প্যারিসের সুন্দরীরা !

প্যারিসের হাটে মাঠে ঘাটে শত শত সুন্দরী। কেউ লাল, কেউ বেগুনী, কেউ হলুদ বা কেউবা শত বাহারী রঙএ সেজে বসে আছে। কখনও কখনও কোন সুন্দরীরা সেজে গুজে এত সুন্দর করে হাসছে যে চোখ ফেরানো দায়। তাদের কারো কারো দুলুনী দেখে তাদের সৌন্দর্যকে হিংসা করতে ইচ্ছে করে। অনেকের সৌন্দর্যকে ভাষায় বর্ননা করারও কোন উপায় নেই। তাই আজ আর সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করার বৃথা চেষ্টা করবো না। বরং সেই দায়িত্ব আমার ক্যামেরাকেই দিয়ে দেই:

৩,২২০ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “প্যারিসের সুন্দরীরা !”

  1. শাওন (৯৫-০১)

    ছুবিগুলান বেজায় সুন্দর। তয় একখান কথা...মনে বড় আশা নিয়া আসছিলাম। কিন্তু হায় "অভাগা যেদিকে চায়..........................." এইবার আমাদের আশা পুরণ হয় এমন কতকগুলান ছুবি আপলোদ করেন না বড় ভাই... 😉 😀


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  2. রাব্বী (৯২-৯৮)

    ছবিগুলি খুব সুন্দর!

    সম্ভব হলে প্যারিস নিয়ে লেখা দাও, তোমার ওখানে কেমন লাগে/লাগলো, মানুষজন নিয়ে। আর চতুর শিরোনামে কোমলমতি পুলাপানদের মিসলিড করার জন্য পুষ্টে মাইনাস 😀


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    বাহ !!! প্যারিসের সুন্দরীরা ব্যাপক সুন্দর


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    প্যারিস সুন্দরীরা দেখি ভালই... তবে আম জনতাকে ধোকা দেবার উদ্দেশ্যে আপনার এই দূরভিসন্ধি মূলক নামকরনের জন্য আপনার ব্যান চাই 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. আছিব (২০০০-২০০৬)

    ইডা কুনু কতা অইল? পারীর পরী দ্যাখতে ক্লিক মারলাম মাগার চক্ষের সামনে দেহি একগাদা ফুল!!
    আবেদনময় শিরোনাম দিয়া ক্লিক বাড়ানোর অপচেষ্টাকারীর ব্যান চাই 😉

    যাই হোক,ভাই,ফুল গুলো আসলেই সুন্দর :boss:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।