এক শাওন রাতে
অঝোর বৃষ্টির সাথে,
চাদর পেতে বারান্দায় আধশোয়া হয়ে
বৃষ্টি, কফি আর তুমি,
মাতাল বাতাস বয়ে যায়
তোমার এলো চুল চুমি,
ভাবি আমি মনে মনে
একি স্বর্গ নাকি ভুমি ?
১৯ টি মন্তব্য : “অনুস্বপ্ন -১”
মন্তব্য করুন
এক শাওন রাতে
অঝোর বৃষ্টির সাথে,
চাদর পেতে বারান্দায় আধশোয়া হয়ে
বৃষ্টি, কফি আর তুমি,
মাতাল বাতাস বয়ে যায়
তোমার এলো চুল চুমি,
ভাবি আমি মনে মনে
একি স্বর্গ নাকি ভুমি ?
কেউ কি ১ম হতে চাচ্ছে না? 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাল হয়েছে মান্নান :thumbup:
ছোট ছোট লাগছে আমার কাছে। বড় করলে মনে হয় আরো অনেক কিছু বলতে পারবে
ছোট বলেই নাম দিয়েছি অনুস্বপ্ন। সিরিজ করে লিখব ভাবছি।
দোস্ত,
সিরিজটা শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ রাখিস কিন্তু...
স্বপ্নের দোষ-গুণ আইসা পড়লে আবার বিপদে পড়বি... :grr:
কবিতাটা ভালো হইসে...এরকম ছোট ছোট কবিতা হইলে পড়তে আরাম লাগে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমার ধারনা এইটা "খুশকি" 😀
কোবতে ভাল হইছে, দেখি তোমার ভক্ত পাঠিকা কখন হানা দেয়। ওয়েটিং
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) =)) =))
:khekz: :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
"সেন্ট অফ উওম্যান" মুভিটায় লেফটেন্যান্ট কর্ণেল ফ্রাংক স্লেডের জোস ডায়লগ মনে পড়ে গেল :dreamy: :dreamy: ।
Life is Mad.
আমার খুব প্রিয় একটা মুভির কথা মনে করিয়ে দিলেন।
ছোট কবিতা সহজপাচ্য।
মান্নান, কবিতাটা ভাল লাগল।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বাল্লাগচে 😀
মান্নান তো দেখি একের পর এক রোমান্টিক গোলা ছুড়ে যাচ্ছে 😀
জায়গামত লাগছে কিনা জানাইস 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
জাইগা মত লাগলে কি 'আউচ' কইরা শব্দ হইব নাকি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
অনেক দিন পর একটা বাংলা কবিতা পড়লাম... :clap:
ভাল্লাগছে... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😮 😮
আমাগো মাহফুজ যে টানা ৮ টা কবিতা লেখল ঐগুলা কি বাংলা কবিতা না? জুনা, তুমি কি কৈবার্চাও??? 😡 😡
আমিতো সব কবিতাই বাংলায় লিখি :-B
মান্নান ভাই, খুব সুন্দর। :thumbup: :thumbup: :thumbup:
অনুস্বপ্ন- ২,৩,৪ এওগুলা কই? 😡 😡 😡
অপেক্ষায় থাকলাম।
খাড়াও স্বপ্নটা দেখবার দিবা তো ....দিলা তো স্বপ্নটা ভেঙ্গে.....