প্রেমিকার ঠোঁটে নিউইয়ার উদযাপন

সবুজ নিবিড় বনের মাঝে
তুমি আমি এতো কাছে,
ক্যাম্পফায়ারের আগুন আঁচে
তোমার মায়াবী মুখ, আরো মোহনীয় লাগে
যেন এমন রহস্যময়ী কেউ দেখেনি আগে।

তুমি আমি আরো ঘন হয়ে বসি
দুজনে মিলে বিগত বছরের,
ভালোবাসার হিসেব কষি।

কপট ঝগড়ায় মেতে উঠি দুজনে
কে কাকে কত ভালবাসে,
হিসেব মেলে না, সময় গড়িয়ে যায়
শুনশান নীরবতা নেমে আসে বনে।

ক্নান্তি নেই তবু, উল্টিয়ে যাই স্ম্বতির পাতা
আরো রঙ্গিন লাগে তোমার আমার
ভালোবাসার খাতা ।

রাত গড়িয়ে ভোর হয়
নতুন বছরের সূর্য লাল হয়ে ওঠে,
আমার বছর শুরু হয়
সূর্যের চেয়েও লাল, তোমার দুটি ঠোঁটে।

৪,৫৪৬ বার দেখা হয়েছে

৫৬ টি মন্তব্য : “প্রেমিকার ঠোঁটে নিউইয়ার উদযাপন”

  1. ফয়েজ (৮৭-৯৩)
    ক্নান্তি নেই তবু, উল্টিয়ে যাই স্ম্বতির পাতা
    আরো রঙ্গিন লাগে তোমার আমার
    ভালোবাসার খাতা ।

    এখনতোরি বিয়া শাদী কর নাই মনে হয়। লিখা পইড়া হেই রকম লাগে।

    এনি ওয়ে, Happy New Year 2009.

    🙁 ধ্যাত্তেরি, আরও বুড়া হই গেলাম।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. আমিন (১৯৯৬-২০০২)

    বাহ সুন্দরতো।
    অনেক সুন্দর।প্রথমে ভাবলাম বুঝি সিগারেট,পরেরবারেও ভাবলাম তাই,
    তার পরে আরো অনেক সুন্দর একটা মোহনীয় দৃশ্য............
    এর পরে দেখলে আরো কিছু ........আবার দেখবো হয়তো।
    ভালো লাগা আর মুগ্ধতা রেখে গেলাম ভাইয়া।

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    মান্নান ভাই, কবিতা পুরা ঝিকিঝিকি পমপম হইছে। (কপিরাইটঃ সায়েদ ভাই)

    আমার বছর শুরু হয়
    সূর্যের চেয়েও লাল, তোমার দুটি ঠোঁটে।

    আমার এইরকম সূর্য কবে উঠবে? 🙁

    হিসেব মেলে না, সময় গড়িয়ে যায়
    শুনশান নীরবতা নেমে আসে বনে।

    আহারে, জুনা পোলাটা কি কষ্ট কইরা শুনশান নীরবতা দেখতেসে!

    জবাব দিন
  4. নাসির (৯৮-০৪)

    "ক্নান্তি নেই তবু, উল্টিয়ে যাই স্ম্বতির পাতা
    আরো রঙ্গিন লাগে তোমার আমার
    ভালোবাসার খাতা ।"
    লাইন টা আসলেই জটিলসসস হইছে। নিজেও আজ আমার ৬বছরের পুরাতন ডায়েরীটা পড়ে জাস্ট সেইম অনুভূতীটা হইছিল। কিন্তু এখন প্রেম করতে ভয় লাগে। হারাতে চাই না আর, হাজার খোঁজ পরে।
    চমৎকার হইছে ভাইয়া। পুরান কথা মনে পইরা ছ্যেরা ব্যারা লাগতেছে।=(( =((

    জবাব দিন
  5. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    চলন্ত গাড়ীতে বসে বসে মোবাইলেই পড়ে ফেললাম কবিতাটা।
    আত্মীয় পরিজনদের সাথে মিলেমিশে কত কি যে করতে মন চাইলো..........
    আফসোস,,,,,,,,,, 🙁 🙁 🙁 ।

    খুব ভালো হইছে :clap: :clap: :clap: :clap: ।


    Life is Mad.

    জবাব দিন
  6. আহ্সান (৮৮-৯৪)
    গাছের পাতা নড়ে চড়ে
    আমার যাস্ট ফ্রেন্ডদের কথা মনে পড়ে
    আমি যাস্ট ফ্রেন্ড নিপো
    আমার বছর শুরু হয়
    সূর্যের চেয়েও লাল, তোমার দুটি ঠোঁটে।
    তুমি আমি আরো ঘন হয়ে বসি
    প্রেমিকার ঠোঁটে নিউইয়ার উদযাপন
    অপ্রাপ্তির কষ্ট…দেখার মজা…
    যেমন মিলা আফার ছবি

    কি হইতাছে এইগুলি???? :-/
    মাথা তো পুরা আউলাইয়া গেছে... :bash:
    সবাইরে নতুন বছরের আউলানো শুভেচ্ছা...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।