এখনি কি গান তুই শুনবি গোঁসাই? আরেকটু রাত হোক,
দূরের বিলের বুকে আলবোলা ভূতেরা জ্বলুক।
ছাতিমগাছের ডালে ডাহুকটা কেঁদে কেঁদে থেমে যাক।
ফ্যাঁকাশে রাতের মুখ নিকষ কাঁলচে হলে,
চাঁদ আর কালোমেঘে লুকোচুরি থেমে যাক।
শ্মশানে মড়ার গন্ধ এখনো মরেনি বুঝি!
নদীর ছলাৎ শব্দে প্রেতেদের ঘুম ভাঙ্গে নাই?
তবে বৈষ্ণবী রাগ আর রাঁধাবিরহীর গান আমার গলায়
এই রাতে হবেনা গোঁসাই, রাতটা জমুক।
নেকড়ের নঁখে ছেঁড়া নিশ্চুপ ভৌতিক রাত,
কাঁঠালীচাঁপার গাঁঢ় গন্ধে বিভোর,
মহুয়ামদের মতো মত্ত মাতাল,
বারবনিতার মতো অশ্লীল,
রাধারমণের সেই প্রাগৈতিহাসিক রাত।
এখনি কি গান তুই শুনবি গোঁসাই!
সেই রাতটা আসুক।
১৩ টি মন্তব্য : “আরেকটু রাত হোক”
মন্তব্য করুন
:))
আমি সেকেন্ড। :grr:
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
:))
ভাইয়া, আপনারা যারা ২য় ও ৩য় হয়েছেন তাদেরকে আমি আভিনন্দন জানাই। 😀
১ম হওয়ার অনেক দায়িত্ব :shy:
:clap: 😀
বেশ ভালো লাগল ভাইয়া। :thumbup:
:boss: :boss: :boss: :boss: :boss: :boss:
:clap: :clap:
:boss:
নীলপদ্ম নরক বাস ছেড়ে এখন তো তুমি পুরো দস্তুর জটিল কবি হয়ে যাচ্ছ। বিষয়টা কী? এখন মনে হয় অপরাধীরা খুব রহস্যময়।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
কঠিন হইছে......।
শরৎবাবুর শ্রীকান্তের কথা মনে আসলো, বৈষ্ণবী কমললতা আর গোসাই শ্রীকান্ত 🙂
শরৎবাবু আমার খুব পছন্দের একজন।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।