দেশ ছেড়েছি অনেকদিন হলো। প্রায় দেড়বছর। এমন না যে একটানা দেড় বছর কাটিয়ে দিয়েছি, একই প্রবাসে পড়ে আছি তাও না । প্রায়ই তিন মাস, ছয়মাস পরেই বাংলাদেশে যাই। চাকরীর কোম্পানী চেন্জ্ঙ হয়, দেশ চেন্জ্ঙ হয়। নতুন নতুন মানুষ, পরিবেশ দেখি । তাই হিসেব অনুযায়ী খুব বেশি হোমসিক হওয়ার কথা না। তারপরও হোমসিক হই । একসপ্তাহ , দুইসপ্তাহ দেশে গেলে খালি অফিসিয়াল কাজগুলোই করা হয়। দুচোখ ভরে বাংলাদেশ দেখার যে আগ্রহ তা কিছুতেই মেটে না । কতদিন ঝুম বৃষ্টি দেখিনা, বৃ্ষ্টির ঝাপটায় ভিজে ভিজে বারান্দায় হেলান দিয়ে গল্পের বই পড়িনা । কতদিন ট্রেনে চড়িনা , ট্রেনের জানালায় হেলান দিয়ে এক অচিন বাংলা দেখিনা । কতদিন নৌকায় ঘুরিনা , অলস দুপুর দেখিনা। ঈদের খুশি দেখি না, পহেলা ফাল্গুন দেখিনা, টিএসসি তে বাউলগান শুনিনা । এসবই বড়বেশি হোমসিক করে দেয়। আর মন খারাপ হলেই পুরোনো ছবির অ্যালবাম খুলে বসি । আর আবিষ্কার করি এক অপূর্ব সুন্দরী বাংলাকে। গতকাল ক্যামেরার কিছু ছবি দেখে এতমন খারাপ হলো , মনে হলো ছুটে যাই এখনি । মাথায় একটা ক্যাডেট বুদ্ধিও এলো । ভাবলাম দেশের বাইরেতো খালি আমি নেই যে আমি একাই মন খারাপ করে থাকবো। সিসিবির অনেক বাচ্চা-বুড়া পোলাপাইন ও বাইরে আছে। ওদের মধ্যেও মন খারাপ ছড়িয়ে দেই । তাই এই সুন্দর সুন্দর ছবিগুলোও দিয়ে দিলাম। যদি ছবিগুলা দেখে একজনেরও মন খারাপ হয় তাহলেই আমার কষ্ট সার্থক।
দিগন্ত জোড়া জল,
এমন কোথা পাবি বল ?
নদীর এমন শান্ত রুপ
দেখে আমার জুড়ায় বুক
সবুজে নীলে একাকার
রুপসী বাংলা আমার।
ছবিগুলোর সাইজ ঠিক করতে পারছিনা , মর্ডারেটকে অনুরোধ করছি সাইজগুলো ঠিক করার জন্য ( যদি সম্ভব হয় ).আপাতত ছবির উপর ক্লিক করে পুরো ছবি দেখতে পারবেন।
১ম হইছি।
মন খারাপ হইলে কষ্ট সার্থক
১ম হইছি।
মান্নান ট্যাগে রংপুর লাগাও। সিসিআর বহুত পিছে পড়ছে, একা ব্লগাই আপ করতে পারছি না,
পুরান গুলাতেও একটু কষ্ট করে রংপুর লাগাও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওকে বস, রংপুরে রংপুরে ব্লগ ভরে দিচ্ছি
আমি তো একবার লিখলাম ১ম হইছি। দুই বার আসল কেন বুঝলাম না 😮
ভাই এই ভাবে আমাদের মন খারাপ না করলেও পারতেন।
কথায় আছে 'দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝা যায় না'।
সত্যি দেশ ছারার পর এখন উপলব্ধি করি দেশরে কত ভালবাসি।
১লা বৈশাখ, ১লা ফাগুন, ঈদ, ফেব্রুয়ারী, মার্চ, ডিসেম্বর এই সব এই বিদেশের মাটিতে কখনই পাওয়া সম্ভব না।
দুরররর মিয়া মন ডাই খারাপ হইয়া গেল :(( :(( 😕
=)) :)) :clap:
দিছি মন খারাপ করে :tuski: :awesome: :guitar:
এইবার আমার কষ্ট বুঝতে পারছো তো ?
ভাল লিখতে পারিনা বইলা। না হইলে এক টানা দুই বছর দেশের বাইরে থাকার মজা টের পাওয়াইয়া দিতাম। :grr: :grr: :grr:
আমি দেশেই থাকি, তাই মন খারাপ লাগে নাই।
আমি যে দেখেছি, যাওয়া আসার উপর যারা থাকে তারাই বেশি হোমসিক হয়। যারা লম্বা সময় থাকে তারা হয় কম। কিংবা হয় ঠিকই প্রকাশ করেনা।
ছবি গুলো ভাল তুলছ। এক্কেবারে আজাদ প্রোডাক্টস মার্কা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কথা সত্য বলেছেন। প্রতিবার দেশে যাওয়ার আগে অনেক কিছু প্লান করে যাই। কাজের চাপে কিছুই শেষ করা হয় না । ফেরার সময় এত মন খারাপ হয় যে বলার মতো না।
প্রকাশ কইরা লাভ কি? ইচ্ছা কইরা কে কষ্ট বাড়াইতে চায় কন??
বাংলাদেশ সরকার যদি এমন একটা আইন পাশ করত যে, যারা বেশি হোমসিক প্রকাশ করবে তাদের ফ্রী দেশে ঘুরতে নিয়ে যাওয়া হবে, তাইলে দেখতেন এমন হোমসিক প্রকাশ করতাম যে বিছানা দিয়াই উঠতাম না B-)
ছবিগুলা দুর্দান্ত হইছে
আপনারে :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
এইছবিগুলো যখন তুলেছিলাম তখন ভালো ক্যামেরা কেনার সামর্থ্য ছিলনা। তাই অনেক সুন্দর দৃশ্যও মনের মত করে ধরতে পারিনি।
তারপরও এত ভাল ছবি 😮 😮 😮
গুরু আপনারে আবার :salute: :salute: :salute: :hatsoff:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মান্নান দোস্ত,
কেমন আছোস রে?
তুই এখন কই?...বতসোয়ানা না সোয়াজিল্যান্ড?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
নাইজেরিয়া তে আছি দোস্ত। অনেকদিন পরে তোর সাথে কথা হলো। তুই কি জাপান থেকে আর বের হবিনা দোস্ত ? পুরোপুরি হাগুমুতু হয়ে গেলি দেখি। ভাবী কেমন আছে ?
আমারও মন খারাপ হয় নাই... 😀
তয়, ছবিগুলান জটিল লাগছে... :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তোমার মন খারাপ হয়নি শুনে আমার মন খারাপ হইছে :((
:(( :(( :(( আপনে মনে হয় সবচে স্বার্থক হইলেন আমার ক্ষেত্রে। মরুভূমিতে বসে এই সুন্দর বাংলাদেশকে যে কী মিস করি আল্লাহ ছাড়া আর কেউ জানেনা।
"একবার যেতে দেনা, আমার ছোট্ট সোনার গাঁয়..."
হমম তোমার কি বেশি মন খারাপ হইছে ? তাহলে সরি।আসলে ভাবছিলাম আমিই দু:খী তাই সিসিবি এর সাথে শেয়ার করি। এখন দেখি আমার পাল্লাই ভারী এখানে।
কাশফুলের ছবি দেখে একটা জিনিস মনে পড়লো।
"যেন কাশফুলের নরম ছোঁয়া" কথাটার মানে কি? আমি জানি না। কেউ কি একটু বুঝাইয়া দিবেন? 😉 😀
কাশফুলের নরম ছোঁয়া না খালি গরম ছোঁয়াও হয় =))
ছবিগুলা ভালো হইছে মান্নান :clap: :clap:
জায়গাগুলো কোথায়?
সংসারে প্রবল বৈরাগ্য!
ট্রেনে সিলেট যাওয়ার পথে ....
মান্নান ভাই, ছবিগুলা সুন্দর হইছে। তবে মন খারাপ হয়নাই। 😀
কে,কখন,কিভাবে ঢেউ তুলে ঝাতি ঝানতে চায়! 😛 😛
ঝাতি তো বড় বেশি ত্যক্ত করছে। ঝাতির এতো প্রাইভেট কথা জানার দরকার কি। পারলে ঝাতি নিজেও কাশফুলে ঝড় তুলুক। আমরা তখন কিছু জানতে চাইব না।
তবে কিভাবে ঝড় তুলতে হয় ঐটা দেখছিলাম কলেজের একাডেমিক বিল্ডিং এর পাশে কারমাইকেল কলেজের পাটক্ষেতে। আমরা সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকতাম কারা ঝড় তুলছে। তবে মাঝে মাঝে সবাইকে হতাশ করে জুটির বদলে বেরিয়ে আসত শেয়াল 🙂