অনুস্বপ্ন -১

এক শাওন রাতে
অঝোর বৃষ্টির সাথে,
চাদর পেতে বারান্দায় আধশোয়া হয়ে
বৃষ্টি, কফি আর তুমি,
মাতাল বাতাস বয়ে যায়
তোমার এলো চুল চুমি,
ভাবি আমি মনে মনে
একি স্বর্গ নাকি ভুমি ?

১,৫০৮ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “অনুস্বপ্ন -১”

  1. ফয়েজ (৮৭-৯৩)
    তোমার এলো চুল চুমি,
    ভাবি আমি মনে মনে
    একি স্বর্গ নাকি ভুমি

    আমার ধারনা এইটা "খুশকি" 😀

    কোবতে ভাল হইছে, দেখি তোমার ভক্ত পাঠিকা কখন হানা দেয়। ওয়েটিং


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    .....গড মাস্ট হ্যাভ বিন এ্যা *** জিনিয়াস। দে সে দ্যা হেয়ার ইজ এভরিথিং। হ্যাভ ইউ এভার বারিড ইওর নোজ ইন এ মাউন্টেইন অফ কার্লস....জাস্ট ওয়ান্টেড টু গো টু স্লিপ ফরএভার?......

    "সেন্ট অফ উওম্যান" মুভিটায় লেফটেন্যান্ট কর্ণেল ফ্রাংক স্লেডের জোস ডায়লগ মনে পড়ে গেল :dreamy: :dreamy: ।


    Life is Mad.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।