সবুজ নিবিড় বনের মাঝে
তুমি আমি এতো কাছে,
ক্যাম্পফায়ারের আগুন আঁচে
তোমার মায়াবী মুখ, আরো মোহনীয় লাগে
যেন এমন রহস্যময়ী কেউ দেখেনি আগে।
তুমি আমি আরো ঘন হয়ে বসি
দুজনে মিলে বিগত বছরের,
ভালোবাসার হিসেব কষি।
কপট ঝগড়ায় মেতে উঠি দুজনে
কে কাকে কত ভালবাসে,
হিসেব মেলে না, সময় গড়িয়ে যায়
শুনশান নীরবতা নেমে আসে বনে।
ক্নান্তি নেই তবু, উল্টিয়ে যাই স্ম্বতির পাতা
আরো রঙ্গিন লাগে তোমার আমার
ভালোবাসার খাতা ।
রাত গড়িয়ে ভোর হয়
নতুন বছরের সূর্য লাল হয়ে ওঠে,
আমার বছর শুরু হয়
সূর্যের চেয়েও লাল, তোমার দুটি ঠোঁটে।
তোমারে কত বার কই ট্যাগে রংপুর লাগাও, এত ভুলো ক্যান?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস প্রেমিকার ভাবনায় ছিলামতো তাই ভুল হয়ে গেছে। আর ভুল হবে না বস ।
বনের মধ্যে প্রেম... 😀
বস, জেসিসিরেও ট্যাগ কইরেন... B-)
কবিতাটা ভাল্লাগছে...এক্টু জেলাসিও হইতেছে... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বনের মধ্যে প্রেম করছি, তুমি আমার প্রেমিকার দিকে নজর দিও না খবরদার।
অন্যগাছের সাথে লাইনঘাট করো।
আপনার প্রেমিকাটা কে শুনি?
বনের গাছ? নাকি মানবী?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জেসিসির রিউনিয়নের ঘটনা মনে হইতাছে।
সবুজ নিবিড় বনের মাঝে
তুমি এক গাছে আমি এক গাছে 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনিতো অনেক সুন্দর লিখেন ......
রহস্য কি?
প্রেমে ট্রেমে পরেছেন নাকি?
শুনেছি প্রেমে পরলে রোবটের ভেতর থেকেও ছন্দ বের হয়।
বিগ্গানের ছাএ এতো সুন্দর কবিতা লিখছে! 😕
প্রেমে পড়ার প্ল্যান করছি। এখনও রোবটই আছি । দেখি প্রেমে পড়ে মানুষ হতে পারি কিনা।
সাধারনত মানুষ
মানুষ থেকে রোবট হয়ে যায়
জাগতিক বেরাজালে।
আপনি রোবট থেকে মানুষ হবেন
প্রেমে পরলে।
সুসংবাদ মানব কুলের।
তবে প্রেমই হোক
আপনার এক মাএ জগৎ।
জন্মে ছিলাম রোবট হয়ে
এখন মানুষ হতে চাই,
খুঁজছি আমাকে মানুষ বানাবে
এমন কাউকে যদি পাই।
এখনতোরি বিয়া শাদী কর নাই মনে হয়। লিখা পইড়া হেই রকম লাগে।
এনি ওয়ে, Happy New Year 2009.
🙁 ধ্যাত্তেরি, আরও বুড়া হই গেলাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
না বস, ঐ ফল এখনও খাইনি।
মেরা নাম্বার কাব আয়েগা ? :((
গাছের পাতা নড়ে চড়ে
আমার যাস্ট ফ্রেন্ডদের কথা মনে পড়ে 🙁
এমন যদি কিছু যাস্ট ফ্রেন্ড কিছু থাকতো :((
আমি যাস্ট ফ্রেন্ড নিপো :((
:khekz: :khekz: :khekz:
বাহ সুন্দরতো।
অনেক সুন্দর।প্রথমে ভাবলাম বুঝি সিগারেট,পরেরবারেও ভাবলাম তাই,
তার পরে আরো অনেক সুন্দর একটা মোহনীয় দৃশ্য............
এর পরে দেখলে আরো কিছু ........আবার দেখবো হয়তো।
ভালো লাগা আর মুগ্ধতা রেখে গেলাম ভাইয়া।
নন স্মোকার তো, তাই সিগারেটের কথা মনে আসেনি। স্মোকাররা বুঝি সিগারেটকে এমনই ভালোবাসে।
না আসলে আমি কোনো কবিতার আন অর্থোগক্স দিকটা আগে দেখআর চেষ্টা করি।
এই জন্য। 😀
মান্নান ভাই, কবিতা পুরা ঝিকিঝিকি পমপম হইছে। (কপিরাইটঃ সায়েদ ভাই)
আমার এইরকম সূর্য কবে উঠবে? 🙁
আহারে, জুনা পোলাটা কি কষ্ট কইরা শুনশান নীরবতা দেখতেসে!
কষ্ট লাগলেও, মজা কিন্তু লুইট্যা নিছি... 😉 B-) :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কষ্ট এবং মজা- এই দুই অনুভূতি একসাথে কোথায়, কিভাবে সম্ভব সেই চিন্তা করতেছি। :-/ :-/
অপ্রাপ্তির কষ্ট...দেখার মজা... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যেমন মিলা আফার ছবি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জুনা, কমেন্টে তুই ঝুনা
"ক্নান্তি নেই তবু, উল্টিয়ে যাই স্ম্বতির পাতা
আরো রঙ্গিন লাগে তোমার আমার
ভালোবাসার খাতা ।"
লাইন টা আসলেই জটিলসসস হইছে। নিজেও আজ আমার ৬বছরের পুরাতন ডায়েরীটা পড়ে জাস্ট সেইম অনুভূতীটা হইছিল। কিন্তু এখন প্রেম করতে ভয় লাগে। হারাতে চাই না আর, হাজার খোঁজ পরে।
চমৎকার হইছে ভাইয়া। পুরান কথা মনে পইরা ছ্যেরা ব্যারা লাগতেছে।=(( =((
ছয় বছর ধরে চালাচ্ছো নাকি ? চালিয়ে যাও।
সুন্দর হয়েছে কবিতাটা :clap: :clap: :clap:
আরো লিখ
দারুণ :clap: :clap: :clap:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:awesome: নতুন বছরের শুভেচ্ছা :awesome:
ব্যাপক ভাই। :clap: :clap:
তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা।
শুধু পুরান দিনের কথা মনে পড়ে যায়। ভাই খুব খুব কস্টো পাইসি কবিতাটা পড়ে। ইস, আমার জদ থাকতো!!!!!!! :(( :(( :(( :(( :(( :((
এতো কষ্ট পেয়ো না। এখনো দিন পড়ে আছে। তোমার জন্য কোথাও কেউ এখনও অপেক্ষা করছে।
চলন্ত গাড়ীতে বসে বসে মোবাইলেই পড়ে ফেললাম কবিতাটা।
আত্মীয় পরিজনদের সাথে মিলেমিশে কত কি যে করতে মন চাইলো..........
আফসোস,,,,,,,,,, 🙁 🙁 🙁 ।
খুব ভালো হইছে :clap: :clap: :clap: :clap: ।
Life is Mad.
ধন্যবাদ বস। ব্যাপার না ভাবীর সাথে নেক্সট টাইমে পুষিয়ে নেবেন।
পরিবার পরিজন সবাইকে আমিও খুব মিস করছি।
অবস্থা দেখি সুবিধার না 😀 নতুন বছরেই মান্নান বেল তলায় যাক, এই দোয়াই করি :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
শুনছি এই ন্যাড়া মাথা নিয়ে বেলতলা যাওয়াটা নাকি ঠিক না।
কমেন্ট দেইখাতো মনে হয়নারে x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
মনে তো চায় বেলতলা যাই, কিন্তু গুরুজনদের অভিজ্ঞতারও তো দাম আছে।
মান্নান ভাই, প্রেমিকার ঠোঁটে নিউইয়ার উদযাপন করলেন...নিউ ইয়ার তো আপনারই... 😉 B-) :clap:
কিন্তু আমাদের মতন গরীবের কি হইব???? :-B :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নারে ভাই, তোমাদের মতো আমারও ফাঁটা কপাল, সবই শুধু কল্পনা।
হাইকোর্ট দেখাস নাকি,শালা?...কোবতে টা তো পুরা লাইভ মনে হইতেসে রে...
হায়রে কলিকাল, কালাপানি পার হইয়া মান্নানের মত ভালো ছেলেও দুষ্টু হয়া গেল 😕
অফটপিকঃ তোরা অংপুইরা পুলাপানরা দেখি প্রেমিক গুষ্টি রে! তোর দোস্ত বাহ্লুল তো বউ আসার পর তোরাবোরা পর্বতে গিয়া লুকাইসে মনে হয়... x-(
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আরো বেশি অফটপিকঃ চামেলী হাতে সাকেবের লেখা কই x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
আরো বেশি বেশি অফটপিক: চামেলী হ্যান্ডেড লোয়ার গ্রেডেড ম্যানরে সেই যে ছুটির নিমন্ত্রণে কে জানি ডাকলো সেখানে সে গেল তো গেল এমন ভাবে গেল, আর ডিড নট কাম 🙁
এর একটা বিহিত চাই। অচিরেই সিসিবিতে সাকেব ভাইয়ের লেখা চাই ।
সাতেও নাই, পাঁচেও নাই
@সাকেব,
মুখ অনেক চালাইছোস, এখন কলম চালা। পোলাপান খেপছে, এইবার কীবোর্ড ছাড়া গতি নেই তোর। ঝটপট লিখে ফেল তোর (কু)কীর্তিগুলো।
হেপি নিউ ইয়ার। :clap: :clap: :clap: :clap:
তোমাকেও নতুন বছরের শুভকামনা।
কি হইতাছে এইগুলি???? :-/
মাথা তো পুরা আউলাইয়া গেছে... :bash:
সবাইরে নতুন বছরের আউলানো শুভেচ্ছা...
মাথাতো আসলেই আউলাইছে দেখি, ভাবীকে বলেন ঠিক করে দিবে।
॥অভিমান॥
ক্লান্তিহীন ঝড়ছে বৃষ্টির করুন ধারা
বর্ষণ কখনো মধুর হয়
কখনো কান্নার রং মেখে আসে।
বলেছিলাম ঝোড়ো না আর
কেদো না ওমন করে।
অভিমান ভাঙ্গাতে নুপূর পড়াব পায়ে।
দু চোখ কথা বলে নিড়বে
চিবুকে গড়িয়ে যাওয়া
মুক্ত দানার মত এক ফোটা জলে।
জাগতিক মায়াজালের উপরে
প্রগ্গাহীন কন্ঠরুদ্ধ
এই অভিমান
দৃষ্টিকে করে ঝাপসা।
বৈশাখী ঝড় আঘাত করে যায়
আড়ালে লুকানো
এই না বলা অভিমান কে।
সত্য আজ পরাজিত
নিজস্ব সুরে পা বাড়ায়
অজানার পথে।
😮 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
এতো চমৎকার মন্তব্য, আমার কবিতার চেয়েও মন্তব্যটা বেশি সুন্দর লাগলো। আপনার আরো লেখা উচিত।
আমি নাসরীন।আমি কবি নই।লিখতেও পারিনা ভাল।কিন্তু একটু প্রচেষ্টা করেছি মাত্র।জানিনা কেমন হোলো।
সবার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ॥
@নাসরিনাপ্পু...অনেক অনেক জোস হইসে...
মাসফু, এতোদিকে নজর দেস ক্যান?
:clap: