( ব্লগে আজকে রাতে ঢুকে দেখি দারুন সিরিয়াস পরিবেশ। তাই মনে হল তাইলে হালকা কিছু হয়ে যাক)
আমাদের সাথে ডিপার্টমেন্টে এক পুরা আজব চীজ পড়ে, নাম হচ্ছে ইশতিয়াক । এই ব্যাটা একদিন আমাকে আর সেলিম(scc) কে তার নতুন ডেটিং এর কাহিনি শুনাইতেছে । বলে বুঝলি রাশেদ। আমি বলি না বললে বুঝব কি ভাবে?? ইশতি বলে সেইটাই তো বলতে চাচ্ছি । সেলিম বলে তাইলে এত ধানাই পানাই না করে সেইটাই বল। ইশতি বলে ঐযে ঐদিন গেলাম না ধানমন্ডি লেকে ঐমেয়ের সাথে । সেলিমের সাথে সাথে ডাউট- কোন মেয়ের সাথে নওশীন না নাজনীন । ইশতি একটু মাইন্ড করে বলে আরে তোরা আমাকে কি ভাবিস??? আমি কি নওশীন ছাড়া আর কার সাথে এত মাখামাখি করি । সেলিম আর আমি দুইজনেই উদ্দ্যেশ মূলক ভাবে বলি- ও তাই নাকি!!!
এইবার ইশতি একটু ক্ষেপে বলে তোরা ফাইজলামী ছাইড়া আমার কথা শুন। সেইদিন গেলাম ধানমন্ডি লেকে, একটু বাতাস খাওয়ার পর নওশীন বলে তার ক্ষুধা লাগছে ফুচকা খাবে। আর তোরা তো জানিস মেয়েরা কিছু চাইলে আমি আবার না করতে পারি না । সেলিম আবার বলে এইটা আর নতুন কি । নতুন কিছু থাকলে বল। আমিও বলি টাইম লস করিস না নতুন কিছু থাকলে বল নাইলে আমি গেলাম।
এইবার ইশতিয়াক একটু রেগে বলে আসলে যে কাহিনি টা তোদের বলতে চাইছিলাম সেইটা হল নওশীন আমাকে পছন্দ করে। সেলিম তার স্বভাবজাত সন্দেহের ভিত্তিতে বলে- কিভাবে বুঝলি নওশীন তোকে পছন্দ করে? ইশতি এইবার ক্ষেপে বলে বুঝব না কেন ঐদিন নওশীন আমাকে যে মুখে তুলে ফুচকা খাইয়ে দিল এর পর আর কি কোন সন্দেহ থাকে যে নওশীন আমাকে পছন্দ করে না। এইবার সেলিমের মোক্ষম প্রশ্ন- আরেকটা সন্দেহ থাকে, সেইটা হল তোরে খাওইয়া দিতে হবে কেন? ঐ সময় তোর হাত কই ছিল???
৬৭ টি মন্তব্য : “তোর হাত কই ছিল???”
মন্তব্য করুন
১ম? 😕
ওয়ে ওয়ে! :awesome:
জীবনে পরথম "পরথম" হইলাম! 🙂
এখন পড়ি... ;;;
আজকাল কি দিনকাল আসল 🙁 সবাই না পিইড়া প্রথম হয় 🙁 বুঝলেন আন্দালিব ভাই আমাদের সময় যুগ ছিল একটা 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
নাহ রে ভাই। আমি সারাদিন সিসিবি-তে ঢুকতে পারিনি সময়ের অভাবে। আজকে ঢুকে একটা পোস্টদিয়েই দেখলাম তোমারটা খালি যাচ্ছে। তাই চলছে গাড়ী যাত্রাবাড়ীর মতোন ছক্কা মেরে দেখি ব্যাটে বলে এক হইছে!
এই আনন্দে একটা শিশুসুলভ আচরণ করলাম! 😀 😀
তবে আমি লেখার প্রথম লাইনেই আটকে গেছি। তারপরে অনুসন্ধান করলাম ঘটনা কী। পুরা ঘটনা বুঝে এখন আবার ফিরলাম! 😕 😕
তোমার লেখা "জুশ" হইছে! :clap:
ওরে নারে। মইরা গেলাম রে। :gulli2: :gulli2: :pira: :pira: :khekz: :khekz:
এত তাড়াতাড়ি মরলে কেমনে হবে 😀 সেলিমের যুগান্তকারী ডায়ালগের বাক্স এখনো তো খুলি নাই 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
৩য়
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এইটা কী দিলেন =)) :)) =)) :)) :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মনে হয় একটা পোস্ট :-B
🙁
ভাইয়ের মন খ্রাপ হইলো ক্যান? কিছু মনে পড়ছে নাকি? ;;;
পোলাপাইন খারাপ হইয়া যাইতেছে। আমাদের সময় আমরা নিজের হাতে ফুচকা খাইতাম :)) :)) :))
তাইলে আপনার গার্লফ্রেন্ডের হাত তখন কই থাকত 😀 😀 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
:)) =)) :thumbup:
😀 😀
বেদ্দপ পোলা । হবু ভাবিরে নিয়া খারাপ কথা কয়। যা গিয়া লং-আপ হইয়া থাক। :grr:
ইয়ে মানে কোন হাতের কথা বলছিলি যেনো ? 😉
😮 😮 😮 কি কন এইগুলা?হাত কয়ডা থাকে???
কন কি ???? 😮 😮 😮 আপ্নে কোন হাতের কথা বলেন 😮 😮
মানুষ তার স্বপ্নের সমান বড়
:just: দুইটা :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
ওরে জিহাদ এইটা মনে হয় অন্য হাত 😉 কি কামরুল ভাই ঠিক না 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
তার মানে কি? তোরও এক্সট্রা হাত আছে নাকি।
এখনো কিছু শিখতার্লাম না :no:
সাতেও নাই, পাঁচেও নাই
পুলাপাইন খালি খারপ কথা বলে 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
কঠিন... কোঠীণ!! কুঠীঈঈনননন....
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
চিপায় 😛
সহমত @ কামরুল 😐
কার সাথে বইসা?
ছি কি অশ্লীল!ব্লগের পরিবেশ নষ্ট হচ্ছে এইসব অশালীন লেখার জন্য x-(
অফ টপিক-বাকি কাহিনী গুলাও ব্লগ আকারে ছাড়,রসময়দার হেল্প নে যুদি লাগে ;;)
মাসরুফ ভাই, ব্লগ ছাড়েন একটা 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মাসরুফ ভাই ঠিক আছে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
:no: :no:
O:-) O:-)
:just: :pira:
:clap: :clap: :khekz: :khekz:
Life is Mad.
এত ইমো দেন কেন?এডু ধরবে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
কি দিলি রে... :khekz:
ব্লগের পরিবেশ হাল্কা হইয়া উইরা জাইতেসে :khekz:
পুরা :pira:
বলছিস তাইলে 😀
হাল্কা হইছে 🙂
যাক উদ্দেশ্য তাইলে কিছুটা সফল :guitar:
মানুষ তার স্বপ্নের সমান বড়
দ্যাখস না আমি উরতাসি ... O:-) O:-)
:grr: :grr:
তাইলে নামা একটা জীবনের গল্প 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
নামাইসি তো গত কালকেই 🙁 🙁 🙁
এইডা পুলাপাইনের পোস্ট। আমার পড়া ঠিক না!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অই রাশেদ মুরুব্বিদের জন্যি একটা পোস্ট নামা শিগগির......... 😛 😛
লাবলু ভাই এইটা তো আপনার পোলার জন্য লেখা হইছিল 😀 যাক পরছেন যখন এখন তাইলে... 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
হাত কই ছিলো ... আবার জিগায় !!
হাত পকেটে ছিল :-B
তুই ভাল পোলা তাই আসল টা বুঝছস B-)
মানুষ তার স্বপ্নের সমান বড়
কাটা পকেট ?
মেয়েদের পকেট 😕
হা হা হা :just: :pira:
হাত তো পরের কথা, ওরা কই ছিল
যদি ফুচকার দোকানের পাশে থাকে তাইলের হাত মনে হয় মানিব্যাগে ছিল
আর যদি চিপায় থাকের তাইলে হাত দিয়া মশা মারতে ছিল
ওয়ে :awesome: ওয়ে :awesome: আমার চিন্তা ভাবনা দেখি বল সাবান দিয়া ধোয়া
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো কোথায় থাকতো জাতি জানতে চায়।
ফুচকার দোকানের পাশে নাকি চিপায় ?
চিপায় হইলে জাতির ২টা প্রশ্ন আছে ? ;;;
ঠিক মনে করতে পারতাছি না 🙁 😕
আচ্ছা প্রশ্নই কর ;;;
অয়টপিক: তোরও বল সাবান লাগব
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হা হা হা! =))
www.tareqnurulhasan.com
ইয়ে মানে তারেক, তুই হাত কোথায় রাখতি ? 😉
😀
বিভিন্ন কারনে মেজাজ গরম ছিল, তোমার এইটা পড়ে একটু ঠান্ডা হয়েছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইয়ে মানে ফয়েজ ভাই, আপনি হাত কোথায় রাখতেন?
:frontroll: :frontroll: আগেই দিয়া দিলাম ;;;
দুর আমিতো ডেটিং ফেটিং একদমই করি না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই ডাইরেক অ্যাকশনে বিশ্বাসী। এইসব ডেটিঙ ফেটিঙের কি আর টাইম আছে? 😀 😀 😀
আমি বাচ্চা মানুষ 🙁 কি সব অ্যাকশনের কথা হইতেছে 🙁 কিছুই বুঝি না :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমার কি পড়া ঠিক হবে এই পোস্ট?
মানে পড়তে হইলে তো হাত আবার কি বোর্ডে রাখতে হবে.....তাই জিগাইলাম আর কি 😀
পড়েন শওকত ভাই 🙂 কারন অন্য কোনখানে থাকার চাইতে হাত কি বোর্ডে রাখাই ভাল 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমি মুনে হয় বুজতে পার্ছি।
ফুচকার জন্য আলু ভর্তা করতেছিল তাই না? :grr: :grr: :grr:
তুমার সম্পরকে যা জানি তাতে তো মনে হয় না তুমি এইটা ভাবতেছ :grr: :grr:
মানুষ তার স্বপ্নের সমান বড়
কি মুনে হয় সোনা? আমারে কানে কানে কৈআ যাও।
গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক 😀 😀 😀
😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
প্লেট রাখার জায়গা ছিল না, তাই দুইটা প্লেট দুই হাতে ধরে ছিল- এই ব্যাপারটা নিয়ে এত হৈচৈ করার কি আছে??? 😛
(অন্যের অভিজ্ঞতা থেকে বললাম... B-) )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইশ্তিয়াক ভাই এর তো ২ টা ছোটো ভাই আছে উনি তাদের জন্য বল কিনে আনছে বল দুইটা ওনার হাতে ছিল 😕
ইশ্তিয়াকের গল্পে হাস্তেই আছি 😀 😀 😀