প্যারিসের হাটে মাঠে ঘাটে শত শত সুন্দরী। কেউ লাল, কেউ বেগুনী, কেউ হলুদ বা কেউবা শত বাহারী রঙএ সেজে বসে আছে। কখনও কখনও কোন সুন্দরীরা সেজে গুজে এত সুন্দর করে হাসছে যে চোখ ফেরানো দায়। তাদের কারো কারো দুলুনী দেখে তাদের সৌন্দর্যকে হিংসা করতে ইচ্ছে করে। অনেকের সৌন্দর্যকে ভাষায় বর্ননা করারও কোন উপায় নেই। তাই আজ আর সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করার বৃথা চেষ্টা করবো না। বরং সেই দায়িত্ব আমার ক্যামেরাকেই দিয়ে দেই:
৩০ টি মন্তব্য : “প্যারিসের সুন্দরীরা !”
মন্তব্য করুন
🙁
ছবিগুলা খুব সুন্দর আসছে কিন্তু 🙁
নামের সাথে ছবিগুলা যায়না 🙁
খুব আশা নিয়া আসছিলাম
=)) =))
চ্যারিটি বিগিনস এট হোম
হমম.....তোমার ঐ আশা পূরন হোক :))
আনেক সুন্দর
চ্যারিটি বিগিনস এট হোম
পুরা প্যারিসে ঘুরে মাত্র একুশ জন সুন্দরী! বাকিদের ছবিও আপলোড করার দাবি উঠুক !
মান্নান, কেমন আছ?
শামীম মুরাদ
মুরাদ ভাইয়ের মনে হয় টাইপো হইছে "বাকিদের", এইটা হবে "বালিকাদের" ছবিও আপলোড করা হোক 😛
আমার বন্ধুয়া বিহনে
ছি ছি কি যে কও!
(তবে মান্নানও যদি তোমার মত এত ভাল বুঝে তাইলে কিন্তু মন্দ হয় না !)
শামীম মুরাদ
মুরাদ ভাই এর জন্য এক বালিকার ছবি দিলাম। বালিকার কিন্তু এই বয়সেই বয়ফ্রেন্ড আছে 🙂
:bash: :bash:
শামীম মুরাদ
ছুবিগুলান বেজায় সুন্দর। তয় একখান কথা...মনে বড় আশা নিয়া আসছিলাম। কিন্তু হায় "অভাগা যেদিকে চায়..........................." এইবার আমাদের আশা পুরণ হয় এমন কতকগুলান ছুবি আপলোদ করেন না বড় ভাই... 😉 😀
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
ছবিগুলি খুব সুন্দর!
সম্ভব হলে প্যারিস নিয়ে লেখা দাও, তোমার ওখানে কেমন লাগে/লাগলো, মানুষজন নিয়ে। আর চতুর শিরোনামে কোমলমতি পুলাপানদের মিসলিড করার জন্য পুষ্টে মাইনাস 😀
আমার বন্ধুয়া বিহনে
:thumbup: :thumbup:
আমাদের সাথে এমন না করলেও হইতো :no:
তোমাকে খুশি করে দিতে পারি কিন্ত বাড়িতে তো সবারই বাপ-ভাই আছে 😀 , তাই আপাতত একটু প্রিভিউ দিলাম 😛
তবে এদের চেয়ে আমার সুন্দরীরা কিন্তু ন্যাচারাল সুন্দরী।
এই রকম কয়েকটা ছবি নিয়া আরেকটা পোষ্ট দেন মান্নান ভাই; জাতি আরো দেখতে চায় 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জাতির বাড়িতে কি বাপ-ভাই নাই ? খালি এসব দেখতে চায় কেন জাতি ?
:)) =))
টুইস্টে সিরাম মজা পাইছি 😀 । আর ছবিগুলা, আর অবশ্যই ছবির সাবজেক্টগুলা...অসাআআআধারণ!!
তোমাকে অনেক ধন্যবাদ।
বাহ !!! প্যারিসের সুন্দরীরা ব্যাপক সুন্দর
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
😀 প্যারিস বলে কথা !
প্যারিস সুন্দরীরা দেখি ভালই... তবে আম জনতাকে ধোকা দেবার উদ্দেশ্যে আপনার এই দূরভিসন্ধি মূলক নামকরনের জন্য আপনার ব্যান চাই 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধোঁকা কই দিলাম, এরা কি প্যারিস সুন্দরী না ? 😛
মান্নান,
শিরোনামের টুইস্টে ব্যাপক মজা পাইলাম। অনেকের মত আমিও আশাহত হয়েছিলাম প্রথম বার। তবে ছবিগুলো ভাল হয়েছে...
তাইতো দেখছি .....পাবলিক ডিমান্ড দেখি অন্যরকম 🙂
শেষ ছবিটা ব্যাপক ভাল্লাগছে।
ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দারুণ ভাবে ম্যাচ করছে 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
iram koira bold korlen 🙁
বোল্ড হয়েছো নাকি ? পরেরবার লম্বা ইনিংস খেলো। 😛
আমি আশাহত হলাম অন্যদের আশাহত হওয়া দেখে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
হমম.... পাবলিক ডিমান্ড বুঝতে আমিও ভুল করেছি ।
ফুলের চেয়ে সবাই সুন্দরী নিয়ে বেশি চিন্তিত। 🙁
ইডা কুনু কতা অইল? পারীর পরী দ্যাখতে ক্লিক মারলাম মাগার চক্ষের সামনে দেহি একগাদা ফুল!!
আবেদনময় শিরোনাম দিয়া ক্লিক বাড়ানোর অপচেষ্টাকারীর ব্যান চাই 😉
যাই হোক,ভাই,ফুল গুলো আসলেই সুন্দর :boss: