেথড মারস না ক্যা?
সেইটা কি রে?
এই হচ্ছে দেশের ভবিষ্যত সরকারি কর্মকর্তাদের মাতৃভাষা জ্ঞানের অবস্থা।
লজ্জা.......লজ্জা.....
🙁 কিডা ভবিষ্যত সরকারী কর্মকর্তা? ওই আশা বহুত আগেই ছাইড়া দিছি 🙁
তাই? ভালো,বেশ ভালো।
বাই দা ওয়ে,এই ব্লগের লেখক নিজেই একজন ডাকসাঁইটে সরকারী কর্মকর্তা।খুব খিয়াল কৈরা...
মাস্ফ্যু, ঢোল কিন্তু ফেটে যেতে পারে। 😉
তুই ছাড়সোস না তোরে ছাইড়া দিসে?
🙁 দিলি বড় জ্বালা রে দিলি বড় জ্বালা...কাটা ঘায়ে নুনের ছিটা দেস ক্যান? :(( :((
মাশফু ভাই,টাকিয়া ডেইরি ফার্মের গোয়ালা হইতে মঞ্ছায় :(( :(( :shy:
x-( তুই জানোস না আমি এইটার হেড মিল্কম্যান পদে সিভি জমা দিছি? x-(
আপনে মিল্কম্যানই হইয়া থাকেন ... আমি ওইদিকে ওয়াটারম্যান পোষ্টে সিভি টা জমা দি 😀 😀
অট : ওয়াটারম্যান পদের কার্য নিয়া কোন সন্দেহ থাকলে যোগাযোগ করিয়েন 😀 😀 😛
আজকালকার পোলাপান খুবই খারাপ হয়ে গেছে,দেশ থেকে দ্বীনী শিক্ষা উঠে গেল।
😀 😀
ভাবতাছি অনার্সের পরে এমবিএ/মাষ্টার্স কোন মাদ্রাসায় করুম(দ্বীনী শিক্ষার লাইগা)
আমিনীর সাথে যোগাযোগ রাখতে পারিস।
ইয়ে,আমার কাছে আসিস।আমি নসুতে দ্বীনি এডুকেশন ১০১ কোর্সের টিচার ছিলাম :shy: :shy:
টিচার???ওগোরে কি শিখাইছিলেন??? 😛
প্রিন্সিপলস অফ দ্বীনি মেথোডোলজি :shy: :shy:
কয় ক্রেডিট ?
ঠিক কইসেন বস। কি কয় এইসব...দেশটা রসাতলে গেল...লজ্জা লজ্জা...!!!
তয় মিল্কম্যান পোস্টটা শুনতে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে...!!! :dreamy:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
তুই ও সিভি জমা দে,মাস্ফ্যু এই পোষ্টে লোক নিয়োগ দেবার দালালির কাজ নিছে। :grr:
🙁 আমি ওয়াটারম্যানের কাজ এখনো বুঝিনাই 🙁
বুঝবেন বুঝবেন,ভালোমত গুপ্তদার বই ঘেঁটে পড়তে হবে......
(ঘাসে ভেজা মাঠে বলার আগেই শুরু করে দিলাম :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: )
এই মন্তব্যখানি একেবারেই দুঃখজনক।এর থেকে আরও কঠিন কথা শালীনতার মোড়কেই প্রকাশ করা যেত।
অশালীন জোক আমরা অনেকেই করি,তবে একেবারে সরাসরি রসময়ীয় ভাষা পরিহার করলে মনে হয় ভাল হয়।বকুনি বা উপদেশ দিচ্ছিনা,আমি নিজেও যে মাঝে মাঝে ভুল করিনা তা-ও না।একটু সতর্ক থাকলে মনে হয় এরকম পরিস্থিতি এড়ান সম্ভব।
মাফ চাইলাম,মন্তব্যটা মুছে দিলে খুব ভাল হয়।
ভুল আমরা সবাই করি,কিন্তু ভুল স্বীকার করার মত সৎ সাহস সবার থাকেনা,সেটা আছে বলেই তোকে বাহবা জানাই।
আর তোর কথা মত হাল্কা সম্পাদনা করা হয়েছে। 😀
কাজটা করা আসলেই আমার ভুল ছিল।বেশি মজা করতে গিয়া বেসামাল হয়ে গেসিলাম। 😕 :no:
আমি আসলেও :chup: :duel: চাটি খাওনের কাম করছিলাম।
যাই হোক ভাইজান,আপনেই ফেসবুকের লিঙ্কটা খুঁজতাছি।আমার আগের একাউন্ট ব্লক হয়া গেছে :(( :((
ব্যাপার না।তোরে খোমাবইতে অনুরোধ পাঠাইছি,দ্যাখ।
ওয়াটারম্যানের কাজ আবার কি রে? :-/
মিল্ক-দুগ্ধ
ওয়াটার-জল 😛 😛
ভালো হয়ে যা।
ভালা হইতে পয়সা লাগে না,কষ্ট লাগে 😀 😀
কষ্ট করিতে কে বলছে? আরাম কর।
ভাল হইতে গেলেই তো সকল আরাম আয়েশ স্বর্গীয় অনুভূতি বিসর্জন দেওন লাগবো :(( :(( :((
সারা জীবন দূধের উপর ছিলো বোধহয়....
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
হুমম, তাইতো খুব পুষ্টিবান মানুষ ছিলেন।
বাপ্রে! মান্না কত্তগুলারে একলগে ব্যাম্বু দিলিরে :)) :))
কর্ণেল সাব বেচারা মরহুম হইয়াও কোপ খাইলো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে না সবই কাল্পনিক। 😉
=)) =))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀
:no: :no: :no: :no: :no: :no:
লেখা :thumbup:
:khekz: :khekz:
"গুঁড়ো দুধ খেতে কেবলেছে?বাচ্চাদের জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই।আমার পাঁচ বছরের ছেলে এখনও খায়,আমি ও বার বছর পর্যন্ত খেয়েছি!"
:khekz: :khekz: :khekz: :khekz:
:)) :khekz: :khekz: =))
ভাই মিরা গেলাম :goragori: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
মন্ত্রীর কথাটা মনে হচ্ছে তোমার প্রেমিকাদের মতোই বায়বীয়। অবশ্য আমাদের মন্ত্রীরা মনে হয় ্মিডিয়ার সামনে ভড়কে যান।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু,আজকাল আমাদের অনেক মন্ত্রী মিডিয়ার সামনে একটু ও ভড়কায় না,উল্টো ভড়কে দেয়।আর এই কথাটা বায়বীয় নয়,পুরা কঠিন। 🙂
তাই নাকি?
তোমার লেখায় একটা অন্যরকম মাত্রা আছে। হিউমারটা খুব সহজে ্মিশিয়ে দিতে পারো।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ব্যাক্তিটি কে? কাইয়ূম ভাই বলে দিয়েছে। 😀
আর আমার লেখার ব্যাপারে আপনার এই পক্ষপাতিত্ব আমাকে বিশেষভাবে লজ্জিত করে ফেলছে। 🙂
মন্ত্রী সাহেব কিন্তু মান্নার নির্বাচনী এলাকার ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মন্ত্রী সাহেব কিন্তু কামরুলের ও নির্বাচনী এলাকার ! :grr:
আমি তো ঢাকা-১০ এর ভোটার। মন্ত্রী সাহেব তো কুমিল্লা-৮ এর ছিল। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঢাকার বেশীর ভাগ ভোটারই কিন্তু ভাসমান। :grr:
তোর আসল ঠিকানাতো কুমিল্লা-৮।
কুমিল্লা-৮ এর ছেলেরা বসপাব্লিক
তারা দুধ খায় সব খায় :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দুধের যে পুষ্টিগুণ, বুঝিসই তো।আর তুইতো আরো ভালো জানিস ব্যাপারটা। :grr:
darun valo schilo
মান্না ভাই দেখি দুধের ক্যানভাসিং এ নাইমা গেলেন =)) =))
পুষ্টিহীনতা এক বিশাল সমস্যা। তাই দেশের আম-জনতার পুষ্টি নিয়ে ভাবতেছি। 😀
taile vai AAM-DOODH nie likha shuru koren, 'aam-jonotar' poosti aam-doodhei somadhan hobe =))
সব দায়িত্ব আমার ঘাড়ে কেন? নিজে লেখ। 😀