১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত কৌশলগত প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে কিছু মতভিন্নতা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়গুলোর প্রতিটির বিভিন্ন দিক নিয়ে সুবিচারকামী সচেতন মানুষদের পরস্পরের সাথে সুনির্দিষ্ট “বিষয়ভিত্তিক” আলোচনা করাটা জরুরী হয়ে পড়েছে। ঐকমত্য সৃষ্টির লক্ষ্যেও সেটি জরুরী। সে সুযোগ তৈরীর লক্ষ্যে আমাদের সাম্প্রতিকতম উদ্যোগ হিসেবে যুদ্ধাপরাধ সংক্রান্ত “মুক্তাঙ্গনের বিশেষ ফোরাম” সাইটটি তৈরী করা হয়েছে। ঠিকানা:
http://www.nirmaaan.com/forums
দ্বি-ভাষী এই প্লাটফর্মটি বর্তমানে সবার অংশগ্রহণের জন্য উম্মুক্ত। সবাইকে এই ফোরামে রেজিস্টার করার এবং আলোচনায় অংশগ্রহণ করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কেবল সবার অংশগ্রহণ এবং মূল্যবান মতামতের মাধ্যমেই আমরা সম্মিলিতভাবে যুদ্ধাপরাধ বিচারের এই চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয় চিন্তার হাতিয়ারগুলো খুঁজে পাবো এবং সেগুলোকে আরো শাণিত করে নিতে পারবো।
সবাইকে শুভেচ্ছা।
দ্রষ্টব্য: যদিও এখনো কিছু টুকিটাকি কাজ শেষ করা বাকি আছে সাইটটিতে, তবে আলোচনা শুরু করে দেয়া যেতে পারে আজ থেকেই।
দারুন উদ্যোগ। সাথেই আছে ভাইয়া।
ধন্যবাদ।
সাইটে আপাতত আলোচনার মূল বিষয়গুলোকে কয়েকটি সাব-ফোরাম আর টপিকে বিন্যস্ত করা হয়েছে। কিন্তু একে হয়তো আরো কার্যকর করা যেতে পারে। অনেক কিছুই হয়তো ভুলে বাদ পড়ে গেছে সেখান থেকে। তাই সবার মতামত দরকার ফোরাম/টপিকগুলোর কাঠামো যতদূর সম্ভব নিখুঁত/নির্ভুল করার জন্য।
এটি আমাদের সুযোগ প্রমাণ করার যে বৃহত্তর প্রয়োজনের স্বার্থে সমস্ত বিভাজন ভুলে আমরা বাঙ্গালীরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যা সমাধানে যৌথভাবে ব্রতী হতে পারি।
ধন্যবাদ ভাইয়া। :thumbup: :hatsoff:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নিয়মিত আপডেট থাকার ইচ্ছা রাখছি ।
অনেক ভালো উদ্যোগ। :thumbup:
ভালো উদ্যোগ। তবে একটা সমস্যা আছে। সবাই বিশেষ সাইটে গিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক করবে এমনটা হওয়া প্রায় অসম্ভব। আর এর খবর সবার পাওয়াও একরকম অসম্ভব।
বরং বিশেষ সাইটে লেখালেখির পাশাপাশি, যারা এধরণের সব কাজকে একসঙ্গে জড়ো করা চেষ্টা করছো; বিশেষ করে তোমরা বিভিন্ন ব্লগ, সাইট থেকে এ সম্পর্কিত লেখা, পোস্ট এবং মন্তব্যগুলোকে তোমাদের সাইটে লিংক করে দিতে পারো। পাশাপাশি পত্র-পত্রিকায় যুদ্ধাপরাধ ও এর বিচার নিয়ে যেসব লেখালেখি হচ্ছে সেগুলোকেও ওখানে লিংক দিয়ে জড়ো করো। এতোটুকু কষ্ট না করলে কাজটা প্রতিনিধিত্বশীল হবে না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
গুরুত্বপূর্ণ পরামর্শ সানাউল্লাহ ভাই। এর ওপর ভিত্তি করে এখন মূল ফোরামের আওতায় নতুন এই সাব-ফোরামটিও যোগ করা হয়েছে:
"RESOURCES and UPDATES: PRINTED/AVAILABLE"।
এর আওতায়, লিন্ক উল্লেখের সুযোগ করে দিয়ে আপাতত ৩ টি টপিকও জুড়ে দেয়া হয়েছে, যেগুলো হল:
১) News and reports
২) Articles, blogs, op-eds
৩) Initiatives elsewhere: databases and archives.
কাজটা প্রতিনিধিত্বশীল হওয়াটা আসলেই খুব জরুরী। সেই সাথে আমরা পার্টনার সংগঠনও খুঁজছি যাদের নাম ফোরামে লিন্ক+লোগোসহ ডিসপ্লে করা যায়।
যুদ্ধাপরাধ নিয়ে অনেকেই কথা বলছেন লিখছেন এখন, যদিও পৃথক পৃথকভাবে যার যার মত করে। অত্যন্ত মূল্যবান সব মতামত/তথ্য পাওয়া যাচ্ছে সে সব লেখায়, সন্দেহ নেই। এখন প্রয়োজন তাঁরা যাতে নিজেদের মধ্যে সরাসরি মতামত আদান প্রদান করতে পারেন সেটুকু নিশ্চিত করা। সেদিক থেকে ফোরামটির লক্ষ্য ব্যাপক জনসচেতনতা তৈরী করা না, বরং মতামত যাঁরা তৈরী করেন (যেমন: লেখালিখির মাধ্যমে) কিংবা নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারেন, বিশেষতঃ তাদেরকে চিন্তার রসদ জোগানো।
আপনাকে ফোরামে সক্রিয়ভাবে পাবো বলে আশা করছি। সেখানকার আলোচনাগুলো lead করার জন্য আপনার মত মানুষ আমাদের দরকার।
:thumbup: :thumbup: :thumbup:
Life is Mad.
চমৎকার উদ্যোগ। রেজিস্ট্রেশন করছি।
এমন একটা উদ্যোগ দেখে খুব খুব ভাল লাগলো। ঢুকে গেলাম।
সদস্য হলাম।
কিন্তু লেখার লিংক কিভাবে দিব বুঝলাম না। আমার সময়ের অভাব হতে পারে, হয়ত কোথাও আছে, খুজে পাইনি।
লিংক দিব কিভাবে? আর একটা কথা, মনে করুন, অন্য ব্লগের কোন লেখা আমার মনে হল শেয়ার করা উচিৎ, তখন তো কপিরাইটের একটা ইস্যু চলে আসবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
প্রথমেই ব্রাউজ করে লেখাটির লিন্ক দেয়ার জন্য উপযুক্ত সাব-ফোরামটি খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে সেটি হবে:
>>RESOURCES and UPDATES: PRINTED/AVAILABLE >> Articles, Blogposts, Op-Eds. সেখানে গিয়ে নতুন লেখার লিন্ক যোগ করতে হলে বা সেটি আপলোড করতে হলে "NEW TOPIC" বোতামটি খুঁজে নিয়ে ক্লিক করলেই লেখাটি ওই সাব-ফোরামের আওতায় একটি নতুন টপিক হিসেবে নিবন্ধিত হয়ে যাবে। এখন কেউ যদি সেটির বিপরীতে কোন মন্তব্য করতে চায় তখন তাকে একইভাবে ব্রাউজ করে নতুন যোগকৃত টপিকটির পাতায় গিয়ে "POST REPLY" ক্লিক করলেই কাজ হবে।
অন্য ব্লগের লেখা শেয়ার করার জন্য লিন্ক দেয়া কিংবা প্রয়োজনীয় অংশ উদ্ধৃত করলেই হয়তো ভাল হবে। এই বিষয়টি নিয়ে ঠিক কি করা উচিত, পুরোপুরি নিশ্চিত না। কারো কোন পরামর্শ আছে?
যাই গিয়া দেইখা আসি সাইট্টা।